Anti Clock Entertainment

Anti Clock Entertainment Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anti Clock Entertainment, Broadcasting & media production company, L/A Plaza (9th Floor), 12/K/Kh, Mirpur/02, Dhaka.

গত ১০ আগস্ট মুক্তির পর বক্স অফিসে এক রকম ঝড় বইয়ে দিয়েছে রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার’। এ পর্যন্ত বিশ্বব্যাপী ৬০০ ...
02/09/2023

গত ১০ আগস্ট মুক্তির পর বক্স অফিসে এক রকম ঝড় বইয়ে দিয়েছে রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার’। এ পর্যন্ত বিশ্বব্যাপী ৬০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি। ‘জেলার’-এর এমন সাফল্যে পারিশ্রমিকের বাইরেও বড় অঙ্কের অর্থ পেলেন অভিনেতা।হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘জেলার’-এর ব্যাপক সাফল্যে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে রজনীকান্তের সঙ্গে লভ্যাংশ ভাগ করে নেওয়া হয়েছে। তাঁকে ১০০ কোটি রুপি মূল্যের (প্রায় ১৩২ কোটি টাকা) চেক হস্তান্তরের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী পপিকে বছর তিনেক ধরে কোথাও দেখা যায় না। আড়ালে যাওয়ার কদিন পর চাউর হয়, বিয়ে কর...
26/08/2023

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী পপিকে বছর তিনেক ধরে কোথাও দেখা যায় না। আড়ালে যাওয়ার কদিন পর চাউর হয়, বিয়ে করে তিনি সংসারী হয়েছেন, এমনকি তিনি মা–ও হয়েছেন। এত কিছুর পরও তাঁকে ক্যামেরার সামনে পাওয়া যায়নি।
হঠাৎ তাঁকে দেখা যায় তবে সামনাসামনি নয়, ভিডিও বার্তার মাধ্যমে তিনি প্রকাশ্যে এসেছিলেন। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে ফেসবুকে ৫ মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিও বার্তা দেন তিনি। সেখানে তিনি তাঁকে নিয়ে সৃষ্ট রহস্যের সুরাহা করেননি। বলেননি, কোথায় আছেন? কেমন আছেন? সেই ভিডিওতে তিনি ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের জন্য ভোট চান। তাঁদের বিজয়ী করতে চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটারদের কাছে ভোট দেওয়ার অনুরোধও করেন।

১১ আগস্ট মুক্তির পর বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছে অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠি অভিনীত সিনেমা ‘ও...
22/08/2023

১১ আগস্ট মুক্তির পর বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছে অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠি অভিনীত সিনেমা ‘ওএমজি ২’। বিশেষ করে ছবিতে বিনোদনের মোড়কে যৌনশিক্ষার মতো সংবেদনশীল বিষয় যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সেটার তারিফ করেছেন সমালোচকেরা। বলিউড হাঙ্গামা জানিয়েছে, ছবিটি থেকে প্রেরণা নিয়ে স্কুলের শিক্ষাক্রমে যৌনশিক্ষা অন্তর্ভুক্ত করছে মহারাষ্ট্রের সিন্ধু এডুকেশন সোসাইটি।

চার মাস ধরে তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমনি নিয়ে আলোচনা যেন থামছেই না। বুধবার রাতে প্রায় চার মাসের দ্বন্দ্ব ভুলে সন্তান...
22/08/2023

চার মাস ধরে তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমনি নিয়ে আলোচনা যেন থামছেই না। বুধবার রাতে প্রায় চার মাসের দ্বন্দ্ব ভুলে সন্তান রাজ্যকে নিয়ে রাজ ও পরীমনিকে একসঙ্গে গান বাংলার অফিসে দেখা যায়। রাজ, পরীমনি ও রাজ্যকে নিয়ে ওই দিন কেক কেটেছেন গান বাংলার দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী——এমন একটি ভিডিও ও বেশ কয়েকটি ছবি বৃহস্পতিবার তাপসের ফেসবুক পেজে প্রকাশিত হয়। নিচে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘রাজ্য বাবার জন্মদিন উদ্‌যাপন করা হচ্ছে টিএমের পক্ষ থেকে।’ ছবিগুলো ফেসবুকের বিভিন্ন গ্রুপে এখনো ঘুরে বেড়াচ্ছে।
পরদিনই খবর আসে, রাজ পরীর বাসা থেকে আবার বেরিয়ে গেছেন। এরপর শুক্রবার রাতে রাজের কয়েকটি ছবি ফেসবুকের বিভিন্ন গ্রুপে শেয়ার হয়। সেখানে একটি ছবিতে মাথায় রক্ত। তবে সেটি রাজে মাথা কি না, বোঝা যাচ্ছে না। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে আছেন। তবে কোথায় কীভাবে কখন রাজের মাথায় ক্ষত হয়েছে, গণমাধ্যমের খবরগুলো তা পরিষ্কার করতে পারেনি। ওই দিনই প্রথম আলো থেকে বারবার রাজের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু রাজ সাড়া দেননি।

সংগীতশিল্পী হিসেবেই জেফার রহমানকে চিনত সবাই। তবে চরকি অরিজিনাল ফিল্ম ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ দিয়ে অভিনয়ে অভিষেক হচ্...
20/08/2023

সংগীতশিল্পী হিসেবেই জেফার রহমানকে চিনত সবাই। তবে চরকি অরিজিনাল ফিল্ম ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ দিয়ে অভিনয়ে অভিষেক হচ্ছে তাঁর। চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এই ছবির লুক প্রকাশ্যে আসতেই জেফারকে দেখে চমকে গেছেন সবাই। ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত।

বাংলাদেশে অনেক আগে থেকেই দক্ষিণ ভারতের সিনেমা জনপ্রিয়; বিশেষ করে দক্ষিণি থ্রিলার ও অ্যাকশন সিনেমার ভক্ত আছেন অনেকে। ফেসব...
19/08/2023

বাংলাদেশে অনেক আগে থেকেই দক্ষিণ ভারতের সিনেমা জনপ্রিয়; বিশেষ করে দক্ষিণি থ্রিলার ও অ্যাকশন সিনেমার ভক্ত আছেন অনেকে। ফেসবুকে তো দক্ষিণি সিনেমার বেশ কয়েকটি গ্রুপ আছে, কোনো কোনোটির সদস্যসংখ্যা লাখও ছাড়িয়েছে। এ দেশের দর্শকেরা এখন মজেছেন নতুন তামিল সিনেমা ‘পোর থোহিল’-এ।
গত ৯ জুন ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পোর থোহিল’। মুক্তির পর থেকেই সমালোচকেরা ছবিটির প্রশংসায় পঞ্চমুখ, সাধারণ দর্শকেরাও তারিফ করছিলেন। ফল, অল্প বাজেটের ছবিটি দ্রুতই ৫০ কোটি রুপি ব্যবসা পূর্ণ করে। তবে বাংলাদেশে সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয় গত সপ্তাহ থেকে—১১ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে মুক্তির পর থেকে।

‘পোর থোহিল’ তামিল ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা। বিগনেশ রাজা পরিচালিত এই সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আর শরৎকুমার ও অশোক সেলভান। এ ছাড়া আছেন নিখিলা বিমল।

তাঁদের সাম্প্রতিক কর্মকাণ্ড যেন সিনেমার গল্প। সকালে হাসিখুশির খবর প্রকাশের পর সন্ধ্যায় মান-অভিমান, ছাড়াছাড়ির খবর। সিনেমা...
19/08/2023

তাঁদের সাম্প্রতিক কর্মকাণ্ড যেন সিনেমার গল্প। সকালে হাসিখুশির খবর প্রকাশের পর সন্ধ্যায় মান-অভিমান, ছাড়াছাড়ির খবর। সিনেমার মানুষ পরীমনি ও শরীফুল রাজ সিনেমার বাইরের কর্মকাণ্ডে সবচেয়ে বেশি আলোচনায়, একই সঙ্গে সমালোচনারও শেষ নেই।
কয়েক মাস আলাদা থাকার পর গত বৃহস্পতিবার সকালে ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি স্থিরচিত্র দেখে তাঁদের একত্রে থাকার ইঙ্গিত মিললেও পরদিন শুক্রবার জানা যায়, পরীমনির বাসা থেকে রাজ আবার বেরিয়ে গেছেন। এদিন সন্ধ্যায় প্রচণ্ড জ্বর নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন পরীমনি। খবরটা ছড়িয়ে পড়ার কিছু সময় পর শরীফুল রাজের রক্তাক্ত মাথার একটি স্থিরচিত্র ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখা যায়। তবে কখন, কোথায়, কীভাবে মাথা ফেটে যাওয়ার মতো ঘটনা ঘটেছে, তা কেউই বলতে পারেনি। রাজের রক্তাক্ত মাথার স্থিরচিত্র ঘিরে তৈরি হয়েছে রহস্য।

17/08/2023
১০ আগস্ট শরীফুল রাজ ও পরীমনি দম্পতির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মবার্ষিকী পালন হলো রাজধানীর একটি পাঁচ তারকা হো...
17/08/2023

১০ আগস্ট শরীফুল রাজ ও পরীমনি দম্পতির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মবার্ষিকী পালন হলো রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। অনুষ্ঠানে বিনোদন অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি একাই সামলিয়েছেন রাজ্যের মা পরীমনি। অনুষ্ঠানে দেখা যায়নি বাবা শরীফুল রাজকে।
ছেলের প্রথম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে না যাওয়ার ব্যাপারে জানতে চাইলে প্রথম আলোকে বলেন, ‘কেন যাইনি, কী কারণে যাইনি, সেটি আমিই জানি, বাইরের অন্য কেউ বুঝবে না। তাই সেটি নিয়ে কথা বলে লাভ হবে না। বললেও হয়তো আমার কথা মানুষ বিশ্বাস করতে চাইবে না। সবার অভিযোগ থাকতে পারে, কিন্তু কলকাতা থেকে ফিরে একজন বাবা হিসেবে অনুষ্ঠানে আগের রাতে বাবুকে দেখতে বাসায় গিয়েছিলাম। বাবুর সঙ্গে সময় কাটিয়ে এসেছি।

‘জওয়ান’ ছবি নিয়ে শাহরুখ খান বারবার চর্চায় উঠে আসছেন। সম্প্রতি তিনি টুইটারে আবার তাঁর   সেশনের আয়োজন করেছিলেন। আর এখানে উ...
16/08/2023

‘জওয়ান’ ছবি নিয়ে শাহরুখ খান বারবার চর্চায় উঠে আসছেন। সম্প্রতি তিনি টুইটারে আবার তাঁর সেশনের আয়োজন করেছিলেন। আর এখানে উঠে এসেছে ‘জওয়ান’-কে ঘিরে কিছু প্রশ্ন। অ্যাটলি পরিচালিত এই ছবির নায়িকা নয়নতারা সম্পর্কে এক ভক্ত জানতে চাইলে, তার মজার জবাব দিয়েছেন কিং খান।
বলিউডপাড়ায় শাহরুখ খানের রসবোধের খ্যাতি আছে। সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষের নানা প্রশ্নের জুতসই সরস জবাবের জন্য তিনি জনপ্রিয়। কিং খান মাঝেমধ্যে টুইটারে প্রশ্নোত্তর সেশনের আয়োজন করেন। এই সেশনে তিনি তাঁর ভক্তদের নানা প্রশ্নের জবাব দেন। অনেক সময় শাহরুখকে অনেক অদ্ভুত প্রশ্নের মুখোমুখি হতে হয়। নেট জনতা তাঁর দিকে গুগলি ছুড়ে দেন। আর সেই সব গুগলি সামলাতে সিদ্ধহস্ত কিং খান।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত পূর্ণদৈর্ঘ্য প...
15/08/2023

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘হাসিনা: আ ডটারস টেল’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রামাণ্যচিত্রে নিজেই বলেছেন তাঁর বিদেশজীবন, স্বদেশ প্রত্যাবর্তনের কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়, বরং এই ডকুড্রামার মূল উপজীব্য ছিল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।

বাঙালির স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোমায় মেরে ওরা ভেবেছিল স্তব্ধ হবে, রবে না তোমার নাম। জীবিত ...
15/08/2023

বাঙালির স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোমায় মেরে ওরা ভেবেছিল স্তব্ধ হবে, রবে না তোমার নাম। জীবিত মুজিবের চেয়ে মৃত শক্তিশালী, তুমি হয়েছো সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান।

আজ বিকেলে ফেসবুকে বিয়ের ঘোষণা দিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ফেসবুক পোস্টের ছবিতে বিয়ের সাজে তাসনিয়া ফারিণকে লাল রঙের জ...
14/08/2023

আজ বিকেলে ফেসবুকে বিয়ের ঘোষণা দিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ফেসবুক পোস্টের ছবিতে বিয়ের সাজে তাসনিয়া ফারিণকে লাল রঙের জামদানি শাড়ি পরতে দেখা যায়। শাড়িটি তৈরি করেছে নব ঢাকা।
জাহিদ খান ব্রাইডাল মেকওভারের স্বত্বাধিকারী জাহিদ খান জানালেন, তাসনিয়া ফারিণের এই জামদানি শাড়ি তৈরিতে সময় লেগেছে প্রায় এক বছর। দেশীয় জামদানি আর সোনার গয়নায় ফারিণকে বিয়ের সাজে বেশ স্নিগ্ধ দেখাচ্ছিল। আর এই পুরো সাজের দায়িত্ব বর্তেছিল জাহিদ খানের ওপর। আক্‌দের দিন কীভাবে তাঁকে পারফেক্ট লুক দেওয়া যায়, তা নিয়ে আলোচনা করতে বেশ কয়েক দিন একসঙ্গে বসেছিলেন তাসনিয়া ফারিণ ও জাহিদ খান।

বিয়ে করেছেন তাসনিয়া ফারিন। নতুন জীবনে অভিনন্দন ...
14/08/2023

বিয়ে করেছেন তাসনিয়া ফারিন। নতুন জীবনে অভিনন্দন ...

মুক্তির অনুমতি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’। গত ৩১ জুলাই সেন্সর ...
13/08/2023

মুক্তির অনুমতি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’। গত ৩১ জুলাই সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি। শনিবার (১২ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হয়ে গেল সিনেমাটির সেন্সরপত্র হস্তান্তর অনুষ্ঠান।

মিডিয়ার সকল খবরা-খবর পেতে, আমাদের সাথেই থাকুন।
YouTube: https://youtube.com/?feature=share7

মিডিয়ার সকল খবরা-খবর পেতে, আমাদের সাথেই থাকুন।YouTube: https://youtube.com/?feature=share7
12/08/2023

মিডিয়ার সকল খবরা-খবর পেতে, আমাদের সাথেই থাকুন।
YouTube: https://youtube.com/?feature=share7

We are coming, are you ready...?
15/07/2023

We are coming, are you ready...?

Congratulations Bangladesh...
14/07/2023

Congratulations Bangladesh...

22/06/2023

ভালোবেসে কেউ হয়েছে রাজা, আবার কেউ হারিয়েছে সর্বস্ব। কারো কাছে ভালোবাসা সুন্দর অনুভূতি, আবার কারো কাছে ভয়ংকর স্মৃতি।
ভালোবাসার গল্পের নানান রসায়ন নিয়ে লাভগুরু রাজিব সরকার আসছেন `Anti Clock Entertainment' এর নতুন আয়োজন `Love Story with Love Guru' নিয়ে ডিজিটাল পর্দায়।
আপনার গল্প শেয়ার করতে চাইলে ইনবক্সে যোগাযোগ করুন। অথবা কল করুন +880 1722435962 এই নম্বরে।

10/06/2023

ভালোবাসার মানুষকে কিছু বলতে চান?

09/06/2023

ভালোবাসা আপনার কাছে শক্তি নাকি দুর্বলতা?

07/06/2023

ভালোবাসা আপনার কাছে কি?

(এক কথায় উত্তর দিবেন)

Address

L/A Plaza (9th Floor), 12/K/Kh, Mirpur/02
Dhaka
1216

Telephone

+8801722435962

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anti Clock Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anti Clock Entertainment:

Videos

Share

Nearby media companies


Other Broadcasting & media production in Dhaka

Show All

You may also like