Center For National Culture - CNC

Center For National Culture - CNC A civil Society Think tank on Culture
(1)

আদর্শ

সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) বাংলাদেশের অনন্য স্বাতন্ত্র্যে বিশ্বাসী একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। প্রত্যেক জাতির স্বকীয় জীবনাচরণ ও ঐতিহ্যের মধ্যেই তার সংস্কৃতির শিকড় প্রোথিত। এই শিকড়ের রসে সঞ্চিত পরিশুদ্ধ ব্যক্তিমনই হতে পারে প্রকৃতপক্ষে সংস্কৃতিদীপ্ত। আবার এই মানুষগুলোর সংস্কৃতি-মানুসের পরিশুদ্ধ চেতনার প্রতিফলনেই সভ্য-সুন্দর সমাজ বা দেশ গড়ে ওঠে। আপন ঐতিহ্যশ্রয়ী সংস্কৃতি যে পৃথক জাতিস

ত্তা নির্মাণ করে তা-ই জাতি হিসেবে সকল বিজাতীয় অপসংস্কৃতির আগ্রাসন থেকে মানবগোষ্ঠীকে নিজ নিজ পরিচয় ও অস্তিত্ব টিকিয়ে রাখতে সাহায্য করে। জাতীয় স্বাধীনতা ও স্বাতন্ত্র্যের রক্ষাকবচ মূলত আপন সংস্কৃতির অবিশ্রান্ত লালনের মধ্যেই নিহিত। কিন্তু সংস্কৃতির শিকড় শূন্য থেকে উত্থিত হয় না। এ জন্য বিশ্বাস ও মূল্যবোধের একটি রূপময় বীজ অত্যাবশ্যক। সিএনসি বিশ্বাস করে, যে শিল্পবোধ ও শিল্পচর্চার মধ্যে ধর্মবোধের অভিলাষ নেই তা মানবকল্যাণকারী শিল্প সৃষ্টিতে সক্ষম নয়। কারণ, বিশ্বস্রষ্টার অভিলাষের সাথে একাত্ম-হৃদয় হয়ে থাকে নিজস্ব ধ্যানে পরিণত করতে পারলেই সৃষ্টির অন্তর্নিহিত সৌন্দর্য সুষমা উপলব্ধি করা সম্ভব। বস্তুত, স্রষ্টার ইচ্ছা আর মাটির মানুষের অন্তর্মিলনের পারম্পর্যে আমাদের স্বকীয় ও ঐশ্বর্যশীল মানবিক সাংস্কৃতিক ধারা গড়ে উঠেছে। আদর্শিক এই বীজকে সমগ্র জীবনে শিল্পসম্মত উপায়ে অঙ্কুরোদগম ও প্রস্ফুটিত করে একটি সংস্কৃতিময় মুক্ত স্বদেশ নির্মাণ করা সম্ভব।

সুতরাং, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, পদ্মা-মেঘনা-কর্ণফুলি বিধৌত পাললিক এ ভূমিতে হাজার বছর ধরে প্রবাহিত মানবকল্যাণমূখী সংস্কৃতির ধারা আমাদের অমূল্য উত্তরাধিকার। দেশের সামগ্রিক
জীবনচর্চায় সেই ঐতিহ্য ও তার প্রতিবিম্বের প্রতিফলন ঘটিয়ে আমাদের স্বাধীন জাতিসত্তাকে মজবুত করতে হবে। মুক্তিযুদ্ধ তথা আমাদের জাতীয় মুক্তিসংগ্রাম সেই ঐতিহ্যের দিকনির্দেশক। এই চেতনার প্রতি বিশ্বস্ত থেকে সংস্কৃতিময়, প্রাণবন্ত, উদার, মননশীল ও সহাবস্থানের সমাজ নির্মাণের জন্য আরমা অবিরাম কাজ করে
যাবো।

আগামীকাল বুধবার রাত ৯টায় সিএনসি আয়োজিত স্মরণ সভা ও পদক প্রদান অনুষ্ঠান দেখার আমন্ত্রণ
25/06/2024

আগামীকাল বুধবার রাত ৯টায় সিএনসি আয়োজিত স্মরণ সভা ও পদক প্রদান অনুষ্ঠান দেখার আমন্ত্রণ

24/06/2024

সিএনসি আয়োজিত লাইভ
আমাদের ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব
আজকের মেহমান: বিশিষ্ট শিশু সংগঠক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সিএনসির সম্মানিত সভাপতি বহু গ্রন্থ প্রনেতা অ্যাডভোকেট একেএম বদরুদ্দোজা এবং বিশিষ্ট শিক্ষাবিদ লেখক ও বহু গ্রন্থ প্রণেতা প্রিন্সিপাল সাব্বির উদ্দিন আহমেদ ।
পরিচালনায়: মাহবুবুল হক
উপস্থাপনায়: ইসমাইল হোসেন।

আগামীকাল সোমবার রাত ৯টায় লাইভ দেখার আমন্ত্রণ
23/06/2024

আগামীকাল সোমবার রাত ৯টায় লাইভ দেখার আমন্ত্রণ

22/06/2024

সিএনসি আয়োজিত লাইভ
প্রত্যাদিষ্ট আলোকমালা সাপ্তাহিক ইভেন্ট
আজকের মেহমান : বিশিষ্ট শিক্ষাবিদ ও তরুণ গবেষক খন্দকার রকিবুল হাসান।
পরিচালনা : মাহবুবুল হক
উপস্থাপনা : ইসমাইল হোসেন।

আজকের লাইভে আপনাদের আমন্ত্রণ রাত ৯টায়
22/06/2024

আজকের লাইভে আপনাদের আমন্ত্রণ রাত ৯টায়

16/06/2024
15/06/2024

সিএনসি আয়োজিত লাইভ
প্রত্যাদিষ্ট আলোকমালা সাপ্তাহিক ইভেন্ট
আজকের মেহমান : বিশিষ্ট শিক্ষাবিদ ও তরুণ গবেষক খন্দকার রকিবুল হাসান।
পরিচালনা : মাহবুবুল হক
উপস্থাপনা: ইসমাইল হোসেন।

আজকের লাইভে আপনাদের আমন্ত্রণ রার ৯টায়।
15/06/2024

আজকের লাইভে আপনাদের আমন্ত্রণ রার ৯টায়।

12/06/2024

সিএনসি আয়োজিত লাইভ
আমাদের ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব
আজকের মেহমান : বিশিষ্ট শিক্ষাবিদ লেখক ও নিরাপত্তা বিশ্লেষক কর্নেল (অব.) আশরাফ আল দীন।
পরিচালনায় : মাহবুবুল হক
উপস্থাপনায় : ইসমাইল হোসেন

আজকের লাইভে আপনাদের আমন্ত্রণ রাত ৯.৩০টায়
12/06/2024

আজকের লাইভে আপনাদের আমন্ত্রণ রাত ৯.৩০টায়

10/06/2024

সিএমসি আয়োজিত লাইভ
আমাদের ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব
আজকের মেহমান বিশিষ্ট ছড়াকার ও শিশু সাহিত্যিক মামুন সারওয়ার এবং বিশিষ্ট ছড়াকার ও শিশু সাহিত্যিক নেয়ামুল হক।
পরিচালনা : মাহবুবুল হক
উপস্থাপনা : ইসমাইল হোসেন

08/06/2024

সিএনসি আয়োজিত লাইভ
প্রত্যাদিষ্ট আলোকমালা সাপ্তাহিক ইভেন্ট
আজকের মেহমান : বিশিষ্ট শিক্ষাবিদ ও তরুণ গবেষক খন্দকার রকিবুল হাসান।
পরিচালনা : মাহবুবুল হক
উপস্থাপনা : ইসমাইল হোসেন।

05/06/2024

সিএনসি আয়োজিত লাইভ
আমাদের ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব
আজকের মেহমান বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক ও সংস্কৃতিজন মেজর (অব.) আশরাফুজ্জামান এবং বিশিষ্ট শিক্ষাবিদ লেখক ও নজরুল গবেষক আব্দুল্লাহ আল মাহমুদ।
পরিচালনায় : মাহবুবুল হক
উপস্থাপনায় : ইসমাইল হোসেন।

03/06/2024

সিএনসি আয়োজিত লাইভ
আমাদের ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব
আজকের মেহমান : বিশিষ্ট নাট্যকার, অভিনেতা ও লোকজ গবেষক সাইদুর রহমান সাঈদ এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও সিএনসির ট্রাস্টি অধ্যাপক ফ্লোরো সরকার।
পরিচালনা : মাহবুবুল হক
উপস্থাপনায় : ইসমাইল হোসেন।

01/06/2024

সিএনসি আয়োজিত লাইভ
প্রত্যাদিষ্ট আলোকমালা সাপ্তাহিক ইভেন্ট
আজকের আলোচক: বিশিষ্ট শিক্ষাবিদ ও তরুণ গবেষক খন্দকার রকিবুল হাসান।
পরিচালনায় : মাহবুবুল হক
উপস্থাপনায় : ইসমাইল হোসেন।

29/05/2024

সিএনসি আয়োজিত লাইভ
স্মরণ সভা ও পদক প্রদান অনুষ্ঠান
১। কবি কাজী নজরুল ইসলাম সিএনসি পদক পাচ্ছেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও সংস্কৃতিজন আরিফ মঈনুদ্দীন
২। মাহমুদা খাতুন সিদ্দিকা সিএনসি পদক পাচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ লেখক ও গবেষক ড. শাহনাজ পারভীন
৩। শাহাবুদ্দিন আহমদ সিএনসি পদক পাচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ লেখক ও গবেষক ড. ইয়াহ্ইয়া মান্নান।
৪। আসকার ইবনে শাইখ সিএনসি পদক পাচ্ছেন বিশিষ্ট নাট্যকার ও মিমিডিয়া ব্যক্তিত্ব মাহবুব মুকুল।
প্রধান আলোচক: বিশিষ্ট কবি গীতিকার ও সাহিত্য সম্পাদক জাকির আবু জাফর।
সভাপ্রধান: সিএনসির সম্মানিত সভাপতি অ্যাড. এ কে এম বদরুদ্দোজা
উপস্থাপনা : ইসমাইল হোসেন

27/05/2024

সিএনসি আয়োজিত লাইভ
আমাদের সংসার
আজকের মেহমান : বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি কর্নেল আশরাফ আল দীন এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক প্রিন্সিপাল সাব্বির উদ্দিন আহমেদ।
পরিচালনা : মাহবুবুল হক
উপস্থাপনা : ইসমাইল হোসেন।

সোমবার রাত ৯টায় চোখ রাখুন সিএনসির ফেসবুক পেইজে Center For National Culture - CNC ইসমাইল হোসেন
26/05/2024

সোমবার রাত ৯টায় চোখ রাখুন সিএনসির ফেসবুক পেইজে
Center For National Culture - CNC
ইসমাইল হোসেন

25/05/2024

সিএনসি আয়োজিত লাইভ
প্রত্যাদিষ্ট আলোকমালা সাপ্তাহে ইভেন্ট
আজকের মেহমান : শিক্ষাবিদ ও তরুণ গবেষক খন্দকার রকিবুল হাসান।
পরিচালনায় : মাহবুবুল হক
উপস্থাপনা : ইসমাইল হোসেন।

22/05/2024

সিএনসি আয়োজিত লাইভ
আমাদের সংসার
আজকের মেহমান : লেখক, ইতিহাস গবেষক ও এনবিআরের সাবেক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং তার জীবনসঙ্গী বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক রহিমা হুমায়রা।
পরিচালনায় : মাহবুবুল হক
উপস্থাপনায় :ইসমাইল হোসেন।

আগামীকাল বুধবার রাত ৯টায় লাইভে আপনাদের আমন্ত্রণ
21/05/2024

আগামীকাল বুধবার রাত ৯টায় লাইভে আপনাদের আমন্ত্রণ

20/05/2024

সিএনসি আয়োজিত লাইভ
আমাদের সংসার
আজকের মেহমান : বিশিষ্ট শিক্ষাবিদ লেখক ও গবেষক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর ইয়াহ্ইয়া মান্নান এবং বিশিষ্ট শিক্ষাবিদ লেখক ও গবেষক তালবাড়ীয়া ডিগ্রি কলেজ, যশোর এর সম্মানিত অধ্যক্ষ ডক্টর শাহনাজ পারভীন।
পরিচালনায় : মাহবুবুল হক
উপস্থাপনায় : ইসমাইল হোসেন।

Address

Dhaka
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Center For National Culture - CNC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Center For National Culture - CNC:

Videos

Share

Category



You may also like