Silentツ

Silentツ 🥰Attitude not allowed 🥰
🥰I am king of the 🥰
🥰 Kingdom 🥰
(1)

26/06/2024

Argentina win 💙🤍🇦🇷

07/06/2024

Big shout out to my newest top fans! Dark Chocolate

25/09/2023

ছেলেটা ক্লাসের 1st
boy ছিল ।
মেয়েটা ছিল ওর Class
mate.
একদিন ছেলেটা মেয়েটাকে
propose করল।
ছেলে: আমি তোমাকে ভালবাসি.
মেয়ে:তো আমি কি করবো?
ছেলে: আমি তোমাকে বিয়ে করতে চাই,
মেয়ে: তোমার যোগ্যতা কি আছে যে
আমায় বিয়ে করবে?
ছেলে: আমি ক্লাসের 1st boy
পাস করে বের হওয়ারর পর কিছুনা
কিছু ঠিক পেয়ে যাবো ।
মেয়ে: আমি অন্য কাউকে ভালবাসি ।
আর তার মাসিক salary 45000 টাকা ।
তুমি যদি পড়া শেষ করার পর
তিন বছরের মধ্যে তার থেকে
বেশি income করতে পারো।
তবে আমি তোমায় বিয়ে করবো ।
তিন বছর পর ছেলেটা
মেয়েটার সাথে দেখা করতে গেল ।
আজ সে একজন physics এর
নামকরা scientist. গতকাল ই
বিদেশ থেকে ফিরেছে ।
নির্দিষ্ট জায়গায় মেয়েটা হাতে
ফুল নিয়ে বসে আছে ।
আজ সে খুব সুন্দর করে সেজেছে ।
ছেলেটাকে দেখেই মেয়েটি ছুটে
গিয়ে তাকে জড়িয়ে ধরল ।
খিলখিল করে হাসতে
হাসতে বলল --
I love u ...
will u marry me ...
ছেলেটিও মেয়েটিকে
জড়িয়ে ধরল..
আজ তার খুব খুশীর দিন...
এটাই তো সে চেয়েছিল ।
ছেলেটা চোখ দুটো বন্ধ করল,
তারপর মেয়েটার কানে
কানে বলল—
"যে মেয়ে অর্থের লোভে এতো দিনের
ভালবাসা কে ছেড়ে চলে আসতে পারে!
তাকে আমি বিশ্বাস করিনা.... So sorry,
......তোমাকে আমি বিয়ে
করতে পারছি না".....
ছেলেটা_কী_ঠিক_করেছে??

#অনুগল্প #সমাপ্ত

24/09/2023

Active✅ আছি ✅
দ্রুতো ফলো দিন
রকেটের গতিতে ফলো ব্যাক দিচ্ছি
💯 Follow Back to Back💯

22/09/2023

👉 ভাইয়েরা তোমার,, বোনেরা আমার.... ✋✋

আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 🥹🥹

আপনারা সবই জানেন এবং বুঝেন। 😔😇

আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত আমরা বিয়ে করতে পারি নাই। 🤭🤭

আজ বাংলার ছেলেরা বউ চায়,, বাংলার মেয়েরা স্বামী চায়,, বাংলার যুবক-যুবতীরা শশুর বাড়ি চায়।
কি অন্যায় করেছিলাম ? কেন আজ বাংলার ছেলেদেরকে বউ দেওয়া হয় না ? বাংলার মেয়েদেরকে স্বামী দেওয়া হয় না ? আমরা অবিবাহিতরা এই দেশকে বউ এবং স্বামী দিয়ে ভরে তুলব,, এ দেশের অবিবাহিতদের বউ এবং স্বামী দিবো।

কিন্তু দুঃখের বিষয়,, আজ দুঃখের সাথে বলতে হয়,,
দীর্ঘ ১৮ বৎসরের করুণ ইতিহাস,, শশুর বাড়ি না যাওয়ার ইতিহাস।
১৮ বৎসরের ইতিহাস অবিবাহিত যুবক-যুবতীদের আর্তনাদের ইতিহাস। 😰😥

আমি আম্মুকে বলেছিলাম,, শুধু মাত্র একটা বউ দিন। তিনি আমার কথা রাখলেন না,, তিনি রাখলেন আব্বুর কথা।
আব্বু বললেন,, বিয়ে আরো কয়েক বছর পরে।
আমি বললাম ঠিক আছে,, তবে শুধু শ্বশুরবাড়িটা এক নজর দেখতে চায়।👁️‍👁️🧐🧐

দোষ দেওয়া হল আমাকে,, আমি নাকি বউ পাগলা 🙄🙄

আমি বললাম,, বিয়ে না করানো পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমি পোস্ট দিয়ে-ই যাবো। 😁😁

মনে রাখবেন...!! পোস্ট যখন দিয়েছি,, প্রয়োজন আরো পোস্ট দিব।

তবুও এদেশে বিয়ে করেই ছাড়বো ইনশাআল্লাহ.. ✊✊✊

জয় বাংলা,, জয় শ্বশুর বাড়ি..😌

18/08/2023

Diamonds cuts Diamonds - এর অনুবাদ কোনটি?

ক. সঙ্গদোষে নষ্ট
খ. সৎ সংঙ্গে স্বর্গবাস
গ. সঙ্গ দেখে লোক চেনা যায়
ঘ. মানিকে মানিক চেনে

17/08/2023

🥰গাছ থেকে আম পরলেই
🥰 মানুষ দৌড় দেয় 🏃🏃🏃
🥰 এজন্যই আমের ইংরেজি নাম
🥰Man go😉😏

09/08/2023

"আজ থাক কাল থেকে শুরু করব"- এই একটিমাত্র বাক্য আপনার সাফল্যের পিছনে সবচেয়ে বড় বাধা!
প্রতিযোগিতার এই যুগে , অলসতা না করে সময়কে যে কাজে লাগাবে সাফল্য তার!❤️

09/08/2023

PSC তে ভালো রেজাল্ট করা ছেলেটি পরে বুঝতে পারলো হুদায় এটা কিছুই ছিলনা আনুষ্ঠানিকতা মাত্র।।

JSC তে ভালো রেজাল্ট করা ছেলেটি জানতে পারলো, JSC রেজাল্ট নাম মাত্র। সত্যিকারের খেলা হবে SSC তে!!

SSC তে ভালো রেজাল্ট করা ছেলেটি জানতে পারলো, মূল খেলা নাকি HSC তে হয়।।

এদিকে HSC চলমান পরীক্ষা দেয়া ছেলেটা জানে, মূল খেলা হয় আ্যাডমিশনে~

ওই দিকে সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলেটি জানে, মূল খেলা তো সবেমাত্র শুরু......

সফল ক্যারিয়ার শেষে সদ্য অবসরে গিয়ে লোকটি জানে, "এ জীবন কিছুই না, মৃ-ত্যু-র পরের জীবনই আসল জীবন" 😊

31/07/2023

right.....বিল গেটস একটি রেস্টুরেন্টে খেতে গেছে খাওয়ার পর বিল গেটস ওয়েটারকে ৫ ডলার বকশিস দিল...

বকসিস পেয়ে ওয়েটার বিল গেটস এর দিকে হা করে তাকিয়ে রইল.... ওয়েটারের কাণ্ড দেখে বিল গেটস জিজ্ঞেস করল "কি হয়েছে? আমার দিকে এভাবে তাকিয়ে আছ কেন?

ওয়েটার বলল "স্যার গতকাল আপনার ছেলে এইখানে নাস্তা করার পর আমাকে ১০০ ডলার বকসিস দিয়েছেন আর আপনি তার বাবা এবং এত বড় ধনী হয়ে আমাকে মাত্র ৫ ডলার দিলেন?"

বিল গেটস হেসে ওয়েটারকে বলল "সে হচ্ছে বিশ্বের এক নম্বর ধনী মানুষের ছেলে আর আমি হচ্ছি একজন কাঠুরিয়ার ছেলে"

কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না.. অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভাল শিক্ষক..

26/07/2023

ছেলে: হ্যালো!😌

মেয়ে: হেলছি!😒

ছেলে: কি অবস্থা?😊

মেয়ে: কঠিন,তরল, বায়বীয়!আটার বস্তা ময়দার বস্তা সব মিলিয়ে টানটান অবস্থা!😴

ছেলে: ও আচ্ছা, কিসে পড়েন?🤔

মেয়ে: টেবিল চেয়ার এ!🙂

ছেলে: কোন ক্লাসে পড়েন?🙄

মেয়ে: এক তলার ডান পাশের ক্লাস টায়!😐

ছেলে: কি করেন এখন?😊

মেয়ে: টিভিতে বসে সোফা দেখতেছি!🙂

ছেলে: ডিনার হইছে?😋

মেয়ে: আম্মু জানে!😕

ছেলে: আপনার বাসা কোথায়?😌

মেয়ে: আকাশের নিচে মাটির উপরে!😕

ছেলে: আপনার বাসায় যাবো কি করে?😴

মেয়ে: আপনার বাসা থেকে বেরিয়ে নাক বরাবর চার রাস্তার মোড়ে যাবেন,🤥 তারপর ডানদিকে যাবেন তারপর দেখবেন একটা দোকান,🤓 দোকানের পাশ দিয়ে ছোট একটা রাস্তা গেছে সেখান দিয়ে যাইতে থাকবেন,🧐 তারপর দেখবেন অনেক গুলো বিল্ডিং,😃 সাদা কালারের পাশে করলা কালারের পরে পিং কালারের পিছনের সবুজ কালারের বাড়িটাতে আমি থাকি!!!🙂

ছেলে: হাউ সুইট!😍

মেয়ে: খেয়ে দেখছেন কখনো?😐

ছেলে: কি বলেছেন এসব?😦

মেয়ে: বলছি না লিখছি!😏

ছেলে: আমি তো আপনার ফ্যান হয়ে গেলাম!😍

মেয়ে: ঘুরতে থাকেন!🙂

ছেলে: আচ্ছা ভালোবাসা কাকে বলে?😊

মেয়ে: যে বাসায় টিভি ফ্রিজ সহ নানানস রকমের ইলেকট্রনিক এর জিনিস আছে এবং যে বাসায় দক্ষিণের বাতাস বয় তাহাকেই ভালোবাসা বলে!!🙂🙂

26/07/2023

বল্টুর বউ সকালে ঘুম থেকে উঠে বল্টু কে বলতেছে:-
বউ : কিগো, চা কোথায়?😒

বল্টু তা শুনে হন হন করে বাড়ি থেকে বেড়িয়ে যাচ্ছে...

বউ : কিগো কোথায় যাচ্ছ?🙄

বল্টু : উকিলের কাছে!🥺

বউ : ওমা! কেন?😧

বল্টু : তোমাকে ডি- ভোর্স দেবো!😒
(এই বলে বল্টু ঘর থেকে বেড়িয়ে গেল)

কিছুক্ষন পর বল্টু বাড়িতে ফিরে এসে মাথা নিচু করে☹️
রান্নাঘরের দিকে গেল!!😶
তা দেখে তার বউ তার পেছন পেছন গিয়ে__

বউ : কিগো কি হলো উকিলের বাসায় গিয়ে?🙄

বল্টু : কি আর হবে! ওখানে গিয়ে দেখি উকিল বাসন মাজতেছে!!🙂🙂
©

•• যারা এখনো আমাদের পেজ টাকে ফলো করেননি , তারা এখনই ফলো করুন 👉 NMS Limon Sany...!!🖤🌸

26/07/2023

ক'ব'র থেকে যদি চিঠি লিখে পাঠানো যেতো, তাহলে অনেক বাবা তার মেয়েকে চিঠি লিখে বলতো- 'মা তুমি প'র্দা করো তোমার জন্য ক'ব'রে আমি ভালো নেই।

আল্লাহুম্মাগফিরলি।🌸

25/07/2023

বল্টু টয়লেটে বসে ফেসবুক চালাচ্ছে।

হঠাৎ তারমোবাইল ফোন কমোডে পরে গেল,,📱🚽

বল্টু তখন কাঁদতে লাগলো,,🥺

এমন সময় একটি টয়লেট পরী আসলো।🧚‍♀️
সে বল্টুর দুঃখর কথা শুনে
কিছক্ষন পর একটি সোনার মোবাইল নিয়ে
এসে বল্টুকে দেখালো।😊

পরী: এটা কি তোমার মোবাইল?
বল্টু : আমি গরীব হতে পারি কিন্তু লোভী না।😒

আমাকে আমার আসল মোবাইল ফোন টা দাও,,🥲

পরী: আরে পাগলা,হলুদ রঙ দেখেই
সোনা ভাবিস না! 😑🤣

ভালো করে ধুয়ে দেখ
এটা তোর মোবাইল ফোন,,🤣🤣
©

•• যারা এখনো আমার পেজ ফলো না করে গল্প পড়ছেন তারা এই নীল লেখায় চাপ দিয়ে আমার পেজ ফলো করতে পারেন 👉লিমন সানী

25/07/2023

নিজের স্কুলের সবাই আপন! স্কুলের সামনের চটপটিওয়ালা, ঝালমুড়িওয়ালা, আইসক্রিমওয়ালা মামারা আরো বেশি আপন। অনেক বছর পর স্কুলের সামনে গিয়ে দাঁড়ালে দেখবেন এরা সবাই আগের মতোই আছে, শুধু আপনি নেই। আপনি অন্য জগতে, অন্য কোথাও!

Address

Fulbaria

Telephone

+8801316307540

Website

Alerts

Be the first to know and let us send you an email when Silentツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share