Center For National Culture - CNC

Center For National Culture - CNC A civil Society Think tank on Culture
(1)

আদর্শ

সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) বাংলাদেশের অনন্য স্বাতন্ত্র্যে বিশ্বাসী একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। প্রত্যেক জাতির স্বকীয় জীবনাচরণ ও ঐতিহ্যের মধ্যেই তার সংস্কৃতির শিকড় প্রোথিত। এই শিকড়ের রসে সঞ্চিত পরিশুদ্ধ ব্যক্তিমনই হতে পারে প্রকৃতপক্ষে সংস্কৃতিদীপ্ত। আবার এই মানুষগুলোর সংস্কৃতি-মানুসের পরিশুদ্ধ চেতনার প্রতিফলনেই সভ্য-সুন্দর সমাজ বা দেশ গড়ে ওঠে। আপন ঐতিহ্যশ্রয়ী সংস্কৃতি যে পৃথক জাতিস

ত্তা নির্মাণ করে তা-ই জাতি হিসেবে সকল বিজাতীয় অপসংস্কৃতির আগ্রাসন থেকে মানবগোষ্ঠীকে নিজ নিজ পরিচয় ও অস্তিত্ব টিকিয়ে রাখতে সাহায্য করে। জাতীয় স্বাধীনতা ও স্বাতন্ত্র্যের রক্ষাকবচ মূলত আপন সংস্কৃতির অবিশ্রান্ত লালনের মধ্যেই নিহিত। কিন্তু সংস্কৃতির শিকড় শূন্য থেকে উত্থিত হয় না। এ জন্য বিশ্বাস ও মূল্যবোধের একটি রূপময় বীজ অত্যাবশ্যক। সিএনসি বিশ্বাস করে, যে শিল্পবোধ ও শিল্পচর্চার মধ্যে ধর্মবোধের অভিলাষ নেই তা মানবকল্যাণকারী শিল্প সৃষ্টিতে সক্ষম নয়। কারণ, বিশ্বস্রষ্টার অভিলাষের সাথে একাত্ম-হৃদয় হয়ে থাকে নিজস্ব ধ্যানে পরিণত করতে পারলেই সৃষ্টির অন্তর্নিহিত সৌন্দর্য সুষমা উপলব্ধি করা সম্ভব। বস্তুত, স্রষ্টার ইচ্ছা আর মাটির মানুষের অন্তর্মিলনের পারম্পর্যে আমাদের স্বকীয় ও ঐশ্বর্যশীল মানবিক সাংস্কৃতিক ধারা গড়ে উঠেছে। আদর্শিক এই বীজকে সমগ্র জীবনে শিল্পসম্মত উপায়ে অঙ্কুরোদগম ও প্রস্ফুটিত করে একটি সংস্কৃতিময় মুক্ত স্বদেশ নির্মাণ করা সম্ভব।

সুতরাং, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, পদ্মা-মেঘনা-কর্ণফুলি বিধৌত পাললিক এ ভূমিতে হাজার বছর ধরে প্রবাহিত মানবকল্যাণমূখী সংস্কৃতির ধারা আমাদের অমূল্য উত্তরাধিকার। দেশের সামগ্রিক
জীবনচর্চায় সেই ঐতিহ্য ও তার প্রতিবিম্বের প্রতিফলন ঘটিয়ে আমাদের স্বাধীন জাতিসত্তাকে মজবুত করতে হবে। মুক্তিযুদ্ধ তথা আমাদের জাতীয় মুক্তিসংগ্রাম সেই ঐতিহ্যের দিকনির্দেশক। এই চেতনার প্রতি বিশ্বস্ত থেকে সংস্কৃতিময়, প্রাণবন্ত, উদার, মননশীল ও সহাবস্থানের সমাজ নির্মাণের জন্য আরমা অবিরাম কাজ করে
যাবো।

Address

Dhaka
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Center For National Culture - CNC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Center For National Culture - CNC:

Share

Category