Friends Media & Ad

Friends Media & Ad We make: AD (TVC), Billboard, Drama, Short film, Music video, Catalog & Photo session etc.
(5)

We make: AD (TVC), Billboard, Drama, Short film, Music video, Catalog & Photo session etc.

গণহত্যাকারী সন্ত্রাসীদের এদেশে রাজনীতি করার কোন অধিকার নেই। এই খুনিরা আবারো এদেশের ছাত্র-জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স...
13/08/2024

গণহত্যাকারী সন্ত্রাসীদের এদেশে রাজনীতি করার কোন অধিকার নেই। এই খুনিরা আবারো এদেশের ছাত্র-জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স্বাধীনতাকে নস্যাৎ করে দিতে ভেতরে ভেতরে ঐক্যবদ্ধ হচ্ছে। এক্ষেত্রে প্রশাসন যদি কার্যকর ভূমিকা না নেই তবে ছাত্র-জনতা আবারো এদের বিষদাত ভেঙ্গে দিতে রাজপথে নামবে।

13/08/2024

যেকোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতি আমার সমর্থন রয়েছে।
রাজনৈতিক খোলসে সন্ত্রাসী দলের বিরুদ্ধে আমার তীব্র অবস্থান চলবে।

13/08/2024

আমাদের দেশের হিন্দুরা বারবার সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়েছে। তাদের কোলে আশ্রয় নিয়ে এই সন্ত্রাসীরাই তাদের ঘরে আগুন দেয়। আর তখন দোষ দেয় দেশের। খবরদার আপনারা সন্ত্রাসীদের পক্ষ নিবেন না। তাহলে আপনাদের যে ক্ষয়ক্ষতি হয় এসবের দায় আমাদের নয়। আপনাদের মধ্য থেকে যারা এই সন্ত্রাসী লীগের সাথে জড়িয়ে আছে তাদের। আমি হিন্দুদের বিভিন্ন সমাবেশে আওয়ামী সন্ত্রাসীদের জড়ো হতে দেখেছি। সাধু সাবধান।

13/08/2024

আলহামদুলিল্লাহ
হজের খরচ দুই /আড়াই লাখের মধ্যে,, আর ওমরাহ ৫০/৬০ হাজার টাকার মধ্যেই সম্ভব।
ধর্ম উপদেষ্টা।
ইয়া আল্লাহ হজ্জ করার সকল রাস্তা সবার জন্য সহজ করে দিন।আমিন।

13/08/2024

আমি যত হিন্দু চিনি সবাইকে বাংলাদেশী হিসেবে জানি। সংখ্যালঘু ওই সন্ত্রাসীরা ছাড়া আর কাউকে চিনি না।

১৫ ই আগস্ট প্রতিবিপ্লবের ডেডলাইন এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল কীভাবে? সবাই এই তারিখটির ব্যাপারে এত সুনিশ্চিত কেন? এই তারিখ...
13/08/2024

১৫ ই আগস্ট প্রতিবিপ্লবের ডেডলাইন এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল কীভাবে? সবাই এই তারিখটির ব্যাপারে এত সুনিশ্চিত কেন? এই তারিখটিকে হাইলাইট করার পেছনে শত্রুর হাত নেই তো?

ধরা যাক, ১৫ ই আগস্টের খবর ছড়িয়ে ১৪ই আগস্ট অকস্মাৎ কিছু ঘটে গেল, কারণ ১৫ ই আগস্টের ব্যাপারে সুনিশ্চিতভাবে অপেক্ষারত জনতা ১৪ ই আগস্টে শেষ বারের মত ঘুমিয়ে নিচ্ছে।

অথবা ১৫ ই আগস্ট কিছুই হলো, তারপরের দিনও হলো না, ফলে জনতা কিছু হবে না ভেবে গভীর ঘুমে আচ্ছন্ন থাকল এবং তখনই ঘটনা ঘটে গেল।

আপনার আক্রমণের দিন তারিখ শত্রু শিবিরে এত ব্যাপকভাবে ফাঁস হয়ে গেলে আপনি কি করতেন? এই দিনে আক্রমণ করতেন?

আসলে স্বৈরাচারের শেষ চিহ্নটুকু অবশিষ্ট থাকার আগ পর্যন্ত আমাদের ঘুমানোর সুযোগ নেই। ঘুমালেও পালা করে ঘুমাতে হবে। সালাতুল খওফ আদায় করতে হবে হবে।

ছবিঃ যুদ্ধকৌশলের সবচেয়ে প্রাচীন ও বিখ্যাত বই সানজুর আর্ট অব ওয়ার

Abdur Rahman Ad Dakhil

12/08/2024

বিএনপি ক্ষমতায় ছিল না জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল না। আওয়ামী লীগ ক্ষমতায় নাই ১৫ আগস্ট ছুটি কেন থাকবে? কেউ আমারে বুঝা 🙄

৪০ বছর আগে পাকিস্তানীদের সহযোগিতার মিথ্যা অভিযোগে জামাত-বিএনপি'র নেতাদের যদি ফাঁসি হতে পারে। স্বাধীন দেশের নিরপরাধ ছাত্র...
12/08/2024

৪০ বছর আগে পাকিস্তানীদের সহযোগিতার মিথ্যা অভিযোগে জামাত-বিএনপি'র নেতাদের যদি ফাঁসি হতে পারে। স্বাধীন দেশের নিরপরাধ ছাত্র জনতার খুনের দায় সেই দল এবং দলের নেতাকর্মীদের কি করা উচিত?

শহীদের রক্ত না শুকাতেই তারা আবার রাজনীতির নামের সন্ত্রাস করতে চায়? তারা কবে রাজনীতি করেছে! রাজনীতির আড়ালে সব সময় সন্ত্রাসবাদ চাষ করেছে। দেশের স্বার্থে জনগণের স্বার্থে সন্ত্রাসীদের রুখে দিতে হবে।

12/08/2024

রাজপথ আবারও দরজায় কড়া নাড়ছে।
প্রস্তুতি নাও,প্রস্তুত হও
হে বিপ্লবী বন্ধু।

12/08/2024

সতর্কবার্তা!

১৫ আগষ্ট সামনে রেখে পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখে দেয়ার প্রস্তুতি নিন।

12/08/2024

ছাত্রলীগ,
বলেছিলে, প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব বাদ
অস্তিত্বের প্রশ্নে আমরা প্রস্তুত।
আজ যখন তোমার অস্তিত্ব সংকটে
ভোল পাল্টে হয়ে গেলে সনাতনীলীগ?

11/08/2024

পদ্মাসেতু আছে, ড. ইউনূসও আছেন, শুধু টুপ করে ফেলে দেওয়া মানুষটাই নেই। 🤣

11/08/2024

যে সকল পুলিশ চাকরি করতে চায় না তাদের বাদ দিয়ে আমাদের চাকরি দিন আমরা বেকার বসে আছি।

স্বাধে কি মানুষ ক্ষমতা হারাতে চায় না😂😂😂
11/08/2024

স্বাধে কি মানুষ ক্ষমতা হারাতে চায় না😂😂😂

11/08/2024

অনেকে স্বপ্ন দেখছেন আপনার নানী আর আপনার দল ফিরে আসবে ,
এই স্বপ্ন থেকে ফিরে আসুন
১০০ বছরেও আপনার দল আর আসবে না

11/08/2024

একটা সমস্যায় পরে গিয়েছি!
আশেপাশের কাছের মানুষদের মুখোশ চিনে ফেলেছি গত ২০/২৫ দিনের ঘটনায়।
কে দালাল! কে সুযোগ সন্ধ্যানী! কে অবস্থা বুঝে ব্যবস্থা!

আবার অনেকে আমার কিছু কলিগসহ যারা আন্দোলনের সময় ভুলেও একটা পোষ্ট করে নাই।
আন্দোলনের শেষ দিনে পোষ্ট দেয়া শুরু করছে। এখনো খুব লাফাচ্ছে যেন তাদের হাত ধরে বিজয় আসছে….
এটা খুব ভালো দিক…

কিন্তু সমস্যা হলো কথা বলতে গেলেই মনে পরে আরেহ সে তো সুযোগ সন্ধ্যানী! আমি বিপদে পরলেও তো কোনদিন মুখ খুলবে না 🙄

11/08/2024

গোপালগঞ্জ বাসির আজকে মিছিলের স্লোগান থাকবে ,,
আমার ভাইয়ের
পাঁচালাল, মনে থাকবে চিরকাল

11/08/2024

ভাস্কর্য প্রেমিরা বলে ভাস্কর্য আর মূর্তি এক না!
আমরাও সেটা বলি কারন মূর্তি বানালে যাবেন জাহান্নামে আর ভাস্কর্য বানালে যাবেন দোজখে

Address

10/2 (5th Floor) Purana Paltan Line
Dhaka
1000

Telephone

01719-555 927

Website

Alerts

Be the first to know and let us send you an email when Friends Media & Ad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Friends Media & Ad:

Videos

Share

Category

Nearby media companies