বাহর জামিল- BHAOR JAMIL

বাহর জামিল- BHAOR JAMIL video text song blog content picture info

18/11/2023
100% সত‍্য বলেছেন সরকার কে উদ্দেশ্য করে। আপনাকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই এবং হাজারো স‍্যালোট জানাই। আল্লাহ্ যেন...
01/11/2023

100% সত‍্য বলেছেন সরকার কে উদ্দেশ্য করে। আপনাকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই এবং হাজারো স‍্যালোট জানাই। আল্লাহ্ যেন আপনাকে আরো তৌফিক দেন সঠিক ও সত‍্য বলার জন‍্য।

16/01/2023
আল্লাহ সর্ব শক্তিশালী
18/12/2022

আল্লাহ সর্ব শক্তিশালী

সন্তানদের কোরআন-সুন্নাহর বিধান পালনের ক্ষেত্রে অভ্যস্ত করে তোলা মা-বাবার দায়িত্ব
16/12/2022

সন্তানদের কোরআন-সুন্নাহর বিধান পালনের ক্ষেত্রে অভ্যস্ত করে তোলা মা-বাবার দায়িত্ব

দোয়া "" আল-কোরআন
16/12/2022

দোয়া "" আল-কোরআন

আল-কোরআনসূরা:আত-তাওবাহ্আয়াত:63
10/12/2022

আল-কোরআন
সূরা:আত-তাওবাহ্
আয়াত:63

জম জম পানি পান করার দোয়া।
04/12/2022

জম জম পানি পান করার দোয়া।

14/11/2022

নিজের মাঝেই লুকিয়ে আছে প্রভুর পরিচয়

মাওলানা সেলিম হোসাইন আজাদী

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পরশ পাথর’ নামে একটি কবিতা আছে। কবিতাটি এক ক্ষ্যাপা পাগলকে নিয়ে। ক্ষ্যাপা ঘুরেফিরে পরশ পাথর খোঁজে। বছরের পর বছর পরশ পাথর খুঁজে বেড়াচ্ছে।

চুলে জট। গায়ে ময়লা কাপড়। পায়ে লোহার মল। হাতে বালা।

ঘুরতে ঘুরতে যখন কোনো সমুদ্রের বেলা ভূমিতে কিংবা ঝরনার পাদদেশে পৌঁছে তখনই আতিপাতি করে পরশ পাথর খুঁজতে শুরু করে দেয়। একটার পর একটা পাথর হাতে নেয় আর দূরে ফেলে দেয়। কোথাও পরশ পাথর নেই। বহু যুগ পর ক্ষ্যাপাকে দেখে একজন বলল, কী রে পাগলা! পায়ে সোনার মল আর হাতে সোনার বালা নিয়ে ঘুরছিস কেন? শুনেই ক্ষ্যাপার মোহ ভঙ্গ হলো।

সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে এ কী! হাতে পায়ে তো লোহার বালা মল ছিল। এগুলো স্বর্ণ হলো কীভাবে? তার মানে পরশ পাথর খুঁজতে খুঁজতে কোনো এক ঝরনার পাদদেশে নিজের অজানাতেই পরশ পাথরের ঘঁষা লেগেছিল হাতে পায়ে। সে থেকেই লোহার গয়না সোনা হয়ে যায়। কবিতাটির শিক্ষা হলো, পরশ পাথর খোঁজার মোহে নুড়ি পাথর নিয়ে নাড়াচাড়া করতে থাকলে সত্যিকারের পরশ পাথর হাতছাড়া হয়ে যায়। তেমনি প্রভুকে খুঁজতে হবে সচেতনভাবে।
নয়তো আল্লাহকে হাতের কাছে রেখেই তামাম দুনিয়া আতিপাতি করেও তার দেখা পাওয়া যাবে না।

প্রভুকে পাওয়ার পরশ পাথর আছে আমাদের নিজেদের ভিতরই। এ কারণেই জগতের সব সুফি এক বাক্যে বলেছেন, যে নিজেকে চিনেছে সেই তার প্রভুর পরিচয় পেয়েছে। সারা দিনের কর্মব্যস্ততার ফাঁকে কোনো এক অবসর সময়ে যদি নিজের মাঝে ডুব দেওয়া যায় তাহলেই বোঝা যাবে প্রভু আমার কত কাছে। মহান আল্লাহ নিজেকে নিয়ে চিন্তাভাবনার নির্দেশ দিয়ে বলেন, ‘আর আমার সৃষ্টি নৈপুণ্য ও একত্ববাদের পরিচয় রয়েছে তোমাদের মাঝেই,
প্রভুকে পাওয়ার পরশ পাথর আছে আমাদের নিজেদের ভিতরই। এ কারণেই জগতের সব সুফি এক বাক্যে বলেছেন, যে নিজেকে চিনেছে সেই তার প্রভুর পরিচয় পেয়েছে। সারা দিনের কর্মব্যস্ততার ফাঁকে কোনো এক অবসর সময়ে যদি নিজের মাঝে ডুব দেওয়া যায় তাহলেই বোঝা যাবে প্রভু আমার কত কাছে। মহান আল্লাহ নিজেকে নিয়ে চিন্তাভাবনার নির্দেশ দিয়ে বলেন, ‘আর আমার সৃষ্টি নৈপুণ্য ও একত্ববাদের পরিচয় রয়েছে তোমাদের মাঝেই,

অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘ধ্বংস হোক অকৃতজ্ঞ মানুষ! সে কি ভেবে দেখে না কি বস্তু থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। তাকে সৃষ্টি করা হয়েছে শুক্রবিন্দু থেকে। তিনি তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তার তাকদির নির্ধারণ করেছেন। অতঃপর তার জীবন চলার পথ সহজ করে দিয়েছেন। সহজ জীবন শেষে তিনি তার মৃত্যু ঘটান ও তাকে কবরস্থ করেন। যখন তিনি ইচ্ছা করবেন তাকে পুনর্জীবিত করবেন। ’ (সুরা আবাসা, আয়াত ১৭-২২)। অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘তার নিদর্শনাবলির মধ্যে অন্যতম এই
যে, তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন। অতঃপর তোমরা এখন জীবিত মানুষ হিসেবে দুনিয়ার আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছ। ’ (সুরা রুম, আয়াত ২০) ইমাম গাজালি (রহ.) বলেন, ‘আল্লাহর নিদর্শনাবলির মাঝে অন্যতম নিদর্শন হলো ‘বীর্য থেকে মানুষের সৃষ্টি’। শুক্রবিন্দুর কথা ভাবুন! এটা যদি কোথাও ফেলা হয়, তাহলে বাতাসে নষ্ট হয়ে যাবে, পচে যাবে। কিন্তু কীভাবে রাব্বুল আলামিন স্বামী-স্ত্রীর মিলনের মাধ্যমে পুরুষের মেরুদণ্ড ও বক্ষপাজরের থেকে শুক্রবিন্দু বের করে আনলেন? কীভাবে শিরা-উপশিরা থেকে নির্গত করে নারীর মাসিকের রক্তকে রেহেমে প্রবেশ করালেন? এরপর কীভাবে তিনি শুক্রবিন্দু থেকে সৃষ্টি করলেন একটি প্রাণ! কীভাবে তাকে সেখানে আহার জোগালেন! কীভাবে তাকে প্রবৃদ্ধি দান করলেন, তাকে প্রতিপালন করলেন! কীভাবে তিনি সাদা শুক্রবিন্দুকে লাল রক্তপিণ্ডে পরিণত করলেন! এরপর তাকে পরিণত করলেন গোশতপিণ্ডে! এরপর কীভাবে তিনি সেই গোশতপিণ্ডতে তৈরি করলেন রগ, ধমনি, শিরা-উপশিরা, হাড় ও গোশত! কীভাবে তিনি গোশত, হাড়, শিরা-উপশিরা প্রভৃতিকে বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গের মাঝে স্থাপন করলেন! এরপর সৃষ্টি করলেন গোলাকার মাথা। শরীরের মাঝে উদ্ভাসিত করলেন নাক, কান, চোখ, মুখসহ নানা অঙ্গ-প্রত্যঙ্গ। এরপর হাত-পার সংযোজন করলেন। হাত-পায়ের মাথায় দিলেন আঙুল। আর আঙুলের মাথায় দিলেন নখ। তারপর কীভাবে তিনি গঠন করলেন হৃদয়, পাকস্থলী
যকৃৎ, প্লীহা, ফুসফুস, গর্ভাশয়, মূত্রাশয়, অন্ত্রাদির মতো অভ্যন্তরীণ অঙ্গগুলো! যার প্রতিটি বিশেষ আকারের, বিশেষ পরিমাপের বিশেষ কার্যক্রমের জন্য সৃষ্টি। তারপর কীভাবে তিনি এক অঙ্গের সঙ্গে অপর অঙ্গকে সংস্থাপন করলেন। অতঃপর তৈরি করলেন হাড়-হাড্ডি। আর হাড়কে শরীরের মূল ভিত্তি বানালেন। এর মধ্যে কিছু হাড় ছোট, কিছু বড়। কিছু লম্বা তো কিছু গোলাকার। কিছু ফাঁপা, আবার কিছু ভরাট। কিছু মোটা তো কিছু চিকন। কিছু নরম, কিছু শক্ত।

কীভাবে তিনি এক ফোঁটা শুক্রাণুকে মাতৃগর্ভে এমন সুন্দর আকার দিলেন? তার জন্য সর্বোত্তম তাকদির নির্ধারণ করলেন? অতঃপর তাকে দিলেন শ্র্রবণশক্তি, দৃষ্টিশক্তি। দিলেন বোধ ও বাকশক্তি। তার জন্য সৃষ্টি করলেন পিঠ, যা পেটের জন্য ভিত্তি হয়েছে। তার পেট সৃষ্টি করলেন বিবিধ খাদ্যের আধার হিসেবে। তার মাথা সৃষ্টি করলেন সব ভাবাবেগ, অনুভূতি ও জ্ঞান সংরক্ষণকারী রূপে। এসব নিয়ে যখনই মানুষ ভাববে তখনই সে প্রভুর দয়া, মায়ার পরিচয় জানতে পারবে। আল্লাহ আমাদের সাহায্য করুন। আমিন।

লেখক : চেয়ারম্যান, বাংলাদেশ মুফাসসির সোসাইটি, পীর সাহেব, আউলিয়ানগর

12/11/2022

আল্লাহর কাছে দারিদ্র্য, স্বল্পতা এবং অপমান থেকে অন্যায় বা অন্যায় হওয়া থেকে আশ্রয় চাওয়া।

দোয়া
11/11/2022

দোয়া

নবী করীম (সাঃ)-এর বড়ই আশা ছিল যে, সবাই মুসলিম হয়ে যাক এবং সেই অনুপাতে তিনি প্রয়াসও চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু মহান আল্লাহ ...
11/11/2022

নবী করীম (সাঃ)-এর বড়ই আশা ছিল যে, সবাই মুসলিম হয়ে যাক এবং সেই অনুপাতে তিনি প্রয়াসও চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু মহান আল্লাহ বললেন, ঈমান তাদের ভাগ্যেই নেই। এরা এমন কিছু বিশেষ লোক ছিল যাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছিল। (যেমন আবূ জাহল এবং আবূ লাহাব প্রভৃতি।) নচেৎ তাঁর দাওয়াত ও তাবলীগের মাধ্যমে অসংখ্য মানুষ মুসলমান হয়েছিল। এমন কি পুরো আরব উপদ্বীপ ইসলামের সুশীতল ছায়াতলে এসে গিয়েছিল

আল্লাহ  মহান, আল্লাহ  মহান, হে আল্লাহ , এই ভোরে, আমাদের একটি প্রার্থনা কবুল করুন , আমাদের নিরাশ করবেন না, দয়া করে, এবং ...
08/11/2022

আল্লাহ মহান, আল্লাহ মহান, হে আল্লাহ , এই ভোরে, আমাদের একটি প্রার্থনা কবুল করুন , আমাদের নিরাশ করবেন না, দয়া করে, এবং আমাদের দেহে একটি রোগ বাস করাবেন না, এবং আমাদের প্রতিটি যন্ত্রণা ও দুঃখ-কষ্টের মূল্যে ক্ষমা করে দেন, হে আল্লাহ , আপনিই নিকটবর্তী, আপনিই বন্ধু এবং প্রিয়, আপনিই নিরাময়কারী, ডাক্তার এবং যিনি জানেন যে আমরা কী চাই, হে প্রতিপালক আমাদের দুর্বলতার প্রতি দয়া করুন, আমাদের ভয়কে সুরক্ষিত করুন এবং সবচেয়ে সুখী আমাদের হৃদয় থেকে এবং আমাদের দুশ্চিন্তা দূর করুন। এবং যা আমাদের উদ্বিগ্ন করে এবং আমাদের মেজাজকে বিঘ্নিত করে তা থেকে আমাদেরকে বিভ্রান্ত করুন, আপনি আমাদের যা দিয়েছেন তা আমাদেরকে দান করুন এবং আমাদেরকে আশীর্বাদ করুন এবং আমাদেরকে সুন্দর ধৈর্য দান করুন এবং স্বাস্থ্য ও সুস্থতার জন্য, এবং আমাদেরকে আপনার ক্ষমা, আপনার সন্তুষ্টি, আপনার ক্ষমা এবং বেহেশত দান করুন 🌸

আহলে কিতাবদের অনেকেই প্রতিহিংসাবশতঃ চায় যে, মুসলমান হওয়ার পর তোমাদেরকে কোন রকমে কাফের বানিয়ে দেয়। তাদের কাছে সত্য প্রক...
07/11/2022

আহলে কিতাবদের অনেকেই প্রতিহিংসাবশতঃ চায় যে, মুসলমান হওয়ার পর তোমাদেরকে কোন রকমে কাফের বানিয়ে দেয়। তাদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পর (তারা এটা চায়)। যাক তোমরা আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তাদের ক্ষমা কর এবং উপেক্ষা কর। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান (2:109)

আল্লাহ,তিনি ছাড়া কোন ইলাহ নেই।
07/11/2022

আল্লাহ,তিনি ছাড়া কোন ইলাহ নেই।

হে আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন।
03/11/2022

হে আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন।

তোমরা  ধৈর্য্যের উদাস হয়ে যেওনা।
02/11/2022

তোমরা ধৈর্য্যের উদাস হয়ে যেওনা।

সর্বশক্তিমান আল্লাহ্ এই কথা শোনার চেয়ে চিন্তিত হৃদয়কে আর কিছুই শান্ত করে না: "তুমি জানো না, সম্ভবত আল্লাহ্  এর পরে কিছ...
02/11/2022

সর্বশক্তিমান আল্লাহ্ এই কথা শোনার চেয়ে চিন্তিত হৃদয়কে আর কিছুই শান্ত করে না: "তুমি জানো না, সম্ভবত আল্লাহ্ এর পরে কিছু করবেন।"

আল্লাহ যার জন্য ইচ্ছা করেন তার জীবনোপকরণ বর্ধিত করেন এবং সংকুচিত করেন।[১] কিন্তু তারা পার্থিব জীবন নিয়েই উল্লসিত; [২] অথ...
31/10/2022

আল্লাহ যার জন্য ইচ্ছা করেন তার জীবনোপকরণ বর্ধিত করেন এবং সংকুচিত করেন।[১] কিন্তু তারা পার্থিব জীবন নিয়েই উল্লসিত; [২] অথচ ইহজীবন তো পরজীবনের তুলনায় নগণ্য ভোগ মাত্র। [৩]

যখন কাফের এবং মুশরিকদের ব্যাপারে বললেন যে, তাদের জন্য রয়েছে নিকৃষ্ট স্থান, তখন মস্তিষ্কে এই প্রশ্নের উদ্রেক হতে পারে যে, তারা তো পৃথিবীতে হরেক রকমের সুখ-স্বাচ্ছন্দ্য ভোগ করে থাকে। এ কথা খন্ডনের জন্য বললেন যে, পার্থিব উপায়-উপকরণ ও জীবিকার কম-বেশি হওয়ার এখতিয়ার আল্লাহর হাতে রয়েছে। তিনি নিজ হিকমত ও ইচ্ছা অনুযায়ী (যা শুধু তিনিই জানেন) কাউকে বেশি এবং কাউকে কম দিয়ে থাকেন। জীবিকার আধিক্য এ কথার প্রমাণ নয় যে, মহান আল্লাহ তার উপর সন্তুষ্ট এবং কমতির অর্থ এটা নয় যে, আল্লাহ তা'আলা তার উপর অসন্তুষ্ট। [২] আল্লাহর অবাধ্য হওয়া সত্ত্বেও যদি কেউ পার্থিব সম্পদ পায়, তাহলে তাতে আনন্দ-উল্লাসের কিছু নেই। কেননা তা আল্লাহর পক্ষ হতে অবকাশ মাত্র। কারো জানা নেই যে, অকস্মাৎ কখন এই অবকাশ সময়ের অবসান ঘটবে এবং তাঁর পাকড়াও এসে আক্রমণ করবে। [৩] হাদীসে এসেছে যে, পরকালের অপেক্ষা ইহকালের মূল্য ততটুক, যতটুক কোন ব্যক্তি তার আঙ্গুল সমুদ্রে ডুবায় অতঃপর তা বের করে দেখে যে সমুদ্রের পানির তুলনায় তার আঙ্গুলে কতটুক পরিমাণ পানি এসেছে? (মুসলিমঃ কিতাবুল জান্নাহ) অন্য এক হাদীসে আছে যে, রাসূলুল্লাহ (সাঃ) একটি মৃত ছাগলের পাশ দিয়ে অতিক্রম করার সময় তা দেখে বললেন, আল্লাহর শপথ! দুনিয়া আল্লাহর নিকট এটির চাইতেও বেশি তুচ্ছ, যতটা এই মৃত ছাগল তার মালিকদের নিকট সেই সময় তুচ্ছ ছিল, যে সময় তারা তাকে ফেলে দিয়েছিল।

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমাদের রব, বরকতময় ও মহিমান্বিত, তিনি প্রতি রাতে সর্বনিম্ন আসমা...
31/10/2022

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমাদের রব, বরকতময় ও মহিমান্বিত, তিনি প্রতি রাতে সর্বনিম্ন আসমানে অবতরণ করেন যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে।তিনি বলেনঃ যে আমাকে ডাকে, যে আমার কাছে প্রার্থনা করে, আমি তাকে দেই, যে আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করি। আল-বুখারি ও মুসলিম বর্ণনা করেছেন।

আল্লাহর কাছে ক্ষমা ও সাহায্য প্রার্থনা।
30/10/2022

আল্লাহর কাছে ক্ষমা ও সাহায্য প্রার্থনা।

30/10/2022
হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়কে তোমার একান্ত অনুগত কর এবং আমাদের বংশধর হতে তোমার অনুগত একটি উম্মত (সম্প্রদায়) সৃষ্টি ক...
30/10/2022

হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়কে তোমার একান্ত অনুগত কর এবং আমাদের বংশধর হতে তোমার অনুগত একটি উম্মত (সম্প্রদায়) সৃষ্টি কর। আমাদের (হজ্জ) উপাসনার নিয়ম পদ্ধতি দেখিয়ে দাও এবং আমাদেরকে ক্ষমা কর। তুমি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।

প্রভু, আমি নিজের প্রতি অন্যায় করেছি, তাই আমাকে ক্ষমা করুন।🤲🖤 # একটি প্রার্থনা
29/10/2022

প্রভু, আমি নিজের প্রতি অন্যায় করেছি, তাই আমাকে ক্ষমা করুন।🤲🖤
# একটি প্রার্থনা

29/10/2022

যারা তাদের পালনকর্তার ভয়ে, সর্বশক্তিমান আল্লাহ তাদের যা ভয় দেখিয়েছেন তার জন্য করুণাপূর্ণ এবং শ্রদ্ধাশীল এবং যারা কোরানে আল্লাহর আয়াতগুলিতে বিশ্বাস করে এবং তাদের উপর আমল করে এবং যারা আন্তরিকভাবে একমাত্র আল্লাহর ইবাদত করে। এবং তাঁর সাথে অন্যকে শরীক করো না এবং যারা সৎ ও সৎকাজে প্রচেষ্টা চালায় এবং তাদের অন্তর ভীত হয় যে তাদের আমল কবুল হবে না এবং তারা তাদের পালনকর্তার আযাব থেকে রক্ষা পাবে না, যদি তারা তাঁর কাছে ফিরে আসে। হিসাবের জন্য, যারা আনুগত্যের জন্য প্রচেষ্টা করে, তাদের অভ্যাস প্রতিটি ভাল কাজের জন্য তাড়াহুড়ো করে, এবং তারা ভাল কাজের অগ্রদূত।

Address

Dhaka
2826

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাহর জামিল- BHAOR JAMIL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All