Inspired To Be-Muslim Ummah

Inspired To Be-Muslim Ummah আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়

05/11/2022

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ

“যখন তুমি দেখবে কোন বান্দার গুনাহ ও অবাধ্যতা সত্ত্বেও আল্লাহ তাকে দুনিয়া ও তার প্রিয় বস্তুসমূহ প্রদান করেছেন, তখন বুঝে নাও যে, মূলত এটা অবকাশ মাত্র, তিনি দেখছেন এভাবে সে কতদুর যেতে পারে।”

[ মুসনাদে আহমাদ : ১৭৩৪৯; মিশকাত : ৫২০১ ]

31/10/2022

Family: Establish first, then marry.

Allah: First get married, it is my responsibility to establish 🌹

[Surah Noor: Verse: 32]💫

28/10/2022

"আপনি হয়তো একটি ফোঁটার জন্য প্রার্থনা করছেন, আর আল্লাহ আপনার জন্য গোটা সমুদ্র লিখে রেখেছেন।"

- ডা. বিলাল ফিলিপস

28/10/2022

Don't change your life just because people don't like you. You're not living to please anybody; for as long as you know you're not doing bad, stay where your heart feels better. Stop living in the small world of others who don't see your value. Be true!🖤🖤

27/10/2022

- Next year 2023.! 🦋

- March 23rd 1st Ramadan.!🌙

- Alhamdulillah!🤍✨

25/10/2022

আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, নবী (সা) বলেনঃ

যে দুনিয়াতে কোন বান্দার দোষ গোপন রাখে, আল্লাহ তা'আলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন ।

[মুসলিমঃ ২৫৯০; রিয়াদুস স্বা-লিহীনঃ ২৪৫]

25/10/2022

জারীর (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ

কোন ব্যক্তি কোন জাতির মধ্যে বাস করছে যাদের মাঝে পাপাচার হচ্ছে, তারা এ পাপাচার প্রতিরোধে সক্ষম হওয়া সত্ত্বেও প্রতিরোধ করছে না, তাহলে মৃত্যুর পূর্বেই আল্লাহ তাদের চরম শাস্তি দিবেন।

সুনানে আবু দাউদ ৪৩৩৯

23/10/2022

ইসলাম আর সভ্যতাকে আলাদা করে বলার প্রয়োজন নেই। কারন ইসলামই সভ্যতা, বাকি সব জাহিলিয়্যাত।

23/10/2022

- A simple joke can break someone’s confidence; Remember that.

22/10/2022

📌 Pin this!
Next year, same date.
You will be different. You’ll no longer want the things you want now, you will find peace in your life, no worries, no depression, no frustration, and In Shaa’Allah you will want things you didn’t want before!❤️‍🩹

Get ready to grow.In Shaa Allah. some patience.🖤

A singer's party at a university and in the background the graveyard! The picture is frightening. The world and the here...
22/10/2022

A singer's party at a university and in the background the graveyard! The picture is frightening. The world and the hereafter in the same picture 💔

21/10/2022

You’re hurt ? Broken? Alone ?
- Go offline, Pray, focus on yourself, treat yourself, exercise, dress yourself beautifully, watch the birds in the sky, spend time with family, drink water, remember Allah, cry, cry until you laugh again, set your boundaries. be free.🖤

Allah will heal everything.🖤

21/10/2022

" অসম্ভব জেনেও আমি চাইবো,
কারন আমার রব রহমান, তার কোন অভাব নেই।

চাওয়া টা তো শুধুই আমার রবের নিকটে ইন শা আল্লাহ।
আর চাইতে পারা রবের দুয়ারে কড়া নাড়া এটাই অনেক বড় নেয়ামত।

আর দেবেন কি দিবেননা,সেটা উনার হেকমত। আমার প্রচেষ্টা আমি অব্যহাত রাখবো ইনশা'আল্লাহ!
কেননা হতাশা আমাদের জন্য হারাম।

দুয়ার উত্তর নিয়ে চিন্তা করবেন না, যতক্ষণ আল্লাহ আপনাকে দুআ করার ক্ষমতা দেন, এটি তাঁর রহমতের চিহ্ন। "

— উমর ইবনে খাত্তাব (রা.)

21/10/2022

stop needing people who don’t need you.🖤

21/10/2022

"SABR" is burning my heart but I believe that the result will be beautiful.🙂♥️

21/10/2022

Don't change your life just because people don't like you. You're not living to please anybody; for as long as you know you're not doing bad, stay where your heart feels better. Stop living in the small world of others who don't see your value. Be true!🖤

20/10/2022

আল্লাহর কাছে তো ঐ লোকদের মর্যাদাই সবচেয়ে বেশি,যারা ঈমান এনেছে,হিজরত করেছে এবং আল্লাহর পথে তাদের জান ও মাল দিয়ে জিহাদ করেছে।এরাই ঐসব লোক, যারা সফলকাম

সূরা তাওবাহ্ : [9:20]

Never hurt a soul that only Allah hears It's groaning.😥💔❤️‍🩹
19/10/2022

Never hurt a soul that only Allah hears It's groaning.😥💔❤️‍🩹

🖤
19/10/2022

🖤

💜🖤
18/10/2022

💜🖤

In Shaa Allah 🖤🦋
18/10/2022

In Shaa Allah 🖤🦋

17/10/2022

Astaghfirullah
Ya Allah please remove all the difficulties in our life.🖤❣️

🖤🍁
17/10/2022

🖤🍁

16/10/2022

❝তুমি সব মানুষকে সন্তুষ্ট করতে পারবে না। তাই, তোমার ও আল্লাহর মধ্যকার সম্পর্কটি ঠিকঠাক রাখো। মানুষকে পরোয়া করো না।❞

— ইমাম শাফি‘য়ি (রাহিমাহুল্লাহ্)
[সুবকি, ত্ববাক্বাতুশ শাফি‘য়িয়্যাহ্: ২/১৮৪]

15/10/2022

Just pray Everything will be fine,
_ In Sha Allah 🤍

10/10/2022

হযরত সায়্যিদুনা জাবির رضي الله عنه থেকে বর্ণিত, নবী করীম, (ﷺ) ইরশাদ করেন: “যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তায়ালা তার প্রতি দয়া করেন না।”

[সহীহ মুসলিম, কিতাবুল ফাযায়িল, হাদীস নং- ২৩১৯, ১২৬৮ পৃষ্ঠা]

05/10/2022

স্ত্রীর প্রশংসায় স্বামী কইতাছে.....

_তোমার ওই রেশমি কালো চুলে আমি পাগল হয়ে যাই,
তাইতো আমি কখনও ভাতে কখনও তরকারিতে কখনও ডালে কখনও সবজিতে তোমার চুল খুজে পাই😬🥹

দুইটা শূন্যতা বড়ই ভয়ংকর!১. রবের শূন্যতা২. প্রিয়জনের শূন্যতাএই শূন্যতাগুলো অন্তরটাকে দুমড়ে মুচড়ে রেখে দেয়! ২৪টা ঘন্টা অন্...
05/10/2022

দুইটা শূন্যতা বড়ই ভয়ংকর!

১. রবের শূন্যতা
২. প্রিয়জনের শূন্যতা

এই শূন্যতাগুলো অন্তরটাকে দুমড়ে মুচড়ে রেখে দেয়! ২৪টা ঘন্টা অন্তর বিচলিত হয়ে থাকে। কোনভাবেই যেন সহ্য করা যায় না। আর এর থেকে বের হওয়ার জন্য অন্তর ছটফট করে। শূন্যতাগুলো পূর্ণতায় আনার জন্য যেন এই রুহটা হাহাকার করতে থাকে।

তবে এই দুই শূন্যতার মধ্যে রয়েছে বিশাল পার্থক্য।

এই যে রবের যে শূন্যতা, এই শূন্যতায় পূর্ণতা পাওয়া খুবই সহজ। শুধু আপনাকে আপনার রবের দিকে ফিরে আসতে হবে,বিশ্বাস রাখতে হবে
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেন,
[বিশ্বাসীরা সফল হয়;](সূরা মু,মিনুন;আয়াত-১)
তাহলে কীসের হতাশা, শূন্যতা যেখানে মহান রাব্বুল আলামিন আমাদের সাথেই আছেন।বিশ্বাস রাখুন আল্লাহর ওপর দেখবেন তিনি আপনার অন্তরকে তার ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন এবং শূন্যতা দূর করে দিয়েছেন।
সবচেয়ে মজার ব্যাপার কি জানেন?
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেন,
[তোমরা ভয় করো না, আমি তোমাদের সঙ্গে আছি;](সূরা ত্বোয়াহ;আয়াত-৪৬)

যেখানে মহান রব আপনার সাথেই আছেন, তাহলে কীসের শূন্যতা?!কেনো হতাশা হচ্ছি আমরা?!আপনার রবের শূন্যতা যদি দূর হয় তাহলে আপনার অন্যান্য শূন্যতাগুলো অটোমেটিকেলি গায়েব হয়ে যাবে। রবের শূন্যতা কেটে গেলে প্রিয়জনের শূন্যতা আপনাকে আর কষ্ট দিবে না। আপনি হাজার আঘাত নিয়ে অন্তরে প্রশান্তি অনুভব করবেন।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেন,
[নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি;](সূরা আল-ইনশিরাহ;আয়াত-৬,৭)
তাহলে কীসের এত হতাশা যেখানে মহান রাব্বুল আলামিন সাথে আছেন কীসের শূন্যতা? আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা পাশে আছেন সেখানে আর কী প্রয়োজন? তিনিই উত্তম পরিকল্পনাকারী(আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ,আল্লাহু আকবর)

অপরদিকে প্রিয়জনের শূন্যতায় পূর্ণতা আনা খুবই কঠিন। আপনার প্রিয়জনের শূন্যতা দূর হলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন।কিন্তু দূরে চলে গেলে শূন্যতা।একটা সময় প্রি
কিন্তু রবের পূর্ণতা প্রিয়জনের শূন্যতা দূর করে দিতে পারলেও প্রিয়জনের পূর্ণতা কখনোই রবের শূন্যতা দূর করতে পারে না।

তাই সবসময় আল্লাহর সাথে আপনার যে সম্পর্ক সেটার দিকে ফোকাস দিবেন। আর এটাই আপনার করা উচিত।
কারণ পৃথিবীর সব পূর্ণতা আপনার রবের শূন্যতা দূর করতে পারবে না। কিন্তু আপনার রবের পূর্ণতা পৃথিবীর সব শূন্যতা দূর করতে পারবে।

তিনি যখন বলে হও আর তা হয়ে যায়! আর এটা আল্লাহর জন্য সহজ।

আর একমাত্র এই একটা সম্পর্ক যা আপনাকে কখনো আঘাত দিবে না। আপনি যতটুক দিবেন তার দ্বিগুন ফেরত পাবেন।
তাই এই সম্পর্কের প্রতি লয়েল হোন এবং সম্পর্কটাকে করে তুলুন অটুট এবং মজবুত। এতেই পাবেন দুনিয়া ও আখিরাতের কল্যাণ!!ইন শা আল্লাহ..

04/10/2022

যে যিকির করলে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোয়া কবুল হয়

الله أكبر كبيرا والحمد لله كثيراً وسبحان الله بكرة وأصيلاً

(আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাছীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা)
[ আল্লাহ মহান, অতি মহান, আল্লাহর জন্য অনেক অনেক প্রশংসা এবং সকাল-সন্ধ্যা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি।]

_[সহীহ মুসলিম-৯৪৮]; [তিরমিযী-৩৯৪১]

🍁🤍
29/09/2022

🍁🤍

😌😌
26/09/2022

😌😌

দোষ কারো না দোষ মুরগীর😕☹️
25/09/2022

দোষ কারো না দোষ মুরগীর😕☹️

এটা কোনো কথা হইলো😕
24/09/2022

এটা কোনো কথা হইলো😕

22/09/2022

Rizq is not always money,
rizq is a pious Wife/Husband, who cares of you.🖤🤍😊

21/09/2022

In Sha Allah!
One day you will smile and say, Ya Allah, this is more than what prayed for,

_ Alhamdulillah 🖤🤍

21/09/2022

উসমান ইবন আবূ শায়বা (রহঃ) .... ইবন উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন কাওমের (সম্পদ্রয়ের) অনুসরণ-অনুকরন করবে, সে তাদের দলভুক্ত হবে।

_[সুনানে আবু-দাউদঃ ৩৯৮৯]

20/09/2022

Always keep Sabr in your heart. 🤍🖤

Address

Daudkandi, Comilla
Daudkandi
3516

Telephone

+8801323898817

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inspired To Be-Muslim Ummah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Inspired To Be-Muslim Ummah:

Share