Mayajal

Mayajal ভাইরাল সব নিউজ পেতে লাইক দিয়ে আমাদের ভাইরাল সব নিউজ পেতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ

হৃদরোগ হাসপাতালের CCU তে ভর্তি মা, ঔষধ ও পরীক্ষা করতে বারবার বাইরে যেতে হচ্ছে, যতবার ভিতরে ঢুকতে হচ্ছে ততবারই আনসার সদস্...
27/09/2023

হৃদরোগ হাসপাতালের CCU তে ভর্তি মা, ঔষধ ও পরীক্ষা করতে বারবার বাইরে যেতে হচ্ছে, যতবার ভিতরে ঢুকতে হচ্ছে ততবারই আনসার সদস্যকে ৫০/১০০ টাকা ঘু ষ দিতে হচ্ছে, মায়ের অবস্থা সংকটাপন্ন, ডাক্তার জরুরী রক্ত দিতে বললেন, রক্ত কিনে CCU তে ঢুকবো আনসার ৫০ টাকার জন্য আটকে দিলেন, বললাম সকাল থেকে ৩ বার দিয়েছি এখন টাকা নাই, শুনেই #মারধর শুরু করে দিলো, বাঁশি বাজিয়ে আরো আনসার ডেকে এনে এক আতংক সৃষ্টি করে ফেললো, আমাকে বাঁচাতে এসে বাবা, বড়ভাই, বোন ও খালাও #গণপিটুনি খেলো, ঔদিকে রক্তের অভাবে মায়ের অবস্থা খারাপ হচ্ছে এদিকে আনসাররা আমাদের #মেরে বাথরুমে আটকে রেখেছে, কিছুক্ষণ পরে শুনলাম মা মারা গেছে...

মায়ের জানাযা দাফন রেখে এখন আমি পঙ্গু হাসপাতালে ভর্তি...

22/09/2023
20/09/2023
19/09/2023
12/09/2023

2 মিনিটে প্লেটে কে কত টাকা তুলতে পারলো

10/09/2023
• Today's the best Photo 🌿🥰•🔴 Beautiful
09/09/2023

• Today's the best Photo 🌿🥰

•🔴 Beautiful




























08/09/2023
02/09/2023
31/08/2023
 #সাকিব আল হাসান গোটা বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। যার জনপ্রিয়তা আকাশচুম্বীএটা শুধু একটা গ্রামের দৃশ্য তাহলে চিন্তা করেন ...
28/08/2023

#সাকিব আল হাসান গোটা বাংলাদেশের সবচেয়ে বড় তারকা।
যার জনপ্রিয়তা আকাশচুম্বী
এটা শুধু একটা গ্রামের দৃশ্য তাহলে
চিন্তা করেন পুরো দেশে কি অবস্থা!

24/08/2023

আমাদের নতুন ব্লক ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামত টা জানাবেন

১৮+ বা ১৮- সবারই গল্পটা পড়া উচিৎমাঝ রাতে যখন বউয়ের আদর পেতে মন চাইছে, বউ তখন ঘুমে বিভোর। কি করি ডাকবো? ওর ঘুমটা ভাঙাবো? ...
24/08/2023

১৮+ বা ১৮- সবারই গল্পটা পড়া উচিৎ

মাঝ রাতে যখন বউয়ের আদর পেতে মন চাইছে, বউ তখন ঘুমে বিভোর। কি করি ডাকবো? ওর ঘুমটা ভাঙাবো?
কিন্তু আমার যে খুব মন চাইছে, না ডেকে ওকে চুমু দিয়ে আমি হালকা আদর করতে লাগলাম, খেয়াল করলাম ও একটু নড়ে উঠছে মানে ওর ঘুমটাও পাতলা হয়ে গেছে,
আমি আদরের মাত্রা আর একটু বাড়ায় দিলাম, নতুন বিয়ে করেছি আদর ছাড়া কি থাকা যায়। বউ (শশী) ঘুম ঘুম চোখে, কি হয়েছে আমি ঘুমাচ্ছিতো।

আমার নামম নিরব, আমি বললাম পড়ে ঘুমিও আগে আদর দাও, আমার খুব মন চাইছে।

শশীঃ হুম।

নিরবঃ ও হুম বলাতে, আমি ওর গায়ের উপর উঠে পড়লাম।

শশীঃ আরে আরে কি করছেন?

নিরবঃ কি করছি মানে, তুমিই তো বললে হুম তাই তো করছি।

শশীঃ সব কিছুতেই আপনার তাড়াহুড়া বেশি।

নিরবঃ কি তারাহুড়া করলাম, আর শোন আমায় তুমি করে বলবা, তোমার মুখে মুখে আপনি ডাক ভালো লাগে না, পর পর মনে হয়।
আমি এখন কিছু শুনবো না, ঘুম ভেঙেছে আদর নেবো।

শশীঃ হুম বলেছি তো দেবো। আগে মাঝ রাতে ঘুম ভাঙলো একটু আল্লাহর শুকুর করি, সুবাহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, ইয়া আর হামার রাহিমিন।

নিরবঃ হয়েছে, শেষ, এবার আসো শুরু করি।

শশীঃ হুম কিন্তু তার আগে দোয়া পড়তে হবে, আমার সাথে পড়ো।

নিরবঃ আদর করবো তাতে আবার দোয়া, কি শুরু করলে মাঝ রাতে আদর চেয়েছি তাই এতো বাহানা করছো?

শশীঃ না বর মশাই। যে কোন কাজ আল্লাহর নামেই শুরু করতে হয়, সব কিছুরই আলাদা আলাদা দোয়া আছে তা না পারলে অন্তত বিসমিল্লাহ বলে সব করতে হয়।

তাছাড়া সহবাসের সময় দোয়া না পড়লে, দুজনার মাঝখানে শয়তান প্রবেশ করে মজা নেয়, আর সে মিলনটাকে অবিত্র করে দেয়, তখন যে সন্তান গর্ভে আসে সে সন্তান কখনও ঈমানদার হয় না।
জেনে শুনে এ ভূল কেন করবো?
যে সম্পর্কটা জান্নাত থেকে এসেছে, যে সম্পর্ক টা পবিত্র তাকে পবিত্র রাখাই তো উচিৎ।
আসুন আমার সাথে দোয়া পড়ুন তারপর শুরু করুনঃ
""বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়তনা ওয়া জান্নিবিশ শায়তনা মা রাজাকতানা""

নিরবঃ কখন থেকে মন চাইছিলো, বিয়ে করেই যেন আদর পাগলা হয়ে গেছি, তোমার আদর না পেলে ঘুমই আসতে চায় না, কেমন লাগছে??

শশীঃ হুম ভালো,

নিরবঃ কষ্ট হচ্ছে নাতো।

শশীঃ একটু লজ্জা পেয়ে ধ্যাত, এতে আবার কষ্ট হয় নাকি।

নিরবঃ ওকে তাহলে গাড়ি চলতে থাক।

শশীঃ মানে কি হুম, সারারাত চলবে নাকি।

নিরবঃ তুমি চাইলে চলতেই পারে।
শশী কিছু না বলে হেসে দিয়ে, আমায় শক্ত করে জড়িয়ে ধরলো।
কিছুক্ষন পর সেই তৃপ্তি মিললো, আহ শান্তি। আমি এখন ঘুমাই।

শশীঃ কি, কোন ঘুম চলবে না এখন।

নিরবঃ কেন আরও চাই? আর পারবো না এখন, তাইলে সকালে।

শশীঃ আদর ছাড়া আর কোন ভালো কথা নাই, আমি বলেছি যে আমার চাই।
যাও উঠে গোসল করো, দুজন তাহাজ্জুদ পড়বো।

নিরবঃ কি বলো তুমি, এখন গোসল করলে ঘুম পালিয়ে যাবে এ শাস্তি দিও না। তুমি যাও না তুমি পড়ো, আমি ঘুমাই।

শশীঃ আমার কথা না শুনলে আমি কিন্তু পানি এনে মাথায় ঠেলে দেবো!!!

নিরবঃ ধুর কি বউরে বাবা, ভালো লাগে না। মাঝ রাতে আদর চেয়ে যেন বিপদে পড়েছি বলে উঠে চলে গেলাম ওয়াসরুমে।
এসে তাহাজ্জুদ পড়লাম দুজনে, ঘুমাতে যাবো ওমনি ফজরের আজান। জানি ঘুমাতে দেবে না এখন তাই আজান শেষ করার অপেক্ষায় না থেকে, ফজর ও পড়া শুরু করলাম।
ঘুমাতে যাবো তখন বউ এখনই ঘুমাতে হবে ১০টা মিনিট তো একটু তেলাওয়াত করা যায়।

নিরবঃ দেখো সকালে আমাকে অফিস যেতে হবে এখন ঘুমাবো আর কিছু বলো না।

শশীঃ বেশ ফজরের নামাজের পর কিছু দোয়া ও আমল থাকে সেগুলো একটু পড়ো, আমি বলছি আমার সাথে পড়ো।
ওতো কিছু না হোক "আয়াতুল কুরসি" আর সূরা হাশরের শেষ ৩ আয়াতটা পড়ো।

নিরবঃ আমি ঘুম ৮ টার আগে আমার সাথে কোন কথা বলবা না।

শশীঃ হুম বুঝেছি এক সাথে হবে না, ধীরে ধীরে করাতে হবে। আমি ছোট ছোট দোয়া ও আমল গুলো করে সূরা ওয়াকিয়াহ ও আর রহমান পড়ে এবার আমিও ঘুমাতে গেলাম। ৭:৩০ টায় উঠে ওর জন্য ব্রেক ফাস্ট বানাতে গেলাম। ৮ টার এলার্ম বাজলে নিরবকে ডাকতে এলে ও আমায় টেনে বিছানায় নিয়ে গেলো, আমি কি হচ্ছে এটা সকাল সকাল।
ঘুম থেকে যে জাগতে পেরেছো তার শুকুর না করে দুষ্টুমি করছো।
ঘুম থেকে ওঠার দোয়া বলো?

নিরবঃ পারতাম চর্চা না করতে করতে ভূলে গেছি।

শশীঃ আমার সাথে বলো ""আলহামদু লিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলায়হিন নুশুর""

যাও এবার ফ্রেশ হও খাবার দিচ্ছি
নিরব এসেই খেতে যাবে আমি হাত ধরে বসলাম

নিরবঃ কি হাত ধরলে যে খাওয়ায় দেবে?

শশীঃ জ্বী না। খাবার সামনে আসার দোয়া নাই পড়লে অনন্ত খাওয়ার আগে তো ""বিসমিল্লাহি আলা বরকাতুল্লাহ"" ও খাওয়া শেষে আলহামদুলিল্লাহ পড়বে।

নিরবঃ সরি শোনা, আসলে আমি সবই পারতাম চর্চা না করে করে সব দোয়া ভূলে গেছি। তুমি শিখিয়ে দিও আবার আমি শিখে নেবো।

শশীঃ হুম তাই তো দিতে হচ্ছে।

নিরবঃ আচ্ছা তাহলে আসি সাবধানে থেকো বলেই কপালে একটা চুমু দিয়ে চলে যাবো তখনই শশী হাত ধরে বসলো, আমি বললাম কি হয়েছে শোনা কিছু বলবে?

শশীঃ ঘর থেকে বের হবার সময় "আয়তুল কুরসি" ও "বের হবার দোয়া" পড়তে হয়, তাহলে বাইরে কোন বিপদ ঘটলে আল্লাহ তা থেকে হেফাজাত করেন।
পড়ো, ""বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ""।

নিরবঃ আচ্ছা আসি, আল্লাহ হাফেজ।

শশীঃ ফি আমান্নিল্লাহ। ২ টার দিকে নিরব ফোন দিলো।

নিরবঃ কি করো সুইট হার্ট, উম্মমমমমম

শশীঃ আসসালামু আলাইকুম, নামাজ পড়ে উঠলাম, তুমি পড়ছো?

নিরবঃ ওয়ালাইকুম আসসালাম। হুম পড়েছি।
আমাকে আবার সালাম দেওয়া লাগে নাকি।

শশীঃ কোথায় বলা আছে যে সব মানুষকে সালাম দিতে নাই। সালাম অর্থ শান্তি বর্ষিত হওয়া। যখন দুজন ব্যক্তি সালাম আদান প্রদান করে তখন তাদের মাঝে শান্তি বর্ষিত হয়। তাই সব সময় সালাম দিতে হয়ে ছোট বড় সবাইকেই।

নিরবঃ হুম, কি রান্না করছো। আমি আজ তাড়াতাড়ি চলে আসবো।

শশীঃ বলবো না কি রান্না করছি, আচ্ছা আসো সমস্যা নাই। গাড়িতে ওঠার আগে এই দোয়া টা পড়ো ""সুবহানাল্লাজি সাখখারা লানা হা-জা ওয়ামা কুননা লাহু মুক্বরিনীন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনক্ববালিবুন""

নৌ চলাচলের সময় ""বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লা গাফূরুর রাহীম""
রাখছি আল্লাহ হাফেজ।

বিকাল ৫টায় নিরব এসে কনিঙ্বেল দিচ্ছে,

শশীঃ কে?

নিরবঃ প্রিয়তমা আমি গো।

শশীঃ আসসালামু আলাইকুম।
নিরব উত্তর দিয়ে ঘরে ঠুকবে। আমি দাড়াও

নিরবঃ কি হয়েছে, ঠুকতে দাও টায়ার্ড আমি।

শশীঃ ঘরে ঠোকার দোয়া পড়""আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাল মাউলাজি, ওয়া খাইরাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালআজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়ালা রাব্বানা তাওয়াক্কালনা"" নিরব ঘরে ঠুকলো।

দরজায় নক করে প্রিয়তমা বলে ডাক না দিয়ে সালাম দিলেই তো হয়।

নিরবঃ হুম ঠিকাছে প্রিয়তমা যাই ফ্রেশ হয়ে আসি। বাথরুমে ঠুকতে যাবো শশী সামনে, দোয়া পড়ো ""আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবশি ওয়াল খাবাইস""।

আর বের হবার সময় পড়বা ""গুফরানাকা""

নিরবঃ ঠিকাছে, যাও কিছু খেতে দাও।
বাইরে এসে দেখি প্রিয়তমা খাবার রেডি করে রাখছে, খেতে যাবো তখনই

শশীঃ না নেবে না, আমার এখনো গুছানো হয় নি যাও আসরের নামাজ পড়ে নাও আমি বেলকুনিতে নিয়ে আসছি সব।

নিরবঃ আহ গরম গরম ভেলপুরি সে যে কি টেস্ট, সাথে সুজির রসভরি। কোনটা রেখে কোনটা খাই। দুজন মিলে খাচ্ছি আর মজা করছি। সন্ধা হয়ে এলো আজান দিচ্ছে আমি মসজিদে চলে গেলাম। বাসায় এসে শুনছি শশী তেলাওয়াত করছে, ও আসলে সুন্দর তেলাওয়াত করে। জীবনে হয়ত কোন এক ভালো কাজ করছিলাম যার জন্য আল্লাহ এতো ভালো একটা জীবন সঙ্গি পেলাম। পরকালেও যেন আল্লাহ ওকেই আমার জন্য রাখে।

আমি বসে আছি খাটে শশী তখন দোয়া পড়ছে যে সব আমল ও সব সময় করে সেসবই। সব শেষে মোনাজাত ধরলো, অনেকটা সময় পর মোনাজাত শেষ করে আমার পাশে এসে বসলো। আমার গায়ে একটা ফু দিয়ে আমায় জড়িয়ে ধরলো।

আমি কি ব্যাপার আমায় ফু দিলা কেন, বশ করার দোয়া টোয়া জানো নাকি আমায় বস করলে যাতে আর কোন বিয়ে না করি।

শশীঃ যাহ ফাজিল ছেলে একটা। বশ করবো কেন তুমি তো আর ছোট ছোট দোয়া গুলো আমল করো না, যে গুলো ফজর ও মাগরিব নামাজের পর পড়তে হয় তাই তোমায় ফু দিলাম যাতে আমার দোয়াতে তোমারও কাজ হয়।

নিরবঃ হুম বুঝলাম তা এতো সময় মোনাজাতে এতো কি দোয়া পড়ছিলে শুনি?

শশীঃ আল্লাহকে বলছিলাম, যাতে জান্নাতে দুজন দুজনার সাথী হতে পারি সেভাবে যেন দুজনকে আমলদার বানিয়ে দেন। আমার আগে তোমাকে যেন পৃথিবী থেকে না নিয়ে যান। যেন দুজনকেই এক সাথে নিয়ে যান বা আমাকে আগে, আর বাবা -মা, পরিবারের অন্য সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে, যত পরিজন কবরে শুয়ে সবার যেন কবরের আযাব মাফ হয়ে যায় এরকম সবার জন্য দোয়া করছিলাম।

নিরবঃ কথা গুলো যেন মন ছুয়ে গেলো, কত কিছু নিয়ে ভাবে ও। আমি তোমাকে জান্নাতে আমার পাশে চাই বলে জড়িয়ে ধরলাম শশীকে।

রাত হলো, এসার আজান হলো আমি মসজিদে চলে গেলাম নামাজ শেষে শশীর মতই বললাম। আরও বললাম আল্লাহ আমরা দুজন কেউ কাউকে ছাড়া থাকতে পারি না, আমাদের কখনও আলাদা করে দিও না, একা করে দিও না। মৃত্যু যখন দিবা দুজনকে এক সাথেই দিও। দুজনকে এক সাথে জান্নাতের সাথী করে দিও।

বাড়ি ফিরে দেখি শশী খাবার রেডি করে রাখছে, খেতে বসলাম শশীকে বললাম স্ত্রীকে খাওইয়ে দেওয়া নবীর সুন্নাত আজ তোমাকে আমি খাওইয়ে দেবো। শশী একটা মন জুড়ানো মিষ্টি হাসি দিলো।

খাওয়া শেষে ব্রাশ করে, ওযু করে দুজনে বিছানায় চলে গেলাম।
শশীঃ ঘুমাবার আগে কিছু আমল আছে, যেগুলো পড়ে ঘুমালে দুষ্টু জ্বীন বা শয়তান ঘুমের মধ্যে আক্রমন বা বিরক্ত করতে পারে না।

প্রথমে "আয়াতুল কুরসি" পড়ো, তারপর সূরা ফাতিহা একবার ও ইখলাস তিন বার পড়ো, সূরা নাস ও ফালাক পড়ো, দুরুদ পড়ো, তওবা পড়ো। মনে করে এ ঘুম থেকে তুমি আর কোনদিন জীবত হয়ে উঠবে না, সে ভাবে আর যেসব দোয়া পড়তে মন চায় সেগুলো পড়ো।
সাথে সূরা মূলক পড়ো নিয়মিত ঘুমানোর আগে এই সূরা পড়লে কবরে শাস্তি মওকুফ হয়।

সব শেষ ঘুমের দোয়া পড়ো ""আল্লাহুম্মা বিইসমিকা আ'মুতু ওয়া আহ ইয়া""

এবার উত্তর দিকে মাথা দিয়ে, ডান কাত হয়ে হাতের নিচে মাথা রেখে, দু পা এক করে আরবি 'হা' ও 'মীম' এর মত আকার নিয়ে মুদ্দার এর মত ঘুমিয়ে যাও।

দুজনেই এভাবে ঘুমিয়ে গেলো, বেশ কিছুদিন পর এসব আমল দুজানার দৈনিক রুটিন হয়ে গেলো। দুজনেই অনেক আমলদার হয়ে গেলো।
ঠিক একইভাবে তারা আবারও ঘুমিয়ে গেলো কিন্তু সকাল বেলা আর ঘুম থেকে জাগলো না দুজনই।
কিছু পড়ে মাইকে ঘোষনা হলো তারা মৃত।

বাড়ি ভরে গেলো মানুষের কলরবে, কেঁদেই চলেছে প্রিয়জনরা সবে।

গোসল করানো হলো, জানাযা পড়ানো হলো, সবশেষে পাশাপাশি কবরে দুজনকে দাফন করা হলো। সবাই যে যার মত চলে গেলো।

অন্ধকার কবরে দুজন দু কক্ষে শুয়ে, হঠাৎ কবরে একটা সুড়ঙ্গ পথ তৈরি হলো, দুজনকে জাগ্রত করে সে পথ ধরে এক সাথে জান্নাতে পাঠানো হলো।

তাদের অধিক আমলে আল্লাহ খুশি হয়ে তাদের কবরের আযাব মাফ করে জান্নাতবাসি করে দিলেন। আলহামদুলিল্লাহ

গল্পটা যদি নিজের জীবনে বাস্তবায়ন হতো কতো ভালোই না লাগতো, যদি মৃত্যু পরবর্তি জীবনে কোন শাস্তিই না হতো!!!

আল্লাহ তার সকল বান্দাকে আমলদার বানিয়ে দিক, সঠিক পথে চলার তৌফিক দিন।

সমাপ্ত

গল্প লেখক : Sk

গল্পের মাধ্যমে কিছু দোয়া জানানোর চেষ্টা করলাম, সবাই সে গুলো দৈনিক রুটিন করার চেষ্টা করবেন।

ভূল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন
মায়া- mayajal

Today's Best Photo❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️                #স্বাধীন_নিউজ          ❤️ ❤️
21/08/2023

Today's Best Photo❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️












#স্বাধীন_নিউজ







❤️ ❤️

মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব ইন্তেকাল করেছেন. ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন.
14/08/2023

মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব ইন্তেকাল করেছেন. ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন.

10/08/2023
05/08/2023
03/08/2023
28/07/2023
😄😄😄😄😄😁😁😁😁
28/07/2023

😄😄😄😄😄😁😁😁😁

 #কিগনীএই ঘরটার মধ্যে কি করা হতো চিনতে পারলে একটা করে ডায়লগ দিয়ে যান 😁😄😄
28/07/2023

#কিগনী

এই ঘরটার মধ্যে কি করা হতো চিনতে পারলে একটা করে ডায়লগ দিয়ে যান 😁😄😄

Bah.....
24/12/2022

Bah.....

কাতার বিশ্বকাপের ফাইনালে যখন শিরোপা নিয়ে উদ্‌যাপন করবেন মেসি, তার আগে মেসির গায়ে একটি পোশাক পরিয়ে দেন কাতারের আমির শেখ ত...
23/12/2022

কাতার বিশ্বকাপের ফাইনালে যখন শিরোপা নিয়ে উদ্‌যাপন করবেন মেসি, তার আগে মেসির গায়ে একটি পোশাক পরিয়ে দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। যার নাম 'বিশত'

মেসির-সেই-বিশত-কিনতে-১০-কোটি-টাকার-প্রস্তাব
--------------------------------------------------------------------------

বিশ্বকাপ সঙ্গে নিতে না পারলেও ঠিকি ফুটবল ভক্তদের ভালোবাসা জয় করে নিজ দেশে ফিরেছে মরোক্কো টিম। তাদের বরণেও ছিলো ছাদ খোলা ...
22/12/2022

বিশ্বকাপ সঙ্গে নিতে না পারলেও ঠিকি ফুটবল ভক্তদের ভালোবাসা জয় করে নিজ দেশে ফিরেছে মরোক্কো টিম। তাদের বরণেও ছিলো ছাদ খোলা বাস। ❤️

Respect for   এটাকে বলে সত্যিকার প্রতিদান! বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি অকুণ্ঠ সমর্থনের প্রতিদান হিসে...
22/12/2022

Respect for

এটাকে বলে সত্যিকার প্রতিদান! বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি অকুণ্ঠ সমর্থনের প্রতিদান হিসেবে এখন আর্জেন্টিনার বিভিন্ন শহরে শহরে উড়ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা।

আজ মেসির হোমটাউন রোসারিওতে মাঝ আকাশে একটি হেলিকপ্টার থেকে মেসির এই জার্সীটি ওড়ানো হয়েছে! 🇦🇷🐐🚁অসাধারণ একটি মুহূর্ত! 💕
21/12/2022

আজ মেসির হোমটাউন রোসারিওতে মাঝ আকাশে একটি হেলিকপ্টার থেকে মেসির এই জার্সীটি ওড়ানো হয়েছে! 🇦🇷🐐🚁

অসাধারণ একটি মুহূর্ত! 💕

কিশোরগঞ্জে আর্জেন্টিনাকে হারাতে কবিরাজ ডাকলেন ব্রাজিল সমর্থকরা!🙂© Un known
20/12/2022

কিশোরগঞ্জে আর্জেন্টিনাকে হারাতে কবিরাজ ডাকলেন ব্রাজিল সমর্থকরা!🙂
© Un known

আর্জেন্টিনার টিভি চ্যানেলের স্পোর্টস সাংবাদিক ইতিমধ্যেই  বাংলাদেশে চলে আসছে। তারা বলেছিল আর্জেন্টিনা ফাইনালে গেলে বাংলাদ...
18/12/2022

আর্জেন্টিনার টিভি চ্যানেলের স্পোর্টস সাংবাদিক ইতিমধ্যেই বাংলাদেশে চলে আসছে। তারা বলেছিল আর্জেন্টিনা ফাইনালে গেলে বাংলাদেশের আনন্দ উল্লাস খেলা দেখার মুহূর্ত তাদের আর্জেন্টিনায় টিভি চ্যানেলে তুলে ধরবে।🇦🇷💙🇧🇩

অলরেডি তারা কার্যক্রম শুরু করে দিয়েছে।🙂

আহ্! পর্দা!'পা কাটবেন কাটেন,কিন্তু আমার নিকাব খুলবেন না দয়া করে'।আজ সকালের তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে সাড়ে ৯ মাইল নামক স্থ...
17/12/2022

আহ্! পর্দা!

'পা কাটবেন কাটেন,কিন্তু আমার নিকাব খুলবেন না দয়া করে'।

আজ সকালের তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে সাড়ে ৯ মাইল নামক স্থানে বিআরটিসি ও একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়!!
আহতদের অবস্থা খুবই আশঙ্কাজনক।
আহতদের মধ্যে লোকাল বাসটাতে একজন মাদরাসা পড়ুয়া বোন ছিল,
বোনটির বয়স ১৭ বা ১৮ বছরের মতো হবে আনুমানিক।
লোকাল বাসটি দুমড়ে-মুচড়ে যাওয়াতে বোনটির পা দুটি বাসের সাথে চাপা পড়ে আটকে যায় বিধায় পা দুটি বের করা যাচ্ছিল না।
ফায়ার সার্ভিসের কর্মীরা মেয়েটির গোড়ালি কেটে তাকে উদ্ধার করে।
মেয়েটি বারবার বলতেছিলো 'পা কাটবেন কাটেন,কিন্তু আমার নিকাব খুলবেন না দয়া করে'।
কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা তার পরিচয় নিশ্চিতকরণ করতে একজন তার মুখ থেকে নিকাবটা সরিয়ে ফেলে।
মেয়েটি তখন - " এর জবাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে"....
এই কথা বলে মেয়েটি অজ্ঞান হয়ে যায়।
আহ! 😥😭

এমন মেয়ে এখনো দুনিয়াতে আছে😥💔❤️

এরপরেও কত শত অজুহাত বেপর্দা থাকার..

13/12/2022

‘ #মেসি #বিশ্বকাপ জিতবে, এরই মধ্যে লেখা হয়ে গেছে’...!

 #আলহামদুলিল্লাহ আগামী ২০২৪ সাল থেকে পবিত্র হজ্ব পালনের জন্য ১৮ তলা বিশিষ্ট সমুদ্র জাহাজে করে পবিত্র হজ্ব পালনের জন্য সৌ...
12/12/2022

#আলহামদুলিল্লাহ
আগামী ২০২৪ সাল থেকে পবিত্র হজ্ব পালনের জন্য ১৮ তলা বিশিষ্ট সমুদ্র জাহাজে করে পবিত্র হজ্ব পালনের জন্য সৌদি আরবের মক্কা শরীফ যেতে পারবে বাংলাদেশী হজ্ব যাত্রীরা।

বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে এলাকা থেকে মোটরসাইকেলের বহর নিয়ে রাজশাহী ঢুকছেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীর...
02/12/2022

বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে এলাকা থেকে মোটরসাইকেলের বহর নিয়ে রাজশাহী ঢুকছেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

রাজধানী শাহবাগ মোড় থেকে রুবিনা আক্তার (৪৫) নামে এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে রাজু ভাস্কর্য হয়ে নীলক্ষেত মোড় পর্যন্ত দেড় কি...
02/12/2022

রাজধানী শাহবাগ মোড় থেকে রুবিনা আক্তার (৪৫) নামে এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে রাজু ভাস্কর্য হয়ে নীলক্ষেত মোড় পর্যন্ত দেড় কিলোমিটার পথ টেনে হিঁচড়ে নিয়ে যায় এক প্রাইভেটকার।

রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন।(ইবনে মাজাহ, হাদিস১০৯৮)।
02/12/2022

রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন,

মুমিনের জন্য জুমার দিন হলো
সাপ্তাহিক ঈদের দিন।

(ইবনে মাজাহ, হাদিস১০৯৮)।

02/12/2022

ইসলামী ব্যাংক থেকে একাই ৩০ হাজার কোটি টাকার ঋণ নিয়েছে এস আলম গ্রুপ।

02/12/2022

উইঘুর মুসলমানদের বিরুদ্ধে চীনের লঙ্ঘন সম্পর্কে কথা বলার কারণে তিনি অ্যাডিডাসের সাথে অংশীদারিত্ব থেকে 22 মিলিয়ন পাউন্ড হারান।
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে ছবির জন্য জার্মান জাতীয় দলে জায়গা হারান তিনি
চীনের মুসলমানদের পাশে দাঁড়াতে তাকে সমর্থন না করার জন্য ক্লাবের সমালোচনা করার পরে তিনি আর্সেনালে তার জায়গা হারিয়েছিলেন।
তিনি অনেক কিছু হারিয়েছেন, কিন্তু তিনি মুসলমানদের মন জয় করেছেন ❤️
মেসুত ওজিল ❤️

02/12/2022
Yes 💪🇧🇩🇦🇷       Congratulations Argentina 🇦🇷সিংহরা সব সময় গর্জন নিয়ে চলে 😎💪। Congratulations Boss Leo Messi
01/12/2022

Yes 💪🇧🇩🇦🇷
Congratulations Argentina 🇦🇷
সিংহরা সব সময় গর্জন নিয়ে চলে 😎💪।
Congratulations Boss Leo Messi

শুকরিয়া গ্রীনলাইন কর্তৃপক্ষকে সঠিক সিদ্ধান্তটি নেয়ার জন্যে।আল্লাহ তা'আলা গ্রীনলাইন পরিবহনের উপর রহম করুন! বারাকাহ দান ...
30/11/2022

শুকরিয়া গ্রীনলাইন কর্তৃপক্ষকে সঠিক সিদ্ধান্তটি নেয়ার জন্যে।

আল্লাহ তা'আলা গ্রীনলাইন পরিবহনের উপর রহম করুন! বারাকাহ দান করুন!

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Mayajal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Dhaka media companies

Show All