Islamic Message - ইসলামিক বাণী

Islamic Message - ইসলামিক বাণী “Faith, family, and friends | Muslim entrepreneur”

26/09/2023

"ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কওমী আলেমদের বক্তব্য।

১.মিলাদুন নবী ছাড়া সিরাতুন নবী হবে কিভাবে।
মুফতি মিজানুর রহমান সাঈদ
২.নবীর জন্মে বেশি খুশি না হলে সে বেইমান।
মাও:জুনাইদ আল হাবিব
৩.কেন মানবনা! নবীর জন্ম দিন কে আমি ঈদ ও মানি।
মুফতি নজরুল ইসলাম কাসেমী
৪.যারা মিলাদুন নবী মানবেনা তারা নবীর দুষমন।
মাও: হাফিজুর রহমান সিদ্দিকী
৫.মিলাদের আলোচনা করলে নফল নামাজের সাওয়াব হয়।
মাও:জুনাইদ আল হাবিব
৬.ঈদে মিলাদুন নবী মাহফিলে ঈদে মিলাদুন নবী কে ঈদ বলেছেন।
মাও:মুস্তাকুন্নবী কাসেমী
৭.সকল ঈদের সেরা ঈদ নবীর আগমন।
অধ্যাপক মফিজুর রহমান।
৮. নবীর মিলাদ আমরা কুরআন হাদিস থেকে শিখেছি ।
জুনাইদ আল হাবিব।

জুনাইদ আল হাবিব সাহেবের কথা থেকে আমরা বুঝতে পারলাম মিলাদুন নবী তারা কোরআন হাদিস থেকে শিখেছেন।
তার মানে মিলাদুন নবী কোরআন হাদীস দারা প্রমাণিত।
অথচ এতো দিন শুনে আসছিলাম মিলাদুন নবী কোরআন হাদিসের কোথাও নাই। 🤣

আল্লাহ তা'আলা আমাদের কে সঠিক বুঝ দান করুক
আমিন

26/09/2023

যারা নবীপ্রেমের এই সামান্য জুলুস দেইখা বুক চাপড়াইয়া মরে, তারা যদি নবীজির জন্য সাহাবায়ে কেরামের পাগলামি দেখতো, তাইলে জায়গায় বেহুশ হইয়া যাইতো।

আজ যারা মিলাদুন্নবীরে বেদাত বেদাত বইলা চিল্লানি দিতাছে, তারা যদি দেখতো যে, সাহাবায়ে কেরাম নবীর ঘাম মোবারকরে আতর বানাইয়া ব্যবহার করতাছে, সাথে সাথে বইলা উঠত— এইটা তো নোংরামো।

যদি দেখতো যে, নবীজির অজুর পানির জন্য সাহাবায়ে কেরাম হুড়োহুড়ি করতাছে, সাথে সাথে কইতো, এইটা নাপাক পানি। সাহাবিরা এই পানি গায়ে হাতে মাখাইয়া অপবিত্র হইয়া গেছে।

যদি দেখতো যে নবীজির কাটা চুল, নক সংগ্রহ কইরা রাখতেছে এইসব থেইকা বরকত হাসিলের উদ্দেশ্যে, তাইলে বলতো— এই তো চরম জিহালত।

যদি দেখতো যে, কেউ নবীজির রক্ত খেয়ে নিয়েছে, সাথে সাথে ফতোয়া মারতো— এইটা হারাম। সাহাবি হারাম ভক্ষণ করছে, হারাম অস্বীকার করেছে, অতএব সাহাবির কুফরি হইছে।

যদি দেখতো যে, প্রতিশোধের বাহানায় কোনো সাহাবি নবীজির পেটে চুমা দিতাছে, মোহরে নবুয়তে উপুড় হইয়া কাঁদতাছে, তাইলে বলতো— এইটা হাস্যকর। নবী তো আমাদেরই মতো, হুদাই সেম সেম একটা মাইনষের প্রতি এমন কার্য প্রদর্শন বোকামি।

আহারে প্রেম! প্রেমের কত রকম ফের। কত হাজার এর প্রকাশ-বিকাশের পন্থা। হাসসান বিন সাবিত লিখে গিয়েছেন। শরফুদ্দিন বুছিরি লিখে রুমাল পেয়েছেন, রুমি, জামি, ইকবাল কতজনেই না লিখেছে, গেয়েছে। এই দেশে নজরুল, ফররুখ, গোলাম মোস্তফাও লিখে গিয়েছেন।

আজকের দিনে বিশ্বের প্রান্তে প্রান্তে হরহামেশা প্রেমিকরা লিখতেই আছে। গাইতেই আছে। হাজার রকমের ভাষায়। হাজার সুরে, হাজার আবেদনে। কেউ কি বলছে কোনোদিন, নবীর শান আরবিতে লিখবি কেবল, উর্দু, ফার্সি, ইংরেজি, স্পেনিশে লেখা বেদাত! কেউ কি বলছে যে, হাস্‌সান বাংলা লেখে নাই, পড়ে নাই, অতএব বাংলায় লেখন, পড়ন যাইতো না?

কয় নাই। কারণ, প্রেম এক, কিন্তু প্রকাশ-বিকাশের ধারা হাজার। আপনার প্রেমের প্রকাশের লগে আমার প্রেমের প্রকাশ মিলবে না। মিললে ভালো, না মিললে কি যুদ্ধ লাগাইতে আসবেন? আবার একশ বছর আগে প্রেমের প্রকাশ যেইভাবে করা হইতো, আজকে কি ঐভাবে হয়? বলেন তো দেখি, আজকের দিনে কয়জনে চিঠি লেখে? কইতরের পায়ে চিঠি কয়জনে বান্ধে, বুঝাইয়া দেন।

যুগের একটা চাহিদা থাকে। যুগের চাহিদা অনুসারে, সবকিছুর প্রকাশে, বিকাশে পার্থক্য আসে। সংস্কৃতির পুনর্জাগরণ হয়। রীতিনীতির পরিবর্তন আসে। এইটারে যারা গ্রহণ করতে জানে না, তাদের বলা হয় সেকেলে।

ইসলাম সেকেলে ধর্ম নয়। ইসলামের কালচারও সেকেলে কালচার নয়। ইসলামি কালচারের ব্যাপারে শরিয়ত যা বলেছে, তার সারমর্ম এমন যে, যদি সংস্কৃতি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়, অর্থাৎ, ইসলামের যে সব মৌলিক বিষয় আছে, সেইগুলার সাথে কোনোভাবে সংঘর্ষ না বাঁধে,তাইলে ঐ সংস্কৃতিরে ইসলাম অস্বীকার করে না।

(সংগ্রহিত ও পরিমার্জিত)

25/09/2023

নব্য সালাফী ব্যতিত ৯৮ ভাগ মুসলমানের নামের শুরুতে মুহাম্মাদ আছে

24/09/2023
24/09/2023

ফিলিস্তিনে এবং ইয়ামেনে ঈদে মিলাদুন্নবী সঃ উদযাপিত
মারহাবা ইয়া রাসূলাল্লাহ সঃ

আলহামদুলিল্লাহ
21/09/2023

আলহামদুলিল্লাহ

20/09/2023

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

হাফ প্যান্ট পরা যুবক তোমার ঈমান এবং চরিএ দুইটাই ধংশের সম্মুখীন। কতটা নি'র্লজ্জ, বে'হায়া,  তুমি যে নিজের সতর ঢাকার মত জ্ঞ...
20/09/2023

হাফ প্যান্ট পরা যুবক তোমার ঈমান এবং চরিএ দুইটাই ধংশের সম্মুখীন।

কতটা নি'র্লজ্জ, বে'হায়া, তুমি যে নিজের সতর ঢাকার মত জ্ঞান তোমার নেই।

‘কোন পুরুষ অন্য কোন পুরুষের সতরের দিকে একেবারেই তাকাবে না এবং কোন মহিলা অন্য কোন মহিলার সতরের দিকে একেবারেই তাকাবে না। তেমনিভাবে কোন পুরুষ অন্য কোন পুরুষের সাথে একই কাপড়ের নিচে (কম্বলের নিচে) অবস্থান করবে না এবং কোন মহিলা অন্য কোন মহিলার সাথে একই কাপড়ের নিচে (কম্বলের নিচে) অবস্থান করবে না’’। (সহিহ মুসলিম ৩৩৮)

হে মহান রব আমার প্রিয় সকল ভাই বোনকে আপনি ফরজ বিধান সতর ঢেকে পরিপূর্ণ পর্দা করার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বুল আলামীন।

19/09/2023

নবীজির শানে মিলাদ কিয়াম।

19/09/2023

মিলাদ কিয়াম

16/09/2023

নবীর আগমনের খুশিতে এ মাসে বেশি দরুদ শরীফ পড়ি।
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

16/09/2023

নুর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে

15/09/2023

আস্তাগফিরুল্লাহ

13/09/2023

অতিরিক্ত লোভের কারনে পুরুষ হারায় ব্যক্তিত্ব.
নারী হারায় সতীত্ব.
নেতা হারায় নেতৃত্ব আর
আলেম হারায় অস্তিত্ব.

Shout out to my newest followers! Excited to have you onboard!Noorul Islam, RJ Joha Mir, মোঃ সামুন আহমদ, Md Nayiem, Md K...
13/09/2023

Shout out to my newest followers! Excited to have you onboard!

Noorul Islam, RJ Joha Mir, মোঃ সামুন আহমদ, Md Nayiem, Md Kasem Ahmod, MD Jamal Hossain Khan, Hasan Vai, Satrah Ahmed Satrah, AzizUl Mandal, Md Islam, Anwar Hossain, সৈয়দ শাহনূর রহমান মুয়াজ্জিন, Md Hasmot Ulla, M Shah Alom, Masud Rana, Sohel Rana, Anowar Tarafdar, Kohinoor Aktr Kohinoor

12/09/2023

পুরুষদের ধ্বংসের ৮টি কারণ, যা আমাদের অনেকের অজানা!!

১. নেশায় আসক্তি (সিগারেট, মদ-জুয়া ইত্যাদি)
"তোমরা নিজেদের হত্যা কর না"
- (সুরাঃ-নিসা ২৯)

২. কাচা হলুদ ও লাল রঙের কাপড় পরিধান করা। - (মুসলিমঃ ২০৭৭)

৩. পুরুষ হয়েও গোল্ড ব্যবহার করা।
- (ইবনে মাজাহঃ ৩৫৯৫,আবু দাউদঃ৪০৫৭)

৪. যেসব পুরুষ নারীদের সাজগোজ অনুকরণ করে। নাক-কান ফোড়ানো অর্থাৎ, মহিলাদের চালচলন অনুকরণ করা পুরুষদের জন্য রাসূল (সঃ) এর অভিশাপ।
- (আবু দাউদঃ৪০৯৭,ইবনে মাজাহঃ১৯০৪

৫. সিল্কের পোশাক বা রেশম পোশাক পরিধান করা। - (নাসাঈঃ৫১৪৪)

৬. পুরুষের টাকনুর নিচে প্যান্ট পরা হারাম এবং রাসূল (সঃ) বলেছেন, এটা জাহান্নামি পুরুষের লক্ষ্মণ। - (আবু দাউদঃ৩১৪০)

৭. ইচ্ছাকৃত ভাবে জামায়াতে সালাত আদায় না করা এবং ফরজ সালাতে আদায় অলসতা। কেননা, "যে ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিলো সে কাফিররের কাজ করলো।
- (মুসলিমঃ৮২,তিরমিজিঃ২৬১৯)

৮. দৃষ্টি সংযত না রাখতে পারা (গান বাজনা শোনা মিউজিক এর সাথে লিপ্ত থাকা)
"নিশ্চয়ই কান, চোখ ও অন্তকরন এদের প্রত্যেকটির হিসাব দিতে হবে"
- (সূরা বনী ইসরাঈলঃ৩৬)

আল্লাহ সবাইকে সহিহ বুঝ দান করুক
আমিন

10/09/2023

আলহামদুলিল্লাহ
আগামী ২৮ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্টীয় ভাবে পালিত হবে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী [ﷺ]

10/09/2023

দ্বীনদার ছেলেরা দ্বীনদার মেয়ের আশায় প্রহর গুনছে। তেমনি দ্বীনদার মেয়েরাও আল্লাহভীরু, সচ্চরিত্রবান, হালাল উপার্জনকারী ছেলের আশায় দিন গুনছে। নিঃসন্দেহে এটা খুব ভালো চিত্র। মুসলিম ছেলে-মেয়েদের তো এমনই হবার কথা।

দোয়া আর দীর্ঘ অপেক্ষার ফলে তাদের মধ্যে অনেকেই তাদের কাঙ্ক্ষিত জীবনসঙ্গী পেয়ে যাচ্ছে। কিন্তু ভয়ের কথা এটা যে, যথাসাধ্য ইসলাম মেনে চলার চেষ্টাকারী এসব ভাই-বোন অনেক সময় ঠকেও যাচ্ছে। কিভাবে?

বায়োডাটা দেখে মনে হচ্ছে পাত্র/পাত্রী যথেষ্ট দ্বীনদার। ব্যাস, ভালোভাবে খোঁজ-খবর না নিয়ে দু-চারটে কথা বলেই বিয়ে পর্যন্ত গড়াচ্ছে সম্পর্কটি। বিয়ের কিছুদিন যেতে না যেতেই নানান ধরণের অভিযোগ জমতে থেকে। দাম্পত্য কলহ সৃষ্টি হয়। অনেকসময় সম্পর্ক ভেঙেও যাচ্ছে।

মেয়েদের কমন কিছু অভিযোগ হলো-

🔹একসাথে তাহাজ্জুদ পড়ার স্বপ্ন দেখতাম অথচ অনেক ডেকেও ফজরেরর সময় মসজিদে পাঠানো সম্ভব হয় না।

🔹অবসর সময়ে/ বাসায় ফিরে খুনসুটি না করে অনলাইনে বিজি থাকে। বলে দাওয়াতি কাজ করে!

🔹স্ত্রীর প্রতি যত্নশীল নয়। অনেকসময় বাচ্চার প্রতিও উদাসীন। অসুস্থ হলে চিকিৎসা পর্যন্ত করাতে নারাজ। এটাকে তারা যুহদ বা দুনিয়াবিমুখতা মনে করে!

🔹কেউ কেউ আরও এক কাঠি ওপরে। বেগানা মেয়দের সাথে বন্ধুত্ব/ দীনি বোন(!!) ইত্যাদি নানান সম্পর্কে জড়িত। কেউ বা পরকিয়ায় লিপ্ত!!!

🔹 প্রথম স্ত্রীর হক যথাযথ আদায় করে না কিন্তু দ্বিতীয় বিয়ের ব্যাপারে খুবই আগ্রহী। হুমকিও দিয়ে থাকে!

🔹 সুন্নাতি লেবাস কিন্তু ফরয সালাতেই অনিয়মিত। পড়লেও কোনোরকমে!

🔹 স্ত্রীর ছোট-খাটো ভুল-ত্রুটি নিয়ে চরম দুর্ব্যবহার করে।

🔹 রান্না আর ঘরের কাজের খুঁত খুঁজতে থাকে। প্রশংসা তো দূরের কথা স্ত্রীকে কথায় কথায় অপমান করার চেষ্টা করে। ছোট করতে থাকে।

🔹 স্ত্রীর সামনে অন্য নারীদের প্রশংসা করে।

🔹 মুখে না বললেও অনেকেই স্ত্রীর বাবার বাড়ির অর্থ-সম্পদের লোভ করে। এ নিয়ে সংসারে অশান্তিও হয়।

🔹 অনেকেই বাবার বাড়ির সাথে স্ত্রীকে সম্পর্ক রাখতে দিতে চায় না।

ছেলেদের পক্ষ থেকে আসা কিছু অভিযোগ-

🔸 মেয়ের নিজের হালতের ওপরে অগাধ আস্থা।কে কি ভাবলো, কি বললো, অন্যের সুযোগ-সুবিধা, আবেগ, মন এসব নিয়ে তার বিন্দুমাত্র মাথাব্যাথা নেই।

🔸স্বামীকে সম্মান করে না। প্রায়সময় তর্কে লিপ্ত হয়। লক্ষ্য থাকে, যে করেই হোক তর্কে জিততে হবে।

🔸স্বামীর অর্থনৈতিক অবস্থা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে।

🔸স্বামীকে নিজের আয়ত্তে রাখার চেষ্টা করে। সোজা কথায় কন্ট্রোল করতে চায়। স্বামী কার সাথে সম্পর্ক রাখবে (হালাল), কার সাথে কথা বলবে, এমন কি কোথায় কত টাকা ব্যয় করবে তা-ও নির্ধারণ করে দিতে চায়। স্বামী বেহিসেবি হলে তাকে পরিমিতিবোধ বজায় রাখতে বলা ভিন্ন বিষয়।

🔸বান্ধবী/বোন/অমুক-তমুকের স্বামীর সাথে তুলনা করতে থাকে কিছু হলেই।

🔸শ্বশুর-শাশুড়ি সম্পর্কে বিরূপ মনোভাব। দেখা-শোনা করা তো দুরের কথা, একসাথে থাকতে পর্যন্তও রাজি নয়। কোথায় স্বামীকে পিতা-মাতার প্রতি যত্নশীল হতে বলবে, উল্টো অনেকেই আবার ছেলেকে বাবা-মার সাথে সম্পর্ক পর্যন্ত রাখতে দিতে নারাজ!! নানান নেতিবাচক কথা বলে মন বিষিয়ে দেবার চেষ্টা করে।

🔸 আত্মীয়-স্বজনদের সাথে সুসম্পর্ক রাখা তো দূর, তাদেরকে বাড়তি ঝামেলা মনে করে।

🔸 নিজের দায়িত্ব সঠিকভাবে পালন না করেই অন্যদের দায়িত্ব পালন নিয়ে নাসিহাহ করতে থাকে।

🔸 স্বামীর খেদমত না করে উল্টো স্বামীকে দিয়েই খেদমত করিয়ে নেয়। স্বামীকে হুকুমের দাস বানিয়ে রাখে । (এটা অসুস্থ অবস্থা বা প্রেগ্ন্যান্সির জন্য প্রযোজ্য নয়; বরং সবসময় এমন আচরণ করে। স্বামীকে খেদমত করার মনোভাবই থাকে না।)

🔸 কোন ভুল ধরিয়ে দিলে শোধরানোর চেষ্টা না করে বরং উল্টো তর্ক করে।

এসবের কোনটিই দ্বীনী আচরণ নয়। তবে হ্যা, অনিচ্ছেকৃত ভুল করা তারপরে নিজেকে সংশোধন করার চেষ্টা চালিয়ে যাওয়া এক জিনিস আর নিজেকে ভুলের ঊর্ধ্বে মনে করে স্পাউজকে কষ্ট দিয়ে যাওয়া ভিন্ন জিনিস।

আর দ্বীনী না হয়েও লেবাসধারী হয়ে কারো জীবন নিয়ে ছিনিমিনি খেলা ভয়াবহ প্রতারণা। তাওবা না করলে এদের জন্য দুনিয়াতেও লাঞ্ছনা আর পরকালের শাস্তি তো রয়েইছে। গুটিকয়েক লেবাসধারীর জন্য আজ প্রকৃত দ্বীনদাররা বিশ্বাস করতেও যেমন ভয় পাচ্ছে, তেমনি নিজেরাও গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলছে। এটা সত্যিই চিন্তার বিষয় যে, এখন মানুষ একে অপরকে সরলভাবে বিশ্বাস করতে ভয় পায়।

আমরা কেন সেরাটা আশা করি? আমরা নিজেরা কি সেরা হতে পেরেছি? খাদিজা রাদিয়াল্লাহু আনহার উদাহারণ ভাইয়েরা দিয়ে থাকেন। কিন্তু নিজেরা কি মহানবীর মতো চরিত্র অর্জন করতে পেরেছন?

বোনেরাও মাশা-আল্লাহ! নবীজি ঘরের কাজে বিবিদের সাহায্য করতেন, এসব বলি। কিন্তু কখনও খেয়াল করে দেখেছি কি, ওনার বিবিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে এসব কাজ করার নির্দেশ দিতেন? না-কি রাসুল (সা) স্বেচ্ছায় সেসব করতেন? কাজকে যদি কঠিনই মনে করি তবে, ঘরের কাজ আমাদের জন্য যত কঠিন, ছেলেদের জন্য তার চাইতেও কঠিন। বাইরের কাজ ছেলেদের জন্য যত কঠিন, আমাদের জন্য তার চাইতেও কঠিন। এই সত্যটা উপলব্ধি করা জরুরি।

ছেলে-মেয়ে উভয়ের এহসান প্রয়োজন। ঘরের কাজে মেয়েরা যেমন ক্লান্ত-শ্রান্ত হয়, বাইরের কাজে ছেলেরাও ক্লান্ত হয়। দুজনই দুজনের প্রতি সহানুভূতিশীল হলে, সাধ্যের মধ্যে একে অপরের কাজে সাহায্য করলে সম্পর্কটা কতই না মধুর হয়! আর একে অন্যের অনুভূতি বোঝা জরুরি। স্ত্রীদের মন বা শরীর খারাপ হলে স্বামীরা পাশে থাকবে। একইভাবে স্বামীদের খারাপ সময়ে স্ত্রীরা পাশে থাকবে। সান্ত্বনা দেবে। এটাই তো সম্পর্ক!

লম্বা পোশাক আর সুন্নাতি লেবাস অবশ্যই জরুরি। তার চাইতেও জরুরি হলো তাকওয়া। তাকওয়াই দ্বীনদারিত্বকে পূর্নতা দেয়। আমাদের ভেতরে তাকওয়া থাকলে আমরা কোন সম্পর্ক নষ্ট হতে দিতে ভয় পেতাম।

08/09/2023

ঈদে মিলাদুন্নবী সঃ উদযাপন করা মুস্তাহাব।
এটা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়।

Amirus Salekin younger uncle of Hazrat Pir Saheb Qibla, Alhaj Maulana Abdul Halim (Little Huzur), respected member of th...
07/09/2023

Amirus Salekin younger uncle of Hazrat Pir Saheb Qibla, Alhaj Maulana Abdul Halim (Little Huzur), respected member of the National Advisory Council of Bangladesh Jamiatus Salekin, passed away at a hospital in Dhaka at 10 pm.

Inna Lillahi wa Inna Ilaihi Raziun.
Amirus Salekin expressed deep grief at the death of Chota Huzur and said, "He was our guardian." He will have a unique place in the hearts of fans of Maukara Darbar Sharif. His emptiness will never be filled.

May Allah Ta'ala grant him the place of paradise. May his bereaved family be patiently blessed by Jamil Ekhtiyar.

অধ্যক্ষ আল্লামা শায়েখ ডক্টর মুহাম্মাদ কাফীলুদ্দীন সরকার সালেহী সাহেবের লিখিত কিতাব সমূহ..... বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ল...
07/09/2023

অধ্যক্ষ আল্লামা শায়েখ ডক্টর মুহাম্মাদ কাফীলুদ্দীন সরকার সালেহী সাহেবের লিখিত কিতাব সমূহ.....

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার সালেহী দীর্ঘকাল যাবত তিনি শিক্ষা, গবেষণা, ফাতাওয়া প্রদান, ওয়াজ-নসিহত, বই-পুস্তক লেখালেখি, গ্রন্থ প্রণয়নসহ সুমহান ইসলামের নিরন্তর খেদমত করে চলেছেন।

ডক্টর আল্লামা মুফতী মাওলানা মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার সালেহী লিখুনির জগতে এযাবত তাঁর লিখিত উল্লেখযোগ্য অনেক পুস্তক ছাপানো হয়েছে। বিশেষ করে বর্তমান সময়ে বেশকিছু মাসআলায় চুড়ান্ত ফয়সালা থাকা সত্ত্বেও কতিপয় লা-মাযহাবী, সালাফী, আহলে হাদীস, ওহাবী এবং খারেজী আলেম বিভ্রান্তি সৃষ্টি করায় দ্বন্দ্ব চরম আকার ধারণ করে আছে। সাধারণ জনগণ এ সকল বিষয়ে চরম বিভ্রান্তির শিকার। দলীল-প্রমাণ জানা না থাকার কারণে অনেক আলেমও বিভ্রান্তিতে ঘোরপাক খাচ্ছেন।

এহেন পরিস্থিতিতে ১১৩-টি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে গবেষণা করে অসংখ্য দলীল-প্রমাণ উপস্থাপন করে প্রাঞ্জল ভাষায় তিনি ”১১৩ মাসআলায় বিভ্রান্তির সমাধান” নামক অনবদ্য গ্রন্থটি রচনা করেছেন। বাতিলের মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব "হক বাতিলের লড়াই" সহ বেশি কিছু কিতাব রচনা করেছেন।

সৃষ্টিকুলের মুক্তিদূত, দো-জাহানের কমলিওয়ালা, নূর নবী, হায়াতুন্নবী, যিন্দা নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এর প্রতি প্রেম ভালোবাসা নিয়ে "নবী প্রেম" নামে চমৎকার একটি কিতাব রচনা করেছেন, যা প্রত্যেক নবী প্রেমিকেদের আত্মার খোঁড়াক।

এছাড়াও আরো যে সকল কিতাব রচনা করেছেন :-

✅ ১১৩ মাসআলায় বিভ্রান্তির সমাধান প্রথম খন্ড।
✅ ১১৩ মাসালার বিভ্রান্তির সমাধান দ্বিতীয় খন্ড।
✅ হক বাতিলের লড়াই।
✅ পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে শবে বারা'আত।
✅ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারক জিয়ারত মদীনা মুনাওয়ারার ফজিলত।
✅ জমজম কূপ জমজম কূপের ইতিকথা।
✅ হাযরে আসওয়াদ ও মাকামে ইব্রাহীম।
✅ জান্নাতুল বাকী কবরস্থান এবং কবর জিয়ারত।
✅ ঐতিহাসিক প্রেক্ষাপটে পবিত্র হজ ও উমরা ও যিয়ারত।
✅ নারীর হজ ও উমরাহ ও যিয়ারত।
✅ আশিকে রাসূলের চোখে মিলাদ ও কিয়াম দরুদ ও সালাম।
✅ পবিত্র কুরআন সুন্নাহর আলোকে সচিত্র সহীহ ওযু সহীহ নামাজ।
✅ আত্মার সংশোধন ও পরিচর্যা।
✅ নারীর অলংকার।
✅ রওজা মোবারকে জিন্দা নবী হায়াতুন নবী সাঃ বিষয়ক।
✅ হাদীস বিশারদ ও ওলিয়ে কামিল ইমাম আবু হানীফা রহমতুল্লাহি আলাইহি।
✅ রামাদান ও সিয়াম সাধনা ইত্যাদি.....

বাংলাদেশের যে-কোন প্রান্ত থেকে আপনার কপি আজই সংগ্রহ করুন, আমরা পৌঁছে দিবো আপনার হাতে। এখনই সরাসরি ইনবক্স করুন অথবা কল করুনঃ- 01793280306 (WhatsApp)

বইগুলো পেতে যোগাযোগ করুন এই আইডিতে 👉 বাকিবিল্লাহ

06/09/2023

■■ হযরত হাসান আল বাসরি(রহঃ) বলেনঃ
-------"দুনিয়ার জীবন মাত্র তিনদিনের!▪গতকাল—যা ইতোমধ্যে চলে গেছে!▪আগামীকাল—হয়ত তুমি তার নাগাল পাবে না এবং আজকের দিন! অতএব, তোমার যা করার তা আজই করো!"
-----(ইবনু আবিদ্দুনিয়া, আয-যুহদ, পৃষ্ঠা: ১৯৭)

■■ মহান আল্লাহ তা'আলা বলেনঃ
-------"তোমরা জেনে রাখো যে, পার্থিব জীবন তো ক্রীড়া-কৌতুক, জাঁকজমক, পারস্পরিক অহংকার প্রকাশ, ধন-সম্পদ ও সন্তান-সন্ততির প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই নয়! এর উপমা হলো বৃষ্টি, যার দ্বারা উৎপন্ন ফসল কৃষকদেরকে চমৎকৃত করে। তারপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তা পীতবর্ণ দেখতে পাও। অবশেষে তা টুকরো-টুকরো(খড়-কুটোয়) পরিণত হয় এবং পরকালে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়!”
-----[সূরা হাদিদ, আয়াতঃ ২০]

■■ অন্য আয়াতে আমাদের সতর্ক করে আল্লাহ তা'আলা বলেনঃ
-------“হে মানুষ! আল্লাহর প্রতিশ্রুতি সত্য; সুতরাং পার্থিব জীবন যেন কিছুতেই তোমাদের প্রতারিত না করে এবং কোন প্রবঞ্চক যেন কিছুতেই আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে।’’
-----[সূরা ফাত্বির, আয়াতঃ ৫]

■■ হাদিসে এসেছে, রসূলুল্লাহ সল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
-------"সব কাজে বিলম্ব করা যায়, কিন্তু আখিরাতের কাজে নয়!"

●● ইয়া আল্লাহ তা'আলা! আমাদের সবাইকে সঠিক এবং পরিপূর্ণ ভাবে জানার, বোঝার এবং মেনে চলার তাওফীক দান করুন এবং আমাদের সবাইকে ক্ষমা, কবুল ও হিফাযত করুন(আ-মীন)।। ❤️💖❤️

06/09/2023

■▪এখন সকল মুসলমানদের কে ঘায়েল করতে তাঁদের নাবীকে অপমান করতে হবে ও তাঁর ব্যঙ্গ চিত্র প্রদর্শন করতে হবেI
■▪আর মুসলমানরা যখন তাঁদের নাবীর বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা করতে থাকবে, তখন জ|ঙ্গি বলে মুসলমানদের নিশ্চিহ্ন করতে আফ্রিকাতে আবার জ|ঙ্গি দমানোর জন্য ন্যাটো বাহিনীকে পাঠাতে হবে! এটাই হচ্ছে তাদের পরিকল্পনা!

■■ কিন্তু তারা পারবে না! কখনোই পারবে না।।

■▪পিউ রিসার্চের গবেষণা অনুযায়ী, শুধুমাত্র ইউরোপেই প্রতিবছর স্বাভাবিক ভাবেই গড়ে প্রায় পাঁচ হাজার করে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছেন। আপনি দেখবেন কিছু দিন পর এই সংখ্যা হবে, দশ হাজার-পনের হাজার করে দিন দিন তার পরিমাণ উল্লেখযোগ্য হারে শুধু বাড়তেই থাকবে ইন শা আল্লাহ!

■■▪কারণ হলো, কিছুদিন আগে ফ্রান্সের এই ঘটনার পর পৃথিবীর অমুসলিম সব মানুষ জানতে চাইবে ও চাচ্ছে, আসলে কে এই মুহাম্মদ সল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম? কেন, তাঁকে নিয়ে এতো শোরগোল? যাঁরা কখনো তাঁর নাম শুনেনি তারাও সবাই তাঁর নাম জানবে এবং উদ্যোগী হবেন তাঁর সম্পর্কে জানার জন্য।

■■ আর জানতে গিয়ে প্রথমেই সে/তারা জানবেনঃ
■▪মানুষটি শুধু আমাদেরকে মনে প্রাণে একজন মাত্র সৃষ্টিকর্তাকে ভালোবাসতে বলেছেন।
■▪মানুষরূপী কোন প্রভূর কাছে মাথানত করতে নিষেধ করেছেন।
■▪সকল প্রকার অ|ন্যায়-অ|বিচার, সুদ-ঘুস, পাপাচার, যিনা-ব্যভিচার ও গর্হিত কাজ থেকে বিরত থাকতে আদেশ করেছেন।
■▪সম্পদের সুষম বন্টন করতে নির্দেশ দিয়েছেন এবং সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে নির্দেশ দিয়েছেন এবং
■▪সকল মানুষ সমান। কারো উপর কারো প্রধান্য নেই! কেউ কারো গোলাম বা কৃতদাস নন! সবাই একমাত্র মহান আল্লাহর গোলাম।

■■ একজন মানুষের জন্য শুধু এতটুকু জানাই যথেষ্ট। আর এতটুকু জানার কারণেই সবাই তাঁকে আন্তরিক ভাবে গ্রহণ করবেন, ভালোবাসবেন এবং অনুকরণ ও অনুসরণ করা শুরু করবেন।

●● এখন কেউ যদি তার চোখ বন্ধ করে সূর্যের আলোকে দেখতে না চায়, তাহলে কি সূর্য আলো দেয়া বন্ধ করে দেবে? নাকি সূর্যের আলো হারিয়ে যাবে?

■■▪প্রিয় নাবী হযরত মুহাম্মদুর রসূলুল্লাহ সল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম হলেন এই পৃথিবীতে সেই আলো!
এই আলোকে কেউ লুকিয়ে রাখতে পারবে না! আর তা লুকিয়ে রাখা সম্ভবও নয়!!

■▪"Truth is Truth"
■▪ইউ ডিনাই অর ইউ একসেপ্ট!

■■▪We love Muhammad_ﷺ_challenge!!

●● ০২] দুনিয়ার জীবন মাত্র তিনদিনের.....!!

06/09/2023

■■ অসভ্য পুরুষের মনে চরম হিং|সা শুরু হলো! এ লোক পাগল নাকি? মদ খাবে না, নারীকে নিয়ে ফুর্তি করবে না! সে কোন ধরণের সমাজ চায়?

■▪মাদক ব্যবসায়ীরা একজোট হয়ে নাবীকে ঠেকানোর জন্য নতুন পরিকল্পনা শুরু করলো!

■■ এরপরে অসহায় মানুষের কষ্টার্জিত সম্পদ নিয়ে সব ধরণের জুয়ার আসরের উপর নিষেধাজ্ঞা আসলো।

●● রসূলের আর কোন রক্ষা নেই! সে বড় বেশি বাড়া বাড়ি করছে!

■▪জুয়ার ব্যবসা ছাড়া সমাজে বিনোদনের আর কি বলবৎ রইলো?

■■▪সুতরাং তাঁকে নিজের ঘর এবং দেশ ছাড়া করতে হবে। তার সব আয়-রোজগার বন্ধ করতে হবে!

■■▪এখন কি বুঝতে পারছেন, প্রিয় নাবী রসূলুল্লাহ সল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম কেন এত অপরাধ???

■■ এই যে এখন প্রায় প্রতি সময়েই নাবী কারীম সল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লামকে এত বছর পর অপমান করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে! তার কারণ কি?
■■▪শুধুমাত্র "ফ্রীডম অফ স্পিচ?"

■■▪অবশ্যই না!

■■ কারণঃ
যে মানুষটির অনুসারীরা শুধু ভালোবাসা দিয়ে একসময় গোটা আফ্রিকা বিজয় করেছিল! সেই আফ্রিকার ২৪ টি দেশের, শত বছরের কলোনিয়ান নি|র্যাতন-নি|পীড়ন এবং শো|ষণ থেকে যখন আলজেরিয়া ও তিউনেশিয়ার মতো দেশগুলি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৌতিক মুক্তি চেয়েছে তখনই প্রিয় নাবী রসূলুল্লাহ সল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম এর অনুসারীগণ হয়ে গেলেন বড় অপরাধী এবং এর সব দায়ভার পড়লো বিধানদাতা হিসেবে খোদ প্রিয় রসূলুল্লাহ সল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম এর উপর!!

■▪লক্ষ-লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে, অসহায় এবং নিরপরাধ মানুষকে নিজের ক্রীতদাস করে রেখে যে সকল সম্পদের পাহাড় তারা একসময় গড়েছে, সেটি যখন হুমকির মুখে, তখনই সব রাগ ও ক্ষোভ এসে জমা হয়েছে সকল মুসলমানের উপর এবং এর বিধানদাতা হিসেবে তাঁর উপর!

06/09/2023

●● ক্রীতদাস ছাড়া সমাজ ব্যবস্থা কেমন করে চলবে? অর্থনীতি কি করে আগাবে? ক্রীতদাসের দল যদি মুক্তির জন্য আন্দোলন শুরু করে, তাহলে কি অবস্থা হবে?

■■▪ব্যাস! তিনি হয়ে গেলেন সমাজের সবচেয়ে বড় একজন শ|ত্রু!!

■■▪আজকের আধুনিক ইউরোপীয়ানদের হাজার বছরের ক্রীতদাস প্রথা এখনো বহাল তবিয়তেই আছে! ব্ল্যাক লাইভস ষ্টীল ডাজ নট মেটার!!

■■ ম্যালকম এক্সের মত বিপ্লবীরা এবং মুহাম্মদ আলীর মত শক্তিমান পুরুষরা যখন প্রিয় নাবী রসূলুল্লাহ সল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে শুরু করলেন এবং তাঁকে অনুকরণ-অনুসরণ করা শুরু করলেন তখনই তাদের মনে হলো, সকল অপরাধ একমাত্র ঐ আরব লোকটিরই! কেননা, তাঁর রেখে যাওয়া পবিত্র বিধানের কারণেই তাঁর অনুসারীরা অক্ষরে অক্ষরে তা মেনে চলছেন। ফলে মানুষ ইচ্ছা করলেই যা ইচ্ছা তাই করতে পারছে না!

■■ এছাড়াও তিনি বললেনঃ
-------"ধনীদের সম্পদের সুষম বন্টন হতে হবেI তাদের সম্পদের উপর গরিবের অধিকার আছে!"তাই তিনি ঘোষণা দিলেনঃ
-------"সবাইকে যাকাত দিতে হবে।"

●● এর ফলে সমাজের ধনী ব্যবসায়ী এবং ক্ষমতাবানরা ভাবলো, মুহাম্মদ সল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম মূলতঃ একজন সমাজ বিপ্লবী, তাঁকে সমাজ থেকে তা|ড়িয়ে দিতে হবে!

■■ শেক্সপিয়রের শাইলকের মতো লোভী সব ই|হুদি মুদ্রা ব্যবসায়ীদেরকে সকল প্রকারের সুদ বন্ধ করতে আদেশ দিলেন! ধনী-গরিবের অর্থনৈতিক সব বৈষম্যকে স্থিতিশীল করার চেষ্টা করলেন।

●● সবাই ভাবলো, আসলে নাবী সল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম একজন সোসালিস্ট! তাঁকে মে|রে ফেলতে হবে।

■■ তিনি নিজের অনুসারীদেরকে বললেনঃ
-------"তোমরা আর মদ পান করবে না!"

●● এর ফলে মদ পান বন্ধ হোল এবং সমাজে অ|ন্যায়- অবিচার এবং অপকর্ম কমে গেলো। চু|রি-ডা|কাতি একদম কমে গেলো। মাতাল স্বামীর সংখ্যা কমে যাওয়ায় সমাজের নারী নি|র্যাতন প্রায় বন্ধ হয়ে গেলো।

06/09/2023

■■ সমাজ পরিবর্তনের জন্য পবিত্র আল-কুরআনের আয়াতগুলিকে শুরু থেকে শেষ পর্যন্ত সাজালে প্রথম আয়াতটির মূল বিষয় ও আদেশ ছিলোঃ
-------"নারী শিশুদেরকে জীবন্ত ক|বর দেয়া যাবে না!"
■▪এর কিছুদিন পরেই তিনি বললেনঃ
-------"একজন নারী তার পিতার, স্বামীর ও সন্তানের সম্পদের অংশীদার হবে।"

■■ রসূলুল্লাহ সল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিলেন, মূলত তখনই তিনি সকল সমাজপতিদের রোষানলে পড়ে গেলেন! এত দিনের মেনে চলা এই সংস্কৃতি ও আইনের বিরুদ্ধে এই মত তারা মেনে নিতে পারেনি!

■■▪দ্রঃ
নারী শিশুকে জীবন্ত কবর দেয়ার মত জ|ঘন্য অপরাধ এই পৃথিবীতে এখনো চলমান আছে! আধুনিক ভারতে প্রতিদিন দু'হাজার নারী শিশুর এবরশন হয়! কিন্তু কত জন নারীবাদী এই অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন আমাদের জানা নেই!!

■■ তারপর আসলো ক্রীতদাসের কথা! তিনি জানালেনঃ
-------"মানুষ আর মানুষের ক্রীতদাস হতে পারে না এবং পারবে না! কোন মানুষ অন্য কোন মানুষকে কৃতদাস ভাবতে বাধ্য বানাতে পারবে না। আজ থেকে সকল প্রকার কৃতদাস প্রথা বন্ধ করা হলো।"

■■▪তিনি মৃত পিতার রেখে যাওয়া ইথিওপিয়ান কালো ক্রীতদাসী উম্মে আইমান(রাঃ)কে নিজের মা, আর উপহার হিসাবে পাওয়া জায়েদ(রাঃ)কে নিজের ছেলে হিসেবে যখন সমাজে পরিচয় করিয়ে দিলেন, এটা নিয়ে তখন সারা দেশ সহ গোটা পৃথিবীতে আলোচনা শুরু হয়ে গেলো!

■■▪নাবী মুহাম্মদ সল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম আসলে কি চান??

06/09/2023

■■ প্রিয় রসূলুল্লাহ সল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম এর প্রতি ওদের(বিধর্মী দের) অপবাদ দেবার কারণ সমূহ!!!

●● ০১] ওরা বলে, "সব দোষ কেবল রসূলুল্লাহ
সল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লামের!" কারণ কি?
জেনে নিন, এর কারণ!!

■■ ওদের কথাঃ
-------"কৃ|ষ্ণ, বু|দ্ধ, নবী মুসা ও যীশু নয়! বরং সব অপরাধ একমাত্র এবং শুধুমাত্র মুসলমানদের নাবী রসূল সল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লামের!"
■■▪কেন বলে? তার কারণ কি??

■■ বিশ্বাসী-অবিশ্বাসী, মুসলিম-অমুসলিম গোটা দুনিয়ার সবার মনেই এই প্রশ্নঃ
-------"কেন রসূলুল্লাহ সল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম এর এত বদনাম?? কেন তাঁকে বারবার অপমান এবং অপদস্থ করার চেষ্টা করতে হবে??" সকল মুসলিম নর-নারীর এই বিষয়টা জানার ও বোঝার দরকার!

●●▪যখন উগ্রবাদী শিবসেনা ভারতে মুসলিমদের উপর বর্বর নি|র্যাতন করে, কিংবা কেউ অযথা এবং অন্যায়ভাবে, নি|র্দয়ভাবে নির্বিচারে কাশ্মীরিদের হ|ত্যা করে, তখন কেউ কিন্তু কৃ|ষ্ণকে এইজন্য দায়ী করে না!
●● যখন বার্মায় রোহিজ্ঞাদের উপর এমন পা|শবিক
গণহ|ত্যা হলো, তখন কেউ এই গণহত্যা|র জন্য বু|দ্ধকে অপমান করার চেষ্টা করেনি!
●● ফিলিস্তিনী মুসলমানদের উপর ইজরায়েলের মহা
অ|ত্যাচারের জন্য কেউ নাবী মুসাকে অপমান করার বা তাঁর ব্যঙ্গ চিত্র কেউ অঙ্কন করেনি কখনো!
●● একইভাবে১.৫ মিলিয়ন ইরাকিদের হ|ত্যার দায় যীশুর নেই এবং তাঁকে নিয়ে আজ পর্যন্ত কখনো কোন ধরণের সমালোচনাও করা হয়নি!!

●■● এখন প্রশ্ন হলোঃ রসূলুল্লাহ সল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম এর এত বদনাম কেন এবং তাঁর কি অপরাধ?

■■ এর কারণ হলোঃ
"প্রিয় রসূলুল্লাহ সল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম অন্যদের মত, যেমনঃ কৃ|ষ্ণ, বু|দ্ধ, ন|বী মুসা ও যীশুর মত শুধুমাত্র একজন ধর্মপ্রচারক ছিলেন না! বরং তিনি এই পৃথিবীতে এক ধরণের বিপ্লবী পরিবর্তন নিয়ে এসেছিলেন! যার ফলে পৃথিবীতে যুগ যুগ ধরে চলে আসা সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন আচার-আচরণ ও প্রথা বিলুপ্ত হয়ে পড়ে! চিরতরে বন্ধ হয়ে যায়, সকল প্রকার শোষণ, নির্যাতন এবং সুদ-ঘুস, যিনা-ব্যভিচার সহ সকল প্রকার অন্যায়-অবিচার!"

■■ এই কথাটি কেন বলেছি, সেই বিষয়ে কিছু তথ্য দেই। তারপর আমরা আবার মূল প্রশ্নে চলে আসবো।

■■ আপনি কি জানেন, নাবী হওয়ার পর এই মানুষটি সর্বপ্রথম সমাজে কি পরিবর্তন চেয়েছিলেন?

■■▪তিনি চেয়েছিলেন, নারীর পরিপূর্ণ অধিকার।

06/09/2023

এদেশের মা বোনেরা অনেক বেশি ধর্মপরায়ণ। নিয়মিত কোরআন তেলাওয়াত, নফল রোজা, নফল নামাজ আদায়ে তারা অনেক বেশি আন্তরিক।

কিন্তু পর্দা সম্পর্কে তাদের জ্ঞান খুবই সীমিত। সারা বছর হিজাব পড়ে চলাফেরা করে, কিন্তু বিয়েতে অবশ্যই শাড়ি পরবে এবং শরীর প্রদর্শন করবে।

আজান দিলে মাথায় ঘোমটা টেনে দিবে, কিন্তু অন্য সময় দেবেনা!

নিজের ভাই ও ছেলের সামনে পর্দা করবে, কিন্তু দেবরের সামনে করবেনা!

অধিকাংশ নামাজী মহিলার সতর অনাবৃত থাকে এবং এ ব্যাপারে তাদের সঠিক জ্ঞান নেই!

তাদেরকে পর্দা সম্পর্কে সচেতন করতে প্রত্যেকের কর্মসূচি নেওয়া উচিত।

06/09/2023

কোন কোন খাতে আমাদের অর্থ ব্যয় করা উচিৎ

১। ট্রাভেলিংঃ লাইফের অবসাদ দূর করতে ঘুরার বিকল্প নাই। মাসে দুই বার ঘুরতে যাওয়া উচিৎ, একবার ফ্রেন্ড বা ফ্যামিলি নিয়ে, আরেকবার একা একা।

২। ম্যাট্রেস, বেডশিট এবং বালিশঃ ডাক্তারের মতে হাসি আর ঘুম এই দুইয়ের চেয়ে বড় আর কোন মেডিসিন নাই। কাজেই ঘুমাবেন যে ম্যাট্রেসে, বা বেডশিটে বা বালিশে সেটা পরিস্কার থাকা, প্রিমিয়াম কোয়ালিটির থাকা চাই, রুমের টেম্পারেচার কন্ট্রোল থাকা চাই।

৩। চোখ এবং দাতঃ চোখের দৃষ্টি ক্ষীণ হলে বা দাত খয়ে গেলে আজীবন লস, কাজেই এক্ষেত্রে এই দুই খাতে খরচ করতে হবে। ভালো সানগ্লাস ইউজ করতে হবে।

৪। ভালো প্রপার্টি এবং ডিসেন্ট ইন্টেরিয়রঃ ভালো জায়গায় ভালো পরিবেশে ভালো ইন্টেরিয়রে থাকতে হবে। এতে করে কাজে ভালো মন বসে।

৫। বিমানঃ বিমান সময় বাচায়, কাজেই দিনের পর দিন রোড ট্রাভেল কোন সেভিং নয় বরং, অপচয়।

৬। কফিঃ ভালো চা বা কফি খেতে হবে, নিরিবিলি ঠান্ডা পরিবেশে বসে। মনে রাখবেন, দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে চিন্তা করা। এই কাজটা যাতে ভালোভাবে করা যায়, তার জন্যেই এই কফি।

৭। ইনারঃ ভালো স্যান্ডোগেঞ্জি, আরামদায়ক অন্তরবাস, কাজের গতি বাড়ায়। সেই সাথে চাই আরামদায়ক জুতা।

৮। ভালো খাবারঃ ফ্রেস ফুড খাওয়া দাওয়া করতে হবে। সালাদ ও সবজির পরিমাণ বেশি থাকবে।

৯। বইঃ পড়তে আপনাকে হবেই, হয় বই, নয়তো পিছিয়ে। কোনটা পড়বেন, তা আপনার সিদ্ধান্ত।

১০। দানঃ আপনি যখন দান করেন, তখন আপনার হাত উপরে থাকে, দান বাড়িয়ে দিন। তবে, মনে রাখবেন, ইউ ক্যান নট হেল্প পুওর বিয়িং ওয়ান অফ দেম।

১১। স্পোর্টস ইকুইপমেন্টঃ সাতার, জিম, সাইক্লিং, নিজের জন্যে এসব খরচ করা যেতে পারে।

১২। ঘরের রংঃ ঘরের বেস্ট কোয়ালিটির রং ইউজ করতে হবে, তাকালে যাতে সাইকোলজিকালি, ভালো ফিল আসে।

১৩। ক্লাবঃ আপনার ইনকাম ডিপেন্ড করে, কাদের সাথে চলছেন, তার উপর। কাজেই ক্লাবে ইনভেস্ট করতে পারেন।

১৪। এসি/ হিটারঃ অতিরিক্ত তাপমাত্রায় পরিশ্রম করলে বা ঠান্ডা ভোগ করলে চিন্তাশক্তি কমে আসে।

১৫। হায়েস্ট নেট স্পিডঃ এখনকার সময় নেট স্পিড হায়েস্ট রাখার জন্যে এবং রেগুলার অ্যাভেইলেভেল থাকতে যা যা করার, তাই করতে হবে।

05/09/2023

কেমন নারীকে বিবাহ করা উচিত না।

১.রুক্ষ মেজাজ, খিটখিটে স্বভাব, সবসময় ই বিরক্ত থাকে।
অল্পতেই হু হতাশ করে

২.ঝগড়াটে স্বভাব হলে

৩. উপকার করে খোঁটা দানকরি

৪.প্রথম স্বামী বা প্রাক্তন প্রেমিকের প্রতি চরম অনুরক্ত

৫.স্বামী জন্য না সেজে অন্যপুরুষের জন্য সাজগোছ নিয়ে চরম ব্যস্ত।

৬.অশ্লীল বাক বিতণ্ডায় লিপ্ত

৭.শ্বশুর বাড়ির লোককে দেখতে না পারা

৮.স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যাওয়া

৯.বাচাল বা বেশি কথা বলা বা চুগলখোরে লিপ্ত

১০.গোপন কথা ফাঁস করে দেওয়া

১১.বয়স্ক নারী, দূর্বল প্রকৃতির নারী।

05/09/2023

Plz ভাইয়া ও আপুরা পুরোটা পড়বেন।🙏🙏প্লীজ কেউ বাজে ভাবে নিবেন নাহ 😓
ছেলে : বাবু কি করো?
মেয়ে : এইতো জান গোসল করে আসলাম!
ছেলে : তাই তো একটা ফটো দাও তো তোমার ভেজা ন/গ্ন শরীরের!
মেয়ে : যাহ... ফাজিল কোথাকার..!
ছেলে : শুনো না বাবুণী... আজকে কি রঙের ব্রা পড়বা..?
মেয়ে : উমমমমম..কালো রঙের!
ছেলে : সত্যি..? ফর্সা দেহে তোমাকে শুধু কালো রঙের ব্রা তে ভীষণ সে/ক্সি লাগবে আমাকে কিন্তু অবশ্যই ফটো দিবা!
মেয়ে : চুপ শয়তান!
ছেলে : বলোনা দিবা..?
মেয়ে : যাহ... দুষ্টু কোথাকার!
Now there is a question...? এটা কি আদৌ ভালোবাসা...? নাকি ভালোবাসার নামে নোং/রামি?
অনেকেই তো বলেন ভালোবাসা স্বর্গীয় আল্লাহ প্রদত্ত।(নাউজুবিল্লাহ)
আল্লাহ কি আমাদের এভাবে ভালোবাসতে শিখাইছেন...? নাকি তিনি স্বর্গ থেকে মানুষের জন্য রহমত রুপে এমন ভালোবাসা আমাদের জন্য পাঠান...?কোনটা রে ভাই বোনেরা...?
দেখ ভাই...ভালোবাসা মানে গার্লফ্রেন্ডের ব্রা প্যা/ন্টি না...। সে কি রঙের ব্রা পড়ছে... তার ফিগারের সাইজ কতো কোন ব্রা তে তাকে কেমন লাগে বা ব্রা প্যা/ন্টি পড়া ফটো চাইবার নাম ভালোবাসা না...। এইটা শুধু নোং/রামি এখানে ভালোবাসা বলতে কিছু নেই..।
বরং এসব জিজ্ঞেস না করে সারাদিন তোর ভালোবাসার মানুষটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো কিনা...তিন বেলা খেলো কিনা... গোসল করে মেয়েটা তাড়াতাড়ি চুল শুকালো কিনা...ঠান্ডা লাগছে বা জ্বর আসছে ঠিকমতো ঔষধ খেলো কিনা,,, এগুলার বারবার খোঁজ নেওয়ার নামই ভালোবাসা..।
কারণ ভালোবাসা সেটা না যেখানে কেয়ারিং বা আদর সোহাগের নাম করে গার্লফ্রেন্ডের বুকে পাছায় হাত বুলাতে ইচ্ছে করে।
আর মেয়েরা
এইযে যা দুষ্টু,,,চুপ শয়তান,, ফাজিল একটা..!!
এই কথাগুলোর মানে কিন্তু নোং/রামি করতে তুমি ছেলেটাকে বারণ করছো তা কিন্তু মোটেই না..! বরং এ কথাগুলোর মানে হলো তাকে তোমার আরো কাছে ডাকার নিরব আহ্বান। এই কথাগুলো কোনো ছেলের নোংরামি কে আরো প্রশ্রয় দেয়।
ইজ্জত হারানোর পর সে দোষ কোনো ছেলের ঘাড়ে না চাপিয়ে বরং সবসময় এইটা মনে রেখো যে তুমি না চাইলে কোনো ছেলে তোমার কাছে ঘেষা তো দূরের কথা তোমার ছায়াও মারাতে পারবে না..।
ভাইরে ১৮+ যুগে এসে সবাই কে নৈতিক কথা শুনালে কেউই তাতে কান দিবেনা..।
তবুও লিখে রাখলাম..কারণ আমি জানি আর বিলিভ করি পৃথিবীর সব ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়নি। এখনো অনেকেই ভালো আছে।
দোয়া করি তারা তাদের জীবন স/ঙ্গী সাথে আজীবন ভালো থাকুক!🥰

04/09/2023

দু'আ কবুলের গল্প 💜

২ মাস আগে এতোটাই ডিপ্রেশনে ছিলাম যে ভাত খাওয়াও বন্ধ হয়ে গেছিলো। গলা থেকে ভাত নামতো না.....
তখন বিভিন্ন ইসলামিক গ্রুপ গুলোর মাধ্যমে ইস্তেগফারের ফজিলত দেখে পড়া শুরু করেছিলাম....
তারপর যেনো ম্যাজিকের মতো ডিপ্রেশন গায়েব আলহামদুলিল্লাহ্!
নামাজের প্রতিও ভালোবাসা বেড়ে গেছে অনেক.....
অনেক দোয়া কবুল হয়ছে আলহামদুলিল্লাহ্। তার মধ্যে দুটো ছিল প্রায় অসম্ভব সেগুলোও কবুল হয়েছে আলহামদুলিল্লাহ্। তার মধ্যে একটা অসম্ভব ছিল বলে কিছুদিন দোয়া করে বন্ধ করে দিয়েছিলাম সেটাও দুইদিন আগে কবুল হয়ছে। সত্যিই আল্লাহ মহান❤️

04/09/2023

সাদকার জন্য কিছু সুন্দর টিপসঃ 🟪

🟣 ১. আপনার পুরাতন অথবা ব্যবহার হচ্ছে না এমন পোশাক গরিবকে দান করুন।

🟣 ২. একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন, যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে, ইনশাআল্লাহ আপনি সেই আমলের জন্য পুরস্কৃত হবেন।

🟣 ৩. একটি বাটি বা গ্লাসে কিছু পানি আপনার জানালায় রেখে দিন পাখিদের জন্য, এটাও এক ধরনের সদকা। এটিকে অভ্যাসে পরিণত করুন। আপনি পুরস্কৃত হবেন।

🟣 ৪. আপনার রুমে একটি বক্স রাখুন এবং যখনই আপনি মনে করবেন যে আপনি কোন অন্যায় করেছেন, তখনি তাতে সাধ্যমতো পয়সা রাখুন। মাস শেষে তা খুলে দেখুন এবং তা দান করে দিন। এতে নিজের ভুলগুলোর পরিমাণ বুঝতে পারবেন এবং অনুতপ্ত হয়ে নিজেকে সংশোধনের জন্য এটা সুন্দর একটি পন্থা।

🟣 ৫. বাড়িতে ঢুকার ও বের হবার পথে দোয়া লিখে রাখুন একটি কাগজে। যে এই দোয়াগুলো দেখতে পেয়ে পাঠ করবে, ইনশাআল্লাহ আপনি সেজন্য পুরস্কৃত হবেন৷ একইভাবে ঘরের এমন কোন স্থানে দোয়া লিখে রাখতে পারেন যেটা সবার নজরে আসে।

🟣 ৬. আপনার হাত খরচের টাকা দিয়ে একজন এতিমকে সহায়তা করুন আপনার সাধ্যমতো।

🟣 ৭. আপনার বাড়ির আশপাশে যদি কোন নির্মাণ কাজ চলে কিংবা শ্রমিকেরা কাজ করে, তবে কিছু ঠাণ্ডা পানি বা খাবার তাদেরকে দিতে পারেন। ইনশাআল্লাহ আপনি পুরস্কৃত হবেন।

🟣 ৮. কোন মসজিদে কোরআন শরীফ দিন, যে কোন ব্যক্তি যখন অন্তত একটি অক্ষর পাঠ করবে সেটার জন্য ১০ গুন সওয়াব লিখিত হবে আপনার আমলে।

🟣 ৯. আপনি পান করা গ্লাসে পানি অবশিষ্ট থেকে গেলে তা একটি ফুলদানির পাত্রে রেখে দিন, অপচয় করবেন না।

🟣 ১০. আপনার মুসলমান ভাই বোনদের উৎসাহ দিন, দুর্দিনে সাহায্য করুন, সহানুভূতিশীল হোন যখন তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন।

🟣 ১১. অসুস্থ আত্মীয় কিংবা পরিচিতদের দেখে আসুন। একটু হাসুন, কথা বলুন। এটাও সাদকা। মৃদু হাসি বিনিময় করাও সদকা।

🟣 ১২. ততক্ষণ পর্যন্ত ঘুমাবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করেছেন।

🟣 ১৩. কাউকে এক অক্ষর হলেও দীন শিক্ষা দিন। সেই ব্যক্তি যখন তার সন্তানসন্ততি, বন্ধুবান্ধব কিংবা তার সন্তানদের মাধ্যমে তার পরের প্রজন্ম এই দীন অর্জন করবে, সে সকল সওয়াব মৃত্যুর পরেও আপনার কবরে পৌঁছাবে।

🟣 ১৪. সামর্থ্য থাকলে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল স্থাপনে সহায়তা করুন। গাছ লাগান, টিউবওয়েল বা পান করার পানির ব্যবস্থা করুন। আপনার মৃত্যুর পরেও মদজিদ মাদ্রাসা দীন শিক্ষা দিতে থাকবে।

Address

Dagonbhuiyan
Fulbaria
3920

Telephone

+8801837541264

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Message - ইসলামিক বাণী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Message - ইসলামিক বাণী:

Share

Nearby media companies


Other Fulbaria media companies

Show All