Geek Bangladesh

Geek Bangladesh Join us our mission to rewrite the future of Bangladesh. Want to get update with latest tech news , tips and reviews? Like now!
(2)

30/11/2020
শুভ জন্মদিন আহমেদ ছফা!
30/06/2020

শুভ জন্মদিন আহমেদ ছফা!

If you ever buy book from an Online book shop in Bangladesh. Share your experiences.
19/06/2020

If you ever buy book from an Online book shop in Bangladesh. Share your experiences.

​Top Ten Online Book Store to Buy Book Online in Bangladesh written by mohiemen

Here is a list of top ten online Book Shop in   .
18/06/2020

Here is a list of top ten online Book Shop in .

Taking the flood of digitalization into thought, it was normal that almost all that we need would be accessible online inside a brief…

26/11/2019
09/05/2019
 াদুআজ(২৩/২/২০১৯) দুপুর ১৩ঃ২০ এ বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজের সামনে থেকে এক ভদ্র লোকের বাইক চুরি হয়।উনি বাইক শেবাচি...
25/02/2019

াদু
আজ(২৩/২/২০১৯) দুপুর ১৩ঃ২০ এ বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজের সামনে থেকে এক ভদ্র লোকের বাইক চুরি হয়।
উনি বাইক শেবাচিমের সামনে রেখে এক আত্নীয়কে দেখতে গিয়েছিলেন। ১০ মিনিট পরে ফিরে এসে দেখেন যে তাহার বাইক নাই!
অন্যদের মত উনি হা হুতাস করেননাই। তিনি সাথে সাথে কল দিলেন ৯৯৯ হেল্প লাইনে! কল দিয়ে উনি পাশের টং দোকানে রিলাক্সে বসে চা খাচ্ছিলেন।

২ মিনিটের মধ্যে বাইক চুরির নিউজ পায়!
বরিশালের কাকলি মোড়ে সহ শহরের ৫০+ পয়েন্টে ডিউটিতে থাকা ট্রাফিক পুলিশ ! ! তাহাদের নিকট ৯৯৯ এর অপরেটরের আসা সংবাদ জানায় ডেল্টা ৪! এছাড়া কোতয়ালী থানার ২০+ ডিউটি গাড়ীও পায় সংবাদ!
পুলিশের চোখ তখন আশে পাশের চলাচল রত বাইকের দিকে!
২/১ টা বাইকে যাত্রী সুন্দরী ললনা পুলিশের তাকাতুকা দেখে ছেড়্রা পুলিশ / লুচ্চা পুলিশ ও বলেছে!
সোয়া চার মিনিট পর চেকরত!
কাকলির মোড়ে ডিউটিরত ট্রাফিক পুলিশের সামনে পরে সেই বাইক ও চোর!

মালিকের চা খাওয়া শেষ হবার আগেই কোতয়ালী থানা থেকে তাকে জানানো হয় ভাই আপনার বাইক কাকলি পুলিশ বক্সে! চোর ও বাইক এক সাথেই পাবেন।

িনিটে_চোর_সহ_গাড়ি_উদ্ধার

গাড়ীর নাম্বার বরিশাল মেট্রো -হ-১১-৬৬৭৯ গাড়িটি
চোর আবু হাসেম (২৮) পিতাঃ ইমান আলী গ্রামঃ রামাইলের চর মেচড়া জেলাঃ সিরাজগঞ্জকে চোরাই বাইক সহ হাতেনাতে আটক করেছে কাকলীর মোড়ে ডিউটিরত ট্রাফিক সার্জেন্ট জনাব ইমন। অভিনব কৌশলে এক চাবিতে অনেক গাড়ি খুলতে সক্ষম চাবি সহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

কপস xtra ডায়েরী

😍আপনার থানার ডিউটি অফিসারের ২৪/৭ নাম্বার
পুলিশ কন্ট্রোল রুমের নাম্বার
৯৯৯ অবশ্যই মোবাইলে সেভ রাখুন!

BikeBD গ্রুপে পোস্ট করেছেন Sayeed Asad.

24/02/2019

Pregnancy test:-

🌻🌻অনেক সময় দেখা যায় অবিবাহিত মেয়ের পিরিওড বন্ধ হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বললো প্রেগনেন্সি টেস্ট করে নিয়ে আসুন । এমতাবস্থায় প্রথমে হয়তো রোগীর লোক বলবে রোগী অবিবাহিত। এখনও বিয়ে হয়নি, বাচ্চা কিভাবে হবে ডাক্তার তখন জোর দিয়ে বলবে আগে টেস্ট করে নিয়ে আসুন তারপর রোগী দেখবো, না হলে দেখবোনা। রোগী যাবে টেস্ট করাতে। এবার দেখা গেলো রোগী প্রেগনেন্সি টেস্ট পজেটিভ। বাড়ির লোক অবাক, রোগী অজ্ঞান।

তখন স্বাভাবিক ভাবেই রোগীর বক্তব্য থাকবে,
আমি কিছু করিনি। রোগীর লোকের বক্তব্য, কিছু করিসনি তো বাচ্চা কোথা থেকে এলো।
ডাক্তারের কাছে রোগী কাঁদতে কাঁদতে বলবে, বিশ্বাস করেন ডাক্তার সাহেব আমি কিছুই করিনি। বাচ্চা কোথা থেকে এলো আমি জানিনা।

রোগীর লোক যদি জীন বিশ্বাসী হয় তবে বলে দেবে জীনের বাচ্চা ওটা কিন্তু ডাক্তারের কেরামতি এখনও বাকি আছে।ডাক্তার তখন আলট্রাসনোগ্রাফির সাহায্য নেবে।

আলট্রাসনোগ্রাফিতে দেখা যাবে রোগী প্রেগনেন্ট না। রোগীর তল পেটে কোন ফেটাস নেই।

এখন প্রশ্ন হচ্ছে রোগীর পেটে বাচ্চা নেই কিন্তু প্রেগনেন্সি টেস্ট পজেটিভ আসলো কেন।
এটা যে স্ট্রিপ দিয়ে টেস্ট করা হয় সেই স্ট্রিপ আসলে বাচ্চা ডিটেকটর না।

একজন মহিলা যখন বাচ্চা কনসিভ করে তার ৬ দিনের মধ্যে human chorionic gonadotropin (HCG) নামক একটি হরমোন নিঃসৃত হয় দেহ থেকে যা ইউরিন এর মাধ্যনে দেহ থেকে বের হয়। হরমনটি মূলত syncytiotrophoblast (প্লাসেন্টা অংশ) রক্ষার কাজে ব্যবহৃত হয়।

কিন্তু এই একই হরমোন অনেক টিউমার যেমন : Seminoma, choriocarcinoma, germ cell tumors, hydatidiform mole formation, teratoma with elements of choriocarcinoma, and islet cell tumor এর কারণেও নি:সৃত হতে পারে। তখন তো প্রেগনেন্সি টেস্ট পজেটিভ দেখাবে।

এইরকম পরিস্থিতিতে প্রথমেই অনেকে আত্মহত্যার পথ বেছে নেই। আত্মহত্যা করা বা অন্য কিছু ঘটানোর আগে সিউর হোন। আপনি নিজে সতর্ক হোন আর আশেপাশের মানুষকেও সতর্ক করুন। তাহলে হয়তো একটা প্রাণ বাঁচতে পারে। কে জানে এমন কিছু ঘটনা আপনার আশেপাশেই ঘটছে কিনা ।।💐💐

Pls Share

-Sreemuni Bardhan

বন্ধ্যা বলে একঘরে করেছিল সমাজ, আট হাজার সন্তানের মা হয়ে পদ্মশ্রী পেলেন সেই থিম্মাক্কা!
29/01/2019

বন্ধ্যা বলে একঘরে করেছিল সমাজ, আট হাজার সন্তানের মা হয়ে পদ্মশ্রী পেলেন সেই থিম্মাক্কা!

যেমন ভাবা, তেমনই কাজ। সে আজ থেকে প্রায় ছ’দশক আগের কথা। প্রথম বছরে ১০টি বট গাছ লাগালেন থিম্মাক্কা। বাড়ি থেকে চার ক.....

প্রত্যেকটি মোবাইল ফোন সেটেই ১৫ ডিজিটের একটি আইএমইআই নম্বর থাকে। গ্রাহক * #০৬ # ডায়াল করলেই এই আইএমইআই নম্বর ভেসে উঠে। এই...
22/01/2019

প্রত্যেকটি মোবাইল ফোন সেটেই ১৫ ডিজিটের একটি আইএমইআই নম্বর থাকে। গ্রাহক * #০৬ # ডায়াল করলেই এই আইএমইআই নম্বর ভেসে উঠে। এই নম্বরটি ......

Geek Bangladesh

এসএসসি ও সমমান পরীক্ষার কারণে আগামী ২২ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শ...
20/01/2019

এসএসসি ও সমমান পরীক্ষার কারণে আগামী ২২ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Geek Bangladesh

মাত্র ৫৪ মিনিটেই বুলেট ট্রেন পৌছে যাবে  ঢাকা থেকে চট্টগ্রাম 😱😱😱😱
20/01/2019

মাত্র ৫৪ মিনিটেই বুলেট ট্রেন পৌছে যাবে ঢাকা থেকে চট্টগ্রাম 😱😱😱😱

Geek Bangladesh

সূবর্ণচরের ঘটনার পর নোয়াখালীতে আবারো গণধর্ষন ...
19/01/2019

সূবর্ণচরের ঘটনার পর নোয়াখালীতে আবারো গণধর্ষন ...

Geek Bangladesh

গরু-ছাগলে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ.
19/01/2019

গরু-ছাগলে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ.

Geek Bangladesh

২০১৯ সালের এসএসসি পরীক্ষার রুটিন ডাউনলোড করে নিন ।।
16/01/2019

২০১৯ সালের এসএসসি পরীক্ষার রুটিন ডাউনলোড করে নিন ।।

Geek Bangladesh

সকালে অফিসে এসে দেখি ডেস্কের উপর একটা খাম,খাম খুলে কিছুটা চমকে যেতে হল। ডাক বিভাগ মারফরত ডিএমপি (ট্র্যাফিক) আমাকে একটা ম...
09/01/2019

সকালে অফিসে এসে দেখি ডেস্কের উপর একটা খাম,
খাম খুলে কিছুটা চমকে যেতে হল।
ডাক বিভাগ মারফরত ডিএমপি (ট্র্যাফিক) আমাকে একটা মামলার চিঠি পাঠিয়েছে!!!

মামলার কারণ?
আমি কচুখেত মোড়ে উল্টোপথে গাড়ী চালিয়েছি। মামলার বিবরণে স্থান, কাল, পাত্র সব দেয়া। সেদিন অফিসের মিটিং ধরতে প্রায় ৩০ গজ রাস্তা উল্টোপথে বাইক চালিয়েছি। কারবার সেদিন ই সারা!!!!

যে প্রশ্নটা তখন আমার মাথায় ঘুরছিল সেটার উত্তরও আছে পত্রে... " ভিডিওচিত্রে দেখা গেছে যে আপনি আপনার এই গাড়ী, নাম্বার ...... "।
মানে মামলা কিভাবে দিল, তারা কেমনে জানল আমি উল্টোপথে গাড়ী চালিয়েছি এসব নিয়ে আর চিন্তাটা বাড়াতে হল না।

মামলার কপিটা পেয়ে স্বাভাবিকভাবেই আমার মন খারাপ হবার কথা। কিন্তু হল বিপরীত,
আমার বেশ খুশি খুশি লাগছে। আমি মামলা খাওয়ার মত শরমের ব্যাপারটা খুশি খুশি মনে অফিস কলিগদের ডেকে ডেকে জানাচ্ছি।

ট্র্যাফিক সার্জনরা আগে স্পটে ধরে ধরে মামলা দিতেন, অপরাধীদের পক্ষে ছাড় পাওয়ার জন্য দুনিয়ার সুপারিশ আসত এ মহল সে মহল থেকে। তারা তখন সে সুপারিশ মানতে বাধ্য হতেন। দায়িত্ব ঠিকমত পালন করতে পারতেন না। এখন আর সে ঝামেলা নেই...। চেক ভিডিও, দাও মামলা।

ও হ্যাঁ, মামলা খেয়ে খুশি খুশি লাগার কারণটা এবার বলি,
কারণ হল... দেশ এগুচ্ছে.., সত্যিই এগুচ্ছে।
এখন আমাদের ট্র্যাফিক পুলিশ বিদেশের মত গোপন ক্যামেরা ধরে অপরাধী সনাক্ত করছেন, মামলা দিচ্ছেন।
খুশি হবার মত ব্যাপার ই বটে!। এভাবে চলতে থাকলে আইন না মেনে উপায় থাকবেনা।

সেদিন এক পাঠাও চালকের সাথে কথা হচ্ছিল, তিনিও ঠিক একই ধরণের মামলা খেয়েছেন এবং অবাক বিষয় হল তার অনুভুতিও একই। তিনিও মামলা খেয়ে খুশি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কর্মরত সে পাঠাও চালক দিলেন আরও মজার কিছু তথ্য
তার দেখায় একই নিয়মে নাকি মামলা খেয়েছেন সচিবের গাড়ী, কোন এক আমলার প্রটোকলের গাড়ী সহ বেশ কিছু হোমড়াচোমড়ার গাড়িও... যাদের সরাসরি একটা মামলা দিতে গেলে সার্জনের চাকরি নিয়েই টানাটানি হয়।

দিনশেষে একটা কথা সত্যি, অপরাধের শাস্তি নিশ্চিত হলে অপরাধ আপনা আপনিই কমে যায়..
সেটা ট্র্যাফিক আইন ভঙ্গের জন্যই হোক, আর রাষ্ট্রীয় কোন আইন ভঙ্গের জন্যই হোক...

আসুন আইন মানি, মানতে সাহায্য করি,
নিজের দেশকে এগিয়ে নিতে সরকার আর তার সমুহ বিভাগের এই চেষ্টাগুলো আমাদের আন্তরিক সহযোগিতায় সফল হোক।

©️ ওয়াজেদ মহান

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Geek Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Geek Bangladesh:

Videos

Share

The Geek Bangladesh Project

We are some geeks from Bangladesh. We just want to share our thought, opinion, knowledge and make a communication with you through our content. We run this project, both in Bangla & English.


  • Our Bangla Online Magazine: https://bn.geek.com.bd (beta)

  • Our English Online Magazine: https://www.geek.com.bd (beta)
  • We are coming with more project soon. Stay tuned.

    Nearby media companies


    Other Media/News Companies in Dhaka

    Show All