Akhaura.com

Akhaura.com Akhaura.com is first and popular online portal of Akhaura, Bhramanbaria, Bangladesh. Share news, eve

Share news, events, recent updates, business, entertainment, politics.

23/07/2023
03/07/2023

Wishing you a joyful Eid al-Adha Mubarak! May Allah accept all our sacrifices!

12/05/2023
নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্তসুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলোশুভ নববর্ষ ।
14/04/2023

নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো
শুভ নববর্ষ ।

হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণিত,তিনি বলেন, রাসূলুল্লাহ (সো:) ইরশাদ করেছেন, যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস ও পর্যালোচনাসহ র...
23/03/2023

হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণিত,
তিনি বলেন, রাসূলুল্লাহ (সো:) ইরশাদ করেছেন, যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস ও পর্যালোচনাসহ রমজান মাসের সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী ও পরবর্তী গুণাহ মাফ করে দেওয়া হবে।
(সহীহ বুখারী: ৩৮, সহীহ মুসলিম: ৭৬০)

রফিক, সালাম, বরকত আরো হাজার বীর সন্তান,করলা ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান,যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে মহান,ধন্য ...
20/02/2023

রফিক, সালাম, বরকত আরো হাজার বীর সন্তান,
করলা ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান,
যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে মহান,
ধন্য আমার মাতৃ ভাষা ধন্য তাদের প্রান ।

মহান মাতৃভাষা দিবসের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

.com

31/12/2022

Happy 2023! Please don’t make a resolution of quitting this year.

17/12/2022

মরোক্কোকে হারিয়ে ৩য় স্থান অর্জন করলো ক্রোয়েশিয়া

এক সাগর রক্তের বিনিময়েবাংলার স্বাধীনতা আনলে যারাআমরা তোমাদের ভুলবো নাআমরা তোমাদের ভুলবো না...সকলকে মহান বিজয় দিবসের শুভ...
15/12/2022

এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলবো না
আমরা তোমাদের ভুলবো না...

সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।।

Eid Mubarak
02/05/2022

Eid Mubarak

দেখতে দেখতে মাহে রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিতে চলেছে। চারদিকে ঈদের কেনাকাটার ধূম লেগেছে। স্বপ্ন যাবে বাড়ি। সকলের প্...
27/04/2022

দেখতে দেখতে মাহে রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিতে চলেছে। চারদিকে ঈদের কেনাকাটার ধূম লেগেছে। স্বপ্ন যাবে বাড়ি। সকলের প্রত্যাশা পূর্ণ হোক। সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক।

সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক। দেখতে দেখতে মাহে রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিতে চলেছে। চারদিকে ঈদের ক.....

‘লাইলাতুল কদর’ ও ‘সদকাতুল ফিতর’ ফিতর শব্দের ব্যুৎপত্তি, অর্থ ও প্রমিত বাংলা বানান।
27/04/2022

‘লাইলাতুল কদর’ ও ‘সদকাতুল ফিতর’ ফিতর শব্দের ব্যুৎপত্তি, অর্থ ও প্রমিত বাংলা বানান।

'লাইলাতুল কদর' দুটো আরবি শব্দ। শবেকদর হলো ‘লাইলাতুল কদর’-এর ফারসি পরিভাষা। ফারসি ‘শব’ অর্থ রাত আর আরবি ‘লাইলাতুন’ ...

ইসলাম ধর্মের পাঁচটি মূল ভিত্তির তৃতীয় স্তম্ভ রোজা (সওমের) এবং আরবি হিজরি সনের নবম মাস রমজান (রামাদান) এর সঙ্গে যে দুটো ...
22/04/2022

ইসলাম ধর্মের পাঁচটি মূল ভিত্তির তৃতীয় স্তম্ভ রোজা (সওমের) এবং আরবি হিজরি সনের নবম মাস রমজান (রামাদান) এর সঙ্গে যে দুটো শব্দ ওতপ্রোতভাবে জড়িয়ে তা হল সেহরি ও ইফতার।

ইসলাম ধর্মের পাঁচটি মূল ভিত্তির তৃতীয় স্তম্ভ রোজা (সওমের) এবং আরবি হিজরি সনের নবম মাস রমজান এর সঙ্গে যে দুটো শব্দ ....

মাদকে সয়লাভ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা, ৫০৩ বোতল এস্কাপ সিরাপ উদ্ধার ও ১২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
15/04/2022

মাদকে সয়লাভ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা, ৫০৩ বোতল এস্কাপ সিরাপ উদ্ধার ও ১২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

গত ১২ই এপ্রিল ২০২২ ইং তারিখে সিঙ্গারবিল ইউনিয়নে মাদক বিরোধী অভিযানে প্রায় ৫০৩ বোতল নিষিদ্ধ ভারতীয় এসকাপ সিরা....

এসো হে বৈশাখ, এসো, এসোএসো হে বৈশাখ, এসো, এসোতাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়া...
13/04/2022

এসো হে বৈশাখ, এসো, এসো

এসো হে বৈশাখ, এসো, এসো

তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,

তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,

বৎসরের আবর্জনা

দূর হয়ে যাক, যাক, যাক

এসো, এসো

এসো হে বৈশাখ, এসো, এসো।

পহেলা বৈশাখ (বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ) বঙ্গাব্দের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ।বাংলা নববর্ষের কিছু অজানা ...
13/04/2022

পহেলা বৈশাখ (বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ) বঙ্গাব্দের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ।
বাংলা নববর্ষের কিছু অজানা কথা?
https://akhaura.com/bangladesh/unknown-word-of-bengali-new-year/

চলমান আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের নির্মাণকাজ অগ্রগতি নিয়ে হতাশা ব্যক্ত করেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।https:/...
08/04/2022

চলমান আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের নির্মাণকাজ অগ্রগতি নিয়ে হতাশা ব্যক্ত করেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
https://akhaura.com/akhaura/minister-disappointed-to-see-construction-of-akhaura-agartala-railway/

চলমান আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের নির্মাণকাজ অগ্রগতি নিয়ে হতাশা ব্যক্ত করেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সু.....

নির্মলেন্দু গুণের ভাষায়—একটি কবিতা পড়া হবে, তার জন্য কী ব্যাকুলপ্রতীক্ষা মানুষের: ‘কখন আসবে কবি?’‘কখন আসবে কবি?’শত বছর...
28/03/2022

নির্মলেন্দু গুণের ভাষায়—
একটি কবিতা পড়া হবে, তার জন্য কী ব্যাকুল
প্রতীক্ষা মানুষের: ‘কখন আসবে কবি?’
‘কখন আসবে কবি?’
শত বছরের শত সংগ্রাম শেষে,
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন।
তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,
হৃদয়ে লাগিল দোলা,
জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা।
কে রোধে তাঁহার বজ্রকণ্ঠ বাণী?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর
অমর কবিতাখানি:
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।
[স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো,
চাষাভুষার কাব্য (১৯৮১)]
https://akhaura.com/bangladesh/bangabandhu-joy-bangla-and-independence/

বাংলাদেশ স্বাধীনতা দিবস, ২৬ মার্চ। ২৬ মার্চ ১৯৭১ সালের প্রথম দিকে পাকিস্তান থেকে দেশটির স্বাধীনতার ঘোষণাকে স্মরণ করে।মহা...
25/03/2022

বাংলাদেশ স্বাধীনতা দিবস, ২৬ মার্চ। ২৬ মার্চ ১৯৭১ সালের প্রথম দিকে পাকিস্তান থেকে দেশটির স্বাধীনতার ঘোষণাকে স্মরণ করে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ। বাঙালি জাতির জীবনে অনন্যসাধারণ একটি দিন। সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় দিনটি। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির ওপর চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তারের আগমুহূর্তে ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ টি-২০ হুইলচেয়ার ক্রিকেট ম্যাচ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ ...
25/03/2022

ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ টি-২০ হুইলচেয়ার ক্রিকেট ম্যাচ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ব্যক্তিরা এই ক্রিকেট খেলায় অংশ গ্রহণ করেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল থেকে শুরু হয় বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ টি-২০ হুইলচেয়ার ক্রিকেট ম্যাচ যা বিকেল পর্যন্ত চলে এই টুর্নামেন্ট। ড্রিম ফর ডিস্এবিলিটি ফাউন্ডেশনের আয়োজনে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে এ ক্রিকেট টুর্নামেন্ট চলে।

এই টুর্নামেন্ট উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন, নারী নেত্রী তাসলিমা সুলতানা খানম নিশাত, বিশিষ্ট শিল্পপতি দেওয়ান মারুফ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন প্রমুখ।
https://akhaura.com/brahmanbaria/wheelchair-t20-cricket-was-held-in-brahmanbaria/

সীমান্তে হত্যা জিরোতে নামিয়ে আনতে কাজ করছে বিজিবি-বিএসএফ।ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে হত্যা জিরোতে নামিয়ে আনতে বি...
24/03/2022

সীমান্তে হত্যা জিরোতে নামিয়ে আনতে কাজ করছে বিজিবি-বিএসএফ।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে হত্যা জিরোতে নামিয়ে আনতে বিজিবি-বিএসএফ কাজ করছেন বলে মন্তব্য করেছে করেছেন (বিজিবি) মহাপরিচালক সাকিল আহমেদ। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।
https://akhaura.com/akhaura/the-bgb-bsf-is-working-to-bring-down-the-killings-at-the-border-to-zero/

আজ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় ওয়ানডেবাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পাওয়া...
23/03/2022

আজ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় ওয়ানডে

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পাওয়ায় সিরিজ জেতায় আশাটা জেগেছে। দ্বিতীয় ম্যাচে সেই আশাপূরণের সুযোগ ছিল। কিন্তু শেষ পর্যন্ত ইতিহাস গড়তে পারেনি বাংলাদেশ। সিরিজ এখন ১-১ ব্যবধানে সমতায়।

আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বিকেল ৫টায় শুরু হতে যাওয়া তৃতীয় ওয়ানডে জিতলেই সিরিজের শিরোপা নিজেদের করে নেবেন বাংলাদেশ দল।
https://akhaura.com/sports/cricket/today-is-the-third-odi-between-bangladesh-and-south-africa/

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পাওয়ায় সিরিজ জেতায় আশাটা জেগেছে। জোহানেসবার্গ....

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আগামী ২৪-২৫মার্চ দুইদিন ব্যাপী বীমা মেলা অনুষ্ঠিত হব...
22/03/2022

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আগামী ২৪-২৫মার্চ দুইদিন ব্যাপী বীমা মেলা অনুষ্ঠিত হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের কর্মসূচীর অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হবে।

সোমবার (২১ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন বীমা কোম্পানীর প্রতিনিধিদের সাথে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। এছাড়া বিভিন্ন বীমা কোম্পানীর ২৯ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন।

আগামী ২৪-২৫মার্চে আয়োজিত অনুষ্ঠানে ১৯টি বীমা কোম্পানীর ২২টি স্টল অংশ গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচী ও গ্রহণ করা হয়।
https://akhaura.com/brahmanbaria/organizing-a-two-day-insurance-fair-in-brahmanbaria/

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেনের যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনতাইকারী সদস্যদের গ্রেফতার করেছে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম...
21/03/2022

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেনের যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনতাইকারী সদস্যদের গ্রেফতার করেছে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

রোববার দুপুরে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যায় আশুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় মোবাইল গুলো সহ ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়।

সূত্রঃ জাগো নিউজ

16/03/2022

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাক্টরের চাপায় দুজন নিহত হয়েছেন। এ সময় এক শিশুসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় প্যারাসিটামল ‘নাপা সিরাপ’ বিক্রয় করতে নির্দেশনা দিয়েছে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। ব্রাহ্...
15/03/2022

ব্রাহ্মণবাড়িয়ায় প্যারাসিটামল ‘নাপা সিরাপ’ বিক্রয় করতে নির্দেশনা দিয়েছে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। ব্রাহ্মণবাড়িয়ায় প্যারাসিটামল ‘নাপা সিরাপ’ বিক্রয় করতে নির্দেশনা দিয়েছে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।

এর আগে গত শনিবার (১২ মার্চ) জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ব্রাহ্মণবাড়িয়ায় ‘নাপা সিরাপ’ বিক্রি বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করে।
https://akhaura.com/brahmanbaria/instructions-to-sell-napa-syrup-again-in-brahmanbaria/

ব্রাহ্মণবাড়িয়ায় প্যারাসিটামল ‘নাপা সিরাপ’ বিক্রয় করতে নির্দেশনা দিয়েছে বিক্রয় করতে নির্দেশনা দিয়েছে। ...

10/03/2022

█▒▒ সদ্য পাওয়া ▒▒█
* সাকিবকে তিন সংস্করণে রেখেই কেন্দ্রীয় চুক্তি ঘোষণা বিসিবির

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু কিশোর সংগঠন ‘শিশু নাট্যম’ এর উদ্যোগে তিনিব্যাপী আর্ট ক্যাম্প শুরু হয়েছে।বৃহস্পতিবার (৩ মার্চ) সকা...
09/03/2022

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু কিশোর সংগঠন ‘শিশু নাট্যম’ এর উদ্যোগে তিনিব্যাপী আর্ট ক্যাম্প শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে পৌর এলাকার গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়ে তিনদিনব্যাপী আর্ট প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। ঐদিন প্রধান অতিথি জেলা বিএমএর সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. আবু সাঈদ আর্ট ক্যাম্প উদ্বোধন করেন।

তিনদিনব্যাপী আর্ট প্রশিক্ষণের শেষ দিন শনিবার (৫ মার্চ) অতিথিদের বক্তব্য শেষে ক্যাম্পের সমাপনী দিনে অংশগ্রহণ করা ১৪৫ জন শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ ও অংশগ্রহণ পুরষ্কার বিতরণ করা হয়।

শনিবার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, মার্চ মাস স্বাধীনতার মাস। মুক্তিযুদ্ধের মাস। মহান মুক্তিযোদ্ধে শিল্পী সাহিত্যিকদের ভূমিকা ছিল অতুলনীয়। শিশুদের মুক্তিযোদ্ধের ইতিহাস জানাতে হবে। মুক্তিযোদ্ধের চেতনায় তাদেরকে গড়ে তোলার জন্য অভিভাকদের প্রতি আহ্বান জানাচ্ছি। কোভিডের কারণে শিশুদের মেধা বিকাশে অনেকটাই খারাপ প্রভাব পড়েছে। শিশু নাট্যম শিশুদের গ্রামে এনে গ্রামকে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি ছবি আঁকার ব্যবস্থা করেছে। এই কর্মসূচির মাধ্যমে শিশুদের মনোজগতে বেশ প্রভাব ফেলবে বলে আমার বিশ্বাস। এখানে এসে আমি আগামীদিনের শিল্পীদের সাক্ষাৎ পেলাম।
https://akhaura.com/brahmanbaria/children-need-to-know-the-history-of-liberation/

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু কিশোর সংগঠন ‘শিশু নাট্যম’ এর উদ্যোগে তিনিব্যাপী আর্ট ক্যাম্প শুরু হয়েছে।

লোকমুখে হাজার বছর ধরে চলে আসা সরেস, তীক্ষ্ম শব্দমালাকে প্রবাদ বলা যেতে পারে। প্রবাদ প্রবচন মানবজীবনের দীর্ঘ অভিজ্ঞতার সং...
07/03/2022

লোকমুখে হাজার বছর ধরে চলে আসা সরেস, তীক্ষ্ম শব্দমালাকে প্রবাদ বলা যেতে পারে। প্রবাদ প্রবচন মানবজীবনের দীর্ঘ অভিজ্ঞতার সংক্ষিপ্ত প্রকাশ। কাব্যের ধ্বনি বা ব্যঞ্জনাও প্রবাদের এক বিশেষ উপাদান। তাই, এক একটা প্রবাদকে কবিতার ঘনীভূত নির্যাস বা কাব্য কণিকা বলা যেতে পারে। প্রবাদ লোকসাহিত্যের একটি বিশেষ শাখা। প্রবাদে জীবন অভিজ্ঞতার নির্যাস থাকে, মানুষ তাই অর্থপূর্ণ এসব ছন্দ বা ভিন্নমাত্রার প্রকাশকে পছন্দ করে। খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে মিশরের প্যাপিরাসের গল্পে প্রবাদের প্রয়োগ আছে। ভারতীয় বেদ-উপনিষদেও প্রবাদ আছে। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদে কয়েকটি প্রবাদ আছে। ‘আপনা মাসে হরিণা বৈরি’ প্রবাদটি চর্যাপদকর্তা ভুসুকু ব্যবহার করেন; তাঁর আবির্ভাবকাল এগারো শতক। চৌদ্দ শতকে বড়ু চন্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তনে এবং ষোল শতকে মুকুন্দরাম চন্ডীমঙ্গলে একই প্রবাদ ব্যবহার করেন। প্রবাদ, প্রবচন সংগ্রহের ইতিহাস দুইশত বছরের বেশি নয়। বাঙালিদের মধ্যে কানাইলাল ঘোষাল প্রথম বাংলা প্রবাদ সংগ্রহ করেন। এর পর বহু পন্ডিত বা ভাষাবিদ প্রবাদ সংগ্রহ ও গবেষণার কাজটি করেন। তার মধ্যে “মেয়েলী প্রবাদ” বিষয়ে সুকুমার সেনের সংকলনটি উল্লেখযোগ্য। একটি ভাষার প্রবাদ প্রবচন সে ভাষার একান্ত নিজস্ব সম্পদ। এই সম্পদ হস্তান্তর করা যায় না। অর্থাৎ এগুলোকে অনুবাদ করে অন্য ভাষায় নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই অধিকাংশ ভাষাতাত্ত্বিকরা মনে করেন প্রবাদবাক্যের আলাদাভাবে শব্দ ও শব্দের অর্থ জেনে কোনো লাভ নেই। জানতে হবে পুরো বাক্যের মর্মার্থ। প্রবচনের বেলাতেও তাই। ‘নয়-ছয় করা’ একটি প্রবচন। নয়-ছয়কে আলাদা করে দেখলে কোনো অর্থ পাওয়া যাবে না।

প্রতিটি প্রবাদ বা প্রবচনের পেছনে রয়েছে নানা চিত্র, নানা কাহিনি বা গল্প। গল্প-কাহিনিগুলোর কোনোটা পৌরাণিক, কোনোটা ঐতিহাসিক, কোনোটা আবার আধুনিক। তবে বেশীর ভাগ বাংলা প্রবাদ ও প্রবচনের জন্ম বাঙালির মুখে মুখে।
বিস্তারিতঃ https://akhaura.com/art-and-literature/the-proverb-of-brahmanbaria/

১৯৭১ সালের ৭ই মার্চ। স্থান ঢাকার রেসকোর্স ময়দান (সোহরাওয়ার্দী উদ্যান)। বিকেল ৩টা ২০ মিনিট। সাদা পাজামা-পাঞ্জাবি আর হাত...
04/03/2022

১৯৭১ সালের ৭ই মার্চ। স্থান ঢাকার রেসকোর্স ময়দান (সোহরাওয়ার্দী উদ্যান)। বিকেল ৩টা ২০ মিনিট। সাদা পাজামা-পাঞ্জাবি আর হাতাকাটা কালো কোট পরে মঞ্চে ওঠেন বাঙালির স্বপ্নসারথি বঙ্গবন্ধু। সেদিন বিশাল জনসমুদ্রে ছিল মুহুর্মুহু স্লোগানের ঢেউ…। সপ্তর্ষির মতো আলোকময় এক রাজনীতির কবি বাঙালির সাতপুরুষের লালিত সাতরঙা স্বপ্ন ও আকাঙ্ক্ষার সাতসুরে বাঁধা কবিতা পাঠ করলেন। হঠাৎ পিনপতন নীরবতা। তাঁর সেই ‘শাণিত কথার ঝলসানো লাগা সতেজ ভাষণ’ শতাব্দীর শ্রেষ্ঠ কবিতা। এই কবিতা সমগ্র বাংলাদেশকে একটিমাত্র স্বপ্নে উদ্বুদ্ধ করেছিল, মুক্তিকামী বাঙালি জাতিকে মন্ত্রমুগ্ধের মতো জাগিয়ে তুলেছিল, একদেহ একপ্রাণ হয়ে উঠেছিল দেশ, আর ‘একটি মজিবরের থেকে লক্ষ মজিবরের’ কণ্ঠে ধ্বনিত হয়েছিল একটিমাত্র ধ্বনি—বাংলাদেশ। পুরো কবিতায় ছিল সাত সাগরের গর্জন। ভাষণের ব্যাপ্তি ১৮ মিনিট মাত্র। তাৎপর্য ব্যাপক, বহুমাত্রিক। শব্দ সংখ্যা ১১০৫ (এক হাজার একশত পাঁচ)। অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত ও অমিত্রাক্ষর ছন্দের স্বতস্ফুর্ত ব্যবহারের কারণে ভাষণটি হয়ে উঠেছে এক কালোত্তীর্ণ মহাকাব্য। প্রতিটি শব্দ কী যথাযথ। কী সব কথামালা! যেন খোদাই করা একেকটা বাক্য। ব্যঞ্জনায় পূর্ণ, গীতিময়। মন্ত্রমুগ্ধ করে রাখে। আবিষ্ট হয়ে বার বার শুনতে ইচ্ছে করে। আর প্রতিবারই নতুন মনে হয়। আজও যখন এই ভাষণ কোথাও বাজে বাঙালির হৃদয়ে উদ্দীপনা জাগায়। বিশ্ব মানবতার মুক্তির সংগ্রামে যুগে-যুগে অনুপ্রেরণা জোগাবে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ। সিন্ধুকে কখনও বিন্দুতে ধারণ করা যায় না। কোনো অভিধানের অক্ষর, শব্দ, বাক্যের সাধ্য কী তাকে বর্ণনা করে। তবে প্রেরণার এই আধার থেকে অফুরন্ত অনুপ্রেরণা নিতে পারি আমরা।
বিস্তারিতঃ https://akhaura.com/bangladesh/bangabandhus-7th-march-speech/

১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ। স্থান ঢাকার রেসকোর্স ময়দান (সোহরাওয়ার্দী উদ্যান)। বিকেল ৩টা ২০ মিনিট। সাদা পাজামা-.....

03/03/2022

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ডভ্যানের চাপায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের শরীরে এখন থেকে ২৪ ঘণ্টা বডি ওর্ন ক্যামেরা চালু থাকবে। বডি ওর্ন ক্যামেরার ফলে পুলিশের অভিযান ও অপ...
01/03/2022

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের শরীরে এখন থেকে ২৪ ঘণ্টা বডি ওর্ন ক্যামেরা চালু থাকবে। বডি ওর্ন ক্যামেরার ফলে পুলিশের অভিযান ও অপরাধী শনাক্ত করা অনেকটা সহজ হবে। এমনটাই জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান।
রোববার (২৭ ফেব্রুয়ারি) পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
বিস্তারিতঃ https://akhaura.com/brahmanbaria/there-will-be-cameras-in-the-body-of-the-police-in-brahmanbaria/

বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে বাংলাদেশ অবিশ্বাস্য জয় লাভ করেছে। গত (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শ...
23/02/2022

বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে বাংলাদেশ অবিশ্বাস্য জয় লাভ করেছে। গত (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হতে না হতেই বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে সিরিজ শুরু হয়ে গেল।
আজ (২৩ ফেব্রুয়ারি) বুধবার বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শেষ হল। আফগানিস্তান ব্যাটিংয়ে নেমে ৪৯ ওভাড় ১ বলে ২১৫ করেছে।

তারপর বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ২৮ রানে ৫ উইকেট, ৪৫ রানে নেই ৬ উইকেট। একে একে ফিরে গেলেন তামিম, লিটন, মুশফিক, ইয়াসির রাব্বি, সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের ব্যাটিংয়ের পুরো শক্তিই বলতে গেলে শেষ হয়ে গেছে। ব্যক্তদের মনে শঙ্কা দেখা দিয়েছিল, কত কম রানে শেষ হয়ে যায় বাংলাদেশ!

কিন্তু দুই তরুণ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ এবং আফিফ হোসেন ধ্রুব যে বীরত্ব দেখালেন, তা রীতিমত অবিশ্বাস্য। মেহেদী হাসান ১২০ বলে ৮১ রান, আফিফ হোসেন ধ্রুব ১১৫ বলে ৯৩ রান করেছেন।

১৭৪ রানের অবিশ্বাস্য এক জুটি গড়লেন দুই তরুণ ক্রিকেটার। ম্যাচ শেষে ৭ বল হাতে রেখেই ৪ উইকেটের এক অবিশ্বাস্য জয় পেল বাংলাদেশ। দুটি ইনিংসই নিজেদের ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস।
https://akhaura.com/sports/cricket/bangladesh-won-by-4-wickets-an-incredible-victory/

বইমেলায় আগত সকলকে অনন্ত একটি করে বই কেনার আহবান জানান কবি এস এম শাহনূরঋতুরাজ বসন্তের শুরু, সেই সাথে শুরু হলো বাঙালির সে...
22/02/2022

বইমেলায় আগত সকলকে অনন্ত একটি করে বই কেনার আহবান জানান কবি এস এম শাহনূর

ঋতুরাজ বসন্তের শুরু, সেই সাথে শুরু হলো বাঙালির সেরা উৎসব বইমেলা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা ২০২২ এর শুভ উদ্বোধন করলেন। প্রতিদিন বাড়ছে দর্শনার্থী, যুক্ত হচ্ছে নতুন বই, বাড়ছে কবি লেখকদের আনাগোনা।

মেলায় করোনাকালীন সামাজিক দূরত্ব উপেক্ষিত, তবে সকলেরই মাস্ক পরিধান করা উচিৎ। ভাসমান হকারের কথা বাদ দিলে মেলায় চার শ্রেণির মানুষ দেখতে পাবেন। এঁরা হলেন উৎসুক দর্শনার্থী, মুগ্ধ পাঠক, নিবেদিত বিক্রয়কর্মী ও পরোপকারী লেখক সমাজ। উক্ত চার শ্রেণির মানুষের কাছে আমার কিছু নিবেদন।
বিস্তারিতঃ https://akhaura.com/brahmanbaria/poet-sm-shahnoor-urged-everyone-who-came-to-the-book-fair-to-buy-one-book-at-a-time/

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারিআমি কি ভুলিতে পারি ।।অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর শুভ...
20/02/2022

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি ।।

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর শুভেচ্ছা।

Address

Akhaura
3451

Alerts

Be the first to know and let us send you an email when Akhaura.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akhaura.com:

Videos

Share