Sakhipur News

Sakhipur  News News is Digital online News. keep on our online news like & share.
news will come all update information
(2)

অভিনন্দন সখিপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি:জনাব শওকত সিকদার সা:সম্পাদক:জনাব অনুপম শাহজাহান জয়।শুভ কামনা রইলো
19/12/2021

অভিনন্দন
সখিপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত
সভাপতি:জনাব শওকত সিকদার
সা:সম্পাদক:জনাব অনুপম শাহজাহান জয়।
শুভ কামনা রইলো

18/12/2021
11/11/2021

সখীপুরে ৪ ইউপি নির্বাচন।
===================
কাকড়াজান--আনারস(স্বতন্ত্র)
বহেড়াতৈল--নৌকা
যাদবপুর--নৌকা
বহুরিয়া--মোটরসাইকেল(স্বতন্ত্র)

17/10/2021

ভালোবাসার বন্ধনে সন্তান থাকে মায়ের বাহুডোরে ❤️

17/10/2021

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের ১০ম কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশন আশুলিয়া, বাইপাইলে আয়োজিত অনুষ্টানে অনুষ্টানে বক্তব্য রাখছেন জমঈয়তে উপদেষ্ঠা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত সফল মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

চুরি থামছেই না সখিপুরে...টাঙ্গাইলে সখীপুরে সিধ কেটে এক রাতে ৪ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার কুতুবপুর চারিবাইদা এলাকায়...
16/09/2021

চুরি থামছেই না সখিপুরে...

টাঙ্গাইলে সখীপুরে সিধ কেটে এক রাতে ৪ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার কুতুবপুর চারিবাইদা এলাকায় এ ঘটনা ঘটে।

Help post❣️আমার এক পন্ডিত ভাগ্নে বৃষ্টিতে ভিজে এসে আগেই নাপা খায় যাতে জ্বর না আসে তার মতই আরও হাজারো সাধারণ মানুষের জন্য...
20/08/2021

Help post❣️
আমার এক পন্ডিত ভাগ্নে বৃষ্টিতে ভিজে এসে আগেই নাপা খায় যাতে জ্বর না আসে তার মতই আরও হাজারো সাধারণ মানুষের জন্য দেয়া পোস্ট। পুরোটা পড়বেন
🙂
"ইচ্ছেমাফিক নাপা খেতে নেই"
চেম্বারে রুগী এসেছে ,
আমিঃ জিজ্ঞাসা করলাম, কি সমস্যা??
রুগীঃ স্যার কিডনি ডেমেজ, সেরাম ক্রিয়েটিনিন ১৪
হিমোগ্লোবিন ৮.৪
আমিঃ কবে থেকে সমস্যা??
রুগীঃ স্যার ১ মাস হলো ধরা পরছে।
আমিঃ ধরেই ১৪ হয়ে গেলো কি করে? আগে টের পান নি??
রুগীঃ না স্যার,বুমী ভাব, পা গুলা ফুলা লাগায় ডাক্তার এর কাছে গেলে ডাক্তার সেরাম ক্রিয়েটিনিন লেভেল পরীক্ষা করে দেখে ১৪। এটা দেখে ডাক্তার সাহেব বলছে ডায়লাইসিস করার জন্য।
আমিঃ আচ্ছা আপনি কি কখনো নাপা, নাপা এক্সটা,পেরাসিট্যামল,ব্যাথার ঔষধ অনেক দিন খেয়েছেন??
রুগীঃ জি স্যার, নাপা খাইতাম একটু শরীর খারাপ লাগলেই।
আমিঃ আহ, কি ক্ষতিটাই না করলেন। কে বলছে আপনাকে কথায় কথায় নাপা, নাপা এক্ট্রা খাইতে??
রুগীঃ স্যার, এগুলাতো অনেকেই খায় তাই আমিও খাইতাম।
আমিঃ আমি আমার এইটুকু বয়সে যতো রুগী দেখেছি তার মধ্যে ৭০% কিডনী ডেমেজ এর রুগী, এবং এই সকল কিডনি রুগী গনের মধ্যে ৭০-৮০% হয় কিছু দিন ব্যাথার ঔষধ খেয়েছে, না হয় নাপা, নাপা এক্সট্রা, প্যারাসিটামল খেয়েছে না হয় এলার্জির ঔষধ দীর্ঘ দিন খেয়েছে।
রুগীঃ আগে জানলে কি আর খাইতাম ?? স্যার এই কথা বলার মানুষ পাই নাই, তাই জানতাম ও না।
"সময় থাকতে বুঝলে ভালো, না হয় যখন বুঝবেন অনেক দেরি হয়ে যাবে। সৃষ্টিকর্তা আপনাদের রক্ষা করুন।"
Dr. Syed Golam Gous Ashrafi.
কপি পোস্ট❣

সখিপুর কাচা বাজারে আহত অবস্থায় রাস্তায় এই মেয়েটি কান্নাকাটি করতেছিলসে তার কোন পরিচয় বা কোন কথা বলতে পারতেছেনা, তাই  মেয়ে...
18/08/2021

সখিপুর কাচা বাজারে আহত অবস্থায় রাস্তায় এই মেয়েটি কান্নাকাটি করতেছিল
সে তার কোন পরিচয় বা কোন কথা বলতে পারতেছেনা,
তাই মেয়েটা কে সখিপুর সদর হাসপালে ভর্তি করা হয়েছে
কেউ তাকে যদি চিনেন তবে যোগাযোগ করেন,
বাদল বাদু কমিশনার ৫নং ওয়ার্ড 01816815890
শরিফুল ইসলাম (রাজু) 01766841335

 ানির_উপকারীতা_____একদল জাপানি চিকিৎসক নিশ্চিত করেছেন যে কয়েকটি স্বাস্থ্য সমস্যা সমাধানে গরম পানি ১০০% কার্যকরঃ০১. মাইগ...
27/07/2021

ানির_উপকারীতা_____
একদল জাপানি চিকিৎসক নিশ্চিত করেছেন যে কয়েকটি স্বাস্থ্য সমস্যা সমাধানে গরম পানি ১০০% কার্যকরঃ
০১. মাইগ্রেন
০২. উচ্চ রক্তচাপ
০৩. নিম্ন রক্তচাপ
০৪. জয়েন্ট এর ব্যথা
০৫. হঠাৎ হৃৎস্পন্দন বৃদ্ধি এবং হ্রাস
০৭. কোলেস্টেরলের মাত্রা
০৮. কাশি
০৯. শারীরিক অস্বস্তি
১০. গাটের ব্যথা
১১. হাঁপানি
১২. কাশি
১৩. শিরায় বাধা
১৪. জরায়ু ও মূত্র সম্পর্কিত রোগ
১৫. পেটের সমস্যা
১৬. ক্ষুধার সমস্যা
১৭. মাথা ব্যথা
*কীভাবে গরম পানি পান করবেন?*
নিয়মিত রাত ১০-১১টার মধ্যে ঘুমিয়ে খুব সকালে ঘুম থেকে উঠে খালি পেটে প্রায় ২ গ্লাস গরম পানি পান করতে হবে, প্রথম দিকে ২ গ্লাস পানি পান করতে সক্ষম নাও হতে পারে কেউ তবে আস্তে আস্তে এটি করতে পারবে।
*বিঃদ্রঃ: গরম পানি পান করার পরে ৪৫ মিনিট কোনো কিছুই খাওয়া যাবে না।*
গরম পানি থেরাপি যুক্তি সঙ্গত সময়ের মধ্যে যে সমস্ত স্বাস্থ্য সমস্যাগুলির সমাধান করবে, নিম্নে তা উল্লেখ করা হলো : -
৩০ দিনের মধ্যে ডায়াবেটিস
৩০ দিনের মধ্যে রক্তচাপ
১০ দিনের মধ্যে পেটের সমস্যা
০৯ মাসের মধ্যে সমস্ত ধরণের ক্যান্সার
০৬ মাসের মধ্যে শিরার বাধার সমস্যা
১০ দিনের মধ্যে ক্ষুধা জাতীয় সমস্যা
১০ দিনের মধ্যে জরায়ু এবং এর সম্পর্কিত রোগগুলি
১০ দিনের মধ্যে নাক, কান এবং গলার সমস্যা
১৫ দিনের মধ্যে মহিলাদের সমস্যা
৩০ দিনের মধ্যে হৃদরোগ জাতীয় সমস্যা
০৩ দিনর মধ্যে মাথা ব্যাথা / মাইগ্রেন সমস্যা
০৪ মাসের মধ্যে কোলেস্টেরল সমস্যা
০৯ মাসের মধ্যে মৃগী এবং পক্ষাঘাত সমস্যা
০৪ মাসের মধ্যে হাঁপানি সমস্যা
*ঠান্ডা পানি পান করা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে! যদি অল্প বয়সে ঠাণ্ডা পানি প্রভাবিত না করে, তবে এটি বৃদ্ধ বয়সে ক্ষতি করবেই।*
*ঠান্ডা পানি হার্টের ৪টি শিরা বন্ধ করে দেয় এবং হার্ট অ্যাটাকের কারণ হয়। হার্ট অ্যাটাকের মূল কারণ হ'ল কোল্ড ড্রিঙ্কস।
*এটি লিভারেও সমস্যা তৈরি করে। এটি লিভারের সাথে ফ্যাট আটকে রাখে। লিভার ট্রান্সপ্ল্যান্টের অপেক্ষায় থাকা বেশিরভাগ মানুষ ঠান্ডা পানি পান করার কারণে এর শিকার হয়েছেন।
*ঠান্ডা পানি পেটের অভ্যন্তরীণ দেয়ালকে প্রভাবিত করে। এটি বৃহত অন্ত্রকে প্রভাবিত করে এবং ফলস্বরূপ ক্যান্সারে রুপ নেয়।
*দয়া করে এই তথ্যটি নিজের কাছে রাখবেন না কাউকে বলুন, এটি কারওর জীবন বাঁচাতে পারে।*
সংগ্রহ করা, জাপানি ডাঃ মেনসাহ-আসরে হতে।

লেবু খাওয়ার অসাধারণ ১০টি স্বাস্থ্য উপকারিতা!লেবু খাওয়ার অসাধারণ ১০টি স্বাস্থ্য উপকারিতা!এই গরমে যখন তীব্র দাবদাহে ক্লান্...
26/07/2021

লেবু খাওয়ার অসাধারণ ১০টি স্বাস্থ্য উপকারিতা!

লেবু খাওয়ার অসাধারণ ১০টি স্বাস্থ্য উপকারিতা!

এই গরমে যখন তীব্র দাবদাহে ক্লান্ত, ঠিক তখনই এক গ্লাস লেবুর শরবত হলে প্রাণটা জুরিয়ে যায়। শুধু শরবত হিসেবেই নয়, ওজন কমাতেও অনেকেই সকালে লেবুর শরবত খান। কিন্তু জানেন কি লেবুর শরবত শুধু ওজন কমানো নয়, আরও অনেক উপকার পাচ্ছেন আপনি? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে পেট পরিষ্কার রাখার মতো প্রচুর উপকার করে লেবু। জেনে নিন লেবুর অসাধারণ ১০ উপকারিতা।

১। হজম শক্তি বাড়ায়: লেবুর রস শরীর থেকে টক্সিন দূর করে। বদহজম, বুক জ্বালার সমস্যাও সমাধান করে লেবু পানি।

২। ক্ষত সারায়: লেবুর মধ্যে থাকা অ্যাবসরবিক অ্যাসিড ক্ষতস্থান দ্রুত সারাতে সাহায্য করে। হাড়, তরুনাস্থি ও টিস্যুর স্বাস্থ্যা ভাল রাখে।

৩। পেট পরিষ্কার রাখে: শরীর থেকে অপ্রয়োজনীয়, ক্ষতিকারক পদার্থ বের করতে সাহায্য করে লেবু পানি। ফলে ইউরিনেশন ভাল হয়। লিভার ভাল থাকে।

৪। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: লেবুর মধ্যে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন সি সর্দি-কাশির সমস্যা দূর করতে অব্যর্থ। স্নায়ু ও মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়। ফুসফুস পরিষ্কার করে হাঁপানি সমস্যার উপশম করে।

৫। ত্বক দাগ মুক্ত রাখে: লেবুতে থাকা ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে। ব্যাকটেরিয়া রুখে অ্যাকনে সমস্যার সমাধান করে। রক্ত পরিষ্কার রেখে ত্বকের দাগ ছোপ দূরে রাখে।

৬। এনার্জি বাড়িয়ে মুড ভাল রাখে: লেবু খেলে শরীরে পজিটিভ এনার্জি বাড়ে। উত্কণ্ঠা ও অবসাদ দূরে রেখে মুড ভাল রাখতে সাহায্য করে লেবু।

৭। পিএইচ ব্যালান্স: লেবু শরীরের পিএইচ ব্যালান্স সঠিক রাখতে সাহায্য করে। লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড মেটাবলিজমের পর ক্ষার হিসেবে কাজ করে। ফলে রক্তের পিএইচ ব্যালান্স বজায় থাকে।

৮। শ্বাস- প্রশ্বাস ভাল রাখে: লেবু ফুসফুস পরিষ্কার রাখার ফলে শ্বাস-প্রশ্বাস তাজা রাখে। খাওয়ার পর লেবু পানি দিয়ে মুখ ধুলে ব্যাকটেরিয়া দূর হয়।
৯। লিম্ফ সিস্টেম: গরম পানিতে লেবু দিয়ে খেলে শরীর হাইড্রেটেড থাকে। শরীরে ফ্লুইডের সঠিক মাত্রা বজায় রেখে কোষ্ঠকাঠিন্য, ক্লান্তি, রক্তচাপজনিত সমস্যা দূরে রাখে। ঘুম ভাল হয়।

১০। ওজন কমায়: সব শেষে আসি ওজনের কথায়। লেবুতে থাকা পেকটিন ফাইবার খিদে কমাতে সাহায্য করে। সকালে উঠে লেবু দিয়ে গরম পানি খান। সারা দিন কোন খাবার খাবেন, কোনটা খাবেন না তা বেছে নিতে সাহায্য করে লেবু পানি।

সূত্র: হেলথ সায়েন্স ডটকম

প্রিয় সখিপুরবাসীচিঠিতে বর্নিত স্থানসমূহে আগামীকাল (২৫/০৭/২০২১)হতে ৭/০৮/২০২১ তারিখ পর্যন্ত নিম্ন আয়ের মানুষের মাঝে ৩০ টাক...
24/07/2021

প্রিয় সখিপুরবাসী
চিঠিতে বর্নিত স্থানসমূহে আগামীকাল (২৫/০৭/২০২১)হতে ৭/০৮/২০২১ তারিখ পর্যন্ত নিম্ন আয়ের মানুষের মাঝে ৩০ টাকা কেজি দরে চাল এবং ১৮ টাকা কেজি দরে আটা নির্ধারিত ডিলারগন বিক্রয় করবেন। আপনার আশেপাশের দুস্থ পরিবারকে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি।

15/07/2021

১৫-০৭-২০২১
করোনায় আরো ২২৬ জনের মৃত্যু
শনাক্ত ১২,২৩৬(সুস্থ ৮,৩৯৫ জন)
শনাক্তের হার ২৭.২৩%
😭😭😭😭😭
আল্লাহ আপনি আমাদের কে ক্ষমা করে দেন🤲

09/07/2021

#বাতাসে_লাশের_গন্ধ 😪😭
"সেজান জুস"রূপগঞ্জের আগুনে নিহত ৫২ জন
মৃত্যুর সংখ্যা বাড়তে পারে
৫ নং ক্যানেল,ভুলতা,রূপগঞ্জ,নারায়ণগঞ্জ।

প্রিয় সখিপুরবাসীকরোনার নতুন হটস্পট টাংগাইল জেলা। আমাদের সখিপুরেও সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। আমরা খেয়াল করেছি অনে...
07/07/2021

প্রিয় সখিপুরবাসী
করোনার নতুন হটস্পট টাংগাইল জেলা। আমাদের সখিপুরেও সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। আমরা খেয়াল করেছি অনেকে করোনার উপসর্গ থাকলেও টেস্ট করাচ্ছেন না। ফলে তিনি সঠিক ট্রিটমেন্ট যেমন পাচ্ছেন না তেমনিভাবে তার পরিবারের অন্যদেরকেও করোনা ঝুঁকিতে ফেলে দিচ্ছেন। আপনাদের যেকোন সমস্যায় সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের নিচে দেয়া দুটি নম্বরে কল করতে পারেন। অথবা পরিচিত জন বা আত্মীয় স্বজনের চিকিৎসা সহায়তার জন্য কল করতে পারেন।
ডাঃ মাসুদ- ০১৭৬৬১১৫৫৭৫
ডাঃ শাহীন - ০১৭১২৬৫৬৫৬৪
সখিপুরে আজকের আক্রান্ত ২৮ জন
ভয় নয় সচেতন হোন। ঘরে থাকুন, সুস্থ থাকুন।

07/07/2021

সখিপুর উপজেলায় আজ করোনাভাইরাস এ আক্রান্ত ২৮ জন। আল্লাহ্ আমাদের সকলকে হেফাজত করুন ।

24/12/2020
🔴🔴 একটি_সতর্কতাঃ_মূলক_পোস্ট  #আমার দেশের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে, রুপচাঁদা মাছের নামে বিক্রি করা হচ্ছে বিষাক্ত পির...
17/09/2020

🔴🔴 একটি_সতর্কতাঃ_মূলক_পোস্ট

#আমার দেশের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে, রুপচাঁদা মাছের নামে বিক্রি করা হচ্ছে বিষাক্ত পিরানহা মাছ,এই মাছ শুধু বাংলাদেশ নয়-পুরো বিশ্বে নিষিদ্ধ।
#বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এই মাছ খেলে ভয়ঙ্কর ক্যান্সার সহ বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হয়।
#নিজে সচেতন হোন এবং অন্যকে সচেতন করুন।

আর এই মাছ বাজারে বা অন্য কোথায় কেউ বিক্রি করলে বা দেখলে প্রশাসনকে জানাবেন যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

আর এই মাছ বিক্রি করা আইনত দন্ডনীয় অপরাধ।
কপি পোস্ট,,,,

21/06/2020

অাজকের পর্বে থাকছে
সখীপুর উপজেলার পরিচিতি

নওগাঁয় ত্রাণ না পেয়ে নষ্ট ভাত শুকাচ্ছেন, চাল হলে রান্না করবেন ভিক্ষুক.
04/04/2020

নওগাঁয় ত্রাণ না পেয়ে নষ্ট ভাত শুকাচ্ছেন, চাল হলে রান্না করবেন ভিক্ষুক.

ব্রেকিং_নিউজ!!!মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ১৭ টি আদেশ জারি করেছেন ->> ব্যাংক, এনজিওর ৬ মাসের...
02/04/2020

ব্রেকিং_নিউজ!!!

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা
১৭ টি আদেশ জারি করেছেন -

>> ব্যাংক, এনজিওর ৬ মাসের লোনের কিস্তি স্থগিত।

>> গ্যাস বিদ্যুৎ বিল তিন মাস স্থগিত।

>> আগামী ২ মাসের বাড়ি ভাড়া মওকুপের জন্য সকল বাড়িওয়ালাদের আদেশ।

>> ১লক্ষ দিন মজুরদের ১ মাসের খাবার দ্রব্যাদি দেয়ার জন্য সেনাবাহিনী নিয়োজিত থাকবে।

>> দেশের মানুষের স্বার্থে নববর্ষের অনুষ্ঠান বাতিল এবং সেই টাকায় কোরোনা রোগীদের জন্য সরঞ্জাম ক্রয় করতে আদেশ।

>> স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় ১৪ দিনের সরকারি ছুটি ঘোষণা।

>>সকল প্রাইভেট প্রতিষ্ঠানকে তাদের কর্মচারীদের ১ মাসের ছুটি এবং বেতন দেয়ার আদেশ।

এছাড়াও করোনা মোকাবেলার জন্য ১০০ কোটি থেকে
এখন ৫০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

আগামীকাল সব আদেশ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া সহ অন্যান্য প্রচার মাধ্যমে বিজ্ঞাপন আকারে বের হবে।

সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

বিঃদ্রঃ শুধু ক্যানাডার প্রধানমন্ত্রী ই নয়, আমাদের ও একজন আছেন।
জয়তু দেশরত্ন শেখ হাসিনা ❤

Address

Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when Sakhipur News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sakhipur News:

Videos

Share

Sakhipur Update News

this is news side which name is sakhipur update news ,please like and share our news and also watch other people , thank you so much from our news community ,we are try to published real news in sakhipur update news

Nearby media companies


Other Media/News Companies in Dhaka

Show All