24/04/2024
বলতে আসলে কিছুই হয় না, যতই গভীর বন্ধুত্ব হোক না কেন, একটা পর্যায়ে গিয়ে না চাইতেই বন্ধুত্বটা হারিয়ে যায়। একসময় আপনি যার সাথে খুব ছিলেন এখন তাদের সাথে সম্পর্ক টা টিকে আছে কিন্তু ওই আগের মতো টা নেই, যাকে নিজের friend দাবি করতেন একসময় দেখবেন সে আর ওই যায়গায় নেই।
সারাটা জীবন আপনার বন্ধু থাকবে.. কেউ না কেউ নিশ্চয়ই থাকবে। কিন্তু বলতে কাউকেই পাবেন না। বন্ধু পরিবর্তন হবে! পুরনো বন্ধুর প্রতি আবেগ, টান থাকবে কিন্তু বন্ধুত্বের ধরন পাল্টে যাবে।