FnF Tv

FnF Tv it's all about entertainment ! entertainment! And entertainment!! keep believe in us and we will entertain you.

27/09/2024

"আজ তোমার দিনটি কেমন ছিল?

আহমেদ ছফা 🙂
26/09/2024

আহমেদ ছফা 🙂

🙂
25/09/2024

🙂

হুমায়ন আহমেদ 🙂
19/09/2024

হুমায়ন আহমেদ 🙂

19/09/2024

🙂👌

18/09/2024

🤣🤣same mental health - me & bestie


17/09/2024

Pure honey was found😍🥰😘


 #ভটভটি 2022    এর  একটি রোমান্টিক এবং ফ্যান্টসি ঘরানার ভারতীয় বাংলা সিনেমা । আইএমডিবিতে এর রেটিং - ৭,৯ । পরিচালক ছিলেন ...
16/09/2024

#ভটভটি
2022 এর একটি রোমান্টিক এবং ফ্যান্টসি ঘরানার ভারতীয় বাংলা সিনেমা । আইএমডিবিতে এর রেটিং - ৭,৯ । পরিচালক ছিলেন - তথাগত মুখার্জী । মুখ্যভুমিকায় অভিনয় করেছেন - ঋষভ বসু ও বিবৃতি চ্যাটার্জি, দেবলীনা দত্ত , প্রমুখ । রান টাইম ঃ- ২ ঘণ্টা ৪৫ মিন ।
স্পয়লার ছাড়া অনেকটা সামারি দেবার চেষ্টা করবো আজ । এটা আমার প্রথম সামারি / রিভিও বলতে পারেন ।
গল্পটা শুরু হয় একটা সহজ সরল মধ্য বয়সী ছেলেকে নিয়ে যার নাম ভটভটি । বাবা মা মারা গেছেন সেই ছোটবেলায় দাদি আর বোনের কাছে মানুষ হয় গঙ্গার পারের এক বস্তিতে । ভতভটির চিন্তায় , স্বপ্নে , গল্পে সারাক্ষন থাকে এক জল পরী । এলাকাবাসী তার এই একই গল্পে বিরক্ত হয়ে উঠে একদিন। আর তার প্রতিদিনের কাজ গঙ্গায় সাঁতরে জল পরী খুঁজে বেড়ানো । একদিন সে সাঁতরাতে সাঁতরাতে মাঝ গঙ্গায় গেলে দেখতে পায় জল পরীর মতোই সুন্দরীর অজ্ঞান দেহ ভাসছে , সহজ সরল হাওয়ায় ভাওটভটি তাকেই জল পরী ভাবতে শুরু করে । এবং ভটভটি তাকে বাড়ি নিয়ে আসে । বাড়তে থাকে এরিয়েল এর জন্য ভটভটির প্রেম । তারপর থেকেই গল্প শুরু হতে থাকে । কত সমস্যার মধ্য দিয়ে তারা যায় ।
এই সিনেমাটায় আসলে মূলত যা বুঝানোর চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে আপনার প্রতিশোধের আগুনে নির্দোষ কোন মানুষ জ্বলছে নাতো ? আপনিই কি ঠিক পথই অবলম্বন করছেন নাকি অন্য কারো দ্বারা ভুল পথে মগজ ধোলাই হয়ে হাঁটছেন । বিপ্লবের নামে মনুষ্যত্ব হারিয়ে বসছেন নাতো ?
এসব উত্তর খুঁজার জন্য আপনাকে সিনেমাটি দেখতে হবে ।
এবার আসি অভিনয়ে ঃ-
গল্পের শুরুতে সবার অভিনয়ই চোখে কাঁটার মতোই লাগছিল , কেমন যেন ম্যাকি( সিরিয়াল এর মত), জোর করে অভিনয় করার চেষ্টা চলছে । বেশি বাস্তবিক দেখাতে গিয়ে হয়ত এমন হয়েছে । কিন্তু গল্প যত বাড়ল সবার অভিনয়ই ভালো হতে লাগলো । বিশেষ করে নায়িকা চরিত্রে বিবৃতি চ্যাটার্জি । উনার প্রথম কাজ দেখলাম কিন্তু মুগ্ধ হয়ে দেখেছি । উনার প্রতিটা মুখভঙ্গিমা মনোমুগ্ধকর ছিল । উনিই যেন এই সিনেমায় প্রাণ দিয়েছেন । গল্পে যখন যা দরকার ছিল উনি তা ১০০ te ১০০ দিয়েছেন । মনে হয়েছে অই চরিত্রটার মধ্যে উনি ঢুকে গিয়েছিলেন । আমি উনার জন্যই পুরো সিনেমাটা দেখার ইচ্ছা ধরে রেখতে পেরেছি । কারন শুরুর দিকটা একটু ধীর গতিতে আগায় । উনি পর্দায় আসার পর সিনেমাটা দেখার কৌতূহল বাড়ে । গল্পের শুরুতে ঋষভ বসু এর অভিনয় চোখে কাঁটার মতোই বাধছিল কিন্তু গল্প আগানর সাথে সাথে উনার চরিত্রটা আস্তে আস্তে ফিট বসতে থাকে । তাও মাঝে মধ্যে উনার অভিনয় চোখে বেধেছে । কখনো আবার উনি দারুণ অভিনয় করেছেন । দেবলীনা দত্তের ও প্রথমে অভিনয় চোখে বেধেছে পরে ভালো করেছেন । বলতে গেলে পার্শ্ব শিল্পীরা ভালোই করেছেন । তবে বেশির ভাগি হয়ত সিরিয়ালে কাজ করেন তাই হয়ত প্রথমে তাদের ডাইলগ গুলা সিরিয়ালের মত লাগছিলো ।
গল্প বলা ও সিনেফটগ্রাফি ঃ- স্টোরি টেলিং ভালোই ছিল কিন্তু কখনো কখনো মনে হয়েছে খুব রাফ কেটেছেন ইডিটিং এর সময় , ধুম ধাম একটা থেকে আরেকটা । কিছু চরিত্রের সম্পর্কে আরও বলতে পারতেন , অই চরিত্রগুলার সম্পূর্ণ ধারনা পাওয়া যায় না । সময় অনেক নিয়েছেন 2 ঘণ্টা ৪০ মিন এর মত । সিনেফটগ্রাফি অনেক ভালো ছিল । কিছু কিছু যায়গায় মন ছুঁয়েছে । গান গুলো ও ভালোই ছিল শ্রুতিমধুর ।
পার্সোনাল রেটিং ঃ- 6.5 ।।
গল্পটা খুবই সুন্দর , আপনাকে ভাবাবে আর দেখতে পারবেন একটি সুন্দর ভালবাসার গল্প কোনদিকে মোড় নেয় ।
ইউটিউবে সিনেমাটি আছে দেখে নিতে পারেন ।
ধন্যবাদ ।
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

😁 girls vs boys
14/09/2024

😁 girls vs boys

😏
07/09/2024

😏

উস ভাই উস !!🙄

Address

Dhanmondi, Sonkor
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when FnF Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Film & Television Studios in Dhaka

Show All