12/12/2023
আসসালামু আলাইকুম।
ভাই বন্ধু ও সহকর্মী বৃন্দ। শুভেচ্ছা নেবেন।
আজ দুপুরে মাননীয় বিরোধী দলীয় নেতা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষৎ করেছেন। ওই সাক্ষাতে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রসঙ্গে আমন্ত্রিত ছিলেন বেগম রওশন এরশাদ এমপি, পল্লীবন্ধুপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ এমপি ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদ। আর পৃথক ভাবে সেখানে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি। জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষকের পক্ষে আনিষ্ঠানিক ব্রিফিং করেছেন মূলত বিরোধী দলীয় নেতার মূখপাত্র ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক কাজী মামুনূর রশিদ। এটাই দলীয় কাঠামো। এর বাইরে কারো বক্তব্য তার ব্যক্তিগত। জনাব মশিউর রহমান রাঙ্গা বর্তমানে একজন স্বতন্ত্র প্রার্থী। তিনি নির্বাচনে আছেন। তাকে জাপার সঙ্গে না জড়ানোর অনুরোধ করছি। জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষকসহ তার অনুসারি জাপা নেতারা কেউ নির্বাচনে নেই। সুতরাং আপনাদের নীতিগত কাঠামো সঠিক রাখার স্বার্থে বিষয়টি নজর আনার জন্য ক্ষমা প্রার্থী।
কাজী লুৎফুল কবীর
বিরোধী দলীয় নেতার মূখপাত্রের বিশেষ সহকারি
ও
হেড অব নিউজ, চ্যানেল টিটি।
ম্যাডামের লিখিত বক্তব্যটি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে ব্রিফ করেছেন কাজী মামুনূর রশীদ।