HelloToday

HelloToday News & Views The Daily Eai Amar Desh is Bangladesh’s most read and on of the largest selling Bangla newspaper.
(3)

The Daily Eai Amar Desh website, www.eaiamardesh.com
E-paper: epaper.eaiamardesh.com

শিক্ষিকাকে কোলে নিয়ে কোলাকুলি করছেন মাদ্রাসা সুপারশিক্ষিকার সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর অভিযোগ পাওয়া গেছে এক মাদ্রাসা সুপার...
29/09/2024

শিক্ষিকাকে কোলে নিয়ে কোলাকুলি করছেন মাদ্রাসা সুপার

শিক্ষিকার সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর অভিযোগ পাওয়া গেছে এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। তবে বিষয়টি দেখে ফেলায় এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে।

এমনই ঘটনা ঘটেছে নাঙ্গলকোট উপজেলায় বাঙ্গড্ডা দারুল ফালাহ্ হামীদীয়া বালক-বালিকা দাখিল মাদ্রাসায়।

অভিযুক্ত মাওলানা শাহ মোহাম্মদ নিজাম উদ্দিন হামীদী মাদ্রাসাটিতে সুপারের দায়িত্বে আছেন।

ভুক্তভোগী ফয়সাল মাহমুদ (১৪) উপজেলার রায়কোট পশ্চিম পাড়ার মুন্সি বাড়ির প্রবাসী জসিম উদ্দিনের ছেলে। তিনি মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, ১২ সেপ্টেম্বর রাতে মাদ্রাসার আবাসিক ভবনের ছাদে যান ফয়সালসহ তিন শিক্ষার্থী। ওই সময় ফয়সাল জানালা দিয়ে দেখতে পান পাশের একটি ভবনে শিক্ষক নিজাম উদ্দিন হামীদী তার অফিস কক্ষে এক নারী শিক্ষিকার সঙ্গে অনৈতিক কাজ করছেন। পরের দিন বিষয়টি মাদ্রাসায় জানাজানি হলে ফয়সালকে ঘটনাটি গোপন রাখতে বলেন সুপার নিজাম উদ্দিন। কিন্ত ফয়সাল বিষয়টি গোপন না রেখে সবাইকে জানিয়ে দেয়। এতে ফয়সালের প্রতি ক্ষিপ্ত হন নিজাম।

পরে মঙ্গলবার ফয়সাল অসুস্থতার কারণে ক্লাস না করে শুয়ে থাকেন আবাসিক ভবনে। নিজাম পূর্বের ঘটনার জেরে ক্লাস না করার অজুহাতে ফয়সালকে বেধড়ক মারধর করেন। খবর পেয়ে ফয়সালের মা তাকে মাদ্রাসা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন। ৪ দিন চিকিৎসা নেওয়ার পরেও ফয়সালের শরীরে মারধরের চিহ্ন স্পষ্ট।

এ বিষয়ে ফয়সালের মা হালিমা বেগম বলেন, ‘সুপার নিজামের অপকর্মের বিষয়টি আমার ছেলে আমাকে জানিয়েছে। আমি তাকে সতর্ক করি যাতে বিষয়টি গোপন রাখে। তবে বয়স কম হওয়ায় সে সবাইকে জানিয়ে দেয়। কিন্তু নিজাম হুজুর আমার সন্তানকে বেধড়ক মারধর করে আহত করে। আমি এর সুষ্ঠু বিচার চাই’।

স্থানীয়রা জানিয়েছে, মাদ্রাসার শিক্ষিকা-শিক্ষার্থীদের সঙ্গে অপকর্ম করা নিজামের পেশায় পরিণত হয়েছে। নিজাম স্থানীয় হওয়ায় তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। নিজামের লাগামহীন অনৈতিক কাজে দিশেহারা অভিভাবকরা।

এ বিষয়ে অভিযুক্ত শাহ মুহাম্মদ নিজাম উদ্দিন হামীদী বলেন, অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফয়সাল ছুটি না নিয়ে ক্লাসে অনুপস্থিত ছিল। তাকে ক্লাসে না আসার কারণ জিজ্ঞাসা করলে সে উচ্চস্বরে কথা বলায় তাকে বেত্রাঘাত করেছি। বেত্রাঘাতে তার শরীরে আঘাত লাগে। পরিবারের কাছে ক্ষমা চেয়েছি। অনৈতিক কর্মকান্ডের বিষয়টি সত্য নয়।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আমি কে ???
25/09/2024

আমি কে ???

  ❤️❤️
25/09/2024

❤️❤️

‘আমি কামযন্ত্রণায় ছটফট করি না’হ্যালোটুডে ডেস্কভারতের জনপ্রিয় টেলিভিশন নাটক ‘ওগো বধূ সুন্দরী’খ‌্যাত অভিনেত্রী ঋতাভরী চক্...
25/09/2024

‘আমি কামযন্ত্রণায় ছটফট করি না’

হ্যালোটুডে ডেস্ক

ভারতের জনপ্রিয় টেলিভিশন নাটক ‘ওগো বধূ সুন্দরী’খ‌্যাত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ছোট পর্দার পর রুপালি জগতেও পা রেখেছেন তিনি। তার অভিনীত নতুন সিনেমা ‘বহুরূপী’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ঋতাভরী ও আবির চ্যাটার্জি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত সিনেমাটি দুর্গা পূজায় মুক্তি পাবে।

আপাতত সিনেমার প্রচারের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঋতাভরী। ভারতীয় একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, আপনাদের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। শুটিং করতে গিয়ে কোনো আড়ষ্টতা কাজ করেছিল কিনা?

জবাবে ঋতাভরী চক্রবর্তী বলেন, ‘আবিরদা আমার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই বোঝাপড়াটা রয়েছে। না হলে আমাদের জুটিটা এতটা এগিয়ে যেত না। আমরা তো উত্তমকুমার-সুচিত্রা সেন অথবা শাহরুখ খান-কাজলের মতো জুটি নই। তাই প্রতিবারই আমাদের রসায়ন তৈরি করতে হয়। রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন যেমন বাস্তবেও যুগল। তাই তাদের নিয়ে মানুষের একটা ধারণা রয়েছে। কিন্তু আমাদের সেটা তৈরি করতে হয়।’

ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ঋতাভরী চক্রবর্তী বলেন, ‘স্ত্রী ও পরিবার নিয়ে আবিরদার একটা জগৎ আছে। আমার একটা অন্য জগৎ রয়েছে। মানুষ হিসেবেও আমরা ভিন্ন। কিন্তু পরস্পরের প্রতি আমরা শ্রদ্ধাশীল ও স্বাচ্ছন্দ্য। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে পেরেছি কারণ আমি বা আবিরদা কেউই কামযন্ত্রণায় ছটফট করি না। তাই এই দৃশ্যগুলোতে পরস্পরের স্পর্শে কখনো অস্বস্তি হয়নি।’

উদাহরণ টেনে ঋতাভরী চক্রবর্তী বলেন, “ফাটাফাটি’-তেও স্বামী-স্ত্রীর রসায়ন ফুটিয়ে তুলতে পেরেছিলাম এই বোঝাপড়া আছে বলে। আমি নিজেও আমাদের জুটিকে দর্শক হিসেবে দেখেছি। এটুকু বলতে পারি, বুম্বাদা-ঋতুদির পরে আমি নিজেদের জুটির মধ্যে সেই রসায়ন খুঁজে পেয়েছি। সত্যিই যেন দুটো মানুষ পরস্পরকে ভীষণভাবে চায়।”

‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের মাধ‌্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন ঋতাভরী। ২০১১ সালে ‘তোমার সঙ্গে প্রাণের খেলা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায়নি। ২০১২ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ‘তবু বসন্ত’। ঋতাভরী অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘চতুষ্কোণ’, ‘বারুদ’, ‘পরী’, ‘শেষ থেকে শুরু’ প্রভৃতি।

সেই সাবেক মন্ত্রী না,  এক কোটি দেনমোহরে ফের বিয়ে করলেন সেই সানাইসিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন ঢালিউডে৷ ক...
23/09/2024

সেই সাবেক মন্ত্রী না, এক কোটি দেনমোহরে ফের বিয়ে করলেন সেই সানাই

সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন ঢালিউডে৷ কিন্তু সেই পথচলা ছন্দ মিলিয়ে ধারাবাহিক করতে পারেননি। সমালোচনার শিকার হয়ে আজ শোবিজ থেকে দূরে সানাই মাহবুব। ২০২২ সালের ২৭ মার্চে তিনি বিয়ে করেছিলেন আবু সালেহ মুসা নামে এক ব্যাংকারকে। তবে সেই বিয়ে বেশিদিন টিকেনি। এক বছরের মাথায় তাদের বিবাহবিচ্ছেদ হয়।

নতুন খবর হলো ফের বিয়ে করলেন এই সমালোচিত নায়িকা সানাই মাহবুব। রোববার (২২ সেপ্টেম্বর) পারিবারিকভাবে তার বিবাহ সম্পন্ন হয়েছে। পাত্রের নাম সোহেল এফ খান (৪৫)। পাত্র সুইডেন প্রবাসী এক ব্যবসায়ী। ১ কোটি ১ লাখ ১ টাকা দেনমোহরে তার বিয়ে হয়েছে। সংবাদমাধ্যমকে বিয়ের খবর নিশ্চিত করেছেন সানাই নিজেই৷

তিনি বলেন, ‘সোহেলের বাড়ি কুমিল্লা। গত এক বছর ধরে আমাদের চেনা-জানা। তবে এটা ঠিক প্রেম না। পরিচয়ের পর আমাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। নিয়মিত যোগাযোগ এবং দেখা হতো। একটা পর্যায়ে আমরা বিয়ের সিদ্ধান্ত নেই। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়াভাবে আমাদের বিয়ে হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এদিকে, সানাই সাবেক এক মন্ত্রীকে বিয়ে করছেন— এমন খবর প্রকাশ পেয়েছিল ২০১৯ সালে। সেসময় একটি সংবাদমাধ্যমকে আলোচিত এই অভিনেত্রী নিজেই সে খবরের সত্যতা নিশ্চিত করে বলেছিলেন, 'পারিবারিকভাবেই বিয়ে করতে যাচ্ছি। (২৩ ফেব্রুয়ারি) সকালে আমাদের বাগদান হয়ে গেল। আমার বাসাতেই আয়োজন হলো। সবার কাছে দোয়া চাই আমার নতুন জীবনের জন্য।'

তারপর সে বিয়ে নিয়ে তেমন কিছু আর শোনা যায়নি। ওই খবর প্রকাশের তিনবছর পর আবু সালেহকে এ অভিনেত্রী। আবু সালেহর সঙ্গে বিয়ে ভাঙার বছরখানেক পর ফের বিয়ের পিঁড়িতে বসলেন সানাই।

প্রসঙ্গত, সানাই এর জন্ম ঢাকার ধানমন্ডিতে হলেও তার পৈত্রিক নিবাস নীলফামারিতে। পড়াশোনার জন্য তিনি বেশ কিছুদিন রংপুরে ছিলেন। তার বাবা-মা উচ্চপদস্থ বেসরকারী কর্মকর্তা। সানাই এখন ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন। নাবিলা, স্মার্টেক্স, নাগরদোলা ইত্যাদি ফ্যাশন হাউজে মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। জনপ্রিয়তা পাওয়ার পর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে উপস্থাপিকা হিসেবেও কাজ করেছেন।

এরপর ২০১৬ সালের নভেম্বর মাসে ঢাকার গুলশান ক্লাবে একটু ফ্যাশন শো চলাকালীন সময়ে বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা গাজী মাহবুবের সাথে সানাই এর পরিচয় হয়। গাজী মাহবুব তখন তার নির্মানাধীন চলচ্চিত্র ভালোবাসা ২৪×৭ এর জন্য সানাইকে চিত্রনায়িকা হিসেবে পছন্দ করেন। এই চলচ্চিত্রে সানাই এর বিপরীতে অভিনয় করেন জায়েদ খান। এরপর তিনি সুপ্ত আগুন, সাহসী যোদ্ধা, ময়নার ইতিকথা, প্রতিশোধ, প্রতীক্ষাসহ প্রায় ৮টি চলচ্চিত্রে চিত্রনায়িকা হিসেবে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হন।

স্ত্রী হিন্দু, শাহরুখ মুসলিম, ছোট ছেলের নাম আব্রাম রাখার নেপথ্য কারণ কী?শাহরুখ অনুরাগীদের অনেকেরই কৌতূহল রয়েছে অভিনেতা ত...
22/09/2024

স্ত্রী হিন্দু, শাহরুখ মুসলিম, ছোট ছেলের নাম আব্রাম রাখার নেপথ্য কারণ কী?
শাহরুখ অনুরাগীদের অনেকেরই কৌতূহল রয়েছে অভিনেতা তাঁর কনিষ্ঠ পুত্রের নাম কেন আব্রাম রাখলেন?

(বাঁ দিক থেকে) শাহরুখ খান, আব্রাম খান, গৌরী খান।
(বাঁ দিক থেকে) শাহরুখ খান, আব্রাম খান, গৌরী খান। ছবি: সংগৃহীত।

দেখতে দেখতে ১১ বছর পার করে ফেলল শাহরুখ-গৌরী খানের কনিষ্ঠ পুত্র আব্রাম খান। বাবার চোখের মণি, সব সময়ে শাহরুখের সঙ্গেই থাকে ফুটফুটে আদরের একরত্তি। সারোগেসির মাধ্যমে পৃথিবীতে এসেছিল আব্রাম। বেশি বয়সের সন্তান, তবু কোলের ছেলেকে বিশেষ যত্নে বড় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন নায়ক। জানিয়েছিলেন, দেখতে যেমন শান্তশিষ্ট, স্বভাবে মোটেও তেমন লক্ষ্মীটি নয় আব্রাম। বরং তার দৌরাত্ম্য সামলাতেই হিমশিম ন্যানিরা। বড় হয়ে সুন্দর ব্যক্তিত্বের মানুষ হবে আব্রাম— এমনই আশা শাহরুখের। যদিও, শাহরুখ অনুরাগীদের অনেকেরই কৌতূহল রয়েছে তাঁর নাম কেন আব্রাম রাখলেন শাহরুখ।

এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শাহরুখ বিশদে জানিয়েছিলেন, আব্রামের নামের গভীর অর্থ। এতে ইহুদিদের আরাধ্য আব্রাহামও রইলেন, আবার হিন্দুদের রামও। সব মিলিয়ে আব্রাম শাহরুখের জীবনে কতটা বিশেষ, তা তার নামই বলে দেয়। শাহরুখের কথায়, ‘‘ইসলাম ধর্মে হজরত ইব্রাহিম আব্রাহাম নামে পরিচিত। এ ছাড়া জুডাইজ়িমে তাঁকে আব্রাম ডাকা হয়। আমার স্ত্রী হিন্দু ও আমি মুসলিম। সন্তান যাতে ধর্মনিরপেক্ষ একটা পরিবেশে বেড়ে ওঠে, সেটাই চেয়েছি। ছেলের নামের মতো আমাদের বাড়িতেও সকলে ধর্মনিরেপক্ষতায় বিশ্বাসী।’’

এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, “আমার সৌভাগ্য যে, আব্রাম এসেছে আমার জীবনে। প্রকৃতির সন্তান ও, ঈশ্বরের সন্তান। ভীষণ মিষ্টি। আশা রাখি খুব সুন্দর একজন মানুষ হয়ে উঠবে আব্রাম।”

তবে শাহরুখ জানান, ন্যানিরা আব্রামকে নিয়ে নালিশ করেই চলেন। খুব অবাধ্য বাচ্চা সে, তাই বাবা হয়ে নিজেই তাকে বোঝানোর দায়িত্ব নেন। শাহরুখের কথায়, “আব্রাম আমায় জিজ্ঞাসা করেছিল, ‘বাবা আমি কি তোমার সঙ্গে দুষ্টুমি করতে পারি?’ আমি বললাম, ‘হ্যাঁ। তা পারো’।” তবে অভিনেতা নিজেই জানিয়েছেন ছেলের গালের টোল দেখলেই নাকি সব ভুলে যান তিনি।

21/09/2024

মেহেরপুর পৌর পানি শাখার পাম্প চালক হাফিজুল এখন কোটিপতি !

20/09/2023

২২ দিন ইলিশ ক্রয়-বিক্রয় নিষিদ্ধ !

Address

45, Treasure Island (3rd Floor) 42-43, Siddhessory Circular Road (Opposite Of Twin Tower), Shantinagar
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when HelloToday posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HelloToday:

Videos

Share

দৈনিক এই আমার দেশ

দেশে এই প্রথম ঢাকা, খুলনা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা থেকে ভিন্ন সংস্করণে প্রকাশিত একটি জাতীয় পত্রিকা

Nearby media companies


Other Dhaka media companies

Show All