Ashfi Ayat

Ashfi Ayat █║█║█║▌║✿✿ღ Welcome To My ✿✿ღ Page ✿✿ღ║ ▌║█║█║█

25/04/2023

~ কিছু সম্পর্কের নাম থাকে না💖🌺🥀

25/04/2023

~ তুমিই আমার পুরো দুনিয়া👩‍❤️‍👨💖🥀

25/04/2023

~ খুব সাধারণ একজনকেই চাই💖🌺🥀

05/04/2023

~ যে মানুষটা তোমার অতীত জানে এবং তার পরেও সব কিছু মেনে নিয়ে তোমার কাছে থাকতে চায় তোমাকে আঁকরে ধরে বাঁচতে চায় 🌺🥀

~ সেই মানুষটাকে কখনো হারাতে দিও না💖🙂

05/04/2023

~ শুধু এক দুদিন নয়💖🌺🥀

01/04/2023

~ সব সম্পর্কের নাম দেওয়া যায় না,
কিছু সম্পর্ক আত্মার হয়🌺🥀

28/03/2023

~ তুৃমি আমার দূরে থাকা ভীষণ
কাছের একজন💖🌺🥀

28/03/2023

~ জীবন নিয়ে কিছু কথা🌺🥀

26/03/2023

~ পকেট শূন্য বেকার পুরুষের সঙ্গে
সব নারী থাকতে চায় না🌺🥀

26/03/2023

~ এখন আর কাউকে নিজ থেকে মেসেজ
দিয়ে বিরক্ত করি না😥🌺🥀

26/03/2023

~ মা মানে....💖🌺🥀

24/03/2023

~ জানো তো💔😥🥀

24/03/2023

~ এটাই বাস্তবতা💔🥀

24/03/2023

~ আমিও আগলে রাগবো তাকে💖🌺🥀

 #যে_৪টি_কাজ_রমজান_মাসে_অবশ্যই_করণীয়রমজান দোয়া কবুলের মাস। আল্লাহতায়ালার নৈকট্যলাভের বিশেষ মৌসুম। এই মাসে প্রত্যেক বালেগ...
23/03/2023

#যে_৪টি_কাজ_রমজান_মাসে_অবশ্যই_করণীয়

রমজান দোয়া কবুলের মাস। আল্লাহতায়ালার নৈকট্যলাভের বিশেষ মৌসুম। এই মাসে প্রত্যেক
বালেগ ও সক্ষম মুসলিম নারী-পুরুষের ওপর
রোজা রাখা ফরজ করা হয়েছে।

সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহতায়ালার নৈকট্য
অর্জন করাই হলো রমজানের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। এ প্রসঙ্গে কোরআন কারিমে ইরশাদ
হচ্ছে, ‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর
রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ
করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের
ওপর, যেন তোমরা পরহেজগারি অর্জন
করতে পার।’

রোজায় পানাহার এবং শারীরিক চাহিদাকে সংযত করার মাধ্যমে এবং আল্লাহর নির্দেশিত পন্থায় জীবন পরিচালনার মাধ্যমে মানুষের মাঝে এক আধ্যাত্মিক বোধ তৈরি হয়। ফলে মানুষ যাবতীয় অহংকার, কুপ্রবৃত্তি ও নফসের দাসত্ব থেকে মুক্তি পেয়ে
আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মাহে রমজানের প্রতি
রাতেই একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন: ‘হে পুণ্য অন্বেষণকারী! অগ্রসর হও। হে পাপাচারী! থামো, চোখ খোলো।’ তিনি আবার ঘোষণা করেন: ‘ক্ষমাপ্রার্থীকে ক্ষমা করা হবে। অনুতপ্তের অনুতাপ গ্রহণ করা হবে। প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করা হবে।’

এ মাসে আল্লাহর দরবারে মাগফেরাত কামনা করলে, গরিব-দুঃখীদের প্রতি দান-সদকার পরিমাণ বাড়িয়ে দিলে, নিজে সব ধরনের খারাপ কাজ পরিহার করলে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত-বন্দেগি, জিকির-আসকার, তাসবিহ-তাহলিল, কোরআন তিলাওয়াত ও দোয়া-ইস্তেগফার করলে মহান আল্লাহ তা অবশ্যই কবুল করেন।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘এ মাসে চারটি কাজ অবশ্যই করণীয়। দুটি কাজ এমন যে, তার দ্বারা তোমাদের প্রতিপালক সন্তুষ্ট হন। অবশিষ্ট দুটি
এমন, যা ছাড়া তোমাদের কোনো উপায় নেই।

এই চারটির মধ্যে একটি হলো কালেমায়ে শাহাদাত
পাঠ করা, দ্বিতীয়টি হলো অধিক পরিমাণে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। এ দুটি কাজ আল্লাহর দরবারে অতি পছন্দনীয়। তৃতীয় ও চতুর্থ হলো জান্নাত লাভের আশা করা ও জাহান্নাম থেকে পরিত্রাণের প্রার্থনা করা। এ দুটি এমন বিষয়, যা তোমাদের জন্য একান্ত প্রয়োজন।’ (ইবনে খুজাইমা)

রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘যে ব্যক্তি রমজান মাস পেয়ে নিষ্পাপ হতে পারল না, তার মতো হতভাগ্য এই জগতে আর কেউ নেই।’

মাতৃগর্ভ থেকে মানুষ যেভাবে নিষ্পাপ অবস্থায়
ভূমিষ্ঠ হয়, মাহে রমজানের ৩০ দিন যথাযথভাবে রোজা পালন করলে তেমন নিষ্কলুষ হয়ে যাওয়ার সুযোগ রয়েছে। তাই এ মাসে বেশি বেশি আমল ও দোয়া করা প্রত্যেক মুমিন মুসলমানের উচিত।

22/03/2023

~ ফিরা আইসা দেখবা তুমি চইলা
গেছি জগত ছাড়ি💔🥀

21/03/2023

~ আমার থেকে ভালো হয়তো তোমাকে
অনেকেই বাসবে💔🥀

21/03/2023

~ Trust Me😊🥀

21/03/2023

~ যতোই মিল থাকুক ভুল
বোঝাবোঝি হবেই😥💔

14/03/2023

~ ছেলেদের কাঁদানো এতো সহজ নয়🙂🥀

Send a message to learn more.

11/03/2023

~ অনেক বছর ধরে💜🥀

~ মায়ের ভালেবাসা থেকে বঞ্চিত😥💔

09/03/2023

~ এর থেকে সুখের আর কিছু কি হয়💖🌺🥀

09/03/2023

~ ১০ টাকা বাঁচানোর জন্য কতোই
না কষ্ট করে বাবা💔😥

~ বাবার টাকা না বাবা থাকাটাই সৌভাগ্যের🌺🥀

09/03/2023

~ আমাকে তুমি ভালোবাসলে💖💜

~ মায়া দিয়ে খুব শক্ত করে বাঁধলে তারপর🌺🥀

~  #নারীদের_নিয়ে_কিছু_বাস্তব_কথা🌸🌺নারী শব্দটিতে লুকিয়ে আছে হাজারো পাওয়া না পাওয়ার গল্প🙂🙃অনেক এ বলে নারীর নাকি কোনো নিজস্...
08/03/2023

~ #নারীদের_নিয়ে_কিছু_বাস্তব_কথা🌸🌺

নারী শব্দটিতে লুকিয়ে আছে হাজারো পাওয়া না পাওয়ার গল্প🙂🙃

অনেক এ বলে নারীর নাকি কোনো
নিজস্ব ঘর হয় না। কিন্তু প্রকৃতপক্ষে
নারীকে ছাড়া কোনো ঘর ই পূর্ণতা
পায়না😊☺️

একটা নারীকে অনেক কিছু ই বিসর্জন
দিতে হয়। বাবা - মায়ের আদর ত্যাগ করে আসতে হয় স্বামীর ঘরে। অচেনা একজনের সাথে ভাগ করতে হয় সকল দুঃখ-কষ্ট। নিজ
হাতে গুছিয়ে নিতে হয় সংসারটাকে😔😒

আবার নারী তুমি তেলাপোকাকে ভয়
পাও, অথচ মা হতে গিয়ে দুনিয়ার সব
কষ্ট চুপচাপ সহ্য করে নেও😔🙂

প্রেশারের ঔষধ খেতে মনে থাকে না
তোমার অথচ সন্তানের অসুখ হলে
ঠিকই মনে করে তিনবেলা ঔষধ
খাইয়িয়ে দেয়☺️😇

নারী তুমি বিদ্যাশ্রমে যাও, কিন্তু
সন্তানের জন্য দোয়া করতে ভূল হয়
না তোমার🤲❤️

বিয়ের আগে কেউ কটু কথা বললে
তোমার কাছ থেকে রেহায় পেতনা, আর
সেই তুমি বিয়ের পর কত কথা চুপচাপ
সহ্য করে নেও😢😥

ছোটবেলা থেকে পছন্দের জিনিস না
পেলে কত রাগ আর অভিমান করতে, আর আজ সেই তুমি তোমার পছন্দের মানুষকে বিসর্জন দেও শুধুমাত্র পরিবারের হাসির
কথা চিন্তা করে💔💜

যখন দেখতে পাশের কেউ বাচ্চার মল-মুত্র পরিষ্কার করতে তখন ঠিকই বলতে আমার বাচ্চা-কাচ্চার কোনো দরকার নেই। আমি এইসব পারব না আর আজ সেই তুমি সন্তানের পশ্রাব করা ভিজা জায়গায়
চুপচাপ শুয়ে থাক🙂😊

নারী তুমি পারোও বটে💖👌

তোমার দেওয়ার সাথে পাওয়াগুলো বড্ড বেমানান। চাইলেও পাও না আবার না চাইতে অনেক কিছু পেয়ে যাও। তোমার মায়াভরা চোখের দিকে তাকিয়ে, তোমার ভালোবাসায় পাগল হয়ে অনেকে নিজেকে উৎসর্গ করে দেয়।কি বিশ্বাস হচ্ছে না? এই শহরের অলিতে-গলিতে খোজ নিয়ে দেখ কান্না
ধরে রাখতে পারবে না😔💔

মাঝে মাঝে আবেগের এতটুও দাম পাও
না, কত ইচ্ছে থাকা সত্ত্বেও তুমি থাক তুচ্ছ।
নারী তুমিই বোন, তুমিই প্রেমিকা, তুমিই স্ত্রী। আবার পক্ষান্তরে তুমিই মা💖❤️

নারী তুমি সত্যিই সুন্দর, তোমাকে বুঝার কিছুই নেই। যেইটুকুতে আছ সবটুকু শ্রদ্ধা
ও ভালোবাসা💕💞

ারীকে_নারী
#দিবসের_শুভেচ্ছা💖💜

🖤🥀

's_Day👸👰🧕

's🌸🌺💖

08/03/2023

~ পৃথিবীতে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না😊🙂

~ শুধু মা বাবার ভালোবাসা ছাড়া💖🥀

06/03/2023

~ কথাগুলো শুনে🌺🥀

06/03/2023

~ কথাগুলো🌺🥀

06/03/2023

~ ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ💖🥰🥀

05/03/2023

~ হিসাব করে কখনো ভালোবাসা হয় না😊💖

~ কারণ ভালেবাসা বিজ্ঞানের অংক নয়🌺🥀

05/03/2023

~ নির্দিষ্ট একজনের মুগ্ধতায় আটকে গেলে পৃথিবীর আর কাউকে ভালো লাগে না😍💖🥀

04/03/2023

~ আমি তাকে বিশ্বাস করেছি🙂💖

~ বিশ্বাস করে আমি ভুল করেছি🌺🥀

04/03/2023

~ আমি তোমার অপেক্ষায় থাকবো🙂💖🥀

02/03/2023

~ নিজেকে নিজেই সামলাতে শিখুন😥💔🥀

Address

Dhaka, Tangail
Dhaka
DHAKA,

Alerts

Be the first to know and let us send you an email when Ashfi Ayat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashfi Ayat:

Share


Other Digital creator in Dhaka

Show All