Kushum Koli Media

Kushum Koli Media Graphic Design | Printing | Packaging | Advertising
Audio Visual Production | Event Management

Happy New Year 2024
31/12/2023

Happy New Year 2024

17/02/2023
Mamunur Rashid commentented on the documentary of Honorable Member of Parliament Fazle Hossain Badsha.
19/12/2022

Mamunur Rashid commentented on the documentary of Honorable Member of Parliament Fazle Hossain Badsha.

Sohrab Hassan commentated on the documentary of Honorable Member of Parliament Fazle Hossain Badsha.
19/12/2022

Sohrab Hassan commentated on the documentary of Honorable Member of Parliament Fazle Hossain Badsha.

মাননী সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এপি সমর্কে কিছু কথা বলেন আমাদের জলি আপা ।
29/11/2022

মাননী সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এপি সমর্কে কিছু কথা
বলেন আমাদের জলি আপা ।

মাননী সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এপি সমর্কে কিছু কথা বলেন মাননীয় সংসদ সদস্য হাসানুল হক ইনু।
29/11/2022

মাননী সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এপি সমর্কে কিছু কথা
বলেন মাননীয় সংসদ সদস্য হাসানুল হক ইনু।

27/10/2022

‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব’ এর উদ্বোধনী
বাংলাদেশ ও ভারতের হাজার চারেক শিল্পীর অংশগ্রহণে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হলো ১১ দিনব্যাপী ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব’। শুক্রবার জাতীয় নাট্যশালা মিলনায়তনে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক পর্ষদ আয়োজিত এ উৎসব উদ্বোধন করেন নাট্যকার আতাউর রহমান। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এবারের উৎসবে বাংলাদেশ ও ভারতের ১২২টি সাংস্কৃতিক সংগঠনের চার হাজারের মতো শিল্পী অংশগ্রহণ করবেন।
গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আসাদুজ্জামান নূর, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারোয়ার এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহ। স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন উৎসব পর্ষদের সদস্যসচিব আক্তারুজ্জামান।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরিক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল ও সঙ্গীত আবৃত্তি ও নৃত্য মিলনায়তন এবং বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ভারতের চারটি দল, ঢাকা ও ঢাকার বাইরের ৪০টি নাট্যদলসহ মোট ৪৪টি মঞ্চনাটক প্রদর্শনীর পাশাপাশি ১৮টি সঙ্গীত আবৃত্তি ও নৃত্যদলের পরিবেশনা থাকছে উৎসবে। এ ছাড়া এ আয়োজনে উন্মুক্ত মঞ্চে পথ নাটক হবে ৯টি। ১৫টি আবৃত্তি সংগঠন, ১২টি সঙ্গীত সংগঠন, ৭টি নৃত্য সংগঠন, ১০টি শিশুদলের পাশাপাশি একক আবৃত্তি ও একক সঙ্গীত পরিবেশনাও থাকছে। উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক পর্ব প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত এবং মঞ্চনাটক প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে। মঞ্চ নাটক দেখতে টিকেট কিনতে হবে। সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি এবং আইএফআইসি ব্যাংকের সহযোগিতায় এ উৎসব উদযাপিত হচ্ছে।

প্রোফেসর ড. রতন সিদ্দিকী‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব’ এর উদ্বোধনীবাংলাদেশ ও ভারতের হাজার চারেক শিল্পীর অংশগ্রহণে রাজধা...
27/10/2022

প্রোফেসর ড. রতন সিদ্দিকী
‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব’ এর উদ্বোধনী
বাংলাদেশ ও ভারতের হাজার চারেক শিল্পীর অংশগ্রহণে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হলো ১১ দিনব্যাপী ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব’। শুক্রবার জাতীয় নাট্যশালা মিলনায়তনে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক পর্ষদ আয়োজিত এ উৎসব উদ্বোধন করেন নাট্যকার আতাউর রহমান। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এবারের উৎসবে বাংলাদেশ ও ভারতের ১২২টি সাংস্কৃতিক সংগঠনের চার হাজারের মতো শিল্পী অংশগ্রহণ করবেন।
গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আসাদুজ্জামান নূর, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারোয়ার এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহ। স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন উৎসব পর্ষদের সদস্যসচিব আক্তারুজ্জামান।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরিক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল ও সঙ্গীত আবৃত্তি ও নৃত্য মিলনায়তন এবং বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ভারতের চারটি দল, ঢাকা ও ঢাকার বাইরের ৪০টি নাট্যদলসহ মোট ৪৪টি মঞ্চনাটক প্রদর্শনীর পাশাপাশি ১৮টি সঙ্গীত আবৃত্তি ও নৃত্যদলের পরিবেশনা থাকছে উৎসবে। এ ছাড়া এ আয়োজনে উন্মুক্ত মঞ্চে পথ নাটক হবে ৯টি। ১৫টি আবৃত্তি সংগঠন, ১২টি সঙ্গীত সংগঠন, ৭টি নৃত্য সংগঠন, ১০টি শিশুদলের পাশাপাশি একক আবৃত্তি ও একক সঙ্গীত পরিবেশনাও থাকছে। উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক পর্ব প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত এবং মঞ্চনাটক প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে। মঞ্চ নাটক দেখতে টিকেট কিনতে হবে। সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি এবং আইএফআইসি ব্যাংকের সহযোগিতায় এ উৎসব উদযাপিত হচ্ছে।

27/10/2022

Heiya Re Heiya (হেইয়া রে হেইয়া) বাংলা গান।

23/10/2022

এটি ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব’ এর উদ্বোধনী নৃত্য।
বাংলাদেশ ও ভারতের হাজার চারেক শিল্পীর অংশগ্রহণে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হলো ১১ দিনব্যাপী ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব’। শুক্রবার জাতীয় নাট্যশালা মিলনায়তনে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক পর্ষদ আয়োজিত এ উৎসব উদ্বোধন করেন নাট্যকার আতাউর রহমান। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এবারের উৎসবে বাংলাদেশ ও ভারতের ১২২টি সাংস্কৃতিক সংগঠনের চার হাজারের মতো শিল্পী অংশগ্রহণ করবেন।
গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আসাদুজ্জামান নূর, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারোয়ার এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহ। স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন উৎসব পর্ষদের সদস্যসচিব আক্তারুজ্জামান।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরিক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল ও সঙ্গীত আবৃত্তি ও নৃত্য মিলনায়তন এবং বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ভারতের চারটি দল, ঢাকা ও ঢাকার বাইরের ৪০টি নাট্যদলসহ মোট ৪৪টি মঞ্চনাটক প্রদর্শনীর পাশাপাশি ১৮টি সঙ্গীত আবৃত্তি ও নৃত্যদলের পরিবেশনা থাকছে উৎসবে। এ ছাড়া এ আয়োজনে উন্মুক্ত মঞ্চে পথ নাটক হবে ৯টি। ১৫টি আবৃত্তি সংগঠন, ১২টি সঙ্গীত সংগঠন, ৭টি নৃত্য সংগঠন, ১০টি শিশুদলের পাশাপাশি একক আবৃত্তি ও একক সঙ্গীত পরিবেশনাও থাকছে। উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক পর্ব প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত এবং মঞ্চনাটক প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে। মঞ্চ নাটক দেখতে টিকেট কিনতে হবে। সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি এবং আইএফআইসি ব্যাংকের সহযোগিতায় এ উৎসব উদযাপিত হচ্ছে।

19/10/2022

Garbage Management System
Documentary Dhaka City Corporation

Graphic Design | Printing | Packaging | Advertising Audio Visual Production | Event Management Service
17/10/2022

Graphic Design | Printing | Packaging | Advertising Audio Visual Production | Event Management Service

সবার জন্য ফু‌লের শু‌ভেচ্ছা
14/10/2022

সবার জন্য ফু‌লের শু‌ভেচ্ছা

Address

17/103, Gobindapur, Dania, Jatrabari
Dhaka
1362

Alerts

Be the first to know and let us send you an email when Kushum Koli Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kushum Koli Media:

Videos

Share

Category

Nearby media companies