প্রেম করিনা জাস্ট ফ্রেন্ড বড় ভাই 🔥
সূরা নাহল
আয়াতঃ ৩০
#thelightbangla
Heart
এই_স্পন্দনের_মালিক_একমাত্র_আল্লাহ_তায়ালা.
বিষ্ময়কর শিশু ৭টি গ্রন্থের হাফিয!
১১ বছরের শিশু। নাম তাঁর জিহাদ আল-মালিকি। বয়স ১১ হলেও ৭টি গ্রন্থ তাঁর আগা-গোড়া মুখস্ত। যে কোনো জায়গা থেকে অংশবিশেষ জিজ্ঞেস করলেই বাকী অংশ সাথে সাথে বলে দেবে। তবে বড় বিষ্ময়ের ব্যাপার হচ্ছে মাত্র ১১ বছরের এই শিশুটি অন্ধ।
তাঁর মুখস্ত ৭টি গ্রন্থ হচ্ছেঃ ১) কুরআনুল কারীম। ২) বুখারী। ৩) মুসলিম। ৪) তিরমিযী। ৫) আবূ দাউদ। ৬) নাসায়ী। ৭) ইবনু মাজাহ।
১ম গ্রন্থ কুরআনুল কারীম হচ্ছে আল্লাহর বাণী। পরের ৬টি গ্রন্থ হচ্ছে আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর সংকলন, যাকে হাদীস বলা হয়। আরবীতে এই ৬ট্টি কিতাবকে একত্রে 'কুতুবু সিত্তাহ' বলা হয়।
কুরআনুল কারীমের আয়াত সংখ্যা ৬২৩৬টি। আমাদের দেশীয় ছাপায় হাফেযী কুরআনুল কারীমের পৃষ্ঠা সংখ্যা ৬১০। 'কুতুবে সিত্তাহ'-তে হাদীস সংখ্যা প্রায় ৩০ হাজার। বিভিন্ন কারণে গণনায় কিছু মতভেদ থাকলেও সং
পৃথিবীতে প্রকৃত মানুষ গরিবরাই হয়। যাদের আমরা নিচ মনে করে তারায় হয়ত জান্নাতে নবীদের সঙ্গী। আজকের সমাজে যেখানে ভাইয়ে ভাইয়ে সম্পদ নিয়ে মারামারি সেখানে একজন রিক্সা চালাক তার প্রতিবন্দি বড় ভাইটির সেবা করে যাচ্ছে নিরস্বার্থ ভাবে।
তারা দেখছিলো মানসিকভাবে অসুস্থ একজন লোকের হাতে কুরআন
তারা দেখছিলো মানসিকভাবে অসুস্থ একজন লোকের হাতে কুরআন। তারা তাকে তাদের স্যান্ডেল আর কাপড় দিচ্ছিলো, কিন্তু লোকটা নিতে অস্বীকার করে।
তারা লোকটাকে কুরআন তিলাওয়াত করতে বলে।
লোকটা তার তিলাওয়াত দিয়ে তাদেরকে অভিভূত করে দেয়।
তারা লোকটাকে জিজ্ঞেস করে 'তুমি মুসলিম উম্মাহর জন্য কি বার্তা দিতে চাও?'
সে উত্তর দেয় "ইন্না লিল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন"।
তারা লোকটাকে "প্রশ্ন করে 'তুমি কি তোমার জীবনে সুখী?"
সে মাথা নেড়ে উত্তর দেয় 'হ্যাঁ'।
.
তারপর আবার হাতে থাকা কুরআনের মুসহাফ দেখে দেখে তিলাওয়াত করতে থাকে, আর কাঁদতে থাকে।
.
প্রথমবার দেখার পর ভাবছিলাম, আসলে মানসিকভাবে অসুস্থ সে! এই লোকের অন্তর তো আলোকিত, আর আমাদেরটা?😭