14/11/2023
বয়স ২০ পার হয়ে যাওয়ার পর যখন আপনার মাথার মধ্যে দলিল, মিউটেশন, ব্যাংকিং, ট্যাক্স, ক্যারিয়ার, দাগ নাম্বার, লাইসেন্স, বিয়ে-শাদি, খতিয়ান, ক্যাপিটালিজম, নিহিলিজম, সুদ,ঘুষ, লাভ, ক্ষতি ইত্যাদির ভারী হিসাব ঢুকিয়ে দেওয়া হয়, তখন দেখবেন আপনি আগে যেমন নিশ্চিন্তমনে হেসেখেলে দিন পার করতে পারতেন তা এখন পারবেন না। ধীরে ধীরে আপনার ভিতরকার কিশোর পটল তুলবে। এইজন্যই হয়তো বলা হয়, "Don’t grow up, it's a trap."
জ্ঞান মানুষকে হতাশ করে,
তাইতো পাগলের সুখ মনে মনে!