Natuncumilla.com

Natuncumilla.com নতুন কুমিল্লা নিউজ পোর্টাল

26/03/2024
09/06/2023

কুমিল্লা নগরীর তাপমাত্রা কমতে শুরু করেছে

09/06/2023

কুমিল্লা নগরীতে আজও সকাল ৯টা ২০ থেকে বৃষ্টি শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। নগরীর তীব্র তাপমাত্রা কমতে শুরু করেছে।

17/03/2023

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকায় দীর্ঘ যানজট

17/03/2023

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

28/02/2023
আপনার একটি শেয়ারে একজন মাকে তার সন্তান ফিরে পেতে সহায়তা করবে। প্লিজ শেয়ার করুন। আজ দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মাহসড়ক...
07/01/2023

আপনার একটি শেয়ারে একজন মাকে তার সন্তান ফিরে পেতে সহায়তা করবে। প্লিজ শেয়ার করুন।

আজ দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মাহসড়কের কুমিল্লার চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় এই নারী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কুমিল্লা মেডিকেলে কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি রয়েছেন। এ সময় তার সঙ্গে একটি ব্যাগ ও ওষুধের স্লিপ পাওয়া যায়। যদি কেউ তাকে চিনে থাকেন যোগাযোগ করুন। 01819685506

15/11/2022

এখনো করোনার নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে পারেনি কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর। দিনের অধিকাংশ সময়জুড়ে বন্দর এল....

একই খাটে ঘুমিয়ে ছিলেন,এখন একই সাথে তিন খাটিয়াতে করে জানাজা পরানো হচ্ছে, কবর ও দেয়া হয়েছে পাশাপাশি তিনজন কে। বলছি গতরাতে...
25/10/2022

একই খাটে ঘুমিয়ে ছিলেন,এখন একই সাথে তিন খাটিয়াতে করে জানাজা পরানো হচ্ছে, কবর ও দেয়া হয়েছে পাশাপাশি তিনজন কে। বলছি গতরাতে কুমিল্লার নাঙ্গলকোটে ঘূর্নিঝড় সিত্রাং এর কারনে গাছ পরে নিহত বাবা,মা ও মেয়ের কথা।আল্লাহ পাক সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।

📌 আজব এক চাকরি! ইমামতি!কয়েক কোটি  টাকা খরচ করে নির্মাণ করা মসজিদ ইমামের বেতন মাত্র আট হাজার টাকা! ইমাম নিয়োগ দেওয়ার জন্য...
14/10/2022

📌 আজব এক চাকরি! ইমামতি!

কয়েক কোটি টাকা খরচ করে নির্মাণ করা মসজিদ ইমামের বেতন মাত্র আট হাজার টাকা! ইমাম নিয়োগ দেওয়ার জন্য মসজিদে ইন্টারভিউয়ের আয়োজন করা হলো। ইসলামী ফাউন্ডেশন থেকে আলেমদের নিয়ে আসা হলো ইন্টারভিউ নিতে। এই নিয়ে বাজেট হলো প্রায় ৮০ হাজার টাকা। প্রায় দেড়শ আলেম থেকে বাছাই করে রাখা হলো যোগ্যতাসম্পন্ন একজন আলেমকে।

মাশাল্লাহ তিনি হাফেজ-মাওলানা-মুফতি। পোস্টারে এর আগে অনেক শর্তও জুড়ে দেয়া হয়েছিলো। যার মধ্যে হাফেজ-মাওলানা-মুফতি হওয়া ছিলো অন্যতম শর্ত। সবকিছুই ভালোভাবে সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ । ইমাম সাহেবের মাসিক হাদিয়া নির্ধারণ করা হলো 'সাতহাজার' টাকা।

এই বেতনেই চলছিলো ইমাম সাহেবের দিন। হঠাৎ একদিন ইমাম সাহেব বললেন, আমাদের একটা মিম্বর লাগবে। যেটায় দাঁড়িয়ে সুন্দর করে খুতবা দেওয়া যায়। মাশাল্লাহ এক সপ্তাহের মধ্যেই দেড়লাখ টাকা বাজেটের মিম্বর চলে আসলো৷ অন্য আরেক জুম্মায় আবার জানানো হলো, মসজিদের মাইকের সমস্যা। এটাও হয়ে আসলো সপ্তাহের ভিতরেই। এভাবেই প্রতি জুম্মায় বড়ো কোনো বাজেটের ঘোষণা করা হয়, সপ্তাহের ভিতরেই সেটা সম্পন্ন হয়ে যায়। কিন্তু ইমাম সাহেবের বেতনের কোনো পরিবর্তন নেই। এখনো সেই সাতহাজারই।

এভাবে চলতে চলতে ইমাম সাহেবের বয়স বেড়ে কালো দাড়ি সাদা হলো। পরিবারের সদস্য সংখ্যা বারতে থাকলো কিন্তু তাঁর বেতন যেই সেই। তবে হে, অনেকদিন ইমামতি করার ফলে একটু দয়া দেখিয়ে বাড়ানো হলো এক হাজার।

মসজিদও কিছুটা পুরনো হলো৷ এদিকে পাশের মহল্লায় পাঁচকোটি টাকা বাজেটে তিন গম্বুজের মসজিদ নির্মাণ করা হলো। এবার এই মহল্লার মানুষ বাজেট নিলো ১০কোটি টাকার ছয় গম্বুজের মসজিদ বানাতে। অল্প দিনেই কাজ সম্পন্ন হয়ে সুদর্শন একটি মসজিদ হয়ে গেলো।

কিন্তু ইমাম সাহেবের রুম এখনো সেই প্রশ্রাবখানা/ সিঁড়ির নিচেই আছে। স্টিলের জানালা মরিচা ধরে কিছুটা ভেঙ্গে পড়ে আছে। হার্ড বোর্ড দিয়ে কোনোমতে আটকে রেখেছেন তুফান থেকে বাঁচতে।

মসজিদে একেকটা ঝাড়বাতি লাগানো হলো একলাখ টাকা করে। কিন্তু ইমাম সাহেবের রুমে একশ টাকার বালব এখনো নিভু নিভু করছে।

মসজিদের এসিরও একেকটার অনেক দাম। কিন্তু ইমাম সাহেবে রুমে ২০ বছর পুরনো ফ্যান এখনো ঘেনর-ঘেনর করছে।

মসজিদের প্রশ্রাবখানার ফ্লোরও মোজাইক করা। কিন্তু ইমাম সাহেবের রুমের ফ্লোরের কথা আর নাই বললাম।

এভাবেই আটহাজার টাকার বেতনে শেষ হলো ইমাম সাহেবের জীবন৷ মসজিদ কমিটি তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করলো। শত ব্যস্ততার কারণে জানাযায়ও অংশ নিতে পারলো না। এদিকে আবারও মসজিদে ইমাম নিয়োগের ঘোষণা করা হলো। আর সকলে ভুলে গেলো ইমাম সাহেবের কথা।

[এতোসব কিছুর পরও ইমামের মুখ বন্ধ কারণ তিনি যে ইমাম,আলেম মানুষ তাই কিছুই যেনো বলার নেই/ বলতে নেই!!]

যেই ইমাম সাহেব তাদের বাপ দাদার বিয়ে পড়ালো , বাপ-দাদার জানাজা পড়ালো, দাফন করলো, প্রতি নামাজের পর জিন্দা-মুর্দাদের জন্য দু'আ করলো, কবরবাসীদের মাগফিরাত কামনা করলো, সেই ইমামের পরিবারের জন্য তারা কিছুই করতে পারলো না। তাঁর পরিবার কেমন আছে, সেই খোঁজ নেওয়ার জন্যেও কাউকে পাওয়া গেলো না।

তবুও দিনশেষে তারাও মানুষ! সমাজের অবহেলিত একদল মানুষ, এ জাতি কখনও ইমামদের সম্মান দিতে জানেনি! তাই মহান আল্লাহ জেনো সমস্ত মৃত এবং জীবিত ইমামদের পরিপূর্ণ মর্যাদা দান করেন। আমিন।

©কপি

অবশেষে বুবলির সন্তানের পরিচয় দিলেন মি: খান
30/09/2022

অবশেষে বুবলির সন্তানের পরিচয় দিলেন মি: খান

ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুল হোসেনের পদোন্নতি লাভ
08/08/2022

ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুল হোসেনের পদোন্নতি লাভ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট পদে পদোন্নতি পেলেন কুমিল্লার বুড়িচং উপজেলা শাখার ম্যানেজার ....

Address

সমবায় মার্কেট (৩য় তলা), সাত্তার খাঁন কমপ্লেক্স সংলগ্ন কান্দিরপাড়, কুমিল্লা।
Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Natuncumilla.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Natuncumilla.com:

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Cumilla

Show All

You may also like