Heaven Tune

Heaven Tune Heaven Tune Wants to Spread Quranic Culture In The World Heaven Tune Studio Live is a pioneering and dynamic record label headquartered in Bangladesh
(27)

আগামীকাল হ্যাভেন টিউন থাকছে চট্টগ্রামের পতেঙ্গায়।আশপাশের সকলের আমন্ত্রণ।
02/12/2024

আগামীকাল হ্যাভেন টিউন থাকছে চট্টগ্রামের পতেঙ্গায়।
আশপাশের সকলের আমন্ত্রণ।

আগামীকাল রিলিজ হচ্ছে হ্যাভেন টিউনের অন্যতম শিল্পী রাসেল আহমেদ তন্ময় এর কন্ঠে  #জীবনের_বেলা_শেষেহ্যাভেন টিউনের সঙ্গে থাক...
02/12/2024

আগামীকাল রিলিজ হচ্ছে হ্যাভেন টিউনের অন্যতম শিল্পী রাসেল আহমেদ তন্ময় এর কন্ঠে #জীবনের_বেলা_শেষে
হ্যাভেন টিউনের সঙ্গে থাকুন, চ্যানেল লিংক কমেন্টে👇

 #হ্যাভেন_টিউন_টীম_আসছে_আপনার_শহরে...ডিসেম্বর ২০২৪ সারা মাসজুড়ে হ্যাভেন টিউনের (মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাশিদ ও কা...
02/12/2024

#হ্যাভেন_টিউন_টীম_আসছে_আপনার_শহরে...

ডিসেম্বর ২০২৪ সারা মাসজুড়ে হ্যাভেন টিউনের (মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাশিদ ও কাওয়ালী সন্ধ্যা) ওয়াদা কৃত অনুষ্ঠান সূচি, বাকি তারিখ গুলো হ্যাভেন টিউন ফাউন্ডেশন থেকে এখনো কনফার্মেশন/ওয়াদা দেয়া হয়নি।

প্রতি মাসের শুরুতেই সারা মাসের অনুষ্ঠান সূচি প্রদান করা হবে পেজে। হ্যাভেন টিউনের সঙ্গে থাকুন,
বুকিং এর জন্য যোগাযোগ নাম্বার 01617-116114

02/12/2024

দুই সহযোদ্ধার চির বিদায়ে দোয়া অলোচনা সভা অনুষ্ঠান সাংস্কৃতিক কর্মীদের|

আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সম্পূর্ণ হল...মরহুম আব্দুল কাদির হাওলাদার ও মরহুম কাজী আল আমিন এর রুহের মাগফেরাত কামনায় আলোচন...
01/12/2024

আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সম্পূর্ণ হল...
মরহুম আব্দুল কাদির হাওলাদার ও মরহুম কাজী আল আমিন এর রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী, শিল্পী ও সুধীজন।

৩০ শে নভেম্বর রোজ শনিবার, সময় - বাদ মাগরিব।
স্থান - হ্যাভেন টিউন কার্যালয়, ৫০/১ চতুর্থ তলা, পুরানা পল্টন লাইন, ঢাকা।

আয়োজনে: ইসলামী সাংস্কৃতিক কর্মী, শিল্পী ও সুধীজন।

গতকাল অনুষ্ঠিত হয়ে গেল লাকসাম কুমিল্লায় হ্যাভেন টিউনের পরিবেশনায় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান।
30/11/2024

গতকাল অনুষ্ঠিত হয়ে গেল লাকসাম কুমিল্লায় হ্যাভেন টিউনের পরিবেশনায় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান।

মরহুম আব্দুল কাদির হাওলাদার ও মরহুম কাজী আল আমিন এর রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে...
29/11/2024

মরহুম আব্দুল কাদির হাওলাদার ও মরহুম কাজী আল আমিন এর রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সকল সাংস্কৃতিক কর্মী, শিল্পী ও সুধীজনকে উপস্থিত থাকার আহ্বান জানানো হচ্ছে।
৩০ শে নভেম্বর রোজ শনিবার, সময় - বাদ মাগরিব।
স্থান - হ্যাভেন টিউন কার্যালয়, ৫০/১ চতুর্থ তলা, পুরানা পল্টন লাইন, ঢাকা।
আয়োজনে: ইসলামী সাংস্কৃতিক কর্মী, শিল্পী ও সুধীজন।

রিলিজ হল মহারাত হ্যাভেন টিউন উত্তরা শাখার শিশু শিল্পীদের কন্ঠে শিক্ষনীয় গজল আল্লাহ মহান।
29/11/2024

রিলিজ হল মহারাত হ্যাভেন টিউন উত্তরা শাখার শিশু শিল্পীদের কন্ঠে শিক্ষনীয় গজল আল্লাহ মহান।

Join this channel to get access to perks:https://www.youtube.com/channel/UC25qUhs_TrcUsJ5E5UeWtsg/joinDon't forget to subscribe to "Heaven Tune" Watch our To...

মাহারাত হ্যাভেন টিউন উত্তরা শাখার শিশুশিল্পীদের কন্ঠে আসছে অসাধারণ নাশিদ  #আল্লাহ_মহানহ্যাভেন টিউন এর সঙ্গেই থাকুন, চ্যা...
28/11/2024

মাহারাত হ্যাভেন টিউন উত্তরা শাখার শিশুশিল্পীদের কন্ঠে আসছে অসাধারণ নাশিদ #আল্লাহ_মহান
হ্যাভেন টিউন এর সঙ্গেই থাকুন, চ্যানেল লিংক কমেন্টে👇

কবি Abdul Kadir Hawlader (রহ.)-কে যেমন দেখেছি।এলান গানের শুটিং চলছে। প্রথম দিন বৃষ্টির কারণে শুটিং অনেকটাই ভেস্তে গেল। ক...
21/11/2024

কবি Abdul Kadir Hawlader (রহ.)-কে যেমন দেখেছি।

এলান গানের শুটিং চলছে। প্রথম দিন বৃষ্টির কারণে শুটিং অনেকটাই ভেস্তে গেল। কেবল শুরুর নাট্যাংশের ফুটেজগুলোই নেওয়া গেল; বাকিগুলো মানহীন।

শুটিং দ্বিতীয় দিনে গড়াল। নারায়নগঞ্জের আড়াই হাজার এলাকার এক গোরস্থানে শুটিং করা হলো।
রাতে শ্রদ্ধেয় Gazi Anas Rawshan ভাই জানালেন-দুর্ভাগ্যবশত দ্বিতীয় দিনের সমস্ত ফুটেজ ডিলিট হয়ে গেছে। রি-স্টর করার কোনো প্রচেষ্টাই কাজে আসেনি। অগত্যা তৃতীয় দিনে গড়াল শুটিং।

প্রতিদিনই আমি আব্দুল কাদের ভাইয়ের সাথে বাসে শুটিং স্পটে যেতাম। নারায়নগঞ্জের ছাপড়ি হোটেলে বসে বড়ো বড়ো পরোটা-ডিম দিয়ে সকালের নাশতা করতাম। ভালোই লাগত।

প্রথমে আব্দুল কাদের ভাইকে খুব সাধারণ মানুষ হিসেবেই গণ্য করতাম। কিন্তু এই কয়েকদিন দীর্ঘক্ষণ তার সাথে সময় কাটানোয় তাঁকে নতুন করে আবিষ্কার করলাম। খুবই সাদাসিধে চিন্তা; কিন্তু এগুলোর প্রভাব এত গভীর, ভাবতেই অবাক হচ্ছিলাম।

শুটিংয়ের আগে একটি মাদরাসায় সকালের নাশতার প্রস্তুতি নিচ্ছিলাম । আনাস ভাই অনেকটাই চিন্তিত। একে একে দুইদিনের শুটিং ভেস্তে গেছে। তার উপর আমাদের সম্মানিতা ভাবি গত রাতে হঠাৎ ভয় পেয়ে অসুস্থ হয়ে গেছেন। ভীষণ জ্বর। তিনি বললেন-‘আমার মনে হচ্ছে আল্লাহ এই গানটায় আমাদের ওপর খুশি না। তাই একটার একটা বিপদ আসছে।’

আমি বিনয়ের সাথে বললাম-‘ভাই, এমনটাও তো হতে পারে যে আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। বিপদ সত্ত্বেও আমরা তাঁর সিদ্ধান্তে কতটা ধৈর্য ধারণ করতে পারি, তার পরীক্ষা নিচ্ছেন।’

মুখে আলহামদুলিল্লাহ উচ্চারণ করে ‘হতে পারে।’ বললেন আনাস ভাই।

কী দেখে ভাবি ভয় পেয়েছেন, জানতে চাইলাম। আনাস ভাই জানালেন-আমাদের চলমান গানটার শুরুর নাট্যাংশটি দেখেই তিনি ভয় পেয়েছেন এবং এতে ভীষণ জ্বর এসেছে গায়ে (প্রথম দিনের শুটিং-এর ফুটেজগুলো নিয়ে গানের কিছু অংশ ইতোমধ্যেই এডিট হয়েছিল)।
আমি বেশ অবাক হলাম। হাওলাদার ভাই বললেন-‘কী বলেন! কী এমন ভিডিও, যা দেখে ভয় পায়! আমাকে একটু দেখান তো!’

আনাস ভাই মোবাইলে ভিডিও বের করে তাঁকে দিলেন। আমরা নাশতায় ব্যস্ত হলাম। অত্র মাদরাসার হুজুর তার সংগ্রহের খাঁটি মধু আমাদের তোহফা দিলেন। আমরা তা চেকে দেখছিলাম।

হঠাৎ কান্নার আওয়াজে আমরা হতভম্ব হলাম। পেছন ফিরে দেখলাম আব্দুল কাদের হাওলাদার ভাই হু হু করে কাঁদছেন। মুখ চেপে ধরে কাঁদছেন! ভীষণ ভয় পেলাম। ভাবলাম-তাঁর বাড়ি থেকে কারো মৃত্যুর খবর এলো কিনা। আমরা দৌড়ে গেলাম তাঁর কাছে। আনাস ভাই শান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু কেউ-ই বুঝতে পারছিলাম না হঠাৎ কী এমন ঘটল!

হাওয়ালাদার ভাই ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদতে থাকলেন! প্রায় দুই মিনিট কেটে গেল! এরপর একটু স্বাভাবিক হলেন। জিজ্ঞেস করলাম-‘ভাই কী হয়েছে! বাড়ি থেকে কোনো দুঃসংবাদ এসেছে নাকি?’

তিনি আবারও কান্নায় ভেঙ্গে পড়ে বলতে থাকলেন-‘আমিও তো এভাবে মারা যেতে পারি! আমিও তো এভাবে মারা যেতে পারি! আমারও তো এভাবে এলান হবে একদিন!’

বিস্ময়ে চোখ ছানাবড়া হয়ে গেল আমাদের। একে অপরের চোখের দিকে তাকালাম। সকলের চোখেই বিস্ময়! মৃত্যুকে স্মরণ করে কেউ এভাবে কান্না করতে পারে, আমাদের যেন বিশ্বাসই হচ্ছিল না।

নিজ চোখে না দেখলে আমিও হয়ত বিশ্বাস করতে পারতাম না। কিন্তু আব্দুল কাদের হাওলাদার ভাই ছিলেন এমনই। সদা মৃত্যুর স্বরণে আচ্ছন্ন থাকতেন তিনি। এজন্যই তাঁর কলম থেকে এসেছে-‘কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন!’, ‘একদিন তোমারই নাম, মসজিদে হবে এলান!-এর মতো হৃদয় ছোঁয়া সব পঙ্‌ক্তি’।

আব্দুল কাদের হাওলাদার ভাই যার সাথেই কথা বলতেন, মনে হত যেন তিনি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন! তার সন্তানের বয়সী হলেও তিনি আমাদের ‘আপনি’ ও ‘ভাই’ বলে সম্বোধন করতেন। মাঝে মধ্যেই কল দিয়ে খোঁজখবর নিতেন। ইসলামি সংস্কৃতি নিয়ে তার নানা পরিকল্পনার কথা জানাতেন।

এলান গানের পরেও আমার আরও দুটি শর্টফিল্মে তিনি অভিনয় করেছেন ,(যদিও তিনি অভিনেতা নন)। শুটিং-এর আগে তিনি বার বার ফোন দিয়ে বলতেন-‘হাসিব ভাই, দেখেন তো ডায়লোগটা ঠিক আছে কিনা!’ প্রচুর রিহার্সেল করতেন।

যৌবনে তিনি রঙ তুলিতে ছবি আঁকতেন। বড়ো বড়ো বিল বোর্ডে সিনেমার পোস্টার আঁকতেন। একটা সময় দ্বীনের দাওয়াত পেয়ে অঙ্কন পেশা ছেড়ে দেন এবং স্বাভাবিকভাবেই আর্থিক সংকটে নিপতিত হন। তাঁর গানগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হলেও গীতিকার হিসেবে তিনি পেতেন খুবই সামান্য সম্মানী। এই দিয়ে কোনো রকমে সংসার চালাতেন।

নিয়মিত অভাব অনটনের পরেও তার মুখের হাসি কখনো মলিন হতে দেখিনি। আর্থিক টানাপরেন সত্ত্বেও কখনো ফিরে যাননি পুরোনো পেশায়। আমি পাবলিকেশন্স সেক্টরের সাথে জড়িত বিধায় তাকে কিছু অঙ্কনের কাজ দিয়েছিলাম; কিন্তু তিনি কোনো ক্যারেক্টারের ছবি আঁকতে রাজি হননি।

আব্দুল কাদের হাওলাদার ভাই। আপনার কুরবানি আল্লাহ কবুল করুন। কত জানার পড়েছি নামাজ, আপনার জানাজাও শেষ পর্যন্ত পড়লাম। আপনার নামও মসজিদে এলান হলো। ফেসবুকে পোস্টারিং হলো। আপনার জীবনের লোকাল গাড়িও স্টেশনে ভিড়ল। এবার আমাদের পালা।

মহান রবের দরবারে প্রার্থনা মাঙি-জান্নাতের সেই বর্ণাঢ্য আসর, যেখানে স্বয়ং মহান রব মুমিনদেরকে তিলাওয়াত শোনাবেন, সেখানে আপনার সাথে যেন আমাদের সাক্ষাৎ হয়। আমরা একসাথে উপভোগ করতে পারি যেন-মহান মালিকের পবিত্র সুর!

-হাসিবুর রহমান
Rahman
স্ক্রিপ্ট রাইটার।

20/11/2024

আমরা শোকাহত
দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন, প্রিয় কথা শিল্পী "আব্দুল কাদের হাওলাদার" ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বিকাল ৩টায় আসছে শিল্পী শওকত হোসাইন এর কণ্ঠে ’প্রতারনা’ শিরোনামে শিক্ষনীয় চমৎকার নতুন ইসলামী সংগীত।চোখ রাখুন Heaven T...
19/11/2024

আজ বিকাল ৩টায় আসছে শিল্পী শওকত হোসাইন এর কণ্ঠে ’প্রতারনা’ শিরোনামে শিক্ষনীয় চমৎকার নতুন ইসলামী সংগীত।
চোখ রাখুন Heaven Tune ইউটিউব চ্যানেলে...

17/11/2024

শিক্ষাব্যবস্থা নিয়ে সুপারহিট গান || আর পারিনা বইতে আমি মস্ত ব্যাগের চাপ || Mosto Bag er Chap || মস্ত ব্যাগের চাপ || Shabab Bin Anas

Title : Mosto Beg er Chap
Artist : ‪Shabab Bin Anas‬
Lyrics : Tuzammel Haque Bachchu
Tune : Nabil Adnan

গতকালের মনোমুগ্ধকর আয়োজনে আমরা হ্যাভেন টিউন ❤️ Heaven Tune
16/11/2024

গতকালের মনোমুগ্ধকর আয়োজনে
আমরা হ্যাভেন টিউন ❤️ Heaven Tune

আগামীকাল পুরো অনুষ্ঠান জুড়ে থাকবে হ্যাভেন টিউন, বিকেল সাড়ে তিনটা থেকে মাগরিবের আগ পর্যন্ত চলবে হ্যাভেন টিউন এর পরিবেশন...
14/11/2024

আগামীকাল পুরো অনুষ্ঠান জুড়ে থাকবে হ্যাভেন টিউন, বিকেল সাড়ে তিনটা থেকে মাগরিবের আগ পর্যন্ত চলবে হ্যাভেন টিউন এর পরিবেশনা। সকলের আমন্ত্রণ।

আজ সন্ধ্যা ৬টায় আসছে ’হ্যাভেন টিউন’ এর শিল্পী শোয়াইব মেভলান এর কথা, সুর ও কণ্ঠে চমৎকার নতুন ইসলামী সংগীত।চোখ রাখুন Heav...
14/11/2024

আজ সন্ধ্যা ৬টায় আসছে ’হ্যাভেন টিউন’ এর শিল্পী শোয়াইব মেভলান এর কথা, সুর ও কণ্ঠে চমৎকার নতুন ইসলামী সংগীত।

চোখ রাখুন Heaven Tune ইউটিউব চ্যানেলে...

 #চাপ চলে এসেছে, কার কেমন লেগেছে জানাবেন।
08/11/2024

#চাপ চলে এসেছে, কার কেমন লেগেছে জানাবেন।

শিক্ষাব্যবস্থা নিয়ে সুপারহিট গান ”আর পারিনা বইতে আমি মস্ত ব্যাগের চাপ”Mosto Bager Chap | মস্ত ব্যাগের চাপJoin this channel to get access to pJoin thi...

08/11/2024

#চাপ আসছে...
আজ বিকেল পাঁচটায় 👇

Address

50/1, (3rd Floor), Purana Paltan Line, Dhaka. Https://goo. Gl/maps/XzEnQMsHaFcG7eHX 8
Dhaka
1000

Telephone

+8801617116114

Website

https://t.me/heaventune

Alerts

Be the first to know and let us send you an email when Heaven Tune posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Heaven Tune:

Videos

Share

Category

Nearby media companies


Other Record Labels in Dhaka

Show All