এ্যাসেট মার্ট - জমি বিক্রির, ডেভেলপমেন্ট এবং ক্রয়ের নির্ভরযোগ্য প্লাটফর্ম।
অনেকেই স্বপ্ন দেখেন তার মূল্যবান জমিতে গড়ে তুলবেন সুরম্য অট্ট্রালিকা, কিন্তু অর্থের যোগান, শারীরিক উদ্যম এবং অভিজ্ঞতার অভাব সহ বিভিন্ন কারণে বারবার পিছিয়ে যান। অনেকে প্ল্যান পাস করেও কাজ শুরু করতে অনীহা করেন। অনেকে আবার বাড়ী নির্মাণ কাজ শুরু করে অনেক সমস্যার কারণে কার্যক্রম আবার বন্ধ করে রাখেন। তাই অনেকে এসব
ঝামেলাতে না গিয়ে তার জমিটি ভালো কোনো ডেভেলপারকে দিয়ে দেন। ডেভেলপার উক্ত জমিতে ভবন নির্মাণের পরে জমির মালিককে ভবনের নির্দিষ্ট তলা বা ফ্ল্যাট সমূহ বুঝিয়ে দেন বাকিগুলো বিক্রয় করে নিজের খরচ পুষিয়ে নেন। এতে একদিকে যেমন জমির মালিক লাভবান হন, অপরদিকে আবাসন সমস্যার সমাধান হচ্ছে এবং বেকার সমস্যা দূরীকরণ সহ দেশের অর্থনীতি উন্নত হচ্ছে। দেশের উন্নয়নে রিয়েল এস্টেট শিল্প অনেক অবদান রেখে চলেছে। বছরের পর বছর জমি পতিত রাখলে একদিকে যেমন খাজনা, মিউনিসিপ্যাল চার্জ ও রক্ষণাবেক্ষণ খরচ সহ বিভিন্নভাবে প্রচুর খরচ করতে হয়, তথাপি আরো অনেক ঝামেলা তো রয়েছে। তাই অনেকেই তাদের উপযুক্ত জমি পতিত বা অরক্ষিত না রেখে চুক্তি ভিত্তিক জয়েন্ট ভেঞ্চারে ডেভেলপ করাচ্ছেন এবং এর মাধ্যমে অর্থনৈতিকভাবেও অনেক লাভবান হচ্ছেন।
অনেকে জমি ক্রয় বা বিক্রয় করতে চাইলে, পড়েন মহা ঝামেলায়। সময়মতো ক্রেতা /বিক্রেতা খুঁজে পান না। আবার পেলেও সঠিক মূল্য নির্ধারণ করা দুষ্কর হয়ে দাড়ায়। অনেকে সময়ের অভাবে ঠিকমতো এ ব্যাপারে পারস্পরিক যোগাযোগ রক্ষা করতে পারেন না। তাছাড়াও আরো অনেক সমস্যাতো আছেই। এর ফলে ক্রেতা ও বিক্রেতা উভয়েরই ক্ষতি হয়।
অতএব, প্রচারের অভাবে অথবা যথাযত প্রক্রিয়ার মাধ্যমে না এগুতে পারলে প্রায়শই যেমন জমির ভালো ডেভেলপার, ক্রেতা বা বিক্রেতা খুঁজে পাওয়া যায় না তেমনি অন্যান্য অনেক সমস্যা তৈরি হয়। তাই এতদ: সংশ্লিষ্ট সমস্যা লাঘবে আমরা পেশাগত দায়িত্ব সহকারে প্রয়াস চালিয়ে যাচ্ছি। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের উপযুক্ত এলাকাসমূহ সহ অন্য কোনো প্রাইম লোকেশনে ডেভেলপমেন্ট করার মত আপনার জমি থাকলে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করছি। সাথে সাথে ক্রেতা বা ডেভেলপমেন্ট এ আগ্রহিগণকেও আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের কাছে বিভিন্ন লোকেশনের আকর্ষণীয় জমি সমূহের তথ্য আছে। প্রয়োজন সাপেক্ষে আপনারা যোগাযোগ করবেন। পেশাগতভাবে সেবা প্রদানের স্বার্থে আলোচনা পূর্বক মিডিয়েশন বাবদ চার্জ /কমিশন নির্ধারিত হবে। আমরা সততার সাথে আপনাদের সহযোগিতা করতে ও বিভিন্ন সেবা প্রদানে আগ্রহী।
আল্লাহ আমাদের সহায় হউন। আমীন।