বার্তা বাহক।২৪।

বার্তা বাহক।২৪। STAY WITH US TO GET ALL THE NEWS FIRS.

 িবস #বদর যুদ্ধে আল্লাহর সাহায্য সম্পর্কে কোরআনে যা এসেছে.বদরযুদ্ধে মহান আল্লাহ কোরাইশদের এক হাজার সশস্ত্র সৈন্যের বিপরী...
28/03/2024

িবস

#বদর যুদ্ধে আল্লাহর সাহায্য সম্পর্কে কোরআনে যা এসেছে.

বদরযুদ্ধে মহান আল্লাহ কোরাইশদের এক হাজার সশস্ত্র সৈন্যের বিপরীতে মুসলমানদের মাত্র ৩১৩ জনের নিরস্ত্র সেনাবাহিনীকে বিজয় দান করেছিলেন। পবিত্র কোরআনের সুরা আলে ইমরান ও সুরা আনফালে বদর যুদ্ধের সবিস্তার বর্ণনা এসেছে। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর মতে, সুরা আনফাল বদর যুদ্ধ সম্পর্কে অবতীর্ণ হয়েছে। এ সুরায় যুদ্ধলব্ধ সম্পদ, যুদ্ধবন্দি, ফেরেশতাদের অংশগ্রহণসহ সংশ্লিষ্ট বিষয়সমূহের আলোচনা রয়েছে।

আর সুরা আলে ইমরানে মুসলমানদের অবস্থা, আল্লাহর সাহায্য ও তার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। এ সুরায় আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ভবিষ্যতেও সাহায্যের ধারা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। বদর যুদ্ধের অবস্থা তুলে ধরে সুরা আলে ইমরানে মহান আল্লাহ বলেছেন, ‘আল্লাহ তোমাদের বদরে সাহায্য করেছেন। অথচ তোমরা হীনবল ছিলে।’ (সুরা আলে ইমরান: ১২৩)

আহলান সাহলান মাহে রমাদান।
11/03/2024

আহলান সাহলান মাহে রমাদান।

ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ের পাশে মুরাদনগর উপজেলাটি অবস্থিত। অসাধারণ প্রকৃতিতে গড়া এই উপজেলাটি আপনি চাইলে ঘুরে যেতে পারেন...
02/03/2024

ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ের পাশে মুরাদনগর উপজেলাটি অবস্থিত। অসাধারণ প্রকৃতিতে গড়া এই উপজেলাটি আপনি চাইলে ঘুরে যেতে পারেন।
📌 কুমিল্লা, মুরাদনগর।

  ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ার...
18/02/2024



ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) কাল ফিলিস্তিনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

12/02/2024
আলাহ কবুল করুণ...।।
08/02/2024

আলাহ কবুল করুণ...।।

সত্য।
27/12/2023

সত্য।

24/10/2022

বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং।🤔🤔🤔

➽➽➽➽➽উত্তরায় বাবার বিরুদ্ধে ঘৃনাভরা অভিযোগের চিরকুট লিখে  ১০ তলা ভবন থেকে লাফিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আ.ত্মহ.ত্যা...'কা...
28/08/2022

➽➽➽➽➽
উত্তরায় বাবার বিরুদ্ধে ঘৃনাভরা অভিযোগের চিরকুট লিখে ১০ তলা ভবন থেকে লাফিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আ.ত্মহ.ত্যা...

'কাজের মেয়েকেও ছাড়ে নাই বাবা',
চিরকুট লিখে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা
----
রাজধানীর উত্তরায় দক্ষিণখান মোল্লারটেক এলাকায় একটি ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই তরুণীর একটি সুইসাইড নোট উদ্ধার করেছে দক্ষিণখান থানা পুলিশ। যেখানে তার মৃত্যুর জন্য বাবাকে দায়ী করে গেছেন।

জানা গেছে, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন ওই তরুণী। তিনি বাবা-মার সঙ্গে ওই ভবনের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। ভবনটিতে তাঁদের একটি নিজস্ব ফ্ল্যাট রয়েছে। স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হোন ওই তরুণী। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে এবং পরে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে উদ্ধার করা ওই চিরকুটে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। একটা ঘরে পশুর সাথে থাকা যায়। কিন্তু অমানুষের সাথে না। একজন অত্যাচারী রেপিস্ট যে কাজের মেয়েকেও ছাড়ে নাই। আমি তার করুণ ভাগ্যের সূচনা।’

ওই তরুণীর মা বলেন, ‘ওর বাবা দুটি বিয়ে করেছে। এ নিয়ে আমাদের পরিবারে অশান্তি লেগেই ছিল। একপর্যায়ে তার বাবার অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই।’

৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে পররাষ্ট্রমন্ত্রীকে লিগ্যাল নোটিশপররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন তিনি তার বেফাঁস কথা...
21/08/2022

৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে পররাষ্ট্রমন্ত্রীকে লিগ্যাল নোটিশ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন তিনি তার বেফাঁস কথাবার্তার কারণে দলের ভেতরে-বাইরে সবখানেই সমালোচিত হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন। বিশেষ করে ‘শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করেছি’ এমন বক্তব্যের কারণে বেশি সমালোচিত হচ্ছেন তিনি। তার এমন বক্তব্য ‘রাষ্ট্রদ্রোহী’ অপরাধ উল্লেখ্য করে তাকে পদত্যাগের দাবি জানিয়েছে বিরোধীরা। আর নিজ দল আওয়ামী লীগের নেতারা বেলছেন, মোমেন দলের কেউ না। এসবের মধ্যে পররাষ্ট্রমন্ত্রীকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী এরশাদ হোসেন রাশেদ এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আপনি ভারত সরকারকে যে অনুরোধ করেছেন, এটা আপনি করতে পারেন না। কারণ, সংবিধানে বলা হয়েছে, জনগণই সব ক্ষমতার উৎস। আপনি সংবিধানবিরোধী বক্তব্য দিয়েছেন। আপনি মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। এ অবস্থায় নোটিশ প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে আপনার পদ থেকে পদত্যাগ করতে হবে। অন্যথায় আপনার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হব।

এর আগে, গত ১৮ আগস্ট চট্টগ্রামে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেছিলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। তাকে টিকিয়ে রাখতে পারলে বাংলাদেশ উন্নয়নের দিকে যাবে। শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’ মন্ত্রীর এই বক্তব্য ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দলের বা সরকারের নয়। ক্ষমতায় টিকে থাকতে ভারতে অনুরোধ করতে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বলেছেন, আবদুল মোমেন আওয়ামী লীগের কেউ না, তার বক্তব্যের দায়ভার দল নেবে না।

এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য আওয়ামী লীগের জন্য চরম বিব্রতকর বলেও জানিয়েছে নেতারা। সরকার ও দলের ভাবমূর্তি রক্ষার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন অনেকে।

কুমিল্লার মুরাদনগরে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের তিনজন নিহতকুমিল্লার মুরাদনগরে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের তি...
20/08/2022

কুমিল্লার মুরাদনগরে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের তিনজন নিহত
কুমিল্লার মুরাদনগরে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বাংগরা বাজার থানাধীন এলখাল গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, হোসনেয়া বেগম(৬০),তারা মিয়া(৩০), রিফাত হোসেন (৮)। স্থানীয় ইউ সদস্য জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে এলখাল গ্রামের তারা মিয়ার ভাগিনা রিফাত হোসেন বাড়ির পাশের একটি জমিতে কলমি শাক তুলতে যায়। সেখানে দৌলতপুর থেকে এলখাল পর্যন্ত বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে রিফাতের উপর পড়ে। চিৎকার শুনে নানী হোসনে আরা উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎতের তারে আটকে যায়। এ সময় মা এবং ভাগিনাকে উদ্ধারের জন্য তারা মিয়া গিয়ে সেও বিদ্যুতের সাথে আটকে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা দৌলতপুর অফিসে খবর দিলে সেখান থেকে বিদ্যুৎ বন্ধ করা হয়। পরে এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 #কাতার বিশ্বকাপে যেতে ইসরাইলকে পরিচয় দিতে হবে ফিলিস্তিনের,কাতার বিশ্বকাপে নিজ দেশের পরিচয়ে যেতে ‍পারবেন না ইসরাইলের ফুট...
16/08/2022

#কাতার বিশ্বকাপে যেতে ইসরাইলকে পরিচয় দিতে হবে ফিলিস্তিনের,

কাতার বিশ্বকাপে নিজ দেশের পরিচয়ে যেতে ‍পারবেন না ইসরাইলের ফুটবল ভক্তরা। মধ্যপ্রাচ্যের দেশটিতে টিকিট ও হোটেল বুকিং দিতে হলে তাদের পরিচয় দিতে হবে ফিলিস্তিনের।

কাতার বিশ্বকাপের টিকিট বিক্রি করার জন্য ফিফার কাছ থেকে অনুমতি পেয়েছে ‘উইন্টারহিল হসপিটালিটি’ নামে একটি কোম্পানি। তাদের অনলাইন স্টোরে গিয়ে বিড়ম্বনার শিকার ইসরাইলিরা। কারণ সেখানে দেশটির নাম নিবন্ধন করা হয়নি। তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে ‘ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল হিসেবে।’

উইন্টারহিল হসপিটালিটি কোম্পানির একজন সেলস এজেন্ট ওয়েবসাইটে এই পরিবর্তন এনেছিল। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ইসরাইলের ফুটবলপ্রেমীরা। যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন নিউজম্যাক্সের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা।

মুসলিম দেশগুলোর বেশিরভাগের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই ইসরাইলের। তাদের সঙ্গে সম্পর্ক নেই বিশ্বকাপের আয়োজক কাতারেরও। বরং ফিলিস্তিন-ইসরাইল দ্বন্দ্বে কাতার বরাবরই ফিলিস্তিনের পক্ষে। অনেক মুসলিম অধ্যুষিত রাষ্ট্রের মতো, কাতারের কাছেও ইসরাইলে ফিলিস্তিনের জোরপূর্বক দখলদার একটি দেশ। যাদের দেশ হিসেবে স্বীকৃতি দেয়া যায় না।

তবে বিশ্বকাপ যেহেতু একটি বৈশ্বিক প্রতিযোগিতা, এখানে পুরোপুরি হস্তক্ষেপ করতে পারে না আয়োজক রাষ্ট্রটি। এ বিষয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার শরণাপন্ন হয় ইসরাইলে। ফুটবলের অভিভাবক সংস্থাটির মধ্যস্থতায় অবশ্য ফুটবল সমর্থকদের কাতার যাত্রা সহজ করতে ঐকমত্যে পৌঁছেছে দুই দেশ। চুক্তি অনুযায়ী ইসরায়েলি সমর্থকরা নিজেদের পাসপোর্ট দিয়েই কাতারে দিয়ে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন। অনলাইনে ম্যাচের টিকিট কেনার পর তাদের একটি ফ্যান আইডি দেয়া হবে। সেটার মাধ্যমে তারা ফ্লাইট বুকিং, হোটেল এবং গাড়ি ভাড়া করতে পারবেন। তেল আবিব থেকে তারা সরাসরি বিমান ধরতে পারবেন কাতারের দোহায়।

আগামী ২০ নভেম্বর মাঠে গড়াবে ২২তম বিশ্বকাপ আসরের প্রথম ম্যাচ। উদ্বোধনী দিনে স্বাগতিক কাতারের প্রতিপক্ষ ইকুয়েডর। বৈশ্বিক এ আসরে ৩২ দলের তালিকায় যদিও ইসরাইলে নেই, তারা ফুটবলের প্রতি ভালোবাসা থেকে মাঠে উপস্থিত হতে চায়।

'সকার যদি মনে করে চাষি দরকার নাই, তাহলে নাই'
14/08/2022

'সকার যদি মনে করে চাষি দরকার নাই,
তাহলে নাই'

13/08/2022

আমরা অহেতুক সরকারের বদনাম করি। মরার পরে কে কে বেহেশত যাবেন কেউ বলতে পারেন??? এক আল্লাহ ছাড়া কেউ জানেন না। অন্যদিকে, আমাদের মন্ত্রী সাহেব তার নিজের বা দলের নেতাদের বিলাসি জীবন দেখে অভ্যস্ত। তাই ভাবছেন দেশ এখন বেহেশ্তের সামিল (নাউজুবিল্লাহ) । আর উনারা তো জানে, আমরা আমজনতা কোনদিন প্রতিবাদ করবো না, আমরা আহাম্মক সবাই, আমরা জালমদের শাসন মাথা পেতে নিয়েছি, সুতরাং আল্লাহ আমাদের মাফ করবেন না। বুদ্ধিমান মন্ত্রী তাই আমাদের একটু বেহেশত দেখাচ্ছেন।

ফিফা কাতার বিশ্বকাপ ২০২২ সময়সূচি: বাংলাদেশের সময় অনুযায়ী কবে, কখন কোথায় খেলা.
17/06/2022

ফিফা কাতার বিশ্বকাপ ২০২২ সময়সূচি: বাংলাদেশের সময় অনুযায়ী কবে, কখন কোথায় খেলা.

বরেণ্য ১১৬ আলেমের বিরুদ্ধে দুদকে ইসলাম বিদ্বেষীদের নালিশon মে 12, 2022, in খবর, 3 commentsনিজস্ব প্রতিনিধিইসলামপন্থী রাজ...
17/05/2022

বরেণ্য ১১৬ আলেমের বিরুদ্ধে দুদকে ইসলাম বিদ্বেষীদের নালিশ
on মে 12, 2022, in খবর, 3 comments

নিজস্ব প্রতিনিধি

ইসলামপন্থী রাজনীতিতে অর্থায়ন ও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কাল্পনিক অভিযোগ এনে ১১৬ ধর্মীয় বক্তার একটি তালিকা দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির নেতাদের সমন্বয়ে গঠিত তথাকথিত ‘গণকমিশন’।

দেশের ধর্মীয় সংস্কৃতির ঐতিহ্য ওয়াজ-নসিহত বন্ধ করার লক্ষ্যে ইসলামী ওয়ায়েজীন বা বক্তাদেরকে টার্গেট করেই এই তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় দেশের শীর্ষস্থানীয় আলেমদের নামও অন্তর্ভুক্ত রয়েছে। তবে সরকারের দালাল হিসাবে চিহ্নিত কিছু আলেম এই তালিকা থেকে বাদ বাদ রাখা হয়েছে।

গণকমিশনের নামে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে দুদকে বরেণ্য আলেমদের বিরুদ্ধে নালিশের ঘটনায় বাংলাদেশের মুসলিম সংস্কৃতি ও ইসলামের বিরুদ্ধে গভীর চক্রান্তের বহি:প্রকাশ বলে মনে করছেন অনেকে। এতে হেফাজতে ইসলামের পক্ষ থেকে তাৎক্ষণিক ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, এই অপতৎপরতা বন্ধ না হলে কঠোর আন্দোলনে জবাব দেওয়া হবে।

২০২৩ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার আলেমদের কোণঠাসা করতে এবং ওয়াজ-নসিহত বন্ধ করতে অনেক দিন থেকেই তৎপর। ভারতের হিন্দুত্ববাদী চরম সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে সরকারি তাণ্ডবের পর বাংলাদেশের প্রতিবাদী আলেমদের গ্রেফতার শুরু হয়েছিল। ২০২১ সালের মার্চ মাস থেকে গ্রেফতার হওয়া অনেক আলেম ও ইসলামী বক্তাকে কারাগারে আটক রাখা হয়েছে। এরমধ্যেই তথাকথিত গণকমিশন অপতৎপরতা চালিয়ে আলেমদের বিরুদ্ধে মামলা দায়ের করতে দুর্নীতি দমন কমিশন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে তালিকা দিয়েছে।

বুধবার (১১ই মে) দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লার হাতে এই তালিকা তুলে দেন সাম্প্রদায়িক সংগঠন ঘাতক দালাল নির্মূল কমিটির তথাকথিত গণকমিশনের চেয়ারম্যান ও বিতর্কিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সাথে ছিলেন সংগঠনটির সদস্য সচিব অনৈতিক কাজে জড়িত থাকায় আওয়ামী ট্রাইব্যুনাল থেকে বহিষ্কৃত পিপি ব্যারিস্টার তুরিন আফরোজসহ অন্যরা।

যুদ্ধাপরাধী হিসেবে একজনকে ফাঁসানোর ভয় দেখিয়ে এই তুরিন আফরোজ চাঁদাবাজির চেষ্টা করেছিলেন। এরপরই তাঁকে আওয়ামী লীগের বানানো যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল থেকে বাদ দেয়া হয়েছিল। এমনকি তাঁর মা নিজের মেয়ে তুরিন আফরোজের বিরুদ্ধে সংবাদ সম্মেলনও কওে সম্পত্তি দখলের অভিযোগ প্রকাশ করেছিলেন।

বিতর্কিত ও অনৈতিক কাজে জড়িত ব্যক্তিদের সমন্বয়ে গড়া তথাকথিত গণকমিশনকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করানোর নেপথ্যে ভারতীয় ইন্ধন রয়েছে বলে জানা গেছে।

হেফাজতের প্রতিবাদ:

শাহবাগী ইসলাম-বিদ্বেষীদের এই জঘন্য কাজের তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম।

বৃহস্পতিবার (১২ই মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, আমরা আজ ঘাদানিকের সমন্বয়ে গঠিত তথাকথিত গণকমিশনের করা অভিযোগ সম্পর্কে জানতে পেরেছি। এই ভুঁইফোঁড় সংগঠনটি বরাবরের মতোই নিজেদের ইসলাম বিদ্বেষী চেহারা জাতির সামনে উন্মোচিত করেছে। তাদের এই শ্বেতপত্র যে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং মিথ্যা তথ্যে ভরপুর, এটি সমগ্র দেশবাসীর সামনে দিবালোকের ন্যায় পরিষ্কার।

হেফাজত আমীর বলেন, শাহবাগী এই সংগঠন প্রতিষ্ঠাকাল থেকেই নানাভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পাঁয়তারা চালিয়ে আসছে। সর্বশেষ তারা দেশবরেণ্য ওলামা-মাশায়েখ এবং ইসলামী আলোচকগণের এ তালিকা প্রকাশ করে চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, দেশবরেণ্য ইসলামী আলোচকদের নামে অমূলক এবং ভিত্তিহীন অভিযোগ করে তথাকথিত গণকমিশনের দায়িত্বশীলরা নিজেদের গ্রহণযোগ্যতাই হারিয়েছে। বাস্তবতা বিবর্জিত এসব কথাবার্তা বলে নিজেদের জাতির সামনে চরম উপহাসের পাত্রে পরিণত করেছে।

হেফাজত আমীর গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এসব বানোয়াট বক্তব্যের কারণে দেশে চরম অশান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। অতএব যারা এসব উস্কানিমূলক কর্মকাণ্ড করছে, সরকার যেন তাদের শক্ত হাতে প্রতিহত করে।

তিনি আরো বলেন, ওয়াজ মাহফিল শান্তি-সমৃদ্ধি ও আদর্শ সমাজ গঠন ও সমাজ সংস্কারের উত্তম মাধ্যম। এর মাধ্যমে মানুষকে ইহকালীন ও পরকালীন কল্যাণের পথনির্দেশ করা হয়। সমাজের সকল অনাচার, অন্যায় এবং ভুল থেকে মানুষকে বিরত রাখা হয়। ইসলামী আলোচকগণ ধর্মের বিশুদ্ধ বার্তা মানুষের দ্বারেদ্বারে পৌঁছে দেয়ার জন্য বহুমুখী ত্যাগ তিতিক্ষা করে থাকেন।

হেফাজত আমীর বলেন, আজ দেশ ও জাতির জন্য পরম কল্যাণকর এ কাজটিকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে তথাকথিত গণকমিশন। দুদকে এই মিথ্যা অভিযোগ দায়ের করে তারা দেশ-জাতি, সমাজ এবং ইসলামের বিরুদ্ধে অপপ্রয়াস চালাচ্ছে। তারা আজ আলেম উলামাদের সরকারের মুখোমুখি দাঁড় করানোর চক্রান্ত করছে।

তিনি কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি এখনই শক্ত হাতে এই ভুঁইফোঁড় সংগঠনকে দমন না করে তাহলে ইসলাম প্রিয় আপামর তৌহিদী জনতা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

ভারতীয় দালালদের গণতদন্ত কমিশন যা জমা দিয়েছে:

উল্লেখ্য, ভারতীয় দালালদের গড়া তথাকথিত এই গণতদন্ত কমিশন হেফাজতের নেতা মাওলানা মামুনুল হকসহ ১১৬ জনকে টার্গেট করে তাদের বিরুদ্ধে বিষেদাগারমূলক তালিকা জমা দিয়েছে।

দুদক চেয়ারম্যানের কাছে দেওয়া ২২শ পৃষ্ঠার প্রতিবেদনের ৭৬০ ও ৭৬১ পৃষ্ঠায় তাদের নাম প্রকাশ করা হয়। তাদের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ আনতেও পিছ পা হয়নি ইসলাম-বিদ্বেষী ও নাস্তিকদের এই দল।

ভারতের অর্থায়নে চালানো তথাকথিত তদন্ত নয় মাস চালানোর দাবি করে বিতর্কিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ২২শ পৃষ্ঠার এই প্রতিবেদন গত মার্চে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছি। তিনি ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন।

বিতর্কিত এই ইসলাম-বিদ্বেষী আরও বলেন, তদন্তে আমরা ধর্মান্ধ গোষ্ঠীর দুর্নীতির প্রমাণ পেয়েছি। তারা মানি লন্ডারিং করেছে। জামায়াত ও ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীকে জঙ্গিবাদ ছড়াতে অর্থায়ন করা হচ্ছে। সেই দুর্নীতির তথ্য দিলাম। তাদেরকে বাড়তে দেওয়া যায় না।

যুদ্ধাপরাধী হিসেবে ফাঁসানোর হুমকি দিয়ে চাঁদা চাওয়া ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, আমরা এক হাজার মাদ্রাসা ও ওয়াজকারীদের ওপর তদন্ত করেছি, শ্বেতপত্রে বিস্তারিত আছে। সাম্প্রদায়িক গোষ্ঠী ও হেফাজতের কর্মকাণ্ড উঠে এসেছে। তাদের অর্থনৈতিক জবাবদিহিতার আওতায় আনা হবে বলে আমাদের প্রত্যাশা।

তবে এদিন হাজির হন নি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীকে মুরগী সাপ্লাই দেয়া ঘাদানিকের নেতা শাহরিয়ার কবীর।

তার স্থলে ঘাদানিকের সাধারণ সম্পাদক ও তথাকথিত গণকমিশনের সমন্বয়ক কাজী মুকুল বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠীর অর্থনৈতিক অপরাধগুলো আমলে নিতে এই রিপোর্টে বলা আছে। দুদকে আসার কারণ একটাই।

ভারতীয় দালালদের দেওয়া ১১৬ জনের তালিকা প্রকাশের প্রতিক্রিয়ায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস বলেন, যিনি এই তালিকা প্রকাশ করেছেন তিনি নিজেই প্রশ্নবিদ্ধ। কিন্তু আমরা তাকে বিব্রত করি না। এগুলো করলে দেশে অশান্তি হবে, শান্তি শৃঙ্খলা নষ্ট হবে।

হেফাজতের এই নেতা বলেন, যারা উস্কানিমূলক কর্মকাণ্ড করছে, সরকার যেন তাদের শক্ত হাতে প্রতিকার করে।

তালিকায় যাদের নাম:
দুদকের কাছে দেওয়া ১১৬ ওয়ায়েজীন হুজুরের যে তালিকা প্রকাশ করা হয়েছে তারা হলেন,

১. মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী,
২. মাওলানা সাজিদুর রহমান,
৩. মুফতি রেজাউল করিম,
৪. মুফতি সৈয়দ ফয়জুল করিম,
৫. মাওলানা খোরশেদ আলম কাসেমী,
৬. মাওলানা আবুল কালাম আজাদ (বাশার),
৭. মাওলানা জুনায়েদ আল হাবিব,
৮. মুফতি দিলওয়ার হোসাইন সাইফী,
৯. মাওলানা সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরী,
১০. মাওলানা মাহমুদুল হাসান ভূজপুরী,
১১. মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী,
১২. মাওলানা মুহিব খান,
১৩. মুফতি সাঈদ আহমদ কলরব,
১৪. মুফতি দিলাওয়ার হোসাইন,
১৫. মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী,
১৬. মাওলানা আব্দুর রহিম বিপ্লবী,
১৭. মাওলানা আরিফ বিল্লাহ,
১৮. মাওলানা বজলুর রশিদ,
১৯. মুফতি নাজিবুল্লাহ আফসারী,
২০. মাওলানা ওয়াসেক বিল্লাহ নোমানী,
২১. মুফতি নূর হোসেন নুরানী,
২২. মুফতি কাজী ইব্রাহিম,
২৩. মাওলানা গোলাম রাব্বানী,
২৪. মাওলানা মুজাফফর বিন মহসিন,
২৫. মাওলানা মোস্তফা মাহবুবুল আলম,
২৬. মাওলানা মাহমুদুল হাসান গুনবি,
২৭. মাওলানা শায়েখ সিফাত হাসান,
২৮. মাওলানা মোহাম্মদ রাকিব ইবনে সিরাজ,
২৯. মাওলানা ফয়সাল আহমদ হেলাল,
৩০. মাওলানা মতিউর রহমান মাদানী,
৩১. মাওলানা মুজিবুর রহমান,
৩২. মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী,
৩৩. মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীকী,
৩৪. মাওলানা আজিজুল ইসলাম জালালী,
৩৫. মাওলানা মেরাজুল হক কাসেমী,
৩৬. মুফতি মুহসিনুল করিম,
৩৭. মাওলানা আব্দুল বাসেত খান,
৩৮. মাওলানা আবদুল খালেক সাহেব শরিয়তপুরী,
৩৯. মুফতি মাহমুদ উল্লাহ আতিকী,
৪০. মুফতি উসমান গণি মুছাপুরী,
৪১. মাওলানা আবু নাঈম মুহাম্মাদ তানভীর,
৪২. মুফতি শিহাবুদ্দীন,
৪৩. মুফতি মুসতাঈন বিল্লাহ আল-উসওয়ায়ী,
৪৪. মাওলানা আশরাফ আলী হরষপুরী,
৪৫. মাওলানা জাকারিয়া,
৪৬. মুফতি আমজাদ হোসাইন আশরাফী,
৪৭. মুফতি আনোয়ার হোসাইন চিশতী,
৪৮. মাওলানা আতিকুল্লাহ,
৪৯. মাওলানা বশির আহমদ,
৫০. মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী,
৫১. মাওলানা রিজওয়ান রফিকী,
৫২. মাওলানা আবরারুল হক হাতেমী,
৫৩. মাওলানা রাফি বিন মুনির,
৫৪. মাওলানা আনোয়ারুল ইসলাম জাবেরী,
৫৫. মাওলানা মোতাসিম বিল্লাহ আতিকী,
৫৬. মুফতি শেখ হামিদুর রহমান সাইফী,
৫৭. মাওলানা আজহারুল ইসলাম আজমী,
৫৮. মাওলানা কামাল উদ্দিন দায়েমী,
৫৯. মাওলানা কামাল উদ্দিন কাসেমী,
৬০. মাওলানা মুফতি রুহুল আমিন নুরী,
৬১. মাওলানা মাজহারুল ইসলাম মাজহারী,
৬২. মাওলানা মাহমুদুল হাসান ফেরদাউস,
৬৩. মুফতি এহসানুল হক জিলানী,
৬৪. মাওলানা মাহবুবুর রহমান জিহাদি,
৬৫. মুফতি আব্দুল হক,
৬৬. মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী,
৬৭. মাওলানা ইসমাঈল বুখারী,
৬৮. মাওলানা জয়নুল আবেদীন হাবিবী,
৬৯. মাওলানা ইউসুফ বিন এনাম,
৭০. মাওলানা শাববীর আহমদ উসমানী,
৭১. মুফতি জাহিদুল ইসলাম যায়েদ,
৭২. মাওলানা আব্দুল কাইয়ুম জামী,
৭৩. মাওলানা আবুল কালাম আজাদ,
৭৪. মাওলানা ইসমাইল হোসাইন,
৭৫. মুফতি আব্দুর রহিম হেলালী,
৭৬. মুফতি ওমর ফারুক যুক্তিবাদী,
৭৭. মাওলানা মুশাহিদ আহমদ উজিরপুরী,
৭৮. মাওলানা কাজিম উদ্দীন (অন্ধ হাফেজ),
৭৯. মাওলানা ফেরদাউসুর রহমান,
৮০. মুফতি হারুনুর রশিদ,
৮১. মাওলানা আবুল কাসেম,
৮২. মুফতি ওয়ালী উল্লাহ,
৮৩. মাওলানা আবু নাঈম মুহাম্মাদ তানভীর,
৮৪. মাওলানা জাকারিয়া নাটোর,
৮৫. মাওলানা আবুল হাসান (সাদী),
৮৬. মুফতি রুহুল আমিন নুরী,
৮৭. মুফতি মামুনুর রশিদ কামালী,
৮৮. মাওলানা আবদুল কালাম আজাদ,
৮৯. মাওলানা ডা. সিরাজুল ইসলাম সিরাজী (নওমুসলিম),
৯০. মাওলানা শামসুল হক যশোরী (নওমুসলিম),
৯১. মুফতি হাবিবুর রহমান মিসবাহ,
৯২. মাওলানা মুফতি ওলিউল্লাহ,
৯৩. মাওলানা বেলাল হুসাইন ফারুকী,
৯৪. মুফতি ওমর ফারুক যুক্তিবাদী,
৯৫. মাওলানা আমির হামজা,
৯৬. মাওলানা মিজানুর রহমান আযহারী,
৯৭. মাওলানা তারেক মনোয়ার,
৯৮. মাওলানা আব্দুল হালিম বোখারী,
৯৯. মাওলানা আতাউল্লাহ হাদেমী,
১০০. মাওলানা আফম খালিদ হোসেন,
১০১. মাওলানা মামুনুল হক,
১০২. মুজিবুর রহমান হামিদী,
১০৩. মাওলানা মুশতাকুন্নবী,
১০৪. মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী,
১০৫. মাওলানা কুতুব উদ্দীন নানুপুরী,
১০৬. মাওলানা বেলাল উদ্দীন,
১০৭. মাওলানা রফিকুল ইসলাম মাদানী,
১০৮. মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী,
১০৯. মাওলানা আবুল কালাম বয়ানী,
১১০. মাওলানা রফিকুল্লাহ আফসারী,
১১১. মাওলানা আব্দুল্লাহ আল-আমিন,
১১২. মাওলানা মোয়াজ্জেম হোসাইন সাইফী,
১১৩. মাওলানা আলাউদ্দীন জিহাদি,
১১৪. মাওলানা আবু বকর মোহাম্মদ জাকারিয়া,
১১৫. জৈনপুরী সিলসিলার মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী,
১১৬. মাওলানা মাহবুবুর রহমান জৈনপুরী প্রমুখ।

জামিন পেলেন বিএনপি নেতা ইশরাকবিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে...
12/04/2022

জামিন পেলেন বিএনপি নেতা ইশরাক

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিল থানায় নাশকতার মামলায় তার জামিন মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্টেট তোফাজ্জল হোসেনের আদালত।

ইশরাকের আইনজীবী এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার মানবজমিনকে বলেন, মতিঝিল থানার মামলায় ইশরাককে জামিন দিয়েছে সিএমএম আদালত। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় মুক্তি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

উল্লেখ্য, গত ৬ই এপ্রিল রাজধানীর মতিঝিল এলাকায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা লিফলেট বিতরণ কর্মসূচি থেকে ইশরাককে আটক করে পুলিশ। পরে গাড়ি পোড়ানোর পুরনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।🤓

Address

Wirlesgate, Mohakhali
Dhaka
1212

Telephone

+8801836284870

Website

Alerts

Be the first to know and let us send you an email when বার্তা বাহক।২৪। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বার্তা বাহক।২৪।:

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Dhaka

Show All

You may also like