টিটিম- Titim

টিটিম- Titim প্রফেসর টিটিমের জগৎ🦖
(2)

শুরু হলো নতুন একটা অধ্যায়। আমার পেজে আপনিও যুক্ত হয়ে যান। লিংক কমেন্ট বক্সে।
16/01/2024

শুরু হলো নতুন একটা অধ্যায়। আমার পেজে আপনিও যুক্ত হয়ে যান। লিংক কমেন্ট বক্সে।

 #ব্রেকিং_নিউজখুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ২৫ নকশীকাঁথা কমিউটার নওয়াপাড়া ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ। দুমড়েমুচড়ে গি...
15/01/2024

#ব্রেকিং_নিউজ

খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ২৫ নকশীকাঁথা কমিউটার নওয়াপাড়া ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ। দুমড়েমুচড়ে গিয়েছে একটি কোচ ও লোকোমোটিভ ( ইঞ্জিন )।

ছবি সংগৃহীত।

13/01/2024

অনেক দিনের শখ পূরণের আনন্দটা অন্যরকম 🥰

 #আসুন_একটু_জানি কোটচাঁদপুর ,ঝিনাইদহ থেকে রিয়া ( ৫ বছর ) এসেছে আমাদের হসপিটালের শিশু বিভাগে। তার মা খুব চিন্তায় তাকে নিয়...
13/01/2024

#আসুন_একটু_জানি
কোটচাঁদপুর ,ঝিনাইদহ থেকে রিয়া ( ৫ বছর ) এসেছে আমাদের হসপিটালের শিশু বিভাগে। তার মা খুব চিন্তায় তাকে নিয়ে। কারন রিয়ার সারাদেহ ফুলে যাচ্ছে। মুখ ,পেট এবং পায়ে পানি জমছে।

আচ্ছা ,রিয়ার মতই এমন সমস্যায় অনেক শিশুই আক্রান্ত। হঠাৎ করেই সারা দেহ ফুলে যায় ,পানি জমে। বাবা -মা দিশেহারা হয়ে যান। এমন পরিস্থিতির সম্মুখীন হলে আপনি দ্রুত শিশু হাসপাতালে আসবেন।

রিয়ার রোগটিকে মেডিকেলের ভাষায় বলা হয়
( নেফ্রোটিক সিনড্রোম )।
সহজ ভাবে বলা যায় এটা কিডনির ফিলট্রেশন জনিত একটি রোগ। প্রসাবের সাথে দেহের প্রয়োজনীয় প্রোটিন ( আলবুমিন ) বের হয়ে যায়। ফলে দেহ ফুলে যায়।

কিন্তু এতে খুব ভয়ের কারন নেই। প্রথম দুই-এক সপ্তাহ শিশুর পূর্ণ বিশ্রাম প্রয়োজন। শিশু স্বাভাবিক খাবার খাবে। তবে শিশুর খাবারে #অতিরিক্ত_লবণ মেশানো যাবে না। শিশুর নেফ্রোটিক সিনড্রোমের চিকিৎসায় #স্টেরয়েড খুব কার্যকর ওষুধ, তবে তা অবশ্যই সঠিক ডোজ ও নির্দিষ্ট সময় পর্যন্ত সেবন করানো চাই। সঠিক নিয়ম না মানলে বাচ্চার ক্ষতি হতে পারে।

এই ডোজ শিডিউল অবশ্যই শিশুওেরাগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তিপূর্বক শুরু করতে হবে। আর হ্যাঁ ভাল সংবাদ এই যে, মূলত রোগটি ১৫/১৬ বছরের ভেতরেই ভাল হয়ে যায় । তাই শিশু চিকিৎসকের তত্ত্বাবধানে রেখে চিকিৎসা করালে ভয়ের কিছু নেই। যশোর মেডিকেল কলেজ হসপিটালের শিশু বিভাগে এই রোগের নিয়মিত চিকিৎসা প্রদান করা হয়।

আসুন আমরা নিজে সচেতন হই , পাশের মানুষদের সচেতন করি।
শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।

ডা: তৌহিদুর রহমান (শাকিল )
যশোর মেডিকেল কলেজ হাসপাতাল

12/01/2024

লোকেশন????
আমাদের ইউটিউব চ্যানেলে আপনি আছেন তো??
লিংক কমেন্টে

09/01/2024

#গুরুত্বপূর্ণ_নোটিশ
একজন ভিডিও ইডিটর প্রয়োজন (চুক্তিভিত্তিক)
বেতন: আলোচনা সাপেক্ষ।
পেজে ইনবক্স করুন।

এটাই বাস্তবতা
03/01/2024

এটাই বাস্তবতা

31/12/2023

পোড়ারুটি আর দুধচা
স্থান: আমবটতলা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গল্পটা শুরু করি চলেন.....আজকের গল্পটা আপনার জন্যই.. আজকের গল্পের নায়ক সিয়াম। যশোরের ছেলে। বয়স ১১ বছর। বাচ্চাটিকে রক্ত দি...
28/12/2023

গল্পটা শুরু করি চলেন.....আজকের গল্পটা আপনার জন্যই..
আজকের গল্পের নায়ক সিয়াম। যশোরের ছেলে। বয়স ১১ বছর। বাচ্চাটিকে রক্ত দিতে হচ্ছে। আবার একই সাথে তার পেটে ফুলে তরমুজের মত হয়ে গেছে। কারন পেটে অনেক পানি জমেছে। তার পেট থেকে ১লিটার পানি বের করেছি। সিয়াম থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। আর এর সাথে সাথে তার লিভারে সমস্যা দেখা যায়। লিভার সহ সারা দেশে আয়রন জমে যাকে
Haemochromatosis বলা হয়। যা কিনা লিভার নষ্টের একটা অন্যতম কারণ।

কিন্তু আজ সিয়ামের জীবনের গল্পটা অন্যরকম হতে পারত। বিয়ের আগে যদি তার বাবা-মার রক্ত পরীক্ষা করে থ্যালাসেমিয়া টেস্ট করে নিত ,তাহলে সিমায় আজ সুস্থ্য থাকত। সিয়ামের মায়ের পরিবার থেকে রোগটি এসেছে।

সিয়াম বেঁচে থাকবে। তার বাঁচার মূল অস্ত্র হচ্ছে রক্ত।
ঠিক সিয়ামের মতই আজকেও প্রায় ১১ টা রোগি আসে এই থ্যালাসেমিয়া নিয়ে।যেখানে মোট রোগিই আছে ৫৩ জন।
তাহলে শতকরা হিসাব দাঁড়ায় ২০% এর উপরে।একটু আবার চিন্তা করে নিন।

তাই নিজের পরিবার এবং নিজের সুস্থ্য সন্তান জন্মদানের জন্য অবশ্যয় বিয়ের আগে রক্ত পরীক্ষা করুন। তাহলেই এই থ্যালাসেমিয়া থেকে কিছুটা হলেও মুক্তি সম্ভব।

সিয়ামদের জন্য দোয়া রাখবেন। আর সম্ভব হলে শেয়ার করে জানিয়ে দিন আপনার আশেপাশের মানুষদের।

ডা: তৌহিদুর রহমান শাকিল
পিডিয়াট্রিক্স বিভাগ
যশোর মেডিকেল কলেজ হাসপাতাল
২৮/১২/২৩

সুন্দর এই জায়গাটি কোথায়?
16/12/2023

সুন্দর এই জায়গাটি কোথায়?

11/12/2023

তরল অক্সিজেন কতটা ঠান্ডা!!!! 🙄
পাইপ ও বরফে হয়ে যায়। 🙄

02/12/2023

নিজের টাকায় শখপূরণ করার এই জেদ আপনাকে একদিন সফল বানাবে।
ইনশাআল্লাহ 😊

01/12/2023

Vlog-4
বিদায় আমার JMC-07 ব্যাচ 😔
তুমি মেডিকেল জীবনের এই উত্থান-পতন,ঘটন-অঘটনের সাক্ষী।

30/11/2023

Get Ready.......
Coming Soon Our Saint Martin Vlog

29/11/2023

আপনি কারো জ্বলার কারণ হলে,
বুঝবেন আপনি ছোট্ট করে হলেও সফল!

27/11/2023

বাংলাদেশের মানুষ না খেয়ে ,বিনা চিকিৎসায় মারা যাবে।।
Bangladesh Vs India
Disclaimer: বুদ্ধি-বিবেক সম্পন্ন বাংলাদেশী ও ভারতীয়দের জন্য এটা। গরম মাথার মানুষ না দেখাই ভাল। এই ডিজিটাল টানাটানি বন্ধ হোক।

গোধূলির ওপারে -------
23/11/2023

গোধূলির ওপারে -------

14/11/2023

মাছের কাটার যে কি মজা 🦖🦖🦖

06/11/2023

Emergency
(B- )Blood কেউ দিতে পারবেন যশোর সদরে?
আসুন মানবিক কাজে নিজেকে নিয়োজিত রাখি।

03/11/2023

কড়া ঝালের -মজাদার হাঁসরান্না 🦆

৩০০+ k Views!!!! 🥹🥹🥹এত মানুষের সাপোর্ট পাবো,আমরা কোনদিন কল্পনাও করতে পারিনি। ধন্যবাদ সবাইকে। 🥰ভিডিও লিংক কমেন্টে।
01/11/2023

৩০০+ k Views!!!! 🥹🥹🥹
এত মানুষের সাপোর্ট পাবো,আমরা কোনদিন কল্পনাও করতে পারিনি। ধন্যবাদ সবাইকে। 🥰
ভিডিও লিংক কমেন্টে।

31/10/2023

এটা কি সাপ নাকি অন্যকিছু?
কেউ কি জানেন এটার কি নাম? 🤔

টিটিমদের হংসরসনা 🦆🦆🦆🦆
30/10/2023

টিটিমদের হংসরসনা 🦆🦆🦆🦆

30/10/2023

হ তে হাঁস
আর খ তে ------

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when টিটিম- Titim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to টিটিম- Titim:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All

You may also like