The Light - আন নূর

The Light - আন নূর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Light - আন নূর, Media, Dhaka.
(1)

17/06/2022
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَت...
02/04/2022

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

হে ঈমানদারগণ! তোমাদের উপর রোযা ফরয করা হয়েছে, যেরূপ ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার। [সূরা বাকারা : আয়াত ১৮৩]

আহলান সাহলান
মাহে রমাদান❤️🤲

15/12/2021

প্রেম করিনা জাস্ট ফ্রেন্ড বড় ভাই 🔥

19/10/2021

সূরা নাহল
আয়াতঃ ৩০

১টাকা প‌রি‌শো‌ধের দায় ও দা‌য়িত্ব‌লি‌খে‌ছেন : মাওলানা Sharif Muhammad হা‌ফিযাহুল্লাহ৯৯৯ টাকা৪৪৯ টাকা১৯৯ টাকা১ টাকা ঝুলিয...
03/10/2021

১টাকা প‌রি‌শো‌ধের দায় ও দা‌য়িত্ব

‌লি‌খে‌ছেন : মাওলানা Sharif Muhammad হা‌ফিযাহুল্লাহ

৯৯৯ টাকা
৪৪৯ টাকা
১৯৯ টাকা

১ টাকা ঝুলিয়ে রেখে এভাবে মূল্য নির্ধারণ করতে দেখা যায়। বেশিরভাগ মোবাইল প্যাকেজ এরকমই। এই বাকি থাকা ১ টাকা আর পরিশোধ করা হয় না। পরিশোধ করার ইচ্ছা কিংবা কোনো প্রস্তুতিও থাকে না। পরীক্ষামূলক-ভাবে ওই ১ টাকা চেয়ে দেখা গেছে, বিক্রেতা খুবই মন খারাপ করে। এটা যে শুধু মোবাইল রিচার্জের দোকানে হয় তা না, মাঝারি-বড় ব্যবসার অনেক জায়গাতেও এটা হচ্ছে।

অনেক সময় তো মোবাইল রিচার্জের দোকান থেকে এটাও বলা হয়, প্যাকেজটা এভাবে ১ টাকা ঝুলিয়ে রেখে করা হয়েছে, ওই টাকাটা বিক্রেতার কাছে রেখে আসার জন্যই!

কর্পোরেট বিজনেসের হিসাবে ছোট একক লেনদেনের ১ টাকা আসলে অনেক টাকা। ১ কোটি গ্রাহকের কাছ থেকে এক টাকা করে রেখে দিলে একদিনের মার্জিন আয় ১ কোটি টাকা। একজন ছোট দোকানদার হয়তো এভাবে দিনে ১০০ অথবা ২০০ টাকা 'উপার্জন' করে।

এই ১ টা টাকা আসলে কার? ছোট কিংবা বড় হিসাবে এই যে ১ টাকা আটকে রাখা হচ্ছে এটা কিভাবে পরিশোধ করা হবে? একজন ছোট ব্যবসায়ী যদি বছরে একহাজার জনের কাছে ১ টাকার দেনার দায়ে আবদ্ধ থাকেন, তিনি এটা কিভাবে পরিশোধ করবেন? সবার কাছে কি দায়মুক্তি চাইতে পারবেন কিংবা টাকা পৌছাতে পারবেন? এর চেয়ে তো একজনের কাছে ১০০০ টাকার দেনা থাকার ঝুঁকি কম।

নাকি এই ১ টাকা পরিশোধ করার দরকার নেই? কাস্টমার দ্বিধায়-লজ্জায় টাকাটা চাইবে না আর আমারও দিতে হবে না, ব্যাপারটা এরকম কি? ব্যবসার মধ্য দিয়ে অ-প্রয়োজনীয়ভাবে 'শখের' ঋণের নিচে পড়ে যাচ্ছে মানুষ! এ কি আধুনিক ব্যবসা-চিন্তার এক 'সৃজনশীল' দায়? পরিশোধের চিন্তাশূন্য এক অভিনব ঋণের ফাঁদ? ঋণের পাহাড়?

আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন, আমরা ছোট ছোট অংকের বড় বড় পাহাড়গুলোর দিকে যেন চোখ রাখি। আখের, আমাদের বাঁচতে তো হবে!

এমন ১ টাকা/ ৫ টাকা/ ১০ টাকা ঝুলিয়ে রেখে মূল্য নির্ধারণ করা বন্ধ করুন। অথবা বেচাকেনার সময় ওই ভাংতি টাকা দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুত থাকুন এবং পরিষ্কারভাবে ক্রেতার দিকে টাকাটা এগিয়ে দিন। অথবা বিষয়টা খুলে বলে শুরুতেই মাফ চেয়ে নিন। (শেষ সুরতটা সৌজন্যপরিপন্থী, কিন্তু লেনদেনের দায় থেকে বাঁচার জন্য নিরাপদ।)

24/09/2021

شَهْرُ رَمَضَانَ الَّذِيَ أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِরমজান মাস-...
14/04/2021

شَهْرُ رَمَضَانَ الَّذِيَ أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ
রমজান মাস-ই হল সেই মাস; যাতে নাজিল করা হয়েছে কুরআন। যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুষ্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী।’ (সুরা বাকারা : আয়াত ১৮৫)

“হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হলো যেভাবে তা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। যাতে তোমরা সংযমী হও। (স...
13/04/2021

“হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হলো যেভাবে তা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। যাতে তোমরা সংযমী হও। (সূরা বাকারা, আয়াত-১৮৩)।

রমাদান মোবারক

 #ধারাবাহিকতাফসির- সুরা ফাতিহা ( ৩)مٰلِکِ یَوۡمِ الدِّیۡنِ ؕ﴿۴﴾বিচার দিনের মালিক [১] [১] এখানে আল্লাহকে বিচার দিনের মালি...
26/07/2020

#ধারাবাহিকতাফসির- সুরা ফাতিহা ( ৩)

مٰلِکِ یَوۡمِ الدِّیۡنِ ؕ﴿۴﴾
বিচার দিনের মালিক [১] [১] এখানে আল্লাহকে বিচার দিনের মালিক’ বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু এই দিনের প্রকৃত রূপটি যে কি এবং জনগণের সম্মুখে এই দিন কি অবস্থা দেখা দিবে তা এখানে প্রকাশ করে বলা হয় নি। অন্যত্র তা স্পষ্ট করে বলা হয়েছে, (আরবি) কিসে আপনাকে জানাবে? আবার জিজ্ঞাসা করি, কিসে আপনাকে জানাবে বিচারের দিনটি কি? তাহা এমন একটি দিন, যে দিন কেউই নিজের রক্ষার জন্য কোনই সাহায্যকারী পাবে না, এবং সমগ্র ব্যাপার নিরঙ্কুশ ভাবে আল্লাহর ইখতিয়ারভুক্ত হবে "[সূরা আল-ইনফিতার: ১৭-১৯]

আর (আরবি) বলিতে যে বিচারের দিন, প্রতিফল-তথা শাস্তি বা পুরষ্কারদানের দিনবুঝায়, তা অন্য আয়াতাংশে স্পষ্ট করে বলে দেয়া হয়েছে, (আরবি), "আজকের দিনে আল্লাহ লোকদের প্রকৃত কর্মফল পূর্ণ করে দিবেন" [সূরা আন-নূর: ২৫] মোটকথা: আল্লাহ তা'আলা ঘোষণা করছেন, তিনি কেবল রববুল আলামীন, আর-রহমান ও আর-রহীমই নন, তিনি মালিকি ইয়াওমিদিন'-ও।

অর্থাৎ আল্লাহ তা'আলা কেবল এই জীবনের লালন ও রক্ষণাবেক্ষণের জন্যই এই বিরাট জগত-কারখানা স্থাপন করেন নি, এর একটি চূড়ান্ত পরিণতিও তিনি নির্ধারিত করেছেন। অর্থাৎ তোমরা কেউ মনে করো না যে, এই জীবনের অন্তরালে কোন জীবন নেই। এই ধারণাও মনে স্থান দিও না যে, সেদিনও তোমাদের তেমনি স্বেচ্ছাচারিতা চলবে যেমন আজ চলছে বলে তোমরা ধারণা করছ বরং সে দিন নিরঙ্কুশভাবে এক আল্লাহরই একচ্ছত্র কর্তৃত্ব, প্রভুত্ব ও মালিকানা পূর্ণমাত্রায় কার্যকর থাকবে।

আজ যেমন তোমরা নিজেদের ইচ্ছামত কাজ করতে পারছ-অন্ততঃ এর পথে প্রাকৃতিক দিক দিয়ে কোন প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয় না, সে চূড়ান্ত বিচার দিনে কিন্তু তা কিছু মাত্র চলবে না। সেদিন কেবলমাত্র আল্লাহর মর্জি কার্যকর হবে। আজ যেমন লোকেরা সত্যের প্রচণ্ড বিরোধিতা করে সুস্পষ্ট অন্যায় ও মারাত্মক যুলুম করেও সুনাম সুখ্যাতিসহ জীবন-যাপন করতে পারছে, সেদিন কিন্তু এসব ধোকাবাজী এক বিন্দুও চলবে না।

বিচার দিবসের গুরুগম্ভীর পরিবেশ ও পরিস্থিতি সম্পর্কে সামান্য আন্দাজ করা যায় এই কথা হতে যে, বিচারের দিন জিজ্ঞেস করা হবে, “আজকার দিনে একচ্ছত্র কর্তৃত্ব ও প্রভুত্ব কার?” তার উত্তরে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করা হবে, “তা সবই একমাত্র সার্বভৌম ও শক্তিমান আল্লাহর জন্য নির্দিষ্ট " [সূরা আল-গাফির:৫৯], অন্য আয়াতে বলা হয়েছে, “এটা সে দিনের কথা যেদি

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Light - আন নূর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies