স্বাধীন বাংলা

স্বাধীন বাংলা স্বাধীন দেশের স্বাধীন মানুষ

09/08/2024
যে ছেলেটা নিজের রুম ঝাড়ু দেয় না। ক্লাস শেষ করে সেও এখন দেশ পরিচ্ছন্ন করতে ব্যস্ত।
08/08/2024

যে ছেলেটা নিজের রুম ঝাড়ু দেয় না। ক্লাস শেষ করে সেও এখন দেশ পরিচ্ছন্ন করতে ব্যস্ত।

❝আমি কতদিন আলো-বাতাস দেখি না, আল্লাহর দুনিয়া দেখি না, ওরা আমাকে আযান শুনতে দেয় নাই। আমার এই গামছাটা তে আমি যেই পরিমাণ ...
08/08/2024

❝আমি কতদিন আলো-বাতাস দেখি না, আল্লাহর দুনিয়া দেখি না, ওরা আমাকে আযান শুনতে দেয় নাই। আমার এই গামছাটা তে আমি যেই পরিমাণ চোখের পানি মুছেছি, ওই পানি জমাইলে একটা দিঘি বানানো যেতো!❞

~ 'আয়না ঘর' থেকে ফেরার পর সাবেক বিগ্রেডিয়ার জেনারেল আযমী।

 #ময়মনসিংহে কোথাও যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে ...
07/08/2024

#ময়মনসিংহে কোথাও যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। (বিঃদ্রঃ ভুয়া নিউজ দিয়ে বিভ্রান্ত করবেন না, আপনার নাম্বার ট্রাক হতে পারে)
১। শেরপুর
০১৭৬৯২০২৫১৬
০১৭৬৯২০২৫২৪
২। নেত্রকোণা
০১৭৬৯২০২৪৭৮
০১৭৬৯২০২৪৪৮
৩। জামালপুর
০১৭৬৯১৯২৫৪৫
০১৭৬৯১৯২৫৫০
৪। ময়মনসিংহ
০১৭৬৯২০৮১৫১
০১৭৬৯২০৮১৬৫

ওকে ভাই আসিস, আমরাও একটু তোদেরকে চা নাস্তার আপ্যায়ন এর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ
07/08/2024

ওকে ভাই আসিস, আমরাও একটু তোদেরকে চা নাস্তার আপ্যায়ন এর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ

বোরকা পড়ে পিছিয়ে পড়া (so called) মেয়েগুলো ট্রাফিকের ভূমিকায়....ইচ্ছে থাকলে উপায় হয়। নিজের স্বকীয়তা বজায় রেখে পৃথিবীও পাল...
07/08/2024

বোরকা পড়ে পিছিয়ে পড়া (so called) মেয়েগুলো ট্রাফিকের ভূমিকায়....

ইচ্ছে থাকলে উপায় হয়। নিজের স্বকীয়তা বজায় রেখে পৃথিবীও পাল্টে দেয়া যায়। পোশাক বাধা হতে পারে না। তবে অশ্লিল পোশাক মানুষকে _ প-শু করে তুলে...!!ইসলামে কে মেনেও কাজ করা যায় হবে ইসলাম এর পথে আল্লাহকে ভয় করে...!!ইসলামি রাষ্ট্র কায়েম করে...!! ইসলাম নারীর অধিকার দিতে জানে _ সম্মান দিতে যানে _ রানি করে রাখার ব্যবস্থা করে...!!
#বাংলাদেশ_শিক্ষাবার্তা

মহাসড়ক গুলোতে যারা বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করেন, সাবধান!!! ছাত্রজনতা আর ছাড় দিবেনা ইনশাআল্লাহ ।
07/08/2024

মহাসড়ক গুলোতে যারা বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করেন, সাবধান!!! ছাত্রজনতা আর ছাড় দিবেনা ইনশাআল্লাহ ।

"আয়নাঘর" থেকে ফিরে শোনেন সাত বছর অপেক্ষা করে সন্তানের জীবনের আশা ছেড়ে দিয়ে তার স্ত্রীকে নিজের মা গতবছর অন্যত্র বিয়ে দিয়ে...
07/08/2024

"আয়নাঘর" থেকে ফিরে শোনেন সাত বছর অপেক্ষা করে সন্তানের জীবনের আশা ছেড়ে দিয়ে তার স্ত্রীকে নিজের মা গতবছর অন্যত্র বিয়ে দিয়েছেন।'
ঘটনাটা বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান-আল আযমীর যিনি দীর্ঘ প্রায় ১০ বছর গুম ছিলেন স্বৈরাচারী হাসিনার আয়নাঘরে।

অন্য আরেকজন শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ এর সন্তান ব্যারিস্টার আহমাদ বিন কাসেম (আরমান) দীর্ঘ প্রায় ১০ বছর গুম থাকার পর আয়না ঘর থেকে ফিরেছেন গতকাল।
মীর কাশেম আলী দিগন্ত টিভির চেয়ারম্যান ছিলেন যা ২০১৩ সনে হেফাজত কর্মীদের গনহত্যার নির্মম সত্য প্রচারের জন্য সম্প্রচার বন্ধ করে দেয় খুনি হাসিনা।
মীর কাশেমের ব্যাপারে এমপি গোলাম মাওলা রনির একটা বক্তব্য শুনলাম গতকাল, কেমন অমায়িক ছিলেন তিনি,জেলে তারা একসাথে ছিলেন সেই অভিজ্ঞতাই বর্ণনা করেছেন।

যাইহোক গুম হওয়া এই মানুষগুলোর জায়গায় নিজেকে একটু ভেবে চোখে অশ্রু ধরে রাখতে পারিনি। আল্লাহ আমাদের এমন দুঃশাসনের কবলে যেন আর না ফেলেন সেই দোয়া এবং আমাদের দেশকে সুখী ও সমৃদ্ধ হওয়ায় তৌফিক দিন!

Address

Dhaka Chandragati

Telephone

+8801965621425

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বাধীন বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বাধীন বাংলা:

Videos

Share