প্রথম খবর - Prothom Khobor

প্রথম খবর - Prothom Khobor Prothom Khobor aims to inform, educate and entertain people of every age.

Prothom Khobor aims to inform, educate and entertain people of every age, to serve them with impartial and unprejudiced information in the vision to establish a Digital Bangladesh ahead.

ফ্রি এনার্জি তৈরি করে অবাক😲😲 করে দিল ক্লাস সিক্স এর তিনজন ছাত্র !!!খুব সহজে নিজেই বানিয়ে নাও বন্ধুদের অবাক করে দাও!!ভিড...
06/02/2022

ফ্রি এনার্জি তৈরি করে অবাক😲😲 করে দিল ক্লাস সিক্স এর তিনজন ছাত্র !!!
খুব সহজে নিজেই বানিয়ে নাও বন্ধুদের অবাক করে দাও!!
ভিডিওঃ https://youtu.be/xXrvFxAmx_E
করোনার কারণে স্কুল বন্ধ, বাজে সময় অপচয় না করে, সময় কাটাও বিজ্ঞানের সাথে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের জন্য শেয়ার করবে।

20/01/2022

"""শুভ সকাল
صباح الخير
Good Morning
🌷
আজ সোমবার
১৭ জানুয়ারি, ২০২২ খ্রীস্টাব্দ
১৩ জমাদিউসসানি, ১৪৪৩ হিজরী
০৩ মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ
এখন শীতকাল

☀️
আজকের সূর্যোদয় ০৬:৪২
এবং সূর্যাস্ত ৫:৩৪ মিনিটে
সতর্ক থাকুন, নিরাপদে থাকুনে
আনন্দময় হোক আপনার সারাদিন"""

03/01/2022

‘আতশবাজির বিকট শব্দে ছেলেটা বারবার কেঁপে উঠছিল। তার সামনে গেলেই ভয়ে আঁতকে উঠছিল, দূরে সরে যাচ্ছিল। সারারাত আতঙ্ক...

02/01/2022

ঢাকা সহ বাংলাদেশের সকল আবাসিক এরিয়া গুলোতে ফানুস উড়িয়ে উদযাপন আইনগত নিষিদ্ধ করা হোক।

উদযাপনের নামে ঘুমন্ত মানুষের বাড়িতে আগুন লাগানোর কোন অধিকার, আপনার নেই।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশ ঘিরে সিরাজগঞ্জ শহরে বিএনপি ও আওয়ামী লীগ নে...
31/12/2021

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশ ঘিরে সিরাজগঞ্জ শহরে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা হয়েছে। উভয়পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও বেশ কিছু হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষে অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। এ সংঘর্ষ চলাকালে তিনজনের হাতে আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েকজনের হাতে ধারালো রামদা দেখা যায়। সংঘর্ষের সময় তোলা এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ এ প্রতিবেদকের সংগ্রহে রয়েছে। তবে এদের রাজনৈতিক এবং ব্যক্তিগত পরিচয় নিশ্চিত করতে পারেননি কেউ। এদিকে, এলাকায় অস্ত্রের মহড়া দেখে এদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সর্বস্তরের মানুষ। পুলিশ বলছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। বিএনপির সমাবেশ ঘিরে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজ রোডে এ সংঘর্ষের সূত্রপাত হয়। বিকেল ৪টার দিকে এ স্থানের সংঘর্ষ নিয়ন্ত্রনে আসলেও পরে তা শহরের দত্তবাড়ি সড়ক, ইলিয়ট ব্রিজ ও রেলগেট এলাকায় ছড়িয়ে পড়ে। এ ঘটনার জন্য বিএনপি ও আওয়ামী লীগ নেতারা পরস্পরকে দায়ী করেছেন।

19/12/2021

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের জান্নাত চেয়ে মোনাজাত করা মোনাজাত পরিচালনা করা পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক পদ থেকে স্থায়ীভাবে আব্দুর রাজ্জাককে বহিষ্কার করা হয়েছে।

মানুষের অসাধারণ কিছু দক্ষতা দেখুন !  Most Amazing Skill & Talent l  Actual Fact l Mayajaalভিডিও লিংকঃ https://www.youtub...
16/12/2021

মানুষের অসাধারণ কিছু দক্ষতা দেখুন ! Most Amazing Skill & Talent l Actual Fact l Mayajaal
ভিডিও লিংকঃ https://www.youtube.com/watch?v=YsuRdhE4Yr0

ভুল প্রতিপক্ষের সাথে লাগার ফলাফল কতটা  ভয়াবহ হতে পারে দেখুন !! Actual Fact l Mayajaal l Rohosso Tubeভিডিও লিংকঃ https://...
12/12/2021

ভুল প্রতিপক্ষের সাথে লাগার ফলাফল কতটা ভয়াবহ হতে পারে দেখুন !! Actual Fact l Mayajaal l Rohosso Tube
ভিডিও লিংকঃ https://www.youtube.com/watch?v=920xWqpoHF0

08/12/2021

আবরার হত্যা মামলায়
২০ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন।

08/12/2021

১ খুন, ২০ জনের ফাঁসি, পাঁচ জনের যাবৎজীবন আর ২৬টি পরিবারের হাহাকার। এই রায়ে খুশি হওয়ার কি কোন কারণ আছে? এই ২৬ জনের কারোতো এমন পরিণতি হওয়ার কথা না। একজন ছাত্রকে বুয়েটে ভর্তি পর্যন্ত নিতে এর পেছনে কত মানুষের কত শ্রম, কত স্বপ্ন ছিল একটু ভাবুন। বুয়েট দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম। এই ২৫ জনের কারোইতো খুনি হওয়ার কথা না। এরা বুয়েটে ভর্তি হয়েছিল ইঞ্জিনিয়ার হতে। এরা সবাই প্রচন্ড মেধাবী। এদের অনেকেই হয়ত বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে পারতো। বড় বড় গবেষক হতে পারতো। কত কিছু করতে পারতো। কত মানুষের ভাগ্য পরিবর্তনের কারণ হতে পারতো। আবরার হত্যাকারীদের ক্রিমিনাল বানাল কারা? তাদের কি কোনো বিচার হবে? আসল খুনিতো তারা। অথচ তারা থাকবে ধরা ছোয়ার বাহিরে। এরাতো একজন আবরারকে খুন করেছে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যে হাজার হাজার আবরারের স্বপ্নের মৃত্যু হচ্ছে সেই খবর কজন জানি? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত ছাত্র কত স্বপ্ন নিয়ে আসে। আসলে একটি বিশ্ববিদ্যালয় মানেই হলো হাজার হাজার স্বপ্নবাজ মানুষের গিজগিজ করা জায়গা। সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্নের খুনের দায় কি এড়াতে পারে? পৃথিবীতে এমন কয়টি দেশ আছে ছাত্র হয়ে ছাত্র খুন করে, ছাত্র হয়ে ছাত্রকে টর্চার করে।

শুধুই কি ছাত্র? একই ধারাবাহিকতায় মাত্র কদিন আগে কুয়েটের অধ্যাপকের অপমৃত্য হলো। তার সাথে তার ৬ বছরের এক কন্যা ও গোটা পরিবারের আজীবন হাহাকার। অধ্যাপক সেলিমের বাবা ছিলেন সবজি বিক্রেতা। বাবার সাথে সেও সবজি ফল বিক্রি করেছে। এইরকম পরিবারের একটি ছেলেকে কুয়েটের মত একটি প্রতিষ্ঠানের অধ্যাপক হতে কত কষ্ট ছিল? তাকে ঘিরে তার পরিবেশের কত স্বপ্ন ছিল? সে অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করেছে। পারতো অনেকের মত অস্ট্রেলিয়াতে থেকে যেতে। তাহলে হয়তো আজও সে বেঁচে থাকতো। সে যদি অন্যায়কে প্রশ্রয় দিত তাহলেও সে বেঁচে থাকতো। ছাত্রলীগের নেতারা হলের ডাইনিং ব্যবস্থার কন্ট্রোল নিতে চেয়েছিল। একজন নেতার নাকি ২০ হাজার টাকা খাবারের বিল বাকি ছিল। অধ্যাপক সেলিম সেটার সুরাহা করতে চেয়েছিলেন। এই দেশে ভালো কাজ করতে চাওয়া যে কত কঠিন হয়ে যাচ্ছে তা অধ্যাপক সেলিমের মৃত্যু প্রমান করে।

অথচ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হওয়ার কথা পড়াশুনা আর আনন্দের। এইটাতো মৃত্যুপুরী হওয়ার কথা না। যারা আমাদের ক্যাম্পাসগুলোকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতের অপমৃত্যু ঘটাচ্ছে তাদের কি কখনো বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারব?

লেখাঃ কামরুল হাসান মামুন।

06/12/2021

সদ্য পাওয়া
তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের

বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক  ১০ জন শিশু। Top 10 Amazing Kids in The World l Actual Fact l Mayajaalভিডিও লিংকঃ https://www....
02/12/2021

বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক ১০ জন শিশু। Top 10 Amazing Kids in The World l Actual Fact l Mayajaal
ভিডিও লিংকঃ https://www.youtube.com/watch?v=Ej4QzqoNt3M

01/12/2021

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট যে দেশে প্রথম ধরা পড়েছে, সেই দক্ষিণ আফ্রিকা থেকে গত এক মাসে ২৪০ জন বাংলাদেশে এ.....

01/12/2021

ভয়ংকর ওমিক্রন ছড়ানোর শঙ্কায় দক্ষিণ আফ্রিকা থেকে আসা ব্রাহ্মণবাড়িয়ার ৭ ব্যক্তির বাড়িতে লাল পতাকা টানানোর সিদ্ধান্ত।

পরিচয় গোপন রাখা এক ডিভোর্সি বোনের খোলাচিঠি:জানিনা, আমি কেন লিখছি। হয়তো এজন্য কারণ আমি চাই আর কেউ আমার মতো ভুল না করুক। হ...
01/12/2021

পরিচয় গোপন রাখা এক ডিভোর্সি বোনের খোলাচিঠি:
জানিনা, আমি কেন লিখছি। হয়তো এজন্য কারণ আমি চাই আর কেউ আমার মতো ভুল না করুক। হয়তো এজন্য কারণ আমি চাই ঠুনকো কারণে সংসারগুলো ভেঙে না পড়ুক।
আমি ঊনিশ বছর বয়সী একজন নারী। আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দে। সংসারও টিকে ছিল দের বছর। আমাদের একটা ছেলেও আছে, ওর বয়স এক বছর।
আমার স্বামীর স্বভাব-চরিত্র সবই বেশ ভালোই ছিল। শুধু একটু জেদি । অবশ্য তাও সবসময় না, মাঝেমধ্যে। মানুষ ভাবে ওর বদ জেদের জন্যই বুঝি আজ এই অবস্থা, কিন্তু আমি জানি, আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয় নি।
সব সংসারেই তো টুকটাক কিছু সমস্যা থাকে। ওরকম আমাদের মধ্যেও মাঝেসাঝে ঝগড়া-ঝাটি হতো। কিন্তু ঝগড়া বাধলেই আমি তল্পিতল্পা গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম। বাপের বাড়িতে বোনরাও আসতো, আর ভাইরা তো ছিলই। ওদের কাছে কেদেকেটে সব বলতাম। তখন সবাই ওকে ফোন করে কথা শোনাত। আমার ছোট বোন তো রীতিমত অপমান করত!
আমার কাছেও মনে হতো, ঠিকই আছে। কত বড় সাহস, আমার সাথে লাগতে আসে। আমাকে নিজের মতো চালাতে চায়। আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করতো। ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, মাফ চাইব, এটা ভাবতেই পারতাম না। উল্টো বড় গলা করে বলতাম, “ডিভোর্স দাও! তোমার মতো লোকের সাথে কে সংসার করে?”
নাহ, ডিভোর্স আমি কখনোই মন থেকে চাই নি। ওটা ছিল মুখের কথা।
ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াই আমার কাছে সঠিক মনে হতো।
একদিনের কথা এখনও মনে পড়ে। সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি। রাগে আমার শরীর কাঁপছে। যা মুখে আসছে তাই বলছি। তুই-তোকারি, গালিগালাজ, অপমান কিচ্ছু বাদ যায় নি। এক পর্যায়ে সহ্যের বাধ ভেঙে ও আমার গায়ে হাত তুললো!
এর আগে কিংবা পরে কখনোই ও আমার গায়ে হাত তুলে নি। কিন্তু ঐ একটা থাপ্পড়, ওটাই যথেষ্ট ছিল।
আমি বাপের বাড়ি চলে গেলাম। আর হ্যাঁ বরাবরের মতো এবারও নিজের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম। মানুষের দোষ দিয়ে আর কী লাভ! সবাইকে যা বলেছি, সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করেছে। পরিবারের সবাই বললো, এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নাই। মামলা ঠুকে দাও।
আমি সবার পরামর্শে মামলা করলাম।
ওর নামে নারী নির্যাতনের কেইস করা হল। খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল। ওর পরিবার থেকে মুরুব্বিরা এসে বার বার অনুরোধ করল, আমি যেন এই কেইস তুলে নিই।
ভেতরে ভেতরে আমিও চিন্তা করতাম, আচ্ছা, আমার স্বামী কি আসলেই জালেম? ও কি কোনদিন নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে? আমি যদি ওকে এত কথা না শোনাতাম, তাহলে কি ও আমার গায়ে সেদিন হাত তুলতো?
আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল, আমি যদি এতকিছুর পর ফিরে যাই, তাহলে ও ভাববে, আমি বুঝি অসহায়। আমাকে আরো পেয়ে বসবে। আমার উপর ইচ্ছামত ছড়ি ঘুরাবে। একবার গায়ে হাত তুলেছে মানে বার বার একই কাজ করবে। কাজেই নিজে থেকে ফিরে যাওয়ার তো প্রশ্নই আসে না।
কিন্তু আমার মনের ভেতর কে যেন চিৎকার করে বলতো, ও তো এমন লোক না। ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল, সেদিনই হাটু জোর হয়ে আমার কাছে মাফ চেয়েছে। এসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম। তবে ওর কাছে ফেরত গেলাম না।
কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার-সালিশ হল। সবার কাছে ও দোষী প্রমাণিত হল। সবাই ওকে নানা কথা বোঝাল, উপদেশ দিল। তারপর আবার সংসার শুরু করলাম।
এর পরের কয়েক মাস ভালোই চলছিল, কিন্তু হুট করে আবার কী একটা নিয়ে আমাদের ঝগড়া বেধে গেল। ব্যস, কাপড়চোপড় গুছিয়ে আবার আমি বাপের বাড়ি গিয়ে উঠলাম। এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ ! আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বললো, এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না। আর আমার বোনদের কথা ছিল, ওসব অসুস্থ-টসুস্থ কিছু না, সব বাহানা!
আমরা চাচ্ছিলাম ঐ পক্ষ থেকে কিছু আত্মীয়-স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতেপায়ে ধরে নিয়ে যাক। কিন্তু এবার কেউই আসলো না।
এরও কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। ডিভোর্স লেটার দেখে আমাদের পরিবারের সবাই খুব খেপে গেল। কতবড় সাহস, মেয়েকে এত কষ্টে রেখেছে, তার উপর ডিভোর্স লেটার পাঠায়। সবার কথায় আমার কাছেও মনে হলো, ঠিকই তো, কত বড় সাহস! আমাকে ডিভোর্স দিতে চায়? ওর সব ভুলগুলো চোখের উপর ভাসতে লাগলো।মা বাবা মনে করিয়ে দিলো, ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়েও হাত তুলেছে।
প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম, এবার ডিভোর্সই দেব। কে চায় এমন ফালতু লোকের সংসার করতে? কোর্টে গিয়েও ওকে হেনস্থা করার চেষ্টা করলাম। আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশছোঁয়া অংক দাবি করলাম! আমি চাচ্ছিলাম ওর যেন দেয়ালে পিঠ ঠেকে যায়। যেন নিজে থেকে আমার কাছে এসে আবার সংসার করতে চায়। আসলে ডিভোর্স হোক আমি কখনোই চাই নি৷ কিন্তু জিদ আমাকে খেয়ে নিচ্ছিল। আগ বাড়িয়ে ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব! ওর কাছে ছোট হওয়া আমি মানতেই পারি নি।
কিন্তু আশ্চর্য ব্যাপার, ও আমার আকাশছোঁয়া সমস্ত দাবি মেনে নিলো। আমাদের ছেলেকে আমি পেয়ে গেলাম। ভরণপোষণ, মাসিক খরচ, ওর সম্পত্তি সব! বিনিময়ে ও পেলো শুধু ডিভোর্স।
আমাদের ডিভোর্স হয়েছে আজ সাড়ে তিন বছর।
ও আবারও বিয়ে করেছে। সুখেই আছে বোঝা যায়। আসলে ওর মতো নির্ঝঞ্ঝাট স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখেই থাকবে।
এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয়। মানুষের মুখের কথা কখনো কখনো ছুরির চেয়েও ধারালো হতে পারে। ও আমাকে একবার থাপ্পড় মেরেছিল ঠিকই, কিন্তু আমি কথার তীরে ওকে ছিন্নবিছিন্ন করে ফেলতাম। শারীরিক নির্যাতন করি নি সত্যি, কিন্তু মানসিকভাবে কষ্ট দিতাম। এসব কথা আমার মা বাবাকে কখনোই বলা হয় নি। নিজের দোষের কথা মানুষ কতটাই বা বলে!
মাঝে মাঝে ভাবি, ইশ, আমার পরিবার যদি একটু নিজে থেকে বুঝে আমাকে সংসার করার উপদেশ দিতো। যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম, তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলোর কথা মনে করাতো! আমি যদি নিজের জিদ নিয়ে পড়ে না থেকে, একটু ওর কাছে নত হতাম! তাহলে হয়তো আজ আমাকে এই দিন দেখা লাগতো না।
আজ আমার ভাইবোন বন্ধুবান্ধব সবার নিজেদের সংসার আছ কিন্তু ছোট্ট ভুলে সব শেষ হয়ে গেছে তাই দোয়া করি আর কারো জবনে এমন না হোক

পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে অভিযোগ করেন,দর্শক হয়রানির বিষয় নিয়ে।১ম টেস্ট ম্যাচে স্টেডিয়ামে যাওয়ার পথে পাকিস্তান...
29/11/2021

পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে অভিযোগ করেন,দর্শক হয়রানির বিষয় নিয়ে।
১ম টেস্ট ম্যাচে স্টেডিয়ামে যাওয়ার পথে পাকিস্তানী সমর্থক কে পিটানোর ঘটনার কারণে মূলত এই অভিযোগ করে PCB
আইসিসির কর্মকর্তা জানান দর্শক নিরাপত্তার বিষয়ে আইসিসি খুবই উদ্বিগ্ন,,এর বিরোদ্ধে কঠোর ব্যবস্থা নিবে। এমন ঘটনা পুনরায় সৃষ্টি হলে বাংলাদেশে আর কোন আন্তর্জাতিক ম্যাচ হবেনা অথবা সর্বোচ্ছ শাস্তি হিসেবে ১ বছরের জন্য বাংলাদেশ সকল ধরনের আন্তর্জাতিক ম্যাচ থেকে নিষিদ্ধ হতে পারে।

একদম হাতেনাতে উচিত শিক্ষা। যেমন কর্ম তেমন ফল। Actual Fact l Mayajaal l Rohosso Tube l মায়াজালভিডিও লিংকঃ https://www.you...
28/11/2021

একদম হাতেনাতে উচিত শিক্ষা। যেমন কর্ম তেমন ফল। Actual Fact l Mayajaal l Rohosso Tube l মায়াজাল
ভিডিও লিংকঃ https://www.youtube.com/watch?v=8Xx8X7abkqY

মৃত্যু যখন ছুটিতে থাকে তখন এমনই হয় !!  Actual Fact l Mayajaal l Rohosso Tube lভিডিও লিংকঃ https://www.youtube.com/watch?...
25/11/2021

মৃত্যু যখন ছুটিতে থাকে তখন এমনই হয় !! Actual Fact l Mayajaal l Rohosso Tube l
ভিডিও লিংকঃ https://www.youtube.com/watch?v=R3q82bU4qHk

৮০০ কোটি মানুষের ১ লাখ বছরের অক্সিজেন মিলবে চাঁদেই !!ভিডিও লিংকঃ https://www.youtube.com/watch?v=6IIOgU7KEdk
24/11/2021

৮০০ কোটি মানুষের ১ লাখ বছরের অক্সিজেন মিলবে চাঁদেই !!
ভিডিও লিংকঃ https://www.youtube.com/watch?v=6IIOgU7KEdk

21/11/2021

২০২২ সালের এসএসএসি ও এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলে।

~ ডা. দীপু মনি।

বাঙলা কলেজের দুই শিক্ষার্থী আজ সকালে মিরপুর হতে উত্তরা যাওয়ার পথে বসুমতী ট্রান্সপোর্ট সার্ভিসে ভ্রমন যাত্রা শুরু করে। বা...
21/11/2021

বাঙলা কলেজের দুই শিক্ষার্থী আজ সকালে মিরপুর হতে উত্তরা যাওয়ার পথে বসুমতী ট্রান্সপোর্ট সার্ভিসে ভ্রমন যাত্রা শুরু করে। বাসে উঠার পরপরই বাস স্টাপের কর্কট চেহারা দেখে হতবাগ কয় ভাড়া ৪০/= উঠলে উঠেন না হয় নেমে যান,, মিরপুর-১২ নং পার হয়ে চেকারকে বাঙলা কলেজ প্লাস স্টুডেন্টস কার্ড দেখিয়ে পরিচয় দিতেই তিনি বলেন এই রোডে কোনো স্টুডেন্টস ভাড়া নাই,, আর ওই সব বাঙলা কলেজ-টলেজ চিনি না,,বাধ্য হয়ে ই-সিবি চত্তে ডিউটিসরত "সার্জেন্ট মিলন" স্যার এর সহযোগীতা চাওয়া হয়। স্টুডেন্ট শুনে সাথে সাথে বাসটি যব্দ করে 4000/= টাকা ইনিস্টান্ট জরিমানা করেন এবং যাদের থেকে অতিরিক্ত ভাড়া নিয়েছিলো সবাইকে অতিরিক্ত টাকা ফেরত দিতে বাধ্য করে।
ধন্যবাদ সার্জেন্ট মিলন স্যার"

বিঃদ্রঃ ঢাকা সহ সারা দেশে স্টুডেন্ট পাশ আছে,,অযথা বিভ্রান্ত হবেন না,,ঝামেলা করলে নিকটস্হ পুলিশের সহয়তা নিন। সেটা না পারলে বাসে বসে ৯৯৯ কল করুন।
কপিঃসরকারি বাঙলা কলেজ পরিবার

21/11/2021

অনেক দিন পর দেশ গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি। ❤️

আশাকরি সামনে আরো Improve করবে।

স্মার্টফোন সুরক্ষিত রাখতে আজই ডিলিট করুন এই ৭টি অ্যাপভিডিও লিংকঃ https://www.youtube.com/watch?v=AODkO7Rawzg
21/11/2021

স্মার্টফোন সুরক্ষিত রাখতে আজই ডিলিট করুন এই ৭টি অ্যাপ
ভিডিও লিংকঃ https://www.youtube.com/watch?v=AODkO7Rawzg

পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো। আদর পায় না, যত্ন পায় না, কেউ পানি দেয় না, সার দেয় না, গোঁড়ায় কেউ মাটি দেয় না, আরো বল...
19/11/2021

পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো।
আদর পায় না, যত্ন পায় না, কেউ পানি দেয় না, সার দেয় না, গোঁড়ায় কেউ মাটি দেয় না, আরো বলে নিজের পায়ের তলার মাটি নিজে শক্ত করো!
অযত্নে অবহেলায় বেড়ে উঠে! বেড়ে উঠার পর কিন্তু তার কাছে প্রত্যাশা অনেক!
তার ফল খুব মিষ্টি, তার রসের জন্য হাহাকার, তার রসের গুড় চিনির চেয়ে কয়েকগুন বেশি উপকারী। তাকে বছরের পর বছর ক্ষতবিক্ষত করা হয়! যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয়, তার রস এক ফোঁটা এক ফোঁটা করে নিগড়ে নেওয়া হয়! রস নেওয়া শেষ হয়ে গেলে আর তার কোন কদর থাকে না, পথে ধারে একাকী অযত্নে অবহেলায় পড়ে থাকে!

আবার জীবন শেষ করে জ্বালানির কাঠ হিসেবে অধিক বিশ্বস্ত। মাছ ধরার ফাদ পাতার জন্য তার জুড়ি নেই।

তারপরও খেজুর গাছ কোন অভিযোগ করে না, কিছু প্রত্যাশা করে না, ভালোবাসা চায় না। শুধু ফল দিয়ে যায়, রস দিয়ে যায় আর মাথা উঁচু করে বেঁচে থাকে নিঃস্বার্থভাবে আপনার পরিবারের পুরুষ মানুষটির মতো!

আজ ১৯ নভেম্বর বিশ্ব পুরুষ দিবস। সবাইকে শুভেচ্ছা। ভালো থাকুক সবাই।

Copyright: Collected
লেখাঃ Al Masud

বিল গেটস তার সমস্ত সম্পদ বিলিয়ে দিলে পৃথিবীর প্রত্যেকে কত টাকা করে পাবে? দেখে নিন !!  Bill Gates
18/11/2021

বিল গেটস তার সমস্ত সম্পদ বিলিয়ে দিলে পৃথিবীর প্রত্যেকে কত টাকা করে পাবে? দেখে নিন !! Bill Gates

বিল গেটস তার সমস্ত সম্পদ বিলিয়ে দিলে পৃথিবীর প্রত্যেকে কত টাকা করে পাবে? দেখে নিন !! Bill Gates ˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍ...

17/11/2021

মজার কিছু বিশ্ব রেকর্ড !! যা আগে আপনি কখনো দেখেননি 🤷‍♀️
ভিডিও লিংকঃ https://www.youtube.com/watch?v=DKQXBS0aHcA

16/11/2021

যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে ধনী দেশ এখন চীন। 🇨🇳
সোর্সঃ independent24.tv

ছাই থেকে কিভাবে সোনা বের করছে দেখুন ! Gold From Ash😱ইউটিউব ভিডিও লিংকঃ https://www.youtube.com/watch?v=qljkldsslyQ
16/11/2021

ছাই থেকে কিভাবে সোনা বের করছে দেখুন ! Gold From Ash😱
ইউটিউব ভিডিও লিংকঃ https://www.youtube.com/watch?v=qljkldsslyQ

একজন নারী উদ্যোক্তার গল্পঃ➖➖➖➖➖➖➖➖➖➖👉 ছিলেন পুরুষ, হয়ে গেলেন নারী! নাম ছিল আবদুস সামাদ, সেই নাম হয়ে গেল হোসনে আরা। ছিলেন...
16/11/2021

একজন নারী উদ্যোক্তার গল্পঃ
➖➖➖➖➖➖➖➖➖➖
👉 ছিলেন পুরুষ, হয়ে গেলেন নারী! নাম ছিল আবদুস সামাদ, সেই নাম হয়ে গেল হোসনে আরা। ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হলে। চলে
আসতে হলো মন্নুজান হলে। স্বাধীন জীবন যাপনের
পরিবর্তে মেনে নিতে হলো শৃঙ্খল জীবন।
🔻
আপনার জীবনের টার্নিং পয়েন্ট কী?
বেশির ভাগ সফল মানুষ কিন্তু এই প্রশ্নের জবাব দিতে
পারেন না। কিন্তু ড. হোসনে আরা বেগম পারলেন।
ওভারিতে টিউমার আর তার অপারেশন, এরপরে পুরুষ
থেকে নারীতে রূপান্তর এই ঘটনাই ছিল তাঁর জীবনের
টার্নিং পয়েন্ট। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে
আসার ওই সময়ে নিজেই নিজেকে প্রতিশ্রুতি
দিয়েছিলেন, বাকি জীবনটা মানুষের সেবা করে
কাটাবেন।
প্রস্তুত ছিল লাশ নেবার খাট। সবাই ধরেই নিয়েছিলেন
তিনি আর বাঁচবেন না। সেই তিনি নিশ্চিত মৃত্যুর দুয়ার
থেকে ফিরে এলেন।
কিন্তু এ কেমন ফেরা! ছিলেন পুরুষ, হয়ে গেলেন নারী।
নাম ছিল আবদুস সামাদ, সেই নাম হয়ে গেল হোসনে আরা।
ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হলে। চলে
আসতে হলো মন্নুজান হলে। স্বাধীন জীবন যাপনের
পরিবর্তে মেনে নিতে হলো শৃঙ্খল জীবন। কি দুঃসহ
বেদনা, আজন্ম বাধাবন্ধনহীন জীবন হয়ে পড়ে বন্ধ। সবাই তাকে দেখত, মনে হতো তিনি যেন কোনো মানুষ নন, বুঝি কোনো চিড়িয়াখানার প্রাণি! প্রাণে বেঁচে এলেও প্রতিনিয়ত মানুষের তীর্যক দৃষ্টি তাকে আহত করতো।
কিন্তু এ দৃষ্টি তাকে অন্য পথ দেখায়। জেগে ওঠার পথ
বাতলে দেয়। ছোটবেলা থেকে তিনি লেখাপড়ায় ভালো ছিলেন। ইন্টারমিডিয়েট পাস করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন পুরুষ হিসেবে। তাঁর অধ্যয়নের বিষয় ছিল বোটানি। ১৯৭৫ সালে মাস্টার্স শেষবর্ষে তাঁর জীবনের এই রূপান্তর ঘটে। যেটা নিয়ে সিরিজ প্রতিবেদন করেছিল সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন বিচিত্রা। এত কিছুর মধ্যেও হোসনে আরা বেগম মাস্টার্সে ভালো ফলাফল করেন।
প্রথম শ্রেণি নিয়ে পাস করেন তিনি সরকারি কলেজে
অধ্যপনার চাকরি পান হোসনে আরা বেগম। বিয়ে করেন এক বন্ধুকে। সরকারি চাকরি, নতুন বিয়ে, আনন্দে-ফূর্তিতে ভালোই ছিলেন তিনি। অবসরে ক্যারোম খেলতেন। দাবা
খেলতেন। আর দশজন মানুষের মতো জীবনটা কাটিয়ে
দিতেন হয়তো। হঠাৎ তাঁর মনে হলো, মৃত্যুমুখে নিজেকে
দেয়া প্রতিশ্রুতির কথা। মনে পড়ল, তিনি বঞ্চিত অসহায়
নারীদের নিয়ে কিছু করবেন! জন্মাবধি পুরুষ জীবনে
অভ্যস্ত হবার কারণে নারী জীবনে নিজেকে মানিয়ে
নিতে গিয়ে হোসনে আরা বেগম বুঝতে পেরেছিলেন, কত পিছিয়ে আছে বাংলাদেশের নারীরা!
এভাবেই একদিন তিনি শুরু করলেন ঠেঙ্গামারা মহিলা
সবুজ সংঘের কাজ। ১৯৮০ সালে ভিক্ষুকদের মুষ্টি চালের মাধ্যমে গঠন করা এই সংগঠনটি এখন সারা বিশ্বের বিস্ময়।
🔻
সম্প্রতি ইয়েল ইউনিভার্সিটি ড. হোসনে আরা বেগমকে আমন্ত্রণ জানিয়েছিল এই বিষয়ে পেপার
প্রেজেন্টেশনের জন্য। নিউ ইয়র্কে আসার পরে ওনার
সম্মানে ১৭ই অক্টোবর বাঙালি অধ্যুষিত জ্যাকসন
হাইটসে এক মতবিনিময় সভার আয়োজন করেন সিনিয়র সাংবাদিক আকবর হায়দার কিরন। ওখানে আরো ছিলেন আরেক সিনিয়র সাংবাদিক ফারুখ ফয়সাল, যিনি বর্তমানে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ সংক্ষেপে টিএমএসএসের একজন উপদেষ্টা।
🔻
ড. হোসনে আরা বেগম শৈশব থেকেই ছিলেন প্রতিবাদী। অন্যকে সাহায্য করতে কোর্টে যেতেন। এই অফিস থেকে অন্য অফিসে নিয়ে ঘুরে বেড়াতেন। নির্যাতিতা মেয়েদের হাসপাতালে নিয়ে যেতেন। তাঁর স্বামী
বলতো, তোমার এত মানুষের কাজ করার কি দরকার!
আত্মীয়রা বলতো, তুমি না সরকারি কলেজের প্রফেসর!
তোমার কি এসব মানায়! কিন্তু তিনি নিজেকে ঘরে
আটকে রাখতে পারতেন না।
এভাবেই একদিন জন্ম হলো ঠেঙ্গামারা মহিলা সবুজ
সংঘের।
🔻
ড. হোসনে আরা বেগম সেই ইতিহাস বলতে গিয়ে
জানান, ‘১২৬ জন মহিলাদের একটি সংগঠন একদিন আমার
সঙ্গে দেখা করতে এলো। ওদের বেশিরভাগ ভিক্ষুক। ওরা বলল, আমরা মানুষের বাড়িতে ঝি-
চাকরের কাজ করি। তাদের ঘর মুছে দেই, ঝাড়ু দেই।
কাজে সামান্য গাফিলতি হলে ওরা আমাদের কিল-ঘুষি
মারতে আসে। কিন্তু আমরা কি খাই, কিভাবে থাকি, সেই
খবর ওরা রাখে না। এখন আপনিই পারেন আমাদের উদ্ধার
করতে।’ হোসনে আরা এদের ঐক্যবদ্ধ করলেন। বললেন,
‘স্বাবলম্বী হতে হলে আমাদের মধ্যে ঐক্যগঠন করতে
হবে। শিক্ষাগ্রহণ করতে হবে। যদি কেউ বড় হতে চায়, সেই
জন্য নিজের মধ্যে স্বপ্ন সৃষ্টি করতে হবে।’
🔻
১২৬ জন ভিক্ষুকের মুষ্টির ২০৬ মণ চাল নিয়ে শুরু করা সেই
সংঘের এখন মোট সম্পদের পরিমাণ ১৫ হাজার কোটি
টাকা। বেতনভুক্ত জনবল ৩১ হাজার। উপকারভোগী
পরিবারের সদস্য সংখ্যা ৫৩ লাখ। টিএমএসএসের আছে
হাজার বেডের হাসপাতাল, ৫টি প্রাইমারি স্কুল, সরকার
অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান ৩২টি, শ্রমঘন শিল্প
প্রতিষ্ঠান ২৪টি, পাঁচতারা হোটেল কাম রিসোর্ট আছে
একটি, উন্নতমানের হোটেল ও প্রশিক্ষণ কেন্দ্র আছে
৩০টি। হেলিকপ্টার আছে দুটি। রিয়েল এস্টেট
এপার্টমেন্ট আছে। আছে মেডিকেল কলেজ, নার্সিং
কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনিক্যাল
ইনস্টিটিউট, পলিটেকনিক ইনস্টিটিউট, টেক্সটাইল
ইঞ্জিনিয়ারিং কলেজ, ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম,
সিএনজি লিমিটেডসহ অসংখ্য প্রতিষ্ঠান।
🔻
ড. হোসনে আরা বেগম বর্তমান ব্যস্ততা ওনার এলাকায়
বগুড়াতে একটি আন্তর্জাতিক মানের থিম পার্ক
স্থাপনের বিষয়ে। ওয়াশিংটন ও ফ্লোরিডায় কয়েকটি
আমেরিকান বিশ্ববিদ্যালয় ও আমেরিকার আন্তর্জাতিক
উন্নয়ন সংস্থার সঙ্গে এই ব্যাপারে কথা বলেছেন তারা।
আঠারোশ শতক একরের ওপর এই থিম পার্ক প্রতিষ্ঠা করা
হবে।
🔻
ড. হোসনে আরা বেগমের দুরদর্শী নেতৃত্বের ফসল বগুড়ার
একটি প্রত্যন্ত গ্রামের নামে সৃষ্ট ঠেঙ্গামারা মহিলা
সবুজ সংঘের বিশ্বময় পরিচিতি।
🔻
তার দুরদর্শীতার আরো
একটি প্রমাণ মিলল আরেকটি ঘটনায়। কক্সবাজারে দি
প্রিন্সেস নামে তাঁর ফাইভ স্টার হোটেলে পর্যটকদের
বিনামূল্যে থাকার সুযোগ করে দেবেন তিনি। তাদের
কাজ হবে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের
মানবেতর জীবন যাপন স্বচক্ষে দেখা। এই কাজটি তিনি
মানবিক দৃষ্টভঙ্গি নিয়ে করলেও, এর পিছনে একটি
সুদূরপ্রসারী লক্ষ্যও আছে। ফিলিস্তিনের রামাল্লায়
প্রতিবছর বহু মানুষ যায় শরণার্থী প্যালেস্টাইনিদের
দেখতে। বাংলাদেশেও এখন রোহিঙ্গা শরণার্থীদের
সংখ্যা দশলাখের ওপরে। তাদের ঘিরে বিশ্বমিডিয়ার
ব্যাপক আগ্রহ। তাই তাদের বোঝা মনে না করে
রোহিঙ্গাদের ঘিরে এভাবে বৈদেশিক মুদ্রা আয়ের
সুযোগ আছে বাংলাদেশের। বেসরকারিভাবে সেই
উদ্যোগই নিয়েছে টিএমএসএস। বগুড়ার গর্ব প্রাচীন পুন্ড্র
নগরের সভ্যতা পরিদর্শনের ব্যবস্থা আছে টিএমএসএসের।
🔻
এত অর্জনের পরে অত্যন্ত সাধাসিধে পোশাকে ঘরোয়া
জীবনযাপন ড. হোসনে আরা বেগমের। বড় বোনের মেয়ে
আয়শা বেগম, যিনি টিএমএমএসের কোষাধ্যক্ষও, যিনি
তাঁর সার্বক্ষণিক সঙ্গী। নিউ ইয়র্কে এসে উঠেছেন
ব্রঙ্কসে আরেক বোনের মেয়ের বাসায়। সবার প্রতি
স্নেহময় দৃষ্টি তাঁর। জীবনের বহু উত্থান-পতন আর বাঁক
পরিবর্তনেও তিনি নিজের সাদামাটা-আন্তরিক রূপটি
পরিহার করেননি। ভুলে যাননি বাংলাদেশের বঞ্চিত
নারীদের কথা। যে কারণে তাঁর সংগঠনের সব সদস্যই
নারী।
🔻
প্রথম যখন পুরুষ থেকে নারী হন, শুরুতে অবাক হতেন কোনো
বাড়িতে গেলে নারীদের কেন অন্দর মহলে পাঠিয়ে
দেয়া হয় সেই ভেবে। ড্রইংরুমে বসে পুরুষদের আড্ডায়
তাদের প্রবেশাধিকার নেই। তাদের খেতে হয় সবার পরে।
সমাজে-সংসারে সর্বত্র পুরুষদের অগ্রাধিকার। নারীরা
সবসময়ই অবহেলিত। তাইতো ড. হোসনে আরা বেগমের
গড়া ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ শুধু সেই দিনই না,
আজো আছে সেই বিপন্ন নারীদের পাশে, আগামীতেও
থাকবে। (সংগৃহীত)

15/11/2021

উইংসুট নিয়ে উড়তে গিয়ে লোকটির কি হলো দেখুন ! Electric Powered Wingsuit ll
ভিডিও লিংকঃ https://www.youtube.com/watch?v=HXbuQjce7QU

15/11/2021

শিক্ষার্থীকে ঘাড় ধাক্কা দিয়ে নামানোর অভিযোগ, রাইদার ৫০ বাস আটক।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when প্রথম খবর - Prothom Khobor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other News & Media Websites in Dhaka

Show All

You may also like