10/09/2024
যে ব্যক্তি বাংলাদেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করে ছিলো, যে বাংলাদেশের মানুষকে মূর্খে, গরীব, চাষা, ভুষা, খেত ইত্যাদি বলে তাচ্ছিল্য করে ছিলো- তার লেখা গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত থাকতে পারে না!!
জাতীয় সংগীত নিয়ে জাতীর আগামী দিনের ভাবনায় কিছু ভাববার বিষয়:
১. জাতীয় সংগীতের জন্ম ১২০ বছর আগে, অর্থাৎ বাংলাদেশ জন্মের ৬৬ বছর আগে !!
২. এটিতে বাংলাদেশের নাম নাই, যা আমাদের হীনমন্যতায় ভোগায় !!
৩. সংগীতটিতে আমাদের স্বাধীনতা সংগ্রামের উল্লেখ নাই। আমাদের ইতিহাস ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র নয় কি?
৪. এটিতে বাউলশিল্পী গগন হরকরার গান "আমি কোথায় পাব তারে" থেকে আইডিয়া ও সুর চুরি প্রমাণিত ও স্পষ্ট, যদিও 'অনুপ্রাণিত' বলে চালিয়ে দেওয়া হয়।
৫. ১৯০৫ খ্রিষ্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এটি রচিত হয়েছিল, বাংলাদেশের সাথে এটির সম্পর্ক একেবারেই ক্ষীণ।
৬. এটি সংকটে কিংবা দুর্দিনে আমাদের জাগ্রত রাখার সক্ষমতা খুব কমই রাখে !!
৭. এটির রচয়িতার প্রতি বাংলাদেশের অধিকাংশ মানুষের মতাদর্শের মিল নেই !!