চিঠি/Cithi

চিঠি/Cithi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চিঠি/Cithi, Video Creator, Dhaka.
(1)

মরমু যখন  চু # # # লই
14/06/2024

মরমু যখন চু # # # লই

এবার ঈদে একটা জামা কিনে নিস😥
14/06/2024

এবার ঈদে একটা জামা কিনে নিস😥

কোকের সাম্প্রতিক বিজ্ঞাপনটাকে ওয়ার প্রপাগ্যান্ডা বললে ভুল হবে না। এই বিজ্ঞাপনে বলা হয়েছে, "ফিল,। ইস ৩-এ নাকি কোকের ফ্যাক...
11/06/2024

কোকের সাম্প্রতিক বিজ্ঞাপনটাকে ওয়ার প্রপাগ্যান্ডা বললে ভুল হবে না। এই বিজ্ঞাপনে বলা হয়েছে, "ফিল,। ইস ৩-এ নাকি কোকের ফ্যাক্টরি আছে। তারা যে কথাটা এড়িয়ে গেছে তা হলো,
দখল করা মাটিতে কোকের ফ্যাক্টরি আছে। [১]
১৯৬৭ থেকে ১৯৯১ পর্যন্ত আরব লীগ আনুষ্ঠানিকভাবে কোকা কোলা বয়কট করেছিল, কারণ তারা দখল করা জমিতে বটলিং প্ল্যান্ট বানিয়েছে। [২]
(কেউ প্রশ্ন করতে পারেন ৯১ এর পর কী হয়েছে? কোক ভালো হয়ে গেছে? উত্তর হলো, না হয়নি। কোক আগের মতোই আছে। বরং আরব শাসকরা আস্তে আস্তে সব লজ্জা হারিয়ে ফেলেছে। )
দখল করা ভূমিতে অপারেট করার কারণে কোকা কোলা-কে ব্ল্যাকলিস্ট করেছে খোদ জাতিসঙ্ঘ। জাতিসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের উদ্যোগে "ঐ দেশটাতে" অপারেট করা বেশ কিছু কর্পোরেশনকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। কারণ তারা দখলদারিত্বকে সমর্থন করছে। [৩]
খোদ জাতিসঙ্ঘের মতো একটা বায়াসড প্রতিষ্ঠানও ইমপ্লিসিটলি স্বীকার করছে যে কোকা কোলা সরাসরি দখলদারিত্ব, ঘৃণা ও নিয়মতান্ত্রিক হত্যা যজ্ঞ থেকে প্রফিট করছে। আর আমাদের দেশের কলাবিজ্ঞানী অ্যাডমেকাররা এসে বাঙ্গালিকে হাইকোর্ট দেখাচ্ছে।
"ঐ দেশটার" সমর্থনে কোকের এমন অপকর্মের তালিকা অনেক দীর্ঘ। কোকের সাম্প্রতিক বিজ্ঞাপনে শুধু এই সব বাস্তবতা আড়ালই করা হয়নি, বরং "ফিল,। ইস ৩-এ ফ্যাক্টরি আছে' বলার মাধ্যমে দখলদারিত্বের সাফাই ও গাওয়া হয়েছে।
যে রাজনৈতিক মতবাদ ও আন্দোলনের প্রেক্ষিতে আমাদের ভূমি দখল করে "ঐ দেশটা" তৈরি হয়েছিল, কোক কয়েক দশক ধরে সেই মতবাদকে সমর্থন দিয়ে আসছে।

কোকা কোলা সরাসরি দখলদারিত্ব, বৈষম্য, যুলুম এবং গণ।। হ৩্যা থেকে প্রফিট করছে। এবং আবার বড় গলায় প্রপাগ্যান্ডা ছড়াচ্ছে। এটা চরম ঔদ্ধত্য, এবং মুসলিম উম্মাহ এবং বাংলার মুসলিম কওমের প্রতি জঘন্য তাচ্ছিল্যের মনোভাবের প্রকাশ।
এই কুরবানীর ঈদে কোক বয়কট করুন।
এই বয়কটের পক্ষে প্রচারনা চালান, অনলাইন ও অফলাইনে।

কার দোষ দেবেন বলুন
08/06/2024

কার দোষ দেবেন বলুন

১৮৮৫ সালের টঙ্গি লোহার সেতুর ছবিটি জনস্টন অ্যান্ড হফম্যান সংগ্রহ থেকে নেওয়া
29/05/2024

১৮৮৫ সালের টঙ্গি লোহার সেতুর ছবিটি জনস্টন অ্যান্ড হফম্যান সংগ্রহ থেকে নেওয়া

নোয়াখালী ঐতিহ্যবাহী কাচারি ঘর, যা এখন তেমন একটা দেখা যায় না।
18/05/2024

নোয়াখালী ঐতিহ্যবাহী কাচারি ঘর, যা এখন তেমন একটা দেখা যায় না।

18/05/2024

আহ জীবন😥

এটা কি ও কোথায় অবস্থিত?
12/05/2024

এটা কি ও কোথায় অবস্থিত?

06/05/2024
মিল্টন সমাদ্দার দেখিয়েছে মানব সেবা কিভাবে করতে হয়। শুধু মিল্টন সমাদ্দার নয় এরকম ছোট, মাজারি, বড় হরেক রকম মানব সেবি হয়তো ...
05/05/2024

মিল্টন সমাদ্দার দেখিয়েছে মানব সেবা কিভাবে করতে হয়।
শুধু মিল্টন সমাদ্দার নয় এরকম ছোট, মাজারি, বড় হরেক রকম মানব সেবি হয়তো সমাজে আছে।
যারা সেবার নামে পেটের খাবার যোগান দেয়া থেকে শুরু করে বড়লোকে পরিণত হচ্ছে।
যদি মিল্টনের মতো নামে বেনামে মানব সেবিদের খোজখবর নেওয়া হতো তাহলে হয়তো খোজ মিলতো আরো সমাদ্দারদের।

04/05/2024

ঘরে ঘরে মসজিদ কেয়ামতের আলামত

বুঝলাম না
04/05/2024

বুঝলাম না

আমার বাবা ওনি মানষিক ভাবে অসুস্থ বাসা থেকে ৬মাস জাবত হারায় গেছে যদি কেও দেখে থাকেন তার খোঁজ দিতে পারেন ইনশাআল্লাহ সামথ অ...
01/05/2024

আমার বাবা ওনি মানষিক ভাবে অসুস্থ বাসা থেকে ৬মাস জাবত হারায় গেছে যদি কেও দেখে থাকেন তার খোঁজ দিতে পারেন ইনশাআল্লাহ সামথ অনুযায়ী তাকে উপহার দেওয়া হবে প্লিজ যে যত পারেন সেয়ার করে দিন আর কেও দেখে থাকলে প্লিজ জানান মানুষিক রুগী জানি না কোথায় আছে কি খাচ্ছে কি অবস্থা তার আল্লাহ জানি তাকে আমারদের কাছে ভিহ্মা দেয় আমিন 😭😭
যোগাযোগ ( 01747366711)
(01305322214)(01718130435)
©

এই গরমের সময় তিনি কি সুয়েটার খুলছে?
01/05/2024

এই গরমের সময় তিনি কি সুয়েটার খুলছে?

01/05/2024

যার প্রেমে পাগল হয়ে আছে লাইলি আপু

গরম,গরম🥵🥵🥵🥵লোকেশন- আটিয়াবাড়ির পুল, করিমপুর, চৌমুহনী,‌ নোয়াখালী।কত সুন্দর ছিলো এই জায়গাটা, মনোরম পরিবেশ।আশেপাশের কয়কটি এ...
23/04/2024

গরম,গরম🥵🥵🥵🥵
লোকেশন- আটিয়াবাড়ির পুল,
করিমপুর, চৌমুহনী,‌ নোয়াখালী।

কত সুন্দর ছিলো এই জায়গাটা, মনোরম পরিবেশ।
আশেপাশের কয়কটি এলাকার কেন্দ্রবিন্দু ছিলো এটি, বিকেল বেলার বাতাসটি ও পাখিদের কিচিরমিচির আওয়াজে মুগ্ধ করতো সবাইকে।
দূর দুরান্ত থেকে ও মানুষ এই প্রকৃতিকে দেখতে আসতো। জানিনা কে বা কারা উদ্যোগ নিয়ে সমস্ত গাছকে ধংশ করে মরুভূমি করে ফেলছে।

এই গরমে এই রোদে মানুষ বুঝতে পারতেছে, প্রকৃতি ও আপনাকে বিন্দু পরিমাণ ছাড় দিবেনা।

ছবি- সংগৃহীত

কলকাতায় এক কেজি গরুর গোশতের দাম ১৭৫ রুপি যা বাংলাদেশী টাকায় ২২৪ টাকা। তার ৩০০ কিলোমিটার দূরে ঢাকায় সেই গরুর গোশত বিক্...
05/04/2024

কলকাতায় এক কেজি গরুর গোশতের দাম ১৭৫ রুপি যা বাংলাদেশী টাকায় ২২৪ টাকা। তার ৩০০ কিলোমিটার দূরে ঢাকায় সেই গরুর গোশত বিক্রি হয় ৮০০ টাকা কেজিতে এমনকি মাত্র ১২৭ কি: মি: দূরেও সেই গোশতের কেজি ৬০০ টাকা।

ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানে গরুর গোস্ত পাওয়া যায় ৬০০ রুপিতে যা কিনা বাংলাদেশী ২৩০ টাকার সমান। প্রতিবেশী রাষ্ট্র নেপালে প্রতি কেজি গরুর মাংসের দাম ০.৭৬ ইউএস ডলার মানে ৮০ টাকা, ভুটানে ১৬০ নুল বা ২০৭ টাকা, মিয়ানমারে ৫.৬৬ ইউএস ডলার বা ৫৬৭ টাকা।

মোটামুটি দেখা যায় দক্ষিণ এশিয়ার সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বাংলাদেশে গরুর গোস্তের দাম সবচেয়ে বেশি।

এখন তো আপনারা বলবেন, এই দেশ মুসলমানদের দেশ, গরুর গোশত খায় বেশি, তাই দাম ও বেশি।

বিশ্বের সবচেয়ে বেশি গরুর গোশত খাওয়ার তালিকায় ভারতের অবস্থান ৫ম, ২০২২ সালে সেখানে গরুর গোশত খাওয়া হয়েছে ২৯ লক্ষ মেট্রিক টন।

এই তালিকায় পাকিস্তান আছে ৮ম অবস্থানে ২০২০ এ ওরা ১৭.৫ লক্ষ মেট্রিক টন গরুর গোশত খেয়েছে।

অদ্ভুত, ব্যাপার হচ্ছে এই দেশের মানুষের গরু গোশত খাওয়ার তেমন কোন রেকর্ড খুঁজে পেলাম না কোথাও।

নিরবে দুর্ভিক্ষে কাঁদছে আমার প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশ।🥲

⛔❌তরমুজের ভাব বেড়েছিল,, আমাদের আম জনতার বয়কটে দাম হাতের নাগালে,,, এভাবে গরুর মাংসও খাওয়া বাদ দিন,বয়কট করুন ১ বা ২ বা ৩ ম...
02/04/2024

⛔❌তরমুজের ভাব বেড়েছিল,, আমাদের আম জনতার বয়কটে দাম হাতের নাগালে,,, এভাবে গরুর মাংসও খাওয়া বাদ দিন,বয়কট করুন ১ বা ২ বা ৩ মাস,, ,দেখবেন,,, ,সেটাও হাতের নাগালে চলে আসবে,,ক্রেতা না কিনলে,,দাম বাড়িয়ে কয়দিন কাটা গরুর মাংস রাখবে ফ্রিজে!!!!! কম দামে ক্রেতা না কিনলে,, কতদিন চড়া দাম হাকাবে!!!!! ক্রেতাই যদি না থাকে,,কিসের সিন্ডিকেট,,,,, আমরা সব চাইলেই পারি,,লাগবে শুধু একতা,,,,, চলেন, তরমুজের পরে এবারে গরুর মাংসের দাম কমাই❤️

একটা তরমুজের দাম ৮০০ টাকা!!বছরের ১১ মাস যদি তরমুজ না খেয়ে থাকতে পারি তাহলে এই মাসেও তরমুজ না খেয়ে থাকা যাবে। তরমুজ কেনা ...
16/03/2024

একটা তরমুজের দাম ৮০০ টাকা!!

বছরের ১১ মাস যদি তরমুজ না খেয়ে থাকতে পারি তাহলে এই মাসেও তরমুজ না খেয়ে থাকা যাবে। তরমুজ কেনা বন্ধ করুন, নেক্সট ১৫ দিন কোন তরমুজ কিনবেন না। সব পঁচে যাবে।

অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙন। এটাই হোক আমাদের নিরব প্রতিবাদ।

আসসালামু  আলাইকুম তোমরা খোলা আকাশের নিচে ঘুরেবেড়াচ্ছো, মসজিদে তারাবিহ পড়ছো, সাহরি খাইছো!  তোমাদের কি আমার কথা স্বরণে আছে...
16/03/2024

আসসালামু আলাইকুম তোমরা খোলা আকাশের নিচে ঘুরেবেড়াচ্ছো, মসজিদে তারাবিহ পড়ছো, সাহরি খাইছো!
তোমাদের কি আমার কথা স্বরণে
আছে? তারাবির পরে কি আমার কথা স্বরণে আসে? তাহাজ্জুদ পরে কি মুনাজাতে আমার কথা মনে হয়?? ইফতারের পূর্বাক্ষণে আমাকে কি মনে কর??? হয়ত এই চাহনি এটাই বলছে!
আমরা প্রত্যেকেই শায়েখ'র জন্যে খাস করে দোয়া করি।🤲🤲 (আমিন)

না খেলেও রোজা রাখা যাবে ইনশাআল্লাহ ✊✊
16/03/2024

না খেলেও রোজা রাখা যাবে ইনশাআল্লাহ ✊✊

সত্যি তখনকার দিনগুলো সুন্দর ছিলো
15/03/2024

সত্যি তখনকার দিনগুলো সুন্দর ছিলো

তরমুজ  #তরমুজ এরা কৃষকের থেকে ৫০-১০০ টাকায় তরমুজ কিনে, বেচে ৫০০-৮০০ টাকায়। হিউজ প্রোফিট। সাধারণ ক্রেতারা তরমুজ কিনে খেতে...
15/03/2024

তরমুজ
#তরমুজ

এরা কৃষকের থেকে ৫০-১০০ টাকায় তরমুজ কিনে, বেচে ৫০০-৮০০ টাকায়। হিউজ প্রোফিট। সাধারণ ক্রেতারা তরমুজ কিনে খেতে পারে না, এতে তাদের কিছু যায় আসে না।

এতোই প্রোফিট মার্জিন থাকে যে, শেষে ৪০০-৫০০ তরমুজ সস্তায় বা ন্যায্য মূল্যে না বেচে পচায়, পচিয়ে রাস্তার ধারে-নদীতে ফেলে দেয়। দাম ধরে রাখে, এতে তাদের কোন লস হয় না।

এরা মানুষ না, সাক্ষাৎ শয়তান!
*ছবি দুটো প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে

এখনো কিনি নাই এবং কিনবো না
15/03/2024

এখনো কিনি নাই এবং কিনবো না

আহ্ আমরা মানুষের জীবন কত ছোট,ভাবতেই শরীর টা আচমকা চমকে উঠলো,কিছুদিন আগেই দেখে ছিলাম ছেলেটা হাফেজ থেকে টিকটকার হয়ে দিনের ...
28/02/2024

আহ্ আমরা মানুষের জীবন কত ছোট,ভাবতেই শরীর টা আচমকা চমকে উঠলো,কিছুদিন আগেই দেখে ছিলাম ছেলেটা হাফেজ থেকে টিকটকার হয়ে দিনের লাইন থেকে সরে গেছিল, তার কিছুদিন পর নিজের ভুল বুঝতে পেরে সে আবারও দিনের পথে ফিরে আসছিল, আজ হঠাৎ শুনি সে নাকি মারা গেছে, হইতো উপর ওয়ালা তাকে পছন্দ করছিল তাই পথভ্রষ্ট থেকে তাকে সরিয়ে এনে সঠিক বুঝ দিয়ে দুনিয়া থেকে নিয়ে গেছে, আমাদের জীবন কতোই না ছোট, তবুও আমরা কত রঙ তামাশার মাঝে নিজেকে হারিয়ে ফেলছি😢আল্লাহ্ ছেলেটা কে জান্নাত নসীব করুক আমিন..!🤲🤲🤲

সবচেয়ে বড় অভাগা হলেন কবি কাজী নজরুল ইসলাম। তার চার বছরের শিশু বুলবুল যে রাতে মা/ রা গিয়ে ছিল, সে রাতে তার পকেটে একটা ...
20/02/2024

সবচেয়ে বড় অভাগা হলেন কবি কাজী নজরুল ইসলাম। তার চার বছরের শিশু বুলবুল যে রাতে মা/ রা গিয়ে ছিল, সে রাতে তার পকেটে একটা কানাকড়িও ছিল না।

অথচ কাফন,দাফন,গাড়িতে করে দেহ নেওয়া ও গোরস্থানে জমি কেনার জন্য দরকার ১৫০ টাকা, সে সময়ের ১৫০ টাকা মানে অনেক টাকা। এত টাকা কোথায় পাবে। বিভিন্ন লাইব্রেরীতে লোক পাঠানো হল। না, টাকার তেমন ব্যবস্থা হয়নি। শুধুমাত্র ডি. এম লাইব্রেরি দিয়েছিল ৩৫ টাকা। আরো অনেক টাকা বাকি। টাকা আবশ্যক।

ঘরে দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। প্রকাশক শর্ত দিল। এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে। তারপর টাকা..

কবি মনের নীরব কান্না, যাতনা লিখে দিলেন কবিতায়.....

"ঘুমিয়ে গেছে শান্ত হয়ে
আমার গানের বুলবুলি
করুন চোখে চেয়ে আছে
সাঁঝের ঝরা ফুলগুলি"...

একজন সন্তান হারা পিতার কি নিদারুণ কষ্ট 🙂

collected

12/02/2024

Insan Dil Ka saaf Hona chahie

Man😊😊
03/01/2024

Man😊😊

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when চিঠি/Cithi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category