16/04/2024
গল্পগুলো ভুলে যাও
চরিত্রগুলোও
নেড়ি কুকুরের ঘাড়ে
দগদগে ঘায়ের মতোন সম্পর্ক
আর সম্ভাবনার স্মৃতিগুলো
ভুলে যাওয়ার ওষুধ দিয়ে
সারিয়ে তোলো।
কেন বোঝনা-
একমুখি স্রোতে পিছনে যাওয়া যায় না।
ভেসে যাও নতুন গল্পের ভেতর
প্রতিদিন যাও
আর প্রতিদিন ভুলে যাও।
মুছতে মুছতে ছবি আঁকো
আর মুছে ফেলো।
যেমন পাকা ধানের গন্ধ
মুছে ফেলে ধানক্ষেত।
লাভ আর ক্ষতি বলে
জীবনে কিছুই কী হয়!
অবশেষে শূণ্যে নামবে শূণ্য
অঙ্ক ভুলে যাও আর ভেসে যাও
যখন যেতেই হবে।
ভেসে যাও-
নতুন গল্পের ভেতর
নতুন দিনের ভেতর
নতুন রাতের অন্ধকারে।
অশ্রুফোঁটা যেন ফেলে যেও না...
# ভেসে যাও # রাজু আহমেদ মামুন