বঞ্চনার নতুন নতুন ফাঁদ তৈরি হচ্ছে প্রতিদিন। ভাঙাচোরা সময়ের আয়নায় মানুষের বির্পযস্ত অবয়ব। আমরা পাঠ করছি, তাদের জয়-পরাজয়ের সুদীর্ঘ হতিহাস।
দেশলাই বাজিতপুর থেকে প্রকাশিত একটি ছোটকাগজ। প্রথম সংখ্যা ২০০৮ এ প্রকাশিত হয় এবং ক্রমান্বয়ে ২য় সংখ্যা ২০১২, ৩য় সংখ্যা ২০১৩, ৪র্থ সংখ্যা ২০১৪, ৫ম সংখ্যা ২০১৫, ৬ষ্ঠ সংখ্যা ২০১৬, ৭ম সংখ্যা ২০১৭ এবং ৮ম সংখ্যা ২০১৮’তে
কবিতাগদ্য, গদ্য, মুক্তগদ্য, মুহূর্তগল্প, টুকরো গল্প, অণুগল্প, গুচ্ছকবিতা ও পুস্তক আলোচনা এই বিভাগগুলোতে লিখেছেন ৪৬ জনের লিখা রয়েছে ১৬৪ পৃষ্ঠার #৬ষ্ঠ সংখ্যাটিতে-
বদরুজ্জামান আলমগীর, মামুন হুসাইন, কামরুজ্জামান জাহাঙ্গীর, আমানউল্লাহ্, আবুল এহসান, সৈয়দ ওয়ালী, বিলাল হোসেন, মাদল হাসান, স্বপন সৌমিত্র, সাম্য রাইয়ান, আহমদ জসিম, রফিক হাসান, হামীম ফারুক, কুহক মাহমুদ, লক্ষ্মীকান্ত মন্ডল, জিয়াবুল ইবন, রাতুল হরিৎ, ফারহানা খানম, অনন্ত সুজন, সুমন মল্লিক, রঞ্জনা বিশ্বাস, সিদ্দিক প্রমাণিক, বাদল ধারা, শামীম আরেফিন, দুখাই রাজ, সিদ্দিক বকর, অপু শহীদ, শেখর হিমাদ্রী, মোয়াজ্জেম আজিম, পিন্টু রহমান, শোহেল মাহমুদ, কে এম রাকিব, সরিৎ চট্টোপাধ্যায়, সিদ্ধার্থ দত্ত, সুবর্ণা রায়, শাহেদ সেলিম, রুখসানা কাজল, সাঈদা মিমি, মৃন্ময় চক্রবর্তী, কালের লিখন, হুমাযুন রনী, জাকিয়া জেসমিন যূথী, কামরুজ্জামান কাজল, আল হাসির গুঞ্জন ও সুমন দীপ
------
গদ্য, নাটক, গল্প, অনুগল্প ও গুচ্ছকবিতা এই ৫টি বিভাগে ৩৬ জনের লিখা রয়েছে ১৬৪ পৃষ্ঠার #৬ষ্ঠ সংখ্যাটিতে-
আশুতোষ ভৌমিক, কামরুজ্জামান জাহাঙ্গীর, আবুল এহসান, মামুন হুসাইন, শেখর হিমাদ্রী, জাকির তালুকদার, বদরুজ্জামান আলমগীর, অপু শহীদ, সিদ্দিক বকর, সুস্মিতা চক্রবর্তী, বিলাল হোসেন, হাবিবা সুলতানা, আবু সাঈদ, রুখসানা কাজল, শাহেদ সেলিম, সাঈদা মিমি, হামীম ফারুক, মোহাম্মদ আনোয়ারুল কবীর, বীরেন মুখার্জী, সৈয়দ রায়হান বীন ওয়ালী, মোয়াজ্জেম আজিম, মাদল হাসান, রাতুল হরিৎ, শ্বাশত নিপ্পন, দেবলাল বিশ্বাস, জাকিয়া জেসমিন যূথী, শিব্বির আহমেদ, সৌম্য সালেহ, রঞ্জনা বিশ্বাস, বাদল ধারা, শামীম আরেফিন, চৌধুরী ফাহাদ, দন্তন্য ইসলাম, শোহেল মাহমুদ, সুমন দীপ। মূল্য : ৬০ টাকা।
-----
গদ্য, নাটক, গুচ্ছকবিতা ও গল্প এই ৪টি বিভাগে ৩০ জনের লিখা রয়েছে ১৬৮ পৃষ্ঠার #৫ম সংখ্যাটিতে-
আশুতোষ ভৌমিক, সরদার ফারুক, সৈয়দুজ্জামান, আবুল এহসান, আমানউল্লাহ, কামরুজ্জামান জাহাঙ্গীর, শেখর হিমাদ্রী, জাকির তালুকদার, বদরুজ্জামান আলমগীর, অপু শহীদ, সেলিম রেজা নিউটন, সুস্মিতা চক্রবর্তী, সিদ্দিক বকর, সৈয়দ রায়হান বীন ওয়ালী, আনোয়ারুল কবীর, তৃষ্ণা বসাক, কুহক মাহমুদ, ফারহানা খানম, আসাদুজ্জামান খোকন, নাসরুল আনোয়ার, মোয়াজ্জেম আজিম, প্রজ্ঞা মৌসুমি, মাদল হাসান, শিবশঙ্কর পাল, রাতুল হরিৎ, লুৎফুল্লাহ্ হুসাইন পাভেল, অনিন্দ্য আসিফ, শোহেল মাহমুদ, এস এম মাসুদ রানা, সুমন দীপ। মূল্য : ৬০ টাকা।
-----
গুচ্ছকবিতা, গল্প, গদ্য, অনুবাদ ও পুস্তকালোচনা নিয়ে ১৬০ পৃষ্ঠার #৪থ সংখ্যা:
আশুতোষ ভৌমিক, জাকির তালুকদার, আবুল এহসান, বদরুজ্জামান আলমগীর, কামরুজ্জামান জাহাঙ্গীর, সৈয়দ রায়হান বিন ওয়ালী, কামারুল বাহার আরিফ, তৃষ্ণা বসাক, ফারহানা খানম, বৈজয়ন্ত রাহা, কচি রেজা, মোহাম্মদ আন্ওয়ারুল কবীর, আজম মাহমুদ, চন্দনকৃষ্ণ পাল, সুবীর সরকার, চৈতালি গোস্বামী, আসাদুজ্জামান খোকন, অজিত দাশ, সিদ্দিক বকর, মোয়াজ্জেম আজিম, সেলিম পারভেজ, শেখর হিমাদ্রী, জয়দীপ দে, লুৎফুল্লাহ্ হুসাইন পাভেল, সুস্মিতা চক্রবর্তী, রাতুল হরিৎ, ভাষান্তর ইলোরা সুলতানা, শোহেল মাহমুদ, সুমন দীপ, প্রদীপ ব্যানার্জী, তুষার প্রসূন, নীপ মন্ডল, শাতিল আহমেদ, শাহ মাইদুল ইসলাম, বিদ্যুৎ সরকার, অনিন্দ্য তুহিন, হানিফ মোল্লা। মূল্য : ৬০ টাকা।
-----
১৫২ পৃষ্ঠার #৩য় সংখ্যায় গদ্য, নাটক, কবিতা, গল্প এবং লিটলম্যাগ বিষয়ে গদ্য এই বিভাগগুলোতে লিখেছেন ২৩ জন লেখক।
আশুতোষ ভৌমিক, আবুল এহসান, নজীর আহমেদ, আমানউল্লাহ, বদরুজ্জামান আলমগীর, জাকির তালুকদার, মোয়াজ্জেম আজিম, শেখর হিমাদ্রী, সেলিম রেজা নিউটন, আসাদুজ্জামান দুলাল, সুস্মিতা চক্রবর্তী, আসাদুজ্জামান খোকন, তন্ময় দত্ত গুপ্ত, সিপাহী রেজা, মোজাফ্ফর হোসেন, রাতুল হরিৎ, শোহেল মাহমুদ, সজল ছত্রী, সেলিম সিরাজ, তানজিন তামান্না, রুদ্র মোস্তফা, তাহমীনা আহমেদ এবং পাষান উজ্জল। মূল্য : ৬০ টাকা।
----
১২৮ পৃষ্ঠার #২য় সংখ্যায় গদ্য, থিসিস, কবিতা ও গল্প – এ চারটি বিভাগে লিখেছেন ২৪ জন লেখক।
বিপ্লব বালা, বদরুজ্জামান আলমগীর, সেলিম রেজা নিউটন, ভাস্কর রঞ্জন সরকার, সুস্মিতা চক্রবর্তী, আশুতোষ ভৌমিক, স্বদেশ বন্ধু সরকার, আবুল এহসান, শরীফ শাহরিয়ার, অঞ্জন আচার্য, আসাদুজ্জামান খোকন, রাতুল হরিত, ঋভূ চট্টোপাধ্যায়, বিজয় আহমেদ, শোহেল মাহমুদ, সুমন দীপ, আমান উল্লাহ, ইচক দুয়েন্দে, সিদ্দিক বকর, মোয়াজ্জেম আজীম, শেখর হিমাদ্রী, আহমেদ জসীম, মোজাফ্ফর হোসেন এবং লুৎফুল্লাহ হুসাইন পাভেল। মূল্য : ৫০ টাকা।