Atvnews24

Atvnews24 সত্য সংবাদ সংগ্রহে আমরা ঐক্যবদ্ধ, সবাই সংবাদ সংগ্রহ করতে সহযোগিতা করুন

28/10/2023

সংগ্রহীত (সময় টেলিভিশন)

28/10/2023

ঢাকার রাজপথে গাড়ি ভাংচুর ও বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড

কুমিল্লায় অনেক সুন্দর প্রকৃতির মাঝে মাজার গুলো দেখলেই শান্তি..... ছবি... সাকিব কুমিল্লা থেকে সংগ্রহ
22/09/2023

কুমিল্লায় অনেক সুন্দর প্রকৃতির মাঝে মাজার গুলো দেখলেই শান্তি..... ছবি... সাকিব কুমিল্লা থেকে সংগ্রহ

ভারতে আমদানি-রপ্তানিতে গোমতী নখনন,ব্যয় ২৮৮ কোটিগোমতী নদীর নাব্য পুনরুদ্ধার প্রকল্পের আওতায় উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্র...
15/08/2023

ভারতে আমদানি-রপ্তানিতে গোমতী নখনন,ব্যয় ২৮৮ কোটি
গোমতী নদীর নাব্য পুনরুদ্ধার প্রকল্পের আওতায় উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

উত্তর-পূর্ব ভারতের অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরায় পণ্য রপ্তানি এবং সেখান থেকে আমদানি বাড়াতে কুমিল্লার গোমতী নদী খনন করা হবে। ইতোমধ্যেই গোমতী নদী দিয়ে ভারতের এসব রাজ্যের সঙ্গে পরীক্ষামূলক নৌবাণিজ্য শুরু হয়েছে। কিন্তু নাব্য সংকট থাকায় গোমতী নদী খনন ছাড়া এ বাণিজ্য সফলতার মুখ দেখছে না। তাই নদী খননের জন্য ৭৯৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) পরিকল্পনা কমিশনে পাঠিয়েছিল নৌপরিবহন মন্ত্রণালয়। তবে পুরনো ডিপিপি সংশোধন করে আবারও পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। নতুন করে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৮৮ কোটি ৭০ লাখ টাকা। সরকারি অর্থায়নে প্রকল্পটি জানুয়ারি ২০২২ হতে জুন ২০২৫ মেয়াদে বাস্তবায়ন করা হবে।

গোমতী নদীর নাব্য পুনরুদ্ধার প্রকল্পের আওতায় এমন উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এজন্য সব প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। প্রকল্পটি শিগগির জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক সভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, নৌপথ মানেই পণ্য পরিবহনে ব্যয় সাশ্রয়। আমরা নৌপথগুলো খনন বা সংস্কার করলে একদিকে কম খরচে পণ্য পরিবহন করা যাবে অন্যদিকে সময়ও বাঁচবে। এরই অংশ হিসেবে গোমতী নদী খনন করবো। এর মাধ্যমে ত্রিপুরাসহ ভারতের অন্যান্য রাজ্যে পণ্য রপ্তানি এবং আমদানিতে সুবিধা হবে। এতে উভয় দেশই লাভবান হবে। আমরা সব কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আশা করি শিগগির প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু করতে পারবো। (সংবাদ সংগ্রহ)

ওসি নাজিমের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠালেন মুস্তাকিমশারীরিক ও মানসিক নির্যাতনের ক্ষতিপূরণ প্রদানসহ মিথ্যা...
24/01/2023

ওসি নাজিমের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠালেন মুস্তাকিম

শারীরিক ও মানসিক নির্যাতনের ক্ষতিপূরণ প্রদানসহ মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে চিঠিতে আবেদন করেছেন মুস্তাকিম। একই সঙ্গে ওসি নাজিমের শাস্তি চান তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডায়ালাইসিসের ফি বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার মো. মুস্তাকিম চট্টগ্রামের পাঁচলাইশ থানার ওসির বিচার ও তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার চেয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছেন। আজ সোমবার রেজিস্টার্ড ডাকযোগে পাঠানো চিঠিতে তিনি এই আবেদন করেন। চিঠি পাঠানোর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন মুস্তাকিম।

চিঠিতে বলা হয়েছে, দিনে চারটি টিউশনি করে মায়ের ডায়ালাইসিস খরচ চালান মুস্তাকিম। সপ্তাহে তিনবার মা নাসরিন আক্তারের ডায়ালাইসিস করাতে হয়। ফি বৃদ্ধির প্রতিবাদে ১০ জানুয়ারি রোগী ও তাদের স্বজনদের বিক্ষোভ সমাবেশে চমেকের সামনে অবস্থান করেন তিনি। ওই দিন পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন তাঁর মাকে লাথি মেরে টেনেহিঁচড়ে তাঁকে ধরে নিয়ে যান। পরে থানায় নিয়ে আরেক পুলিশ সদস্য তাঁকে মারধর করেন। তখন ওই পুলিশ সদস্য তাঁকে বলেন, ওসি স্যারের সঙ্গে আর বেয়াদবি করবি? অথচ তিনি কোনো বেয়াদবি করেননি। ডায়ালাইসিস ফি বৃদ্ধির শান্তিপূর্ণ সমাবেশে অবস্থান নিয়েছিলেন তিনি। পরে পুলিশ মামলা করে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পাঁচ দিন পর জামিনে মুক্তি পান তিনি। পুলিশের নির্যাতনে তাঁর কোমরের নিচ থেকে পায়ের গোড়ালি পর্যন্ত লাল হয়ে যায়। এখন তিনি বিশ্রামে আছেন।

07/09/2022

ছাগী নয়, দুধ দিচ্ছে পাঁঠা। দুধদানকারী একটি পাঁঠাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। এই পাঁঠার দুধের স্বাদও গরু বা ছাগীর দুধের মতোই।

পাঁঠা বা পুরুষ ছাগলের দুধ দেওয়ার এই ঘটনার রয়েছে সুসংগত বৈজ্ঞানিক ব্যাখ্যা। মানুষ, গরু, ছাগল হচ্ছে 'ভিভিপ্যারোস' প্রাণী। অর্থাৎ আমাদের ক্ষেত্রে শুক্রাণু-ডিম্বানু নিষিক্ত হয় মায়ের দেহের অভ্যন্তরে। (হাস-মুরগি, সরীসৃপের ক্ষেত্রে তা হয় না, ওরা ওভিপ্যারোস)।

ভিভিপ্যারোস প্রাণীদের গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ গঠনের আগ পর্যন্ত সব ভ্রূণেই টেস্টোস্টেরন আর ইস্ট্রোজেনের মাত্রা সমান-সমান থাকে। পর্যায়ক্রমে জেনেটিক্যালি উপরের যে কোনো একটি হরমোনের মাত্রা প্রাধান্য পেলে তবেই লিঙ্গ নির্ধারিত হয়। কিন্তু ১০ লক্ষ কেসে ১ টা কেস এমন হয়, লিঙ্গ নির্ধারিত হয়ে গেলেও ভ্রূণদেহে হরমোনের ভারসাম্যহীনতা তৈরি হয়। যার ফলে পুরুষের মধ্যে নারীর বৈশিষ্ট্য, নারীর মধ্যে পুরুষের বৈশিষ্ট্য দেখা যায়। এক কথায়, হরমোনের ভারসাম্যহীনতাই এ ধরণের ঘটনার কারণ।

গাইবান্ধায় পাঁঠা ছাগলের দুধ দেওয়ার ঘটনাটিও এমন একটি বিরল ঘটনা। ২০২০ সালে ভারতের রাজস্থানেও এমন ঘটনা ঘটেছে।

—Team Intergalactic, Bigyanpriyo.

#বিজ্ঞানব্যাখ্যা

07/09/2022
07/09/2022
কুমিল্লায় তিন ব্যবসায়ীকে গলা কেটে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত ১৭ বছর ধরে পলাতক আসামী নেওয়াজ শরীফ রাসেল কে গ্রেপ্তার ক...
29/08/2022

কুমিল্লায় তিন ব্যবসায়ীকে গলা কেটে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত ১৭ বছর ধরে পলাতক আসামী নেওয়াজ শরীফ রাসেল কে গ্রেপ্তার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।
ডাকাত পরিচয়ে এক হাজার চারশত টাকার জন্য কুমিল্লার লাকসামের শ্রীয়াং বাজারের তিন ব্যবসায়ীকে গলা কেটে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত ১৭ বছর ধরে পলাতক আসামী মোঃ নেওয়াজ শরীফ রাসেল প্রকাশ সবুজ প্রকাশ বাবু (৩৭) কে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
র‌্যাব-১১ কোম্পানি কমামান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান-২০০৭ সালের কুমিল্লার আলোচিত তিন ব্যবসায়ী হত্যাকান্ডের পলাতক আসামীকে গোয়েন্দা তৎপরতা চালিয়ে তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামীকে কুমিল্লার লাকসাম থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় সোমবার সকাল সাড়ে ১১টায় র‌্যাব -১১ শাকতলা কার্য্যালয়ে এক সংবাদ সমম্মেলণে তিনি এসব কথা বলেন।
গত ২০১৮সালের ১৪ নভেম্বর কুমিল্লার তৎকালীন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ, আদালতের বিচারক নুর নাহার বেগম শিউলী আলোচিত ও নিমর্ম হত্যার ঘটনায় অভিযুক্ত ৫ জন আসামীর বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় ঘোষনা করেন, যার মধ্যে গ্রেফতারকৃত আসামী অন্যতম। মৃত্যুদন্ড প্রাপ্তরা হলোঃ- লাকসাম শ্রীয়াং এলাকার সেলিমের ছেলে মোঃ রাসেল, আব্দুল কাদের এর ছেলে আব্দুর রহমান, ইয়াকুব আলীর ছেলে শহীদুল্লাহ, আব্দুল মান্নানের ছেলে ফারুক হোসেন ও মোহাম্মদ উল্লাহর ছেলে স্বপন। দন্ডপ্রাপ্ত ০৫ জন আসামীর মধ্যে আব্দুর রহমান, শহীদুল্লাহ, ফারুক হোসেন বর্তমানে কারাগারে রয়েছে। অপর আসামী স্বপন পলাতক রয়েছে। র‌্যা
র‌্যাব জানায়=-কুমিল্লা জেলার লাকসাম উপজেলার শ্রীয়াং বাজারে ১ হাজার ৪০০ টাকা ডাকাতি করার জন্য তিন ব্যবসায়ীকে গলা কেটে হত্যার নির্মম ঘটনাটি র‌্যাব-১১ কুমিল্লার নজরে আসে। আলোচিত ও চাঞ্চল্যকর খুনসহ ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। গোয়েন্দা সূত্র হতে প্রাপ্ত তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২৮ আগস্ট রাতে র‌্যাব-১১, কুমিল্লা এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আলেখারচর এলাকায় অভিযান পরিচালনা করে ট্রিপল মার্ডার মামলার দীর্ঘ ১৭ (সতের) বছর পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোঃ নেওয়াজ শরীফ রাসেল কখনো সবুজ কখনো বাবু (৩৭)’কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার কৃত মোঃ নেওয়াজ শরীফ রাসেল ঘটনাস্থল লাকসামের শ্রীয়াং দক্ষিণ পাড়ার মৃত মোঃ সেলিম রেজা ছেলে।
গ্রেফতাকৃত আসামী মোঃ রাসেল @ সবুজ @ বাবু’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার পরেরদিন সকালে রাসেল ও তার পরিবার কুমিল্লা জেলা ত্যাগ করে ঢাকা জেলার সাভার থানাধীন ডগরমুরা এলাকায় তার পিতার এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেয় এবং পরবর্তীতে স্ব-পরিবারে সেখানে ভাড়াবাসায় বসবাস শুরু করে। নিজের আসল পরিচয় গোপন রাখার জন্য আসামী রাসেল ডগরমুরা এলাকায় পরিচিতি লাভ করে সবুজ নামে। এই এলাকায় তিন থেকে চার বছর অর্থাৎ ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত হকার ব্যবসা করে খুব নিরাপত্তার সাথে বসবাস করে আসছিল। ২০১০ সালের শেষের দিকে তাদের পাশর্^বর্তী গ্রামের একটি পরিবারের ডগরমুরা এলাকায় যাতায়াত পরিলক্ষিত হলে তারা সাভার নবীনগর থানাধীন নিরিবিলি এলাকায় নতুন বাসা ভাড়া নেয়। এই এলাকায় এসে আসামী রাসেল পরিচিতি লাভ করে বাবু নামে। নিরিবিলি এলাকায় ২/৩ বছর ভ্যান গাড়িতে করে হকারী ব্যবসা করার পরে ২০১৩ সালে নীলফামারী জেলার একটি মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরবর্তীতে অধিক অর্থ উপার্জনের জন্য হকারী ব্যবসা ছেড়ে দিয়ে সড়কে পলাশ ও নিরাপদ পরিবহণে হেল্পারের কাজ করা শুরু করে। ২০১৬ সালে তার স্ত্রী তার আসল পরিচয় ও মামলার বিষয়টি জানতে পেরে তার সাথে বিবাহ বিচ্ছেদ করে। তাই ভয়ে আসামী রাসেল সাভার এলাকা ত্যাগ করে ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকায় বসবাস শুরু করে। পরবর্তীতে ২০২০ সালে তার পিতার মৃত্যুর পর তার পরিবার সাভার এলাকা ত্যাগ করে কুমিল্লা জেলার বরুড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। বরুড়া এলাকায় বসবাসকালীন তার মা গোপনে লাকসাম এলাকায় বিভিন্ন সময়ে যাতায়াত করে এবং বুঝতে পারে ২০০৭ সালের হত্যাকান্ডের বিষয়টি এলাকায় তেমন কোন আলোচনা নেই তাই আসামী রাসেল ২০২০ সাল থেকে বরুড়ায় তার মায়ের সাথে ভাড়াবাসায় বসবাস শুরু করে। আসামী রাসেল মূলতঃ বরুড়ায় তার বাড়ির আশেপাশে রাজমিস্ত্রির সহযোগী হিসাবে কাজ শুরু করে। ০১ বছর অতিক্রম হয়ে গেলে পদ্মা পরিবহণে হেল্পারের কাজ শুরু করে। ২০২২ সালে আসামী বোগদাদ পরিবহণে হেল্পারের কাজ শুরু করে।
গ্রেফতারকৃত আসামী, গোয়েন্দা রিপোর্ট মাধ্যমে জানা যায়, আজ থেকে কয়েক বছর পূর্বে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় প্রায়শই রাস্তায় সাধারণ মানুষ ডাকাতের কবলে পড়তো এবং এতে করে সাধারণ মানুষের জান ও মালের বেশ ক্ষয়-ক্ষতি হতো। আজ থেকে প্রায় ১৭ (সতের) বছর পূর্বে ০৬ জানুয়ারি ২০০৭ ইং তারিখ রোজ শনিবার প্রচন্ড ঠান্ডা ও ঘন কুয়াশার একটি রাতে গ্রেফতারকৃত আসামী শরীফ রাসেল @ সবুজ @ বাবু সহ আরো কয়েকজন ডাকাতি করার উদ্দেশ্যে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার শ্রীয়াং এলাকার বদির পুকুর পাড় সংলগ্ন একটি জঙ্গলে লুকিয়ে ছিলো। এমন সময় লাকসাম উপজেলার শ্রীয়াং বাজারের দোকান বন্ধ করে কাচাঁমাল ব্যবসায়ী মনোহরগঞ্জ উপজেলার প্রতাপপুর গ্রামের মনিন্দ দেবনাথ’র ছেলে উত্তম দেবনাথ ও পরীক্ষিত দেবনাথ এবং পান ব্যবসায়ী লাকসাম উপজেলার জগৎপুর গ্রামের সামছুল হকের ছেলে বাচ্চু মিয়া বাড়ি ফিরছিলেন। তারা বদির পুকুর পাড় এলাকায় এসে পৌঁছালে আকস্মিকভাবে জঙ্গল থেকে আসামী রাসেল @ সবুজ @ বাবু ও তার সহযোগীরা চারদিক থেকে ঘিরে ফেলে এবং যার যা কিছু আছে সব কিছু দিয়ে দেওয়ার জন্য তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দ্বারা ভয়ভীতি প্রদর্শন করে। ভিকটিমরা তাদের টাকা-পয়সা দিতে অস্বীকৃতি জানালে আসামী রাসেল @ সবুজ @ বাবু সহ তার সহযোগীরা ভিকটিমদেরকে অনবরত কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। একপর্যায়ে ভিকটিমরা তাদের সাথে থাকা টাকা-পয়সা বাধ্য হয়ে আসামীদের দিয়ে দেয়। হঠাৎ ভিকটিম উত্তম দেবনাথ আসামী রাসেল ও তার সহযোগীদের চিনতে পেরেছে এবং পরেরদিন স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের নিকট তাদের বিরুদ্ধে নালিশ করবে মর্মে চিৎকার করে উঠে। যেহেতু ভিকটিমরা আসামীদের চিনে ফেলেছে তাই আসামী রাসেল ও তার সহযোগীরা ভিকটিমদের হত্যা করার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে আসামীরা ভিকটিমদেরকে পাশর্^বর্তী একটি মাঠে নিয়ে চাপাতি ও ছোরা দিয়ে গলা কেটে নিমর্মভাবে হত্যা করে। এই ঘটনায় ভিকটিম বাচ্চু মিয়ার ভাই কবির হোসেন ০৭ জানুয়ারি ২০০৭ ইং তারিখে বাদী হয়ে কুমিল্লা জেলার লাকসাম থানায় খুন সহ ডাকাতি মর্মে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তারিখ-০৭ জানুয়ারি ২০০৭, ধারা-৩৯৬ পেনাল কোড-১৮৬০।

29/08/2022

৫৮২ ক্ষুদ্র বিনিয়োগকারীর টাকা ফেরত দেবে পিপলস লিজিং

৫৮২ ক্ষুদ্র বিনিয়োগকারীর টাকা ফেরত দেবে পিপলস লিজিং
৫৮২ জন ক্ষুদ্র বিনিয়োগকারীকে অর্থ ফেরত দেবে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের পরিচালনা বোর্ড। সোমবার (২৯ আগস্ট) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানানো হয়েছে।

পরিচালনা বোর্ডের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান আদালতকে এ তথ্য জানিয়েছেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, অগ্রাধিকার ভিত্তিতে ৫৮২ জন ক্ষুদ্র বিনিয়োগকারী যারা পিপলস লিজিংয়ে ১ লাখ টাকা পর্যন্ত রেখেছিলেন তাদের অর্থ ফেরত দেওয়া হবে। তাদেরকে ৩ কোটি ৭০ লাখ ফেরত দেবে পিপলস লিজিং।

29/08/2022

রানওয়ে ছেড়ে বিমান আকাশে উড়তেই ককপিটে চুলোচুলি বেধে গেল দুই পাইলটের। এক পাইলটের গালে সপাটে চড় মেরে দিলের আরেকজন। তারপর জামার কলার ধরে দুজন ধস্তাধস্তিতে জড়ালেন। আকাশে উড়ছে বিমান। এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে এয়ার ফ্রান্সের ভিয়েনা থেকে প্যারিসগামী বিমানে।

সংবাদ সংস্থার সূত্রে আন্দবাজার জানিয়েছে, দুই পাইলটের মধ্যে একজন নির্দেশ মানেননি। তা নিয়ে দু’জনের মধ্যে বচসা বাধে। ঘটনার পর সাসপেন্ড করা হয়েছে দুই পাইলটকে।

উড়ন্ত বিমানের ককপিটে দুই পাইলট রীতিমতো মারপিট শুরু করেন। এক পাইলট আরেকজনকে লক্ষ্য করে ব্রিফকেস ছুড়ে মারেন। ককপিটে অস্বাভাবিক আওয়াজ শুনে হাঁ হয়ে যান বিমানের ক্রুরা। ককপিটে ঢুকে দুই পাইলটের মারপিট থামান এক ক্রু। পাইলটরা যাতে নিজেদের মধ্যে ঝগড়া না করেন, তা দেখতে বাকি সময় ক্রু ককপিটেই বসেছিলেন।

এয়ার ফ্রান্সের মুখপাত্র বলেছেন, এ ধরনের আচরণ কাম্য নয়। পাইলটদের মধ্যে মারামারির ঘটনায় বিমান পরিষেবা বিঘ্নিত হয়নি। দ্রুততার সঙ্গেই ঝগড়া থামানো হয়। যাত্রী সুরক্ষায় কোনও ব্যাঘাত ঘটেনি। পাইলটদের মধ্যে এ আচরণে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে আশঙ্কা অনেকের।

দায়িত্বের কাছে যখন বয়স হার মানে
05/08/2022

দায়িত্বের কাছে যখন বয়স হার মানে

পাকিস্তানে আকস্মিক বন্যায় ৫ শতাধিক মৃত্যুআন্তর্জাতিক ডেস্কপাকিস্তানে আকস্মিক বন্যায় ৫ শতাধিক মৃত্যুছবি: সংগৃহীত চলতি মৌস...
05/08/2022

পাকিস্তানে আকস্মিক বন্যায় ৫ শতাধিক মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে আকস্মিক বন্যায় ৫ শতাধিক মৃত্যু
ছবি: সংগৃহীত


চলতি মৌসুমে পাকিস্তানে অস্বাভাবিক বন্যায় অন্তত ৫৪৯ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টি, হড়কা বান ও বন্যায় দেশটির দরিদ্র প্রদেশ বেলুচিস্তানের প্রত্যন্ত এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারি একটি সংস্থা এমনটি জানিয়েছে। খবর রয়টার্সের

শুক্রবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, বন্যায় বহু মানুষের মৃত্যুর পাশাপাশি ৪৬ হাজার ২০০ বাড়ি ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বন্যা দুর্গত এলাকাগুলোতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে খাদ্য ও ওষুধ সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। এছাড়া তাদের পুনর্বাসন করতেও সহায়তা করছে।


বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এ সময় তিনি বলেন, বন্যা দুর্গতদের ব্যাপক ত্রাণ দিতে ও পুনর্বাসন করতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি।

তিন দশকের মধ্যে গত মাসে পাকিস্তানে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। এ সময় গত ৩০ বছরের গড় থেকে ১৩৩ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে বলে এনডিএমএ জানিয়েছে।

সাপের কামড়ে মৃত ভাইয়ের শেষকৃত্যে এসে সাপের কামড়েই মৃত্যুআন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:৫৫ এএম, ০৫ আগস্ট ২০২২সাপের কামড়...
05/08/2022

সাপের কামড়ে মৃত ভাইয়ের শেষকৃত্যে এসে সাপের কামড়েই মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:৫৫ এএম, ০৫ আগস্ট ২০২২
সাপের কামড়ে মৃত ভাইয়ের শেষকৃত্যে এসে সাপের কামড়েই মৃত্যু প্রতীকী ছবি
সাপের কামড়ে মারা গেছেন ভাই। সেই ভাইয়ের শেষকৃত্যে যোগ দিতে গিয়েছিলেন ছোট ভাই। কিন্তু সেখানে গিয়ে তিনিও সাপের কামড়ে মারা গেলেন। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বড় ভাই অরবিন্দ মিশ্র (৩৮) সাপের কামড়ে মারা যান। খবর পেয়ে ভাইয়ের শেষকৃত্যে যোগ দিতে বুধবার ভবানীপুর গ্রামে আসেন গোবিন্দ। এরপর রাতে ঘুমনোর সময় তাকেও কামড়ে দেয় সাপ। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। পথেই মৃত্যু হয় গোবিন্দের

গতকাল রাতে কুমিল্লা জেলার দেবিদ্বার  উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামের আন্দিরপার বাড়ির মোসাঃ জোহরা বেগম  তার স্...
04/08/2022

গতকাল রাতে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামের আন্দিরপার বাড়ির মোসাঃ জোহরা বেগম তার স্বামী (সোহেল) গোপান অঙ্গ কেটে ফেলায় স্থানীয় লোকজন তাকে আটক করে রেখেছে৷

04/08/2022

মোঃজহিরুল ইসলাম
ভাড়া নিয়ে বাগবিতণ্ডা, যাত্রীর মারধরে বাসচালকের মৃত্য

বাস ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে যাত্রীর মারধরে আরিফ হোসেন (২৬) নামে এক বাসচালকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার কাশিমপুর-নরসিংহপুর সড়কে। আরিফ হোসেন কিরণমালা পরিবহনের বাসচালক ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

আরিফ হোসেনের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলায়। তার পিতা মো. মোস্তফা। গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে বাস চালাতেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে কিরনমালা পরিবহনের একটি বাস কোনাবাড়ী থেকে ঢাকার মিরপুরের উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যায় বাসটি কাশিমপুর-নরসিংহপুর সড়কের ইটখোলা এলাকায় পৌঁছালে এক যাত্রীর সঙ্গে বাস ভাড়া নিয়ে হেলপারের বাগবিতণ্ডার সৃষ্টি হয়।

এরপর বাসটি ইটখোলায় আসলে ওই যাত্রী ভাড়া না দিয়ে বাস থেকে নেমে যান। এ সময় চালক বাস থামিয়ে যাত্রীর কাছে ভাড়া চাইলে আবারও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই যাত্রী ও কয়েকজন যুবক মিলে বাসচালককে মারধর করেন। মারধরে অচেতন হয়ে পড়েন বাস চালক।পরে বাসের অন্য যাত্রীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন... হোটেল থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ছাত্রের লাশ উদ্ধার
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক বলেন, মরদেহটি উদ্ধার করে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিআরটিসি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন শফিকুল ইসলাম (৫২) নামে এক পুলিশ পরিদর্শক। তিন...
04/08/2022

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিআরটিসি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন শফিকুল ইসলাম (৫২) নামে এক পুলিশ পরিদর্শক। তিনি গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।

বুধবার (৩ আগস্ট) দুপুর তিনটার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

03/08/2022

মোঃজহিরুল ইসলাম
গভীর রাতে চলন্ত বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতি, ধর্ষণ
টাঙ্গাইল
প্রকাশ: ০৩ আগস্ট ২০২২, ২৩: ৩১

কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসে যাত্রীবেশে ওঠে একদল ডাকাত। ডাকাতির পর রাস্তার পাশে বাসটি ফেলে রেখে চলে যায় তারা। গতকাল টাঙ্গাইলের মধুপুরের রক্তিপাড়ায়
কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসে যাত্রীবেশে ওঠে একদল ডাকাত। ডাকাতির পর রাস্তার পাশে বাসটি ফেলে রেখে চলে যায় তারা। গতকাল টাঙ্গাইলের মধুপুরের রক্তিপাড়ায়
কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটেছে। ডাকাত দল বাসটি কয়েক ঘণ্টা তাদের নিয়ন্ত্রণে রেখে ভেতরে যাত্রীদের মারধর ও লুটপাট চালায়। এ সময় এক নারী যাত্রীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। পরে বাসটিকে রাস্তার পাশে কাত করে ফেলে ডাকাতেরা পালিয়ে যায়
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর ডাকাত দল বাসটির নিয়ন্ত্র্রণ নেয়। এ ঘটনায় বাসের এক যাত্রী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইলের মধুপুর থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষণের শিকার নারীকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে থানা–পুলিশ সূত্রে জানা গেছে।

যাত্রীদের বরাত দিয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানান, ২৪ থেকে ২৫ জন যাত্রী নিয়ে ঈগল পরিবহনের বাসটি মঙ্গলবার রাতে ঢাকার দিকে রওনা দেয়। বাসটি সিরাজগঞ্জের কাছাকাছি দিবারাত্রি হোটেলে রাতের খাবার খাওয়ার জন্য বিরতি দেয়। রাত দেড়টার দিকে আবার যাত্রা শুরু করে। পথে কাঁধে ব্যাগ বহনকারী ১০ থেকে ১২ জন তরুণ যাত্রী বাসে ওঠেন। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর যাত্রীবেশে থাকা তরুণেরা অস্ত্রের মুখে একে একে যাত্রীদের সবাইকে বেঁধে ফেলে।

ওসি আরও জানান, ডাকাতেরা সব যাত্রীর কাছ থেকে মুঠোফোন, নগদ টাকা, স্বর্ণালংকার লুটে নেন। এরপর এক নারী যাত্রীকে ধর্ষণ করে।বাসটি বিভিন্ন স্থানে ঘুরিয়ে তিন ঘণ্টার মতো নিয়ন্ত্রণে রাখে তারা। পরে পথ পরিবর্তন করে টাঙ্গাইল–ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া জামে মসজিদের কাছে রাস্তার পাশে বালুর ঢিবিতে বাসটি কাত করে রেখে ডাকাত দলের সদস্যরা চলে যান।

জানতে চাইলে ঈগল পরিবহনের মালিক পাবনার সোলায়মান হক আজ বুধবার রাতে প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে সাতটায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর থেকে ২৫ থেকে ৩০ জন যাত্রী নিয়ে বাসটি নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেয়। রাত সাড়ে ১১টায় বাসের সুপারভাইজার রাব্বী তাঁকে জানান, বাসটি সিরাজগঞ্জ পার হচ্ছে। এরপর রাত ৩টা ৯ মিনিটে অপরিচিত একটি মুঠোফোন নম্বর থেকে রাব্বী জানান, বাসটি ডাকাতের কবলে পড়েছে। কয়েকটি জায়গা থেকে যাত্রীর ছদ্মবেশে ডাকাতেরা বাসে উঠেছিল।

03/08/2022

বুধবার (০৩ আগস্ট) গণভবনে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত বোর্ড সদস্যরা সৌজন্য সাক্ষাত করতে গেলে সেখানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৪ সালের নির্বাচনের আগে চক্রান্ত করেছে, ২০১৮ সালের নির্বাচনের আগে করেছে আবার এখন নির্বাচন যখন ঘনিয়ে আসছে তখন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিলাম এটা অনেকেই পছন্দ করবে না। কাজেই তারা তৎপর আছে সারাক্ষণই। আমি জানি তাদের তৎপরতা অনেক বেশি। তাদের খবরও আমি রাখি, আমারতো অচেনা কেউ নাই। তারা তাদের চক্রান্ত করেই যাচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, আজকে এটা প্রমাণিত সত্য যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ কাজ করেনি এবং করবেও না। আর অবৈধভাবে যারা ক্ষমতা দখলকারি তারাতো ক্ষমতার চেয়ারটা কিভাবে দখলে রাখবে ওই চিন্তাতেই ব্যস্ত থাকে।

তার কাছে ক্ষমতাটা জনগণকে সেবা করার একটা সুযোগ উল্লেখ করে তিনি বলেন, ‘এটা থাকলে আছে না থাকলে নাই। তবে, থাকলে দেশের মানুণের জন্য কাজ করার একটা সুযোগ পাই এবং সেই সুযোগটা যতদূর পারি কাজে লাগানোর চেষ্টা করি। তাই, আমি আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তৃণমূল থেকে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য।’

ভোলায় সং-ঘর্ষে আহত ছাত্রদল সভাপতির মৃ-ত্যু
03/08/2022

ভোলায় সং-ঘর্ষে আহত ছাত্রদল সভাপতির মৃ-ত্যু

মোঃজহিরুল ইসলাম জোহানেসবার্গে শ্যুটিং সেটে গণধর্ষণের শিকার ৮ মডেলআন্তর্জাতিক | 30TH JULY, 2022 10:04 AMদক্ষিণ আফ্রিকার শ...
30/07/2022

মোঃজহিরুল ইসলাম

জোহানেসবার্গে শ্যুটিং সেটে গণধর্ষণের শিকার ৮ মডেল
আন্তর্জাতিক | 30TH JULY, 2022 10:04 AM

দক্ষিণ আফ্রিকার শহর জোহানেসবার্গে একটি মিউজিক ভিডিওর শ্যুটিং চলাকালীন ৮ জন মডেল গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ জুলাই) শহরের পুলিশ এ তথ্য জানায়। খবর এএফপির।

পুলিশ জানায়, ভুক্তভোগীরা শ্যুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় ১৫ থেকে ২০ জনের একটি দল সেখানে গিয়ে তাদের ওপর চড়াও হয়। ভুক্তভোগীরা সবাই ১৮ থেকে ৩৫ বছর বয়সী ছিলেন।

পুলিশ আরও জানায়, তাদের মধ্যে একজন নারীকে ১০ জন ও অপর এক নারীকে ৮ জন মিলে ধর্ষণ করা হয়েছে। এমনকি তারা তাদের মু্ল্যবান জিনিসপত্র লুটপাট করেছে।

পুলিশ এরইমধ্যে ধর্ষণের সাথে যুক্ত ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং এ ঘটনার সাথে জড়িত সবাই বিদেশি নাগরিক বলেও জানিয়েছে পুলিশ

29/07/2022

গেটম্যান বারণ করলেও ট্রেনের লাইনে উঠে পড়ে মাইক্রোবাস'
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহতের ঘটনায় মাইক্রোবাসের চালকের ওপর দায় চাপালেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মুহম্মদ আবুল কালাম চৌধুরী। তিনি বলেন, গেটম্যান লাল পতাকা উড়িয়ে বারণ করলেও মাইক্রোচালক শুনেননি। তার অবহেলার কারণেই এত বড় দুর্ঘটনা ঘটেছে।

মোঃজহিরুল ইসলামরায়পুরে একুশে এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাধে ।উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস।কুমিল্লা টু ঢা...
28/07/2022

মোঃজহিরুল ইসলাম
রায়পুরে একুশে এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাধে ।
উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস।

কুমিল্লা টু ঢাকার রাস্তায় জ্যাম

মোঃজহিরুল ইসলামমামিকে জ’বাই করে হ’ত্যার গা শিউরে ওঠার মতো স্বীকারোক্তি দিলো ভাগ্নেকিশোরগঞ্জে পরকীয়ার জের ধরে মামিকে নৃশং...
26/07/2022

মোঃজহিরুল ইসলাম

মামিকে জ’বাই করে হ’ত্যার গা শিউরে ওঠার মতো স্বীকারোক্তি দিলো ভাগ্নে

কিশোরগঞ্জে পরকীয়ার জের ধরে মামিকে নৃশংসভাবে জবাই করে হ’ত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ভাগ্নে মো. মামুন (৩০)।

রোববার (২৪ জুলাই) কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুল আমিন ১৬৪ ধারায় মামুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। ঘাতক মো. মামুন কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া কলেজ রোড ক্লাসিক গলির সোহরাব উদ্দিনের ছেলে।

অন্যদিকে নিহত রেকসোনা আক্তার (৩০) একই এলাকার গুরুদয়াল সরকারি কলেজের ওয়াসীমুদ্দিন ছাত্রাবাসের বিপরীতের একটি বাসায় স্বামী মো. তাইজুল ও তিন শিশুসন্তানকে নিয়ে ভাড়া

25/07/2022

মোঃ জহিরুল ইসলাম
১ মাসে এলসি কমেছে ৮২ কোটি ডলার, অর্থনীতিতে স্বস্তি
১-মাসে-এলসি-কমেছে-৮২-কোটি-ডলার-অর্থনীতিতে-স্বস্তি
পণ্য আমদানিতে এলসি কমতে শুরু করায় অর্থনীতিতে স্বস্তি ফিরছে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। তারা বলছেন, আমদানির লাগাম টেনে ধরতে সরকার ও বাংলাদেশ ব্যাংকের নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে এলসি খোলার পরিমাণ কমেছে।
দেশে ডলারের চাহিদা সামাল দিতে সরকারের নানামুখী পদক্ষেপের সুফল মিলতে শুরু করেছে। কমছে পণ্য আমদানির ঋণপত্র বা এলসি খোলার পরিমাণ।

গত ২০২১-২২ অর্থবছরের শেষ মাস জুনে বিভিন্ন পণ্য আমদানির জন্য ৭৩৮ কোটি ২৬ লাখ (৭.৩৮ বিলিয়ন) ডলারের এলসি খুলেছেন দেশের ব্যবসায়ী-উদ্যোক্তারা, যা গত ৯ মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগের মাসে ৮২০ কোটি ডলারের এলসি খোলেন ব্যবসায়ীরা। এর অর্থ এক মাসের ব্যবধানে প্রায় ৮২ কোটি ডলার সাশ্রয় হয়েছে।
আমদানির লাগাম টেনে ধরতে সরকার ও বাংলাদেশ ব্যাংকের নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে এলসি খোলার পরিমাণ কমছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যাংকাররা।

দুই বছরের বেশি সময় ধরে চলা করোনা মহামারির সঙ্গে ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় বিশ্ববাজারে জ্বালানি তেল, খাদ্যপণ্যসহ সব ধরনের জিনিসের দাম বেড়ে যাওয়ায় আমদানি খরচ লফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। যার চাপ পড়ে অর্থনীতিতে। আমদানির সঙ্গে পাল্লা দিয়ে রপ্তানি ও রেমিট্যান্স না বাড়ায় বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। এটি দুই বছরের মধ্যে সবচেয়ে কম।

আমদানি বাড়ায় বাজারে ডলারের চাহিদা ব্যাপক বেড়ে গিয়েছিল। অস্থির হয়ে উঠেছিল মুদ্রাবাজার; এখনও আছে সেই অস্থিরতা। এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের বিপরীতে বাংলাদেশি টাকা ১১ শতাংশের মতো দর হারিয়েছে।

গত বছরের ২১ জুলাই আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের দর ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। বছর ধরে বাড়তে বাড়তে রোববার তা উঠেছে ৯৩ টাকা ৯৫ পয়সায়।

আমদানি বাড়ায় বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে (ব্যালান্স অফ পেমেন্ট) ঘাটতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে ১৭ বিলিয়ন পেরিয়ে গেছে। আমদানি খরচ বাড়ায় অর্থনীতির আরেক স্পর্শকাতর সূচক মূল্যস্ফীতি ৭ দশমিক ৫৬ শতাংশে উঠেছে, যা গত ৯ বছরের মধ্যে সবচেয়ে বেশি।

এ পরিস্থিতিতে পণ্য আমদানিতে এলসি কমতে শুরু করায় অর্থনীতিতে স্বস্তি ফিরছে বলে মনে করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষণা পরিচালক মঞ্জুর হোসেন।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘কয়েক মাস ধরে সরকার ও বাংলাদেশ ব্যাংক আমদানি কমাতে একটার পর একটা পদক্ষেপ নিয়েছে। তারই ইতিবাচক ফল এখন পাওয়া যাচ্ছে। আগামী দিনগুলোতে আমদানি আরও কমবে বলে মনে হচ্ছে। কেননা জ্বালানি তেলের দাম ১০০ ডলারের নিচে নেমে এসেছে। খাদ্যপণ্যসহ অন্য পণ্যের দামও বিশ্ববাজারে নিম্নমুখী। মনে হচ্ছে সংকট কেটে যাবে
সরকার ব্যয় সংকোচনের জন্য বিদ্যুতের লোডশেডিংসহ অন্য যেসব পদক্ষেপ নিয়েছে শিগগিরই তারও সুফল পাওয়া যাবে বলে মনে করেন মঞ্জুর হোসেন।

বাংলাদেশ ব্যাংক রোববার হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, গত ২০২১-২২ অর্থবছরে পণ্য আমদানির জন্য বাংলাদেশের ব্যবসায়ী-শিল্পোদ্যোক্তারা মোট ৯ হাজার ২২৩ কোটি ৪৯ লাখ (৯২.২৩ বিলিয়ন) ডলারের এলসি খুলেছেন, যা আগের অর্থবছরের চেয়ে ৩৭ দশমিক ৫৯ শতাংশ বেশি।

২০২০-২১ অর্থবছরে এলসি খোলার পরিমাণ ছিল ৬ হাজার ৭০৩ কোটি ৭৪ লাখ (৬৭.০৩ বিলিয়ন) ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য ঘেঁটে দেখা যায়, করোনা মহামারি পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় ২০২১-২২ অর্থবছরের শুরু থেকেই আমদানি খাতে খরচ বাড়তে থাকে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বিভিন্ন পণ্য আমদানির জন্য ৪৯৪ কোটি ৬৪ লাখ (৪.৯৪ বিলিরয়ন) ডলারের এলসি খোলা হয়। আগস্টে তা এক লাফে ৪৫ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৭১৮ কোটি ৪১ ডলারে ওঠে। সেপ্টেম্বরে তা আরও বেড়ে ৭৭৭ কোটি ডলার দাঁড়ায়। অক্টোবরে এলসি খোলা হয় ৭৪২ কোটি ১৬ লাখ ডলারের।

নভেম্বরে এলসি খোলা হয় ৮১০ কোটি ৬৯ লাখ (৮.১০ বিলিয়ন) ডলারের। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে এলসি খোলার পরিমাণ ৮ বিলিয়ন ডলার ছাড়ায় ওই মাসে। ডিসেম্বরে এলসি খোলার পরিমাণ ছিল ৮৬৪ কোটি ৬২ লাখ ডলার।

চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ৮২৮ কোটি ৩৮ লাখ ডলারের এলসি খোলেন ব্যবসায়ীরা। পরের মাস ফেব্রুয়ারিতে অবশ্য কমে ৭১০ কোটি ডলারে নেমে আসে। ফেব্রুয়ারি মাস ২৮ দিন হওয়ায় এলসি খোলার পরিমাণও কমেছিল বলে জানান ব্যাংকাররা।

মার্চে ৮৯০ কোটি ২৬ লাখ ডলারের এলসি খোলেন ব্যবসায়ী-উদ্যোক্তারা, যা ছিল এক মাসের হিসাবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি এলসি খোলার পরিমাণ।

এপ্রিলে তা কমে ৮২৮ কোটি ৯৭ লাখ ডলারে নেমে আসে। মে মাসে এলসি খোলা হয় ৮২০ ডলারের। সর্বশেষ জুনে ৮২ কোটি ডলার বা ১০ শতাংশ কমে ৭৩৮ কোটি ২৭ লাখ ডলারে নেমে এসেছে।

আমদানি কমাতে প্রথম পদক্ষেপ নেয়া হয় ১৭ এপ্রিল। ওইদিন এক সার্কুলারের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক শিশুখাদ্য, জ্বালানিসহ অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য, জীবন রক্ষাকারী ওষুধ, স্থানীয় ও রপ্তানিমুখী শিল্প এবং কৃষি খাতসংশ্লিষ্ট পণ্য আমদানি ছাড়া অন্য সব পণ্য আমদানির বিপরীতে ঋণপত্র স্থাপনের (এলসি) নগদ মার্জিন হার ন্যূনতম ২৫ শতাংশ সংরক্ষণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়।

এরপর ১০ মে বিলাসপণ্য আমদানি কমাতে আরও কড়াকড়ি আরোপ করে আরেকটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। ওই সার্কুলারে বলা হয়, সকল ধরনের মোটরকার, হোম অ্যাপ্লায়েন্স হিসেবে ব্যবহৃত ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিকস সামগ্রীর আমদানি ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ন্যূনতম ৭৫ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে অতি জরুরি পণ্য ছাড়া অন্য সব পণ্য আমদানির ক্ষেত্রে কমপক্ষে ৫০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণ করতে হবে।

৫ জুলাই আরও কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। সব ধরনের মোটরকার, হোম অ্যাপ্লায়েন্স হিসেবে ব্যবহৃত ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিকস সামগ্রী, প্রসাধনী, স্বর্ণালংকার, তৈরি পোশাক, গৃহস্থালি বৈদ্যুতিক সামগ্রী বা হোম অ্যাপ্লায়েন্স, পানীয়সহ বেশ কিছু পণ্য আমদানিতে ব্যাংক থেকে কোনো ধরনের ঋণ সুবিধা পাবেন না আমদানিকারকরা।

এসব পণ্যের আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে শতভাগ নগদ মার্জিন সংরক্ষণ করতে হবে, এর আগে যা ছিল ৭৫ শতাংশ।

রিজার্ভের ওপর চাপ কমাতে ব্যয় সংকোচনের পথ বেছে নিয়েছে সরকার। অতি প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান ও বিশেষায়িত প্রতিষ্ঠানের কর্তাদেরও বিদেশ সফর বন্ধ ঘোষণা করা হয়। কম গুরুত্বপূর্ণ আমদানিনির্ভর প্রকল্পের বাস্তবায়ন আপাতত বন্ধ রাখা হয়েছে।

১ মাসে এলসি কমেছে ৮২ কোটি ডলার, অর্থনীতিতে স্বস্তি
চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার একগুচ্ছ সাশ্রয়ী নীতি নিয়েছে। এরই অংশ হিসেবে বিদ্যুতের চাহিদা আয়ত্তে রাখতে গত মঙ্গলবার থেকে অঞ্চলভেদে লোডশেডিং করা হচ্ছে।

এসব পদক্ষেপের ফলে আমদানি খরচ কমছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাবিবুর রহমান।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘আমদানি কমাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। বিলাসবহুল পণ্য আমদানি নিরুৎসাহিত করতে ১০০ শতাংশ পর্যন্ত এলসি মার্জিন আরোপ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড থেকে বেশ কিছু পণ্যের আমদানির ওপর অতিরিক্ত শুল্ক বসানো হয়েছে। সেসবের ফল এখন পাওয়া যাচ্ছে। এলসি কমতে শুরু করেছে। আগামী দিনগুলোতে আরও কমবে বলে আশা করছি।’

বিআইডিএসের গবেষণা পরিচালক মঞ্জুর হোসেন বলেন, ‘করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেল, খাদ্যপণ্যসহ সব ধরনের জিনিসের দাম বেড়ে গেছে; বেড়েছে জাহাজ ভাড়া। এ কারণে আমদানিতে খরচ বেড়ে গিয়েছিল। এ ছাড়া পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু কর্ণফুলী টানেলসহ বেশ কয়েকটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে দেশে বিনিয়োগের একটি আবহ তৈরি হয়েছে।

‘উদ্যোক্তারা নতুন পরিকল্পনা সাজিয়ে নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের জন্য ক্যাপিটাল মেশিনারিসহ অন্যান্য যন্ত্রপাতি-সরঞ্জাম আমদানি করেছিলেন। এসব কারণে আমদানি খরচ বেড়ে গিয়েছিল। এখন কমতে শুরু করেছে। এটা যদি অব্যাহত থাকে, তাহলে আমাদের অর্থনীতির জন্য মঙ্গল হবে। ডলারের বাজারেও স্বস্তি ফিরে আসবে।’

আকুর বিলও কমছে

আমদানি ব্যয় কমার তথ্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিলেও পাওয়া যাচ্ছে। গত ১২ জুলাই মে-জুন মেয়াদের ১ দশমিক ৯৫ বিলিয়ন ডলারের আমদানি বিল পরিশোধ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে মে মাসের প্রথম সপ্তাহে মার্চ-এপ্রিল মেয়াদের ২ দশমিক ২৪ বিলিয়ন ডলারের আকুর দেনা পরিশোধ করা হয়েছিল। জানুয়ারি-ফেব্রুয়ারি মেয়াদের বিল শোধ করা হয় ২ দশমিক ১৬ বিলিয়ন ডলার।

মে-জুন মেয়াদের আকুর বিল পরিশোধের পর বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। এখনও ৪০ বিলিয়ন ডলারের নিচে অবস্থা করছে।

রোববার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ৩৯ দশমিক ৭০ বিলিয়ন ডলার।

গত বছরের ২৪ আগস্ট এই রিজার্ভ অতীতের সব রেকর্ড ছাপিয়ে ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে। ওই সময় ওই রিজার্ভ দিয়ে প্রায় ১০ মাসের আমদানি ব্যয় মেটানো যেত। তখন অবশ্য প্রতি মাসে ৪ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হতো।

বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ বর্তমানে আকুর সদস্য। এই দেশগুলো থেকে বাংলাদেশ যেসব পণ্য আমদানি করে তার বিল দুই মাস পরপর আকুর মাধ্যমে পরিশোধ করতে হয়।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রা মজুত থাকতে হয়।

ব্যবসায়ী নেতা মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, ‘আমরা অস্বস্তিতে আছি। এর মূল কারণ গ্যাস সংকট। এই সংকটের সমাধান না হলে রপ্তানিমুখী শিল্প সচল রাখা কঠিন হয়ে পড়বে। এতে উৎপাদন ব্যাহত হবে এবং রপ্তানি কমে যাবে। এর ফলে অর্থনীতিতে অস্থিরতা তৈরি হবে।’

অধ্যাপক মু. তামীম বলেন, ‘বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ মূল সমস্যা নয়। সমস্যা হচ্ছে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এগুলো বসে থাকায় ক্ষতি হচ্ছে। সম্পূর্ণ বসে আছে এমন বিদ্যুৎ কেন্দ্রকে ক্যাপাসিটি চার্জ দেয়া ঠিক নয়।

‘বিদ্যুৎ খাতের দক্ষতা বৃদ্ধি এবং সাশ্রয় করা ছাড়া আমাদের এখন আর কোনো উপায় নেই।

বিদ্যুৎ সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানি খাতে গুরুত্ব দেয়ার কথা বলেন তিনি। একইসঙ্গে গ্যাস উত্তোলন ও অনুসন্ধানে মনোযোগ দেয়ার পরামর্শ দেন তিনি।

মোঃজহিরুল ইসলামডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ইন্তেকাল করেছেনজাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য...
23/07/2022

মোঃজহিরুল ইসলাম
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ইন্তেকাল করেছেন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী আর নেই। শুক্রবার দিবাগত রাত ২টায় (নিউ ইয়র্ক সময় বিকাল ৪টা) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কস্থ মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ বলে জানিয়েছেন তার বড় মেয়ে ফাহিমা রাব্বী রিটা।

দীর্ঘ ৯ মাস ধরে তিনি দুরারোগ্য ক্যান্সারে রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুর সময় হাসপাতালে বড় মেয়ে রিটা ছাড়াও উপস্থিত ছিলেন প্রয়াত ডেপুটি স্পিকারের একান্ত সচিব তৌফিকুল ইসলাম।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘ সময় থেকে তিনি দেশের বাইরে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

মোঃ জহিরুল ইসলামটি-টোয়েন্টিকে বিদায় বললেন তামিম ইকবালআন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। শ...
17/07/2022

মোঃ জহিরুল ইসলাম
টি-টোয়েন্টিকে বিদায় বললেন তামিম ইকবাল
আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। শনিবার (১৬ জুলাই) দিবাগত রাতে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে অবসরের কথা জানান তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুকে তামিম বলেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে তামিম যে অবসর নিতে পারেন, সেই আভাস মিলেছিল কিছুদিন আগে তার আরেক ফেসবুক স্ট্যাটাস থেকে। সেখানে তামিম লেখেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ,এরপর এর সঙ্গে জুড়ে দেন হাত নাড়ানোর তিনটি ইমোজি। এই ইমোজির অর্থ দুইরকমই হয়- স্বাগত জানানো কিংবা বিদায় জানানো। ক্রিকেট অনুরাগীরা সেই ইমুজিকে বিদায়ের বার্তা হিসেবেই ধরে নিয়েছিল। সেই বার্তাটা যে সত্যিই, তার প্রমাণ এবার পাওয়া গেল।

ম্যাচসেরা তাইজুল, সিরিজসেরা তামিম
২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তামিমের। সেই থেকে এখন পর্যন্ত ৭৮টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন এক হাজার ৭৫৮ রান। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি রান আছে কেবল মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের। এ ফরম্যাটে টাইগারদের মধ্যে একমাত্র সেঞ্চুরিটাও এ ড্যাশিং ওপেনারের।

Address

গর্জণখোলা, চকবাজার রোড, কুমিল্লা
Cumilla
3500

Telephone

+8801405737388

Website

Alerts

Be the first to know and let us send you an email when Atvnews24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Atvnews24:

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Cumilla

Show All

You may also like