News Times BD

News Times BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News Times BD, Media/News Company, Dhaka.

Newspapers can cover a wide variety of fields such as politics, business, sports and art, and often include materials such as opinion columns, weather forecasts, reviews of local services,birth notices, and columns.

প্রসঙ্গ: আমাজন কি আসলে শুরুতে লস দিয়েছিল? এটি কি পঞ্জি স্কিম ছিল?ইদানিং কিছু ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে যুক্তি দ...
22/09/2022

প্রসঙ্গ: আমাজন কি আসলে শুরুতে লস দিয়েছিল? এটি কি পঞ্জি স্কিম ছিল?

ইদানিং কিছু ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে যুক্তি দেখাতে গিয়ে অনেকেই বলেন আমাজনও প্রথম দিকে লস দিয়েছিল। ইউটিউবে দেখলাম কয়েকজন অর্থনীতিবিদও এটা বলছেন। আমি গালে হাত দিয়ে বসে বিশেষ করে আর্থিক বিশেষজ্ঞদের কথা শুনছি, আর ভাবছি ওনারা কী বলছেন? একথা তো পুরো সত্য নয়। শুরু থেকেই এটি সফলতার সব চিহ্ন বহন করছিল। ঘাতপ্রতিঘাতের মধ্যে গেলেও আমাজন শুরু থেকেই স্বচ্ছ বিজনেস মডেল নিয়ে এগিয়েছিল। এটি কোনো পঞ্জি স্কিম ছিল না। নিচে তার একটি চিত্র তুলে ধরা হলো।

১. ১৯৯৪ সালে জেফ বেজোস সিয়াটলে একটি গ্যারেজে আমাজম প্রতিষ্ঠা করেন । পরে তাঁর দুই বন্ধু থেকে নেওয়া ২৪৫,০০০ ডলার বিনিয়োগ করে আমাজন ১৯৯৫ সালে ওয়েবসাইট খুলে অনলাইনে বই বিক্রি শুরু করে।

২. প্রথম দিকেই সপ্তাহে এর গ্রোথ ৩০% দিয়ে শুরু হয়ে তা কয়েক সপ্তাহ পর ৫০% পর্যন্ত স্পর্শ করে।

৩. মাত্র তিন বছরের মাথায় ১৯৯৭ সালে এটি স্টক এক্সচেঞ্জে নাম লেখায় ও আইপিও ইস্যু করে। প্রতি শেয়ারের দাম ছিল ১৮ ডলার।

৪. পাঁচ বছরের মাথায় ১৯৯৯ সালে জেফ বেজোস মিলিওনিয়ার হন এবং সে বছর তাঁকে টাইম ম্যাগাজিন Person of the year in 1999 ঘোষণা করে।

৫. পরের দুবছর কোম্পানিটি কিছু ভুল বিনিয়োগ করে সমস্যায় পড়ে, তবে তা খুব বড়ো সমস্যা ছিল না- এবং তা পণ্য ডেলিভারিতে বিন্দুমাত্র প্রভাব ফেলেনি। এসময় বেজোস সম্ভাব্য সবচে কম সময়ে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার নীতি নেন। এরই প্রতিফলন ঘটে হ্যারি পটারের বই যেদিন প্রকাশিত হয় সেদিনই আমেরিকার সকল প্রান্তে হাজার হাজার অর্ডারকারির কাছে পৌঁছানোর মাধ্যমে। এসময় কোম্পানিটির অভ্যন্তরীণ রক্তপাত মানে ক্ষতি হচ্ছিলো, স্টকের দাম কমছিলো, কিন্তু তাদের বিজনেস পলিসি, ভবিষ্যত পরিকল্পনা পরিস্কার ছিল, নতুন নতুন উদ্যোগ করা হচ্ছিলো, যার কারণে তাঁরা খুব দ্রুত ঘুরে দাঁড়ায়। সব পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছিল বিনিয়োগ জোগাড় করে, যেমন AOL এসময় ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল। ক্রেতাদের কাছ থেকে অগ্রিম নিয়ে এগুলো করা হয়নি।

৬.প্রতিষ্ঠার মাত্র সাত বছরের মাথায় ২০০১ সালে এর রেভিনিউ দাঁড়ায় এক বিলিয়ন ডলারেরও বেশি।

৭. এরপর আর পিছু ফিরতে হয়নি, ২০০৮ সালেই আমাজন আমেরিকার সবচে বড়ো ই-কমার্স প্লাটফর্ম 'eBay কে পেছনে ফেলে দেয়- যা ছিল অবিশ্বাস্য।

৮. ২০১১ সালে এর রেভিনিউ হয় ৮০ বিলিয়ন। একই বছর ব্যক্তিগতভাবে ১৮.১ বিলিয়ন নেট সম্পদ নিয়ে বেজোস দুনিয়ার ১৮তম ধনীর জায়গা দখল করেন।

৯. পরের বছর ২০১২ সালে এর রেভিনিউ দাঁড়ায় ১২০ বিলিয়ন ডলার।

১০. ২০২০ সালে এটি ট্রিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হয়। ( আমেরিকান হিসেবে এক ট্রিলিয়ন মানে এক হাজার বিলিয়ন।)

মোদ্দা কথা হলো, অনেক ঘাতপ্রতিঘাতের মধ্যে গেলেও আমাজনের একটি ক্রিস্টাল ক্লিয়ার বিজনেস মডেল ছিল।
ক্রেতাদের সার্ভিস দেওয়ার ব্যাপারে কোনো আপোষ ছিল না। মাঝে মাঝে লস হলেও তার ব্যাখ্যা ছিল। সম্পদ ও দায়ের ফারাক ব্যাখায়িত ছিল।

আমাদের দেশের 'ছাতামাতা হায়হায়' কোম্পানির পক্ষে যুক্তি দেওয়ার সময় যারা আমাজন প্রসঙ্গ টানেন, তাঁরা কি এগুলো জানেন না!
আমার কেন জানি মানতে ইচ্ছে করে না।

( তথ্যগুলো আমাজনের উপর লেখা সবচে অথেনটিক বই
Amazon Unbound থেকে নেওয়া। বিশাল গবেষণাধর্মী বইটি লিখেছেন, Brad Stone)

#আসুনমায়াছড়াই
#বাদলসৈয়দ

৮.

ব্যাপারটা উল্টা হলো। আপনি প্রযোজনা করুন, কিন্তু অভিনয় করবেন না প্লিজ।
29/08/2022

ব্যাপারটা উল্টা হলো। আপনি প্রযোজনা করুন, কিন্তু অভিনয় করবেন না প্লিজ।

সরকারের সাড়ে ৯ কোটি টাকার জ্ঞানচর্চার বই!!! যাচ্ছে বিভিন্ন জেলা-উপজেলায়। খবরে প্রকাশ সেখানে জনাব বুলবুল স্যারেরই আছে ২৯খ...
29/08/2022

সরকারের সাড়ে ৯ কোটি টাকার জ্ঞানচর্চার বই!!! যাচ্ছে বিভিন্ন জেলা-উপজেলায়। খবরে প্রকাশ সেখানে জনাব বুলবুল স্যারেরই আছে ২৯খানা কাণ্ডজ্ঞান হীন কবিতার বই!!! জানা গেছে তিনি একজন অতিরিক্ত সচিব। মারহাবা!

আজ আমার কিছু কথা না বল্লেই না ! গত ২/৩ বছরে আমি ৪ জন এর কাছে ৩ লাখ ৫০ হাজার টাকা পাই টাকাগুলো দিচ্ছে না ! সামনে কোরবানির...
04/07/2022

আজ আমার কিছু কথা না বল্লেই না ! গত ২/৩ বছরে আমি ৪ জন এর কাছে ৩ লাখ ৫০ হাজার টাকা পাই টাকাগুলো দিচ্ছে না ! সামনে কোরবানির ঈদ ! তারা সবাই বেশ পরিচিত মুখ ! আমার কথা হচ্ছে এই যে ঈদে আপনারা কোরবানি দিবেন আমার টাকাগুলো না দিয়ে কোরবানি কবুল হবে তো ?? ভেবে দেখবেন ! আমি চাইলেই আপনাদের ট্যাগ করতে পারতাম কিন্তু আপনাদের সন্মান এর কথা ভেবে তা আর করলাম না ! পারলে ঈদ এর আগে টাকা গুলো ব্যাক করবেন 🙏

নিউমার্কেটে সংঘর্ষ: বিএনপি নেতা মকবুল গ্রেফতারঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুল...
22/04/2022

নিউমার্কেটে সংঘর্ষ: বিএনপি নেতা মকবুল গ্রেফতার

ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় এক নম্বর আসামি বিএনপির নিউমার্কেট থানার সাবেক সভাপতি মকবুল হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, শুক্রবার বিকেলে মকবুল হোসেনকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওয়েলকাম ও ক্যাপিটাল ফাস্টফুড নামের যে দুই দোকানের কর্মচারীদের দ্বন্দ্ব থেকে গত সোমবার রাতে নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়, সেই দোকান দুটি সিটি করপোরেশন থেকে মকবুলের নামে বরাদ্দ রয়েছে। তবে কোনো দোকানই মকবুল নিজে চালাতেন না। রফিকুল ইসলাম ও শহিদুল ইসলাম নামে দুজনকে ভাড়া দিয়েছেন দোকান দুটি। রফিকুল ও শহিদুল আবার পরস্পরের আত্মীয়।

সোমবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও মঙ্গলবার সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ। যা চলে সন্ধ্যা পর্যন্ত।

এ ঘটনায় উভয়পক্ষের অর্ধ শতাধিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এছাড়াও সংঘর্ষের এ ঘটনায় এখন পর্যন্ত দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের একজন ডেলিভারিম্যান, অন্যজন দোকান কর্মচারী।

নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। একটি মামলা বিস্ফোরক আইনে এবং অন্যটি পুলিশের ওপর হামলার অভিযোগে করা হয়েছে। দুই মামলাতে নিউ মার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ মোট ১২০০ জনকে আসামি করা হয়।

এছাড়াও সংঘর্ষে নিহত নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় তিনি অজ্ঞাতনামা আসামি উল্লেখ করেন। এই তিন মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে প্রায় এক হাজার ৪০০ জনকে। তবে তিনটি মামলার মধ্যে শুধু একটিতেই এক বিএনপি নেতাসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এই মামলাটির বাদী পুলিশ।

ডেলিভ্যারিম্যান নাহিদ হাসানের মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্তভার পেয়ছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।সংঘর্ষের ঘটনায় চারটি মামলার মধ্যে দুটি হত্যা মামলা। অন্য দুটি মামলা করেছে পুলিশ বাদী হয়ে।

মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন অ্যাডভোকেট মকবুল হোসেন, আমির হোসেন আলমগীর, মিজান, টিপু, হাজি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, হাসান জাহাঙ্গীর মিঠু, হারুন হাওলাদার, শাহ আলম শন্টু, শহিদুল ইসলাম শহিদ, জাপানি ফারুক, মিজান বেপারী, আসিফ, রহমত, সুমন, জসিম, বিল্লাল, হারুন, তোহা, মনির, বাচ্চু, জুলহাস, মিঠু, মিন্টু ও বাবুল।

আসামিদের মধ্যে অ্যাডভোকেট মকবুল নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি, তিনি মামলায় এক নম্বর আসামি। তাকে আজ গ্রেফতার করলো ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

টিটি/জেএইচ/কেএসআর/এএসএম

'বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।'ভুল বলেছেন নজরুল, নারী কবে কী করলো ভাল...
16/04/2022

'বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।'

ভুল বলেছেন নজরুল, নারী কবে কী করলো ভালো?
আমি নারী, আমি ছলনাময়ী, আমি জগতের কালো।

গৃহিণী মানেই কাজ নেই কোনো, সারাদিন দেখি টিভি
সারা দিন শুধু জি বাংলা আর পাশের বাড়িতে ‘জানেন ভাবী?’
অফিসেও আমি বড় অকেজো, মুখে আটা মেখে সময় কই?
বসের সাথে ফ্লার্ট করেই বছর বছর প্রোমোটেড হই।

কথা কম বললে অহংকারী, বেশী বললে স্লাট
সমাজটাকে বিগড়ে দিচ্ছে আমার ব্লাউজের কাট।

লক্ষী ছেলে হঠাত এতো অবাধ্য হলো কেন?
নিশ্চয়ই বউ বশ করেছে, ডাইনী একটা যেনো।
ছেলেমেয়ে কথা শোনেনা, মা-ই খেয়েছে মাথা
স্বামী করছে পরকীয়া, সেও আমারই ব্যর্থতা।
প্রেম দিয়ে যদি আগলে রাখতাম লক্ষী বউয়ের মতো
দেবতা স্বামী আমার, সে কি অন্যমুখী হতো?
ডিভোর্স হলেও আমারই দায়, সংসার টেকাতে পারিনি।
আগে ভাগে সময়মতো ক্যারিয়ার কেনো ছাড়িনি?
আর, চাকরি করার দরকারটা কী? অনেক কামায় স্বামী
ঘরে বাচ্চা রেখে অফিস করি, কেমন মা আমি?

ধর্ষণটাও আমারই দোষ “ঐ মেয়ে তোর ওড়না কই?”
রাতের বেলা বাইরে ছিলাম, বিপদে তো পড়বই।

মেয়েরা সাজে বেশী, কাজে কম
ঝগড়া বাধায় হরদম
ছেলেরা করলে স্টাড- প্লেয়ার
মেয়ে করলে? বেশরম।

জাহান্নামে নারী বেশী; পুরুষ? সেতো সাধু সন্ন্যাসী
নারীই কেবল সর্বনাশী- প্রুড নাহয় হোর
দোষগুলো সব আমার রে ভাই- গুণগুলো সব তোর।

সংসার- সমাজের হাজারো মিথ্যা অপবাদ সহ্য করে আসছে বিশ্বের কোটি নারী।
আর না। হোক প্রতিবাদ।

কোনোভাবেই কমছিলো না পেটের ব্যথা। শহর-গ্রাম নানা জায়গায় চিকিৎসা করিয়ে পাননি সুফল। এ অবস্থায় আব্দুল কাশেমের (৩৪) কাছে খবর ...
09/04/2022

কোনোভাবেই কমছিলো না পেটের ব্যথা। শহর-গ্রাম নানা জায়গায় চিকিৎসা করিয়ে পাননি সুফল। এ অবস্থায় আব্দুল কাশেমের (৩৪) কাছে খবর আসে, ভারতে গেলে ভালো চিকিৎসা মেলে। তাও আবার কম খরচে। শেষপর্যন্ত যান ভারতে। সেখানে চিকিৎসা তো দূরের কথা, উল্টো খুইয়ে আসেন নিজের কিডনি।

দালাল চক্রের খপ্পরে পড়ে আজ করুণ অবস্থা আব্দুল কাশেমের। ২০২১ সালের ৪ নভেম্বর ভোরে দালালের মাধ্যমে স্ত্রী ববিতাকে নিয়ে যশোর বর্ডার দিয়ে ভারতে গিয়েছিলেন তিনি।

সেখানে গিয়ে কলকাতায় জিম্মি হন তারা। এরপর কলকাতার একটি হাসপাতালে নিয়ে কাশেমের কিডনি রেখে দেওয়া হয়। পরে চলতি বছর ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি ভুক্তভোগী কাশেম ও তার স্ত্রীকে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে।

ভারতে নিয়ে চিকিৎসার নামে কিডনিসহ অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রির অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতারের পর বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য।

এ ঘটনায় ঢাকার আশুলিয়া থেকে মোছা. বিউটি বেগম নামে চক্রের নারী সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মেডিকেল ডকুমেন্ট ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।

সোমবার র‌্যাব-৩ এর স্টাফ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এ তথ্য জানান।

তিনি বলেন, চক্রের সদস্যরা নিরীহ লোকদের সুচিকিৎসার লোভ দেখিয়ে জিম্মি করে দেশ-বিদেশে অবৈধভাবে অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করে আসছে। এমন অভিযোগ পাওয়ার পর সত্যতা নিশ্চিতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় র‌্যাবের একটি দল বিউটি বেগমকে গ্রেফতার করে। গ্রেফতার এই নারী মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রয়কারী প্রতারক চক্রের সদস্য।

আশুলিয়া থানায় করা একটি মামলা সূত্রে ভুক্তভোগী আব্দুল কাশেমের তথ্য মেলে। তার বাড়ি জয়পুরহাটে। তিনি দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। গত বছরের ১০ সেপ্টেম্বর রাতে কাশেম ও তার স্ত্রী ববিতার মোবাইলে কথা হয় দালাল চক্রের সদস্য বিউটি বেগমের সঙ্গে। তখন বিউটি তাদের বাসায় ডাকেন।

অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, পরদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিউটির বাসায় যান কাশেম ও তার স্ত্রী। আলাপ-আলোচনার একপর্যায়ে কাশেমকে ভারতে নিয়ে চিকিৎসা দেওয়ার প্রলোভন দেখান বিউটি। ভারতে কয়েকবার আসা-যাওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরে বিউটি তাদের জানান, বিভিন্ন লোককে ভারতে নিয়ে কম খরচে চিকিৎসা করিয়ে সাহায্য করেছেন। তার পাসপোর্ট ও বিভিন্ন কাগজপত্রও দেখান।

বিউটির কথামতো কাশেম ও ববিতা পাসপোর্ট-ভিসা করে গত বছর যশোর বর্ডার দিয়ে ভারত যান। সেখানে আগে থেকে অবস্থান করা চক্রের পলাতক সদস্য মো. শহীদ (৪৫) ও শেখ ফরিদ (৪২) তাদের নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখেন। সেখানে থেকেই কলকাতার বিভিন্ন হাসপাতালে কাশেমকে নিয়ে ডাক্তার দেখানো হয়।

চিকিৎসার নামে কৌশলে কাশেমের কাছ থেকে স্বেচ্ছায় কিডনি দানের সম্মতিপত্রে সই নেন চক্রের পলাতক সদস্যরা। পরে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসার কথা বলে তাকে ভর্তি করানো হয়। সেখানে কাশেমের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর অপারেশন করতে হবে বলে জানানো হয়। এর কয়েকদিন পর ওই হাসপাতালের একটি রুমে তাকে একা নিয়ে অজ্ঞান করে অপারেশন করা হয়।

অপারেশন শেষে জ্ঞান ফেরার পর পেটের বাম পাশে কাটা দেখে ডাক্তারকে জিজ্ঞাসা করে কাশেম জানতে পারেন, তিনি তার কিডনি স্বেচ্ছায় দান করেছেন। পরে তিনি চক্রের সদস্যদের কাছে কিডনি বিক্রির বিষয়ে জানতে চাইলে তারা ভয়ভীতি দেখান। এরপর ২১ ফেব্রুয়ারি কাশেম ও তার স্ত্রীকে দেশে পাঠিয়ে দেওয়া হয়।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, পরস্পর যোগসাজশে কাশেমকে চিকিৎসার নামে ভারতে নিয়ে অনুমতি ছাড়া তার কিডনি বিক্রি করে দিয়েছে চক্রটি। তিনি বাংলাদেশে এসে বর্তমানে সুচিকিৎসা না পেয়ে অসহায় জীবনযাপন করছেন।

 #কিশোরগঞ্জের কুলিয়ারচরে একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন লাকি বেগম (২৮)। চার নবজাতকের মধ্যে দুজন ছেলে ও দুজন মেয়ে। দীর্ঘ...
09/04/2022

#কিশোরগঞ্জের কুলিয়ারচরে একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন লাকি বেগম (২৮)। চার নবজাতকের মধ্যে দুজন ছেলে ও দুজন মেয়ে। দীর্ঘ ১০ বছর পর মা হলেন তিনি।

বুধবার (৬ এপ্রিল) দুপুরে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তান জন্ম দেন লাকি বেগম।

জন্মের সঙ্গে সঙ্গে সুস্থ অবস্থায় চার শিশুকে চারটি বেডে রাখা হয়েছে। তবে একসঙ্গে জন্ম নেওয়ায় তাদের ওজন কম হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মা লাকি বেগমকে আইসিইউতে রাখা হয়েছে।

লাকি বেগম কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড় ছয়সূতী খাঁ বাড়ির ফাইজুর রহমানের স্ত্রী। তার স্বামী টেইলার্সের কাজ করে সংসার চালান। তিনি কুলিয়ারচর পৌর শহরের পশ্চিম গাইলকাটা মহল্লার মুছা মিয়ার মেয়ে। লাকি বেগমের বড় ভাই হাবিবুল্লাহ জানান, ১০ বছর আগে ফাইজুর রহমানের সঙ্গে তার ছোট বোন লাকির বিয়ে হয়। বিয়ের দীর্ঘ কয়েক বছর পরও তাদের কোনো সন্তান হচ্ছিল না। পরে ভাগলপুর জহুরুল ইসলাম কলেজ ও হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. ইসমত আরার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেন। অবশেষে দীর্ঘ ১০ বছর পর একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন তার বোন।

তিনি বলেন, ‘বিষয়টি যেমন আনন্দের তেমনি চিন্তারও। কারণ চার শিশুর বাবা একজন দরিদ্র মানুষ। তিনি স্থানীয় বাজারের দোকানে দর্জির কাজ করে সংসার চালান। এতে চার শিশুসন্তানের লালন-পালন অনেক কষ্ট হবে।’

ছোট বোন লাকিসহ চার সন্তানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া এবং সহযোগিতা চেয়েছেন ভাই হাবিবুল্লাহ।

জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা.ইসরাত জাহান জাগো নিউজকে জানান, চার নবজাতকের তিনজনের দুই কেজি করে। এক বাচ্চার ওজন এক কেজি ৯৫০ গ্রাম। এরা সবাই সুস্থ আছে। তবে তাদের মা অসুস্থ থাকায় আইসিইউতে আছেন। বাচ্চাদের খাবারের সংস্থান হাসপাতাল থেকেই করা হচ্ছে।

লাকির ভাবি পুষ্প আক্তার জানান, জন্মের সময় চার শিশুর বাবা হাসপাতালেই ছিলেন। চার সন্তানের জন্মের কথা শুনে তিনি খুবই খুশি হয়েছেন।

তবে চার সন্তান জন্মের কিছুক্ষণ পরই ব্যক্তিগত কাজে বাইরে যাওয়ায় বাবা ফাইজুর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এসআর/এএসএম

ঠাকুরগাঁওয়ে বিয়ের আশ্বাসে শারিরীক সম্পর্ক, শিক্ষকের বাসায় শিক্ষার্থীর অনশন
06/03/2022

ঠাকুরগাঁওয়ে বিয়ের আশ্বাসে শারিরীক সম্পর্ক, শিক্ষকের বাসায় শিক্ষার্থীর অনশন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শতবর্ষী সুনামধন্য পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব সহকারী তৌহিদুল ইসলাম (....

অনেকে বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি  রাজনীতি বুঝে না । আসলেই তিনি রাজনীতি বুঝেন না। যদি বুঝতেন পালিয়ে যেতেন , যদ...
27/02/2022

অনেকে বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাজনীতি বুঝে না । আসলেই তিনি রাজনীতি বুঝেন না। যদি বুঝতেন পালিয়ে যেতেন , যদি বুঝতেন নিজের স্বার্থ দেখতেন। তিনি আসলে রাজনীতিবিদ না, তিনি হলেন একজন দেশ প্রেমিক। ইতি মধ্যে ভারত, চীন ছাড়া প্রায় ২৬ রাষ্ট্র তাকে পরোক্ষভাবে সমর্থন দিয়েছে। অনেক দেশ তাকে বলেছে তুমি পালাতে চাইলে সে সুযোগ করে দেবো । তিনি না করে দিয়েছেন, বলেছেন আমি দেশেই থাকবো ।
তিনি সহ যোদ্ধাদের সাথে রাস্তায় নেমে এসেছেন। নিজে অস্ত্র হাতে নিয়েছেন, দেশের মানুষদের আহ্বান করেছেন রাস্তায় নেমে যুদ্ধ করতে। প্রতিরোধ করতে। তিনি জানেন জিতার সম্ভবনা নেই তবুও অবিচল। মৃত্যুকে পরোয়া করেন না। এই যে সাহস , এই যে দেশ প্রেম তা উড়িয়ে দেয়ার মত কোন পারমানবিক বোমা আজ পর্যন্ত পৃথিবীতে তৈরী হয়নি। আপনি একজন মানুষকে হত্যা করতে পারেন , কিন্তু তার সাহসকে না। তার এই সাহস দেখে একটা কবিতার লাইন মনে পড়ছে ‘ ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর’। হয়ত মারা ও যেতে পারেন কিন্তু তার এই সৎ সাহসের জন্য ইউক্রেনের জনগণ এখন প্রাণ দিতে প্রস্তুত। ইতিমধ্যে ১৩ জন ইউক্রেনীয় সৈন্য রাশিয়ার সেনাবাহিনীর সামনে প্রাণ দিয়েছে ,কিন্তু আত্মসমর্পণ করেনি। বলেছে আমাদের অস্ত্র না থাকতে পারেন কিন্তু দেশের জন্য আমরা বুক পেতে দিতে পারি। তাই তারা করেছে । একজন ইউক্রেনীয় সৈন্য আত্মঘাতী হয়েছে ব্রিজ উড়িয়ে দিয়ে। ইউক্রেনের রাস্তায় এখন দলে দলে ইউক্রেনীয় লোক আসছে আর বলছে আমরা দেশের জন্য যুদ্ধ করবো অস্ত্র দাও। যদি কোন দেশের মানুষের মনে গেঁথে যায় জীবন দেবে দেশের জন্য , তাদের হারানো খুব কঠিন। অস্ত্র দিয়ে হারানো যায় কিন্তু তাদের ত্যাগ কিংবা সাহস লেখা থাকে ইতিহাসের পাতায়। ‘ তুমি ও মানুষ ,আমি ও মানুষ তফাত শুধু শিরদাঁড়ায় ‘।
জেলেনস্কি রাজনীতিবিদ না বলেই যেদিন ক্ষমতা গ্রহন করলেন , সেদিন বলেছিলেন,
'আপনাদের অফিসে আমি আমার ছবি ঝুলন্ত অবস্থায় দেখতে চাই না। আপনারা নিজের সন্তানদের ছবি, বাবা মায়ের ছবি ঝোলান। কারন আপন জনের দিকে তাকিয়ে কেউ খারাপ কাজ করতে পারে না। আইনের চোখে সবাই হবে সমান এবং শাসনকাজ চলবে সততা ও স্বচ্ছতার সঙ্গে' । আপনাদের বিশ্বাসের অমর্যাদা করবো না। ' এখন মনে হচ্ছে তিনি তার কথা রেখেছেন।
ইউক্রেনীয়রা রাশিয়ার তুলনায় কিছুই না। কিন্তু তাদের সাহসকে সাধুবাদ জানাই।
ইউক্রেনের এ অবস্থা দেখে আমাদের ৭১ এর মুক্তিযুদ্ধের কথা মনে পড়ছে। আমাদের মুক্তিযোদ্ধাদের কি অস্ত্র ছিল ? ছিল না। কিন্তু ছিল দেশ প্রেম । সততা , সাহস। যুদ্ধে গিয়ে ট্রনিং নিয়েছে, অস্ত্র পেয়েছে। খেয়ে না খেয়ে থেকেছে , কষ্ট পেয়েছে , পিছ পা হয়নি। টানা ৯ মাস যুদ্ধ করেছে।
৫৬ হাজার বর্গমাইলে বাংলার মাটিতে লেগে আছে মুক্তিযোদ্ধাদের রক্ত। অনেকে যুদ্ধ শেষে ফিরে এসে পরিবারের কাউকেই পায়নি। অনেকে যুদ্ধেই প্রাণ দিয়েছে। তিরিশ লক্ষ শহিদ । সেদিন মুক্তিযোদ্ধারা যদি নিজেদের কথা ভাবত তাহলে আজ আমি আপনি এভাবে মাথা উঁচু করে বলতে পারতাম না যে আমারা বাংলাদেশী। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মতো নেতা দরকার সব দেশের
--
এম আর ফারজানা
নিউ জার্সি থেকে।

 #ভারতের  #ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রাম প্রসাদ পাল বলেন, এই  #বাংলাদেশ আমাদেরই বাংলাদেশ। আমরা সবাই এক। এপার-ওপ...
25/02/2022

#ভারতের #ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রাম প্রসাদ পাল বলেন, এই #বাংলাদেশ আমাদেরই বাংলাদেশ। আমরা সবাই এক। এপার-ওপার ব্যারিকেড থাকলেও আমরা #বাঙালি হিসেবে সবাই এক। আমি বাংলাদেশে ঘুরতে এসেছি। আনন্দ করতে এসেছি।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে #ব্রাহ্মণবাড়িয়ার #আখাউড়া #স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এসময় আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় সরকার, স্বেচ্ছাসেবক লীগের ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি অ্যাড. মো. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মো. সাইদুজ্জামান আরিফ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর কিংকর ঘোষ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. শাহ আলমসহ মন্ত্রীর বাংলাদেশের স্বজনরা উপস্থিত ছিলেন।

ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশে মাদক আসা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৪ বছর যাবৎ বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে লড়াই করছে। চার বছর আগে থেকে ৭০ ভাগ এখন কমে গেছে। সরকারের পক্ষ থেকে যথেষ্টভাবে এ বিষয়টি নিয়ে আমাদের প্রশাসনিক সিস্টেমে কাজ করা হচ্ছে। কড়া হাতে দমন করা হচ্ছে। সমস্যা দীর্ঘদিনের। এটা নির্মূল করতে গিয়ে আমাদেরও সমস্যা হচ্ছে। সরকার একা সেটা পারবে না। জনগণকে সহায়তা করতে হবে। আমরা চেষ্টা করছি ত্রিপুরা থেকে কোনো প্রকার মাদক যেন না আসে। মাদক পাচার না কমার বিষয়টি আমি সরকারিভাবে জানাবো।

বিবার্তা/নিয়ামুল/এসএফ

আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে...
20/02/2022

আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার বিষয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এ সময় তিনি বলেন, দেশের সব সাংবিধানিক কর্মচারী, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব অনুষ্ঠানে জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলা স্লোগান দিতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজ একটা বিষয় কেবিনেটে আসছে। সেটা হলো ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার বিষয়ে। এটা কেবিনেটে আলোচনা হয়েছে। ২০২০ সালে হাইকোর্টে একটি রায়ও আছে- ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে বিবেচনা করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এটা কেবিনেটে আলাপের পর সিদ্ধান্ত হয়েছে, ‘জয় বাংলা’কে কেবিনেট থেকে একটি সার্কুলার দিয়ে জাতীয় স্লোগান হিসেবে প্রচার করে দিতে হবে। আমরা অবিলম্বে একটা নোটিফিকেশন করে দেবো।”

নোটিফিকেশন করতে কতদিন লাগবে- জানতে চাইলে তিনি বলেন, ‘দু-একদিন, তিনদিন, চারদিন, এর বেশি তো লাগার কথা নয়।’

কোথায় কোথায় ‘জয় বাংলা’ বলতে হবে- এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “তিন-চারটি ক্যাটাগরির কথা জাজমেন্টে আছে। সাংবিধানিক পদধারীগণ, রাষ্ট্রের সব কর্মকর্তা-কর্মচারী রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠানের শেষে এটা বলবেন। সব শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসাসহ তাদের কোনো সভা-সেমিনার যদি হয়, অ্যাসেম্বলি বা যে কোনো ধরনের সমাবেশ হলে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দিতে হবে।”

‘যদি কোনো অনুষ্ঠান হয়, অ্যাসেম্বলি হয় সরকারি-বেসরকারি যারা থাকবেন জয় বাংলা স্লোগান ব্যবহার করবেন। এটা কেবিনেটের সিদ্ধান্ত’ বলেন মন্ত্রিপরিষদ সচিব।

উল্লেখ্য, ২০১৭ সালে ড. বশির আহমেদ ও ২০১২ সালে আব্দুল বাতেন ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করার জন্য হাইকোর্টে রিট আবেদন করেন। এরপর ২০২০ সালের ১৯ মার্চ বিচারপতি এফ আর এম নাজমুন আহসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান করার রায় দেয়। তিন মাসের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করার নির্দেশনা থাকলেও তা হয়নি।

19/02/2022

২০২৩ সাল থেকে শুক্র ও শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে-
বলেছেন শিক্ষা মন্ত্রী

 #সেই_দিনগুলি_কই ??১৯৯৭ সালের বাজার দর!!!আবারো ফিরে যেতে মন চায় সেইদিনে।সুত্রঃ সাপ্তাহিক যায়যায়দিন
14/02/2022

#সেই_দিনগুলি_কই ??
১৯৯৭ সালের বাজার দর!!!
আবারো ফিরে যেতে মন চায় সেইদিনে।

সুত্রঃ সাপ্তাহিক যায়যায়দিন

৮৪ রানের বিশাল ব্যাবধানে পাপুয়া নিউ গিনির বিপক্ষে প্রত্যাশিত জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন!
21/10/2021

৮৪ রানের বিশাল ব্যাবধানে পাপুয়া নিউ গিনির বিপক্ষে প্রত্যাশিত জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন!

ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসের মর্মান্তিক নৌ দূর্ঘটনা।২৭/০৮/২১ইং😢এত লাশ একসাথে কখনো দেখেনি ব্রাহ্মণবাড়িয়াবাসী...ব্রাহ্মণবাড়িয়া...
29/08/2021

ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসের মর্মান্তিক নৌ দূর্ঘটনা।২৭/০৮/২১ইং😢
এত লাশ একসাথে কখনো দেখেনি ব্রাহ্মণবাড়িয়াবাসী...
ব্রাহ্মণবাড়িয়াতে নৌকা ডুবি ঘটনায় এখন পর্যন্ত ৫৩ জনকে মৃত ঘোষনা করা হয়েছে। ৩০ জনের নিঁখোজ😢
স্তব্ধ আজ ব্রাহ্মণবাড়িয়াবাসী 😢
আল্লাহ সকল শহিদদের জান্নাতের উচ্চ মাকাম দান করুন- আমিন।

 #আবার_তোরা_মানুষ_হবিশ্বের অন্যান্য ‍অনেক দেশের মত বাংলাদেশের গর্ভপাত আইন (১৮৬০-এর ব্রিটিশ পেনাল কোড) অনুযায়ী- অন্তঃসত্ত...
24/08/2021

#আবার_তোরা_মানুষ_হ
বিশ্বের অন্যান্য ‍অনেক দেশের মত বাংলাদেশের গর্ভপাত আইন (১৮৬০-এর ব্রিটিশ পেনাল কোড) অনুযায়ী- অন্তঃসত্ত্বার জীবন বাঁচানো ছাড়া অন্য কোনো কারণে গর্ভপাত নিষিদ্ধ। এমনকি ধর্ষণ, শারীরিক, মানসিক, অর্থনৈতিক বা সামাজিক কারণ, ভ্রণের বিকলাঙ্গতা এসব কারণেও গর্ভপাত আইনসিদ্ধ নয়।

জৈবিক তাড়নার ফলে মানুষ এ রকম অপকর্ম করে ফেলে। একটুখানি অসতর্কতায় অনাকাঙ্ক্ষিভাবে নারীর গর্ভে মানবভ্রুণের সৃষ্টি হয়। অপরিকল্পিত গর্ভধারণের কারণে অনেক নারীই গর্ভপাতের পথ বেছে নেন। এর পেছনে রয়েছে সামাজিক ও আর্থিক কারণ।

ছবির ভ্রুনটি আজ যশোরের একটি পাটক্ষেত থেকে কৃষকরা পেয়েছে। এটি ধর্ষণ বা ব্যভিচারের ফল। এক অপরাধকে ঢাকতে আরেক অপরাধ। নিষ্পাপ শিশু খুন। শিশুটি হত্যার পিছনে দায়ি থাকতে পারে তার অবৈধ মা-বাবা, নানা-মামা বা সমাজ।
সমাজে টিকে থাকার জন্য মানুষ অপরাধ করতেও পিছ পা হয় না।

এছাড়া যে জারজ সন্তান জন্মদানের অপরাধে সমাজ তাদের একঘরে করে রাখবে।

এক জরিপে দেখা গেছে, বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্ষনের চেয়ে উভয়ের সম্মতিতে শারীরিক মিলনের ঘটনা বেশি। নারীটি গর্ভ ধারনের পরে তার সঙ্গী পুরুষটি তা অস্বীকার করে এবং ওই নারীকে কলংকিত করে। এরকম ঘটনার কারণে, গ্রামের লোকজন শালিস বৈঠক বসে। তখন যে কোন কৌশলেই বিষয়টি আপোষ করে দেয়। আপোষের পরে ওই নারীকে গর্ভপাত ঘটাতে হয়। সামাজিক অনাচার এবং কুসংস্কারের কারনেই এমন অমানবিক ঘটনা ঘটছে।

ছবি: তামান্না ফারজানা খান চৌধুরী

= ''খতিয়ান'' কি?= ''সি এস খতিয়ান'' কি?= ''এস এ খতিয়ান'' কি?= ''আর এস খতিয়ান'' কি?= ''বি এস খতিয়ান'' কি?=“দলিল” কাকে বল...
22/08/2021

= ''খতিয়ান'' কি?
= ''সি এস খতিয়ান'' কি?
= ''এস এ খতিয়ান'' কি?
= ''আর এস খতিয়ান'' কি?
= ''বি এস খতিয়ান'' কি?
=“দলিল” কাকে বলে?
=“খানাপুরি” কাকে বলে?
= ''নামজারি'' কাকে বলে ?
=“তফসিল” কাকে বলে?
=“দাগ” নাম্বার/''কিত্তা'' কাকে বলে?
= “ছুটা দাগ” কাকে বলে?
= ''পর্চা'' কাকে বলে ?
= ''চিটা'' কাকে বলে ?
= ''দখলনামা'' কাকে বলে ?
= “খাজনা” ককে বলে?
= ''বয়নামা'' কাকে বলে ?
= ''জমাবন্দি'' কাকে বলে ?
= ''দাখিলা'' কাকে বলে ?
= ''DCR'' কাকে বলে ?
=“কবুলিয়ত” কাকে বলে ?
= “ফারায়েজ” কাকে বলে?
= “ওয়ারিশ” কাকে বলে?
= ''হুকুমনামা'' কাকে বলে ?
= ''জমা খারিজ'' কাকে বলে ?
= ''মৌজা'' কি/ কাকে বলে ?
= “আমিন” কাকে বলে?
= “কিস্তোয়ার” কাকে বলে?
= “সিকস্তি” কাকে বলে ?
= “পয়ন্তি” কাকে বলে?
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
=খতিয়ানঃ
মৌজা ভিত্তিক এক বা একাধিক ভূমি
মালিকের ভূ-সম্পত্তির বিবরণ সহ যে
ভূমি রেকর্ড জরিপকালে প্রস্ত্তত করা
হয় তাকে খতিয়ান বলে। এতে
ভূমধ্যাধিকারীর নাম ও প্রজার নাম,
জমির দাগ নং, পরিমাণ, প্রকৃতি,
খাজনার হার ইত্যাদি লিপিবদ্ধ
থাকে। আমাদের দেশে বিভিন্ন
ধরনের খতিয়ানের উপস্থিতি লক্ষ্য
করা যায়। তন্মধ্যে সিএস, এসএ এবং
আরএস উল্লেখযোগ্য। ভূমি জরিপকালে
ভূমি মালিকের মালিকানা নিয়ে
যে বিবরণ প্রস্তুত করা হয় তাকে
“থতিয়ান” বলে। খতিয়ান প্রস্তত করা হয়
মৌজা ভিত্তিক।
= সি এস খতিয়ানঃ
১৯১০-২০ সনের মধ্যে সরকারি আমিনগণ
প্রতিটি ভূমিখণ্ড পরিমাপ করে উহার
আয়তন, অবস্থান ও ব্যবহারের প্রকৃতি
নির্দেশক মৌজা নকশা এবং
প্রতিটি ভূমিখন্ডের মালিক
দখলকারের বিররণ সংবলিত যে
খতিয়ান তৈরি করেন সিএস খতিয়ান
নামে পরিচিত।
=এস এ খতিয়ানঃ
১৯৫০ সালের জমিদারি অধিগ্রহণ ও
প্রজাস্বত্ব আইন পাসের পর সরকার
জমিদারি অধিগ্রহণ করেন। তৎপর
সরকারি জরিপ কর্মচারীরা
সরেজমিনে মাঠে না গিয়ে সিএস
খতিয়ান সংশোধন করে যে খতিয়ান
প্রস্তুত করেন তা এসএ খতিয়ান নামে
পরিচিত। কোনো অঞ্চলে এ খতিয়ান
আর এস খতিয়ান নামেও পরিচিত।
বাংলা ১৩৬২ সালে এই খতিয়ান
প্রস্তুত হয় বলে বেশির ভাগ মানুষের
কাছে এসএ খতিয়ান ৬২র
খতিয়ান নামেও পরিচিত।
= আর এস খতিয়ানঃ
একবার জরিপ হওয়ার পর তাতে
উল্লেখিত ভুলত্রুটি সংশোধনের জন্য
পরবর্তীতে যে জরিপ করা হয় তা আরএস
খতিয়ান নামে পরিচিত। দেখা যায়
যে, এসএ জরিপের আলোকে প্রস্তুতকৃত
খতিয়ান প্রস্তুতের সময় জরিপ
কর্মচারীরা সরেজমিনে তদন্ত করেনি।
তাতে অনেক ত্রুটি-বিচ্যুতি রয়ে
গেছে। ওই ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য
সরকার দেশের বিভিন্ন অঞ্চলে
সরেজমিনে ভূমি মাপ-ঝোঁক করে
পুনরায় খতিয়ান প্রস্তুত করার উদ্যোগ
নিয়েছেন। এই খতিয়ান আরএস খতিয়ান
নামে পরিচিত। সারাদেশে এখন
পর্যন্ত তা সমাপ্ত না হলেও অনেক
জেলাতেই আরএস খতিয়ান
চূড়ান্তভাবে প্রকাশিত হয়েছে।
সরকারি আমিনরা মাঠে গিয়ে
সরেজমিনে জমি মাপামাপি করে এই
খতিয়ান প্রস্তুত করেন বলে তাতে
ভুলত্রুটি কম লক্ষ্য করা যায়।
বাংলাদেশের অনেক এলাকায় এই
খতিয়ান বি এস খতিয়ান নামেও
পরিচিত।
= বি এস খতিয়ানঃ
সর্ব শেষ এই জরিপ ১৯৯০ সা পরিচালিত
হয়। ঢাকা অঞ্চলে মহানগর জরিপ
হিসাবেও পরিচিত।
= “দলিল” কাকে বলে?
যে কোন লিখিত বিবরণ আইনগত সাক্ষ্য
হিসাবে গ্রহণযোগ্য তাকে দলিল বলা
হয়। তবে রেজিস্ট্রেশন আইনের বিধান
মোতাবেক জমি ক্রেতা এবং
বিক্রেতা সম্পত্তি হস্তান্তর করার জন্য
যে চুক্তিপত্র সম্পাদন ও রেজিস্ট্রি
করেন সাধারন ভাবেতাকে দলিল
বলে।
= “খানাপুরি” কাকে বলে?
জরিপের সময় মৌজা নক্সা প্রস্তুত করার
পর খতিয়ান প্রস্তুতকালে খতিয়ান
ফর্মের প্রত্যেকটি কলাম জরিপ
কর্মচারী কর্তৃক পূরন করার প্রক্রিয়াকে
খানাপুরি বলে।
= নামজারি কাকে বলে ?
ক্রয়সূত্রে/উত্তরাধিকার সূত্রে অথবা
যেকোন সূত্রে জমির নতুন মালিক হলে
নতুন মালিকের নাম সরকারি
খতিয়ানভুক্ত করার প্রক্রিয়াকে
নামজারী বলা হয়।
= “তফসিল” কাকে বলে?
জমির পরিচয় বহন করে এমন বিস্তারিত
বিবরণকে “তফসিল” বলে। তফসিলে,
মৌজার নাম, নাম্বার, খতিয়ার
নাম্বার, দাগ নাম্বার, জমির চৌহদ্দি,
জমির পরিমাণ সহ ইত্যাদি তথ্য
সন্নিবেশ থাকে।
= “দাগ” নাম্বার কাকে বলে? / কিত্তা
কি ?
দাগ শব্দের অর্থ ভূমিখ-। ভূমির ভাগ বা
অংশ বা পরিমাপ করা হয়েছে এবং
যে সময়ে পরিমাপ করা হয়েছিল সেই
সময়ে ক্রম অনুসারে প্রদত্ত ওই পরিমাপ
সম্পর্কিত নম্বর বা চিহ্ন।
যখন জরিপ ম্যাপ প্রস্তুত করা হয় তখন
মৌজা নক্সায় ভূমির সীমানা
চিহ্নিত বা সনাক্ত করার লক্ষ্যে
প্রত্যেকটি ভূমি খন্ডকে আলাদা
আলাদ নাম্বার দেয়া হয়। আর এই
নাম্বারকে দাগ নাম্বার বলে। একেক
দাগ নাম্বারে বিভিন্ন পরিমাণ ভূমি
থাকতে পারে। মূলত, দাগ নাম্বার
অনুসারে একটি মৌজার অধীনে ভূমি
মালিকের সীমানা খূটিঁ বা আইল
দিয়ে সরেজমিন প্রর্দশন করা হয়।
দাগকে কোথাও কিত্তা বলা হয়।
= “ছুটা দাগ” কাকে বলে?
ভূমি জরিপকালে প্রাথমিক অবস্থায়
নকশা প্রস্তুত অথবা সংশোধনের সময়
নকশার প্রতিটি ভূমি এককে যে
নাম্বার দেওয়া হয় সে সময় যদি কোন
নাম্বার ভুলে বাদ পড়ে তাবে ছুটা
দাগ বলে। আবার প্রাথমিক পর্যায়ে
যদি দুটি দাগ একত্রিত করে নকশা পুন:
সংশোধন করা হয় তখন যে দাগ নাম্বার
বাদ যায় তাকেও ছুটা দাগ বলে।
= পর্চা কীঃ / “পর্চা” কাকে বলে?
ভূমি জরিপকালে চূড়ান্ত খতিয়ান
প্রস্তত করার পূর্বে ভূমি মালিকদের
নিকট খসড়া খতিয়ানের যে অনুলিপি
ভুমি মালিকদের প্রদান করা করা হয়
তাকে “মাঠ পর্চা” বলে। এই মাঠ পর্চা
রেভিনিউ/রাজস্ব অফিসার কর্তৃক
তসদিব বা সত্যায়ন হওয়ার পর যদি
কারো কোন আপত্তি থাকে তাহলে
তা শোনানির পর খতিয়ান
চুড়ান্তভাবে প্রকাশ করা হয়। আর
চুড়ান্ত খতিয়ানের অনুলিপিকে “পর্চা”
বলে।
= চিটা কাকে বলে?
একটি ক্ষুদ্র ভূমির পরিমাণ, রকম ইত্যাদির
পূর্ণ বিবরণ চিটা নামে পরিচিত।
বাটোয়ারা মামলায় প্রাথমিক
ডিক্রি দেয়ার পর তাকে ফাইনাল
ডিক্রিতে পরিণত করার আগে
অ্যাডভোকেট কমিশনার সরেজমিন
জমি পরিমাপ করে প্রাথমিক ডিক্রি
মতে সম্পত্তি এমনি করে পক্ষদের
বুঝায়ে দেন। ওই সময় তিনি যে খসড়া
ম্যাপ প্রস্তুত করেন তা চিটা বা
চিটাদাগ নামে পরিচিত।
= দখলনামা কাকে বলে?
দখল হস্তান্তরের সনদপত্র। সার্টিফিকেট
জারীর মাধ্যমে কোনো ব্যক্তি
কোনো সম্পত্তি নিলাম খরিদ করে
নিলে সরকার পক্ষ সম্পত্তির ক্রেতাকে
দখল বুঝিয়ে দেয়ার পর যে সনদপত্র
প্রদান করেন তাকে দখলনামা বলে।
সরকারের লোক সরেজমিনে গিয়ে
ঢোল পিটিয়ে, লাল নিশান উড়ায়ে
বা বাঁশ গেড়ে দখল প্রদান করেন।
কোনো ডিক্রিজারির ক্ষেত্রে
কোনো সম্পত্তি নিলাম বিক্রয় হলে
আদালত ওই সম্পত্তির ক্রেতাকে দখল
বুঝিয়ে দিয়ে যে সার্টিফিকেট
প্রদান করেন তাকেও দখলনামা বলা
হয়। যিনি সরকার অথবা আদালতের
নিকট থেকে কোনো সম্পত্তির
দখলনামা প্রাপ্ত হন, ধরে নিতে হবে
যে, দখলনামা প্রাপ্ত ব্যক্তির
সংশ্লিষ্ট সম্পত্তিতে দখল আছে।
= “খাজনা” ককে বলে?
সরকার বার্ষিক ভিত্তিতে যে প্রজার
নিকট থেকে ভূমি ব্যবহারের জন্য যে
কর আদায় করে তাকে খাজনা বলে।.
= বয়নামা কাকে বলে?
১৯০৮ সালের দেওয়ানি কার্যবিধির
২১ আদেশের ৯৪ নিয়ম অনুসারে কোনো
স্থাবর সম্পত্তির নিলাম বিক্রয় চূড়ান্ত
হলে আদালত নিলাম ক্রেতাকে
নিলামকৃত সম্পত্তির বিবরণ সংবলিত
যে সনদ দেন তা বায়নামা নামে
পরিচিত।
বায়নামায় নিলাম ক্রেতার নামসহ
অন্যান্য তথ্যাবলি লিপিবদ্ধ থাকে।
কোনো নিলাম বিক্রয় চূড়ান্ত হলে
ক্রেতার অনুকূলে অবশ্যই বায়নামা
দিতে হবে।
যে তারিখে নিলাম বিক্রয় চূড়ান্ত হয়
বায়নামায় সে তারিখ উল্লেখ করতে
হয়।
= জমাবন্দিঃ
জমিদারি আমলে জমিদার বা
তালুকদারের সেরেস্তায় প্রজার নাম,
জমি ও খাজনার বিবরণী লিপিবদ্ধ
করার নিয়ম জমাবন্দি নামে পরিচিত।
বর্তমানে তহশিল অফিসে অনুরূপ রেকর্ড
রাখা হয় এবং তা জমাবন্দি নামে
পরিচিত।
= দাখিলা কাকে বলে?
সরকার বা সম্পত্তির মালিককে
খাজনা দিলে যে নির্দিষ্ট ফর্ম বা
রশিদ ( ফর্ম নং১০৭৭) প্রদান করা হয় তা
দাখিলা বা খাজনার রশিদ নামে
পরিচিত।
দাখিলা কোনো স্বত্বের দলিল নয়,
তবে তা দখল সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রমাণ
বহন করে।
= DCR কাকে বলে?
ভূমি কর ব্যতিত আন্যান্য সরকারি
পাওনা আদায় করার পর যে নির্ধারিত
ফর্মে (ফর্ম নং ২২২) রশিদ দেওয়া হয়
তাকে DCR বলে।
=“কবুলিয়ত” কাকে বলে?
সরকার কর্তৃক কৃষককে জমি বন্দোবস্ত
দেওয়ার প্রস্তাব প্রজা কর্তৃক গ্রহণ করে
খাজনা প্রদানের যে অঙ্গিকার পত্র
দেওয়া হয় তাকে কবুলিয়ত বলে।
= “ফারায়েজ” কাকে বলে?
ইসলামি বিধান মোতাবেক মৃত
ব্যক্তির সম্পত্তি বন্টন করার নিয়ম ও
প্রক্রিয়াকে ফারায়েজ বলে।
= “ওয়ারিশ” কাকে বলে?
ওয়ারিশ অর্থ উত্তরাধিকারী । ধর্মীয়
বিধানের অনুয়ায়ী কোন ব্যক্তি উইল
না করে মৃত্যু বরন করলেতার স্ত্রী,
সন্তান বা নিকট আত্মীয়দের মধ্যে
যারা তার রেখে যাওয়া সম্পত্তিতে
মালিক হওয়ার যোগ্যতাসম্পন্ন এমন
ব্যক্তি বা ব্যক্তিগণকে ওয়ারিশ বলে।
= হুকুমনামা কাকে বলে?
আমলনামা বা হুকুমনামা বলতে
জমিদারের কাছ থেকে জমি বন্দোবস্ত
নেয়ার পর প্রজার স্বত্ব দখল প্রমাণের
দলিলকে বুঝায়। সংক্ষেপে বলতে
গেলে জমিদার কর্তৃক প্রজার বরাবরে
দেয়া জমির বন্দোবস্ত সংক্রান্ত
নির্দেশপত্রই আমলনামা।
= জমা খারিজ কিঃ
জমা খারিজ অর্থ যৌথ জমা বিভক্ত
করে আলাদা করে নতুন খতিয়ান সৃষ্টি
করা। প্রজার কোন জোতের কোন জমি
হস্তান্তর বা বন্টনের কারনে মূল
খতিয়ান থেকে কিছু জমি নিয়ে নুতন
জোত বা খতিয়ান খোলাকে জমা
খারিজ বলা হয়। অন্য কথায় মূল খতিয়ান
থেকে কিছু জমির অংশ নিয়ে নতুন
জোত বা খতিয়ান সৃষ্টি করাকে জমা
খারিজ বলে।
= “মৌজা” কাকে বলে?
CS জরিপ / ক্যাডষ্টাল জরিপ করা হয়
তখন থানা ভিত্তিক এক বা একাধিক
গ্রাম, ইউনিয়ন, পাড়া, মহল্লা অালাদা
করে বিভিন্ন এককে ভাগ করে ক্রমিক
নাম্বার দিয়ে চিহ্তি করা হয়েছে।
আর বিভক্তকৃত এই প্রত্যেকটি একককে
মৌজা বলে।। এক বা একাদিক গ্রাম
বা পাড়া নিয়ে একটি মৌজা ঘঠিত
হয়।
= “আমিন” কাকে বলে?
ভূমি জরিপের মাধ্যমে নক্সা ও
খতিয়ান প্রস্তত ও ভূমি জরিপ কাজে
নিজুক্ত কর্মচারীকে আমিন বলে।
= “কিস্তোয়ার” কাকে বলে?
ভূমি জরিপ কালে চতুর্ভুজ ও মোরব্বা
প্রস্তত করার পর সিকমি লাইনে চেইন
চালিয়ে সঠিকভাবে খন্ড খন্ড ভুমির
বাস্তব ভৌগলিক চিত্র অঙ্কনের
মাধ্যমে নকশা প্রস্তুতের পদ্ধতিকে
কিস্তোয়ার বলে।
= “সিকস্তি” কাকে বলে?
নদী ভাংঙ্গনের ফলে যে জমি নদী
গর্ভে বিলিন হয়ে যায় তাকে
সিকন্তি বলে। সিকন্তি জমি যদি ৩০
বছরের মধ্যে স্বস্থানে পয়ন্তি হয়
তাহলে সিকন্তি হওয়ার প্রাক্কালে
যিনি ভূমি মালিক ছিলেন তিনি বা
তাহার উত্তরাধিকারগন উক্ত জমির
মালিকানা শর্ত সাপেক্ষ্যে প্রাপ্য
হবেন।
= “পয়ন্তি” কাকে বলে?
নদী গর্ভ থেকে পলি মাটির চর পড়ে
জমির সৃষ্টি হওয়াকে পয়ন্তি বলে।
--------------------------
আপনার এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের
বসবাস উপযোগী বসতভিটা এবং
চাষাবাদযোগ্য
জমিকে নির্ভেজাল রাখতে আপনি
সচেতন হোন।

🏖️ █ ▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒ █ 🌅** ১৯ আগস্ট থেকে রেল, সড়ক ও নৌপথে সব গণপরিবহন চলবে** পর্যটন ও বিনোদন কেন্দ্র চালু থাকবে...
12/08/2021

🏖️ █ ▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒ █ 🌅

** ১৯ আগস্ট থেকে রেল, সড়ক ও নৌপথে সব গণপরিবহন চলবে
** পর্যটন ও বিনোদন কেন্দ্র চালু থাকবে অর্ধেক দর্শনার্থী নিয়ে
** নতুন নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারি

চলে গেলেন উপমহাদেশের  কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার।   . চলচ্চিত্র সমালোচকেরা তাঁকে বলে থাকেন  হিন্দি চলচ্চিত্রের ইতিহাস...
08/07/2021

চলে গেলেন উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার।
.
চলচ্চিত্র সমালোচকেরা তাঁকে বলে থাকেন হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতা। অথচ তিনি অভিনয় করেছিলেন মাত্র ৬১ চলচ্চিত্রে। এই কিংবদন্তি অভিনেতার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। 🙏
১৯৯৪ সালে আনিসুল হকের উদ্যোগে ঢাকায় এসেছিলেন দিলীপ কুমার।
.
সেবার বাংলাদেশে দিলীপ কুমারকে তিন দফা সংবর্ধনা দেয়া হয়েছিলো। প্রথমে বিএফডিসিতে, এরপর সরকারীভাবে ওসমানী মিলনায়তনে ও সবশেষে মিরপুর স্টেডিয়ামে। মিরপুর স্টেডিয়ামে তাঁকে ঘোড়ার গাড়িতে করে ঘোরানো হয়েছিলো।
এই সংবর্ধনার ছবিতে আছেন দিলীপ কুমার, আনিসুল হক, চাষী নজরুল ইসলাম ও খান আতাউর রহমান। দুঃখের বিষয় হলো ছবিতে থাকা এই অসামান্য মানুষদের কেউই আর এখন বেঁচে নেই।
ছবি তুলেছিলেন - মীর শামসুল আলম বাবু

04/07/2021
21/06/2021
21/06/2021
 #করোনাভাইরাস থেকে নিজেকে এবং আপনজনদের নিরাপদ রাখতেঃ ✅ জরুরি প্রয়োজন ছাড়া যথাসম্ভব ঘরেই থাকুন। ✅ জরুরি প্রয়োজনে বাইরে গে...
14/06/2021

#করোনাভাইরাস থেকে নিজেকে এবং আপনজনদের নিরাপদ রাখতেঃ
✅ জরুরি প্রয়োজন ছাড়া যথাসম্ভব ঘরেই থাকুন।
✅ জরুরি প্রয়োজনে বাইরে গেলে পুরোটা সময় সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করুন এবং ভিড় আছে এমন জায়গা এড়িয়ে চলুন।
✅ কাশির শিষ্টাচার মেনে চলুন এবং ঘনঘন সাবান-পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড হাত ধুয়ে নিন।

মেট্রোরেলের অপেক্ষায় মিরপুরবাসী 💟📸 সালমান
25/05/2021

মেট্রোরেলের অপেক্ষায় মিরপুরবাসী 💟

📸 সালমান

19/05/2021

১৯৭৫ সালে আমিনবাজার, ঢাকা - আরিচা মহাসড়ক।
©
Pinterest

03/04/2021

==ব্রেকিং নিউজ==
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার।

Address

Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when News Times BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Times BD:

Videos

Share

News Times BD

Welcome to the page of a this News Times BD , with fans from around the world. This is a group dedicated to Real Id . Please Invite Your Friends This is a News Times BD page. We share latest updated viral social media news. Share your opinion, your experience. Please Do not spam here. Thank you. we have come up with the following group guidelines below: Rule # Keep it positive And then come each day with a goal to add value to each other. Thanks!!! Be helpful. Have fun. • No direct OR indirect lead generation attempts. Please do not post links to any optin pages or ask people to PM you directly. • No seeking of official support. If you have any other questions or concerns, please reach out via support icon in the bottom right of the app.

Nearby media companies


Other Media/News Companies in Dhaka

Show All