খুদে কথাসাহিত্য

খুদে কথাসাহিত্য খুদে কথাসাহিত্য ( https://web.facebook.com/groups/flashfictiongolpolekha Baby shoes.
(7)

খুদে কথাসাহিত্য ( https://web.facebook.com/groups/flashfictiongolpolekha/ ) এর অফিসিয়াল পেজ। মূলত সংক্ষিপ্ত আকারের গল্পের প্লাটফর্ম হিসেবেই এই গ্রুপ এবং গ্রুপের প্রসারে এই পেজ খোলা হয়েছে।

এটি গল্প লেখা প্রতিযোগিতা গ্রুপের সহগ্রুপ। মূলত সংক্ষিপ্ত আকারের গল্পের প্লাটফর্ম হিসেবেই এই গ্রুপ খোলা হয়েছে।

►খুদে কথাসাহিত্য কী?
╚►আভিধানিকভাবে খুদে (বিশেষণ) মানে ছোটো, সামান্য, অল্প। কথাসাহিত্য (বিশেষ্য)

মানে গল্পধর্মী সাহিত্য। “খুদে কথাসাহিত্য” এর মানে দাঁড়াচ্ছে অল্প কথার গল্প। অল্প কথা মানে একেবারেই অল্প শব্দের গল্প। সাধারণত এর শব্দসীমা ২৫০ শব্দ। এর ওপরে গেলে সেটা অণুগল্প হিসাবে বিবেচিত হবে।
খুদে কথাসাহিত্যের মধ্যে পড়বে বিভিন্ন ধরনের মাইক্রো ফিকশন যেমন ড্রাবল ফিকশন (১০০ শব্দ), ন্যানো ফিকশন (৫৫ শব্দ), টুইটার ফিকশন (twitterature) (১৪০ অক্ষর, অথবা প্রায় ২৩ শব্দ), ওয়ান লাইনার, ছয় শব্দের গল্প ইত্যাদি।

খুদে কথাসাহিত্যের বৈশিষ্ট্য :
❖ মূলত পাঞ্চ লাইন নিয়ে এই লেখাগুলো হয়।
❖ চমক এই ধরনের লেখার প্রধান এবং অন্যতম উপকরণ। খুবই সংক্ষেপে একটা ছোট্ট গল্পও থাকবে। যার ভাব অনেকটাই অপ্রকাশিত। পাঠককে নিজে নিজে কল্পনা করে নিতে হয়।
❖ খুদে কথাসাহিত্যের উদাহরণ হেমিংওয়ের লেখা ছয় শব্দের গল্পের (six word story) মাধ্যমে দেওয়া যায়।
For sale. Never worn.
ছয়টা শব্দে এখানে একটা গল্প বলা হয়েছে যার মধ্যে আবার অনেকগুলো গল্প।
বাচ্চাটা কি মারা গিয়েছিল?
নাকি মেরে ফেলা হয়েছিল?
নাকি জন্মাবার পূর্বেই মরে গিয়েছিল? ইত্যাদি...
❖ মনে রাখতে হবে নতুনত্ব আর চমকই এর প্রধান উপকরণ।

❖ খুদে কথাসাহিত্যের মূল বৈশিষ্ট্য হচ্ছে—
► শব্দের মিতব্যয়ীতা
► সহজবোধ্যতা
► চমক
► বাঁক
► চিন্তার ফ্লোর।
►খেয়াল রাখবেন ফ্ল্যাশ ফিকশন (Flash Fiction) হচ্ছে ৩০০-১০০০ শব্দের গল্প। বাংলায় একে অণুগল্প নামে চর্চা করা হয়। শুরুতে ভুলে মাইক্রো ফিকশনকে ফ্ল্যাশ ফিকশন ভেবে ফ্ল্যাফি নামে চর্চা করা হচ্ছিল এবং গ্রুপ আইডিতেও ফ্ল্যাশ ফিকশন যুক্ত করা হয়ে গেছে, যা পাল্টানো যাচ্ছে না। তাই চর্চার ক্ষেত্রে বিষয়টা মাথায় রাখবেন।

Address

Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when খুদে কথাসাহিত্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category