কৃষ্ণ ভক্ত

কৃষ্ণ ভক্ত Radhe Radhe! Everyone kindly Follow this page.❤️🙏

17/06/2024

📣📣একাদশী বার্তা📣📣
🌸হরে কৃষ্ণ🌸
আগামীকাল রোজ মঙ্গলবার (১৭-০৬-২০২৪) শুভ পান্ডবা নির্জলা একাদশী ব্রত। আজকে আমরা পান্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করেন এবং সবার মাঝে শেয়ার করে পৌঁছে দিন❤️🌸
~~~রাধে রাধে~~~~

11/06/2024

টপিকঃ ভগবান শব্দের অর্থ কী?/ [Who is God?]
~~~🌸হরে কৃষ্ণ🌸~~~~


04/06/2024

রাধে রাধে।।🙏🌸
শুভ সকাল 🌸❤️
~একটি শিক্ষামূলক ভিডিও!
প্রশ্নঃ জীবনে সমস্ত পাপ থেকে কিভাবে নিজেকে মুক্ত করবো?
উত্তরঃ ( শ্রীমদভগবদগীতা জ্ঞান আলোকে ব্যাখ্যা করা হয়েছে)! সবার একবার হলেও এই ভিডিওটি শ্রবণ করা উচিত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলিবেন না।
নিবেদনঃ কৃষ্ণ ভক্ত পরিবার.!

~~~~রাধে রাধে~~~~~

#শ্রী #গীতা

03/06/2024

আজ শুভ অপরা একাদশী। আজকের এই মহা প্রবিত্র দিনে অমৃতময় শ্রীমদভগবদগীতা রসামৃত শ্রবণ করে নিজেকে ধন্য করে তুলোন। জয় ভগবদগীতা গীতা কি?.. জয়...!
#রসামৃত

22/05/2024

আজকের নৃসিংহ চতুর্দশীর দিব্য অভিষেক দর্শন করে মহাপাপ মোছন করে নৃসিংহদেবের কৃপা লাভ করুন | নৃসিংহ চতুর্দশী ২০২৪ |
স্থান : কুমিল্লা ইস্কন মন্দির, জগ্ননাথপুর, কুমিল্লা

Iskon Temple Vrindavan

আজকের সবচেয়ে সুন্দর ছবি 🌸🌿🌸সাবাই দর্শন করে নিজেকে পাপ মুক্ত করুন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন🙏 🌸🌸রাধে রাধে🌸...
20/05/2024

আজকের সবচেয়ে সুন্দর ছবি 🌸🌿🌸
সাবাই দর্শন করে নিজেকে পাপ মুক্ত করুন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন🙏
🌸🌸রাধে রাধে🌸🌸





















































13/05/2024

দেহের ঔষধ হয়তো পাওয়া যায় দোকানে!
কিন্তু মনের ঔষধ পাওয়া যায় একমাত্র হরিনামে।❤️🎶
#কৃষ্ণ_ভক্ত

কেউ এড়িয়ে যাবেন না...🙏❤️🙏এই দূর্লভ দৃশ্য দেখার জন্য সবার কাছে শেয়ার করে দেন। ্নাথ ⭕❗⭕
11/05/2024

কেউ এড়িয়ে যাবেন না...🙏❤️🙏
এই দূর্লভ দৃশ্য দেখার জন্য সবার কাছে শেয়ার করে দেন।
্নাথ ⭕❗⭕


06/05/2024

আহা! মনকে শান্ত করার মতো গীতা পাঠ।🌸❤️🙏
কৃপা করে ২ মিনিট সময় নিয়ে সম্পূর্ণ গীতা পাঠটি শ্রবণ করোন।❤️
||
এবং সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন।🌸🙏
🌸জয় শ্রীমদভগবদগীতা🌸
#মহাভারত
কৃষ্ণ পাগল

04/05/2024

' ╔════ஜ۩۞۩ஜ════╗
❣ "একাদশী বার্তা" ❣
╚════ஜ۩۞۩ஜ════╝
✧══════•❁❀❁•══════✧
✺ বরুথিনী একাদশী✺
✺ বরুথিনী একাদশী✺
✺ বরুথিনী একাদশী✺
≪━━━━━━◆❃◆━━━━━━≫
৪ই মে ২০২৪
২১শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
শনিবার বরুথিনী একাদশী
❏❖❏❖❏❖❏❖❏❖❏❖❏
✤পারন✤
°°°°°°°°°°°°°°°
পরের দিন রবিবার
পশ্চিমবঙ্গঃ- সূর্যোদয়ের পর সকাল ০৯ঃ২৫মিঃ পর্যন্ত
বাংলাদেশঃ- সকাল ৫ঃ২৭মিঃ-৯ঃ৩৭মিঃ
দিল্লিঃ- সকাল ৫ঃ৩৭মিঃ-১০ঃ০৪মিঃ
বৃন্দাবনঃ- সকাল ৫ঃ৩৬মিঃ-১০ঃ০৩মিঃ
সিঙ্গাপুরঃ- সকাল ৬৫৬মিঃ-১০৫৯মিঃ
•*¨*•.¸¸¸¸.•*¨*•.¸¸¸¸.•*¨*•.¸¸¸¸.•*¨*•.¸¸
─⊱✦পারণ মন্ত্র✦⊰─
"একাদশ্যাং নিরাহারো ব্রতেনানেন কেশব।
প্রসীদ সুমুখ নাথ ঙ্গানদৃষ্টিপ্রদো ভব"।।
━─────⊱❉✸❉⊰──────━
বরুথিনী একাদশী মাহাত্ম্য
⊰᯽⊱┈──◑❊◑┈──┈⊰᯽⊱
🍎🍊🍏 বৈশাখ কৃষ্ণপক্ষীয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে।
🍎🍊🍏 যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন--হে বাসুদেব! আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন।।
🍎🍊🍏 শ্রীকৃষ্ণ বললেন-- হে রাজন! ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী 'বরুথিনী' নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখলাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপহরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন।
🍎🍊🍏 হে নৃপশ্রেষ্ঠ! অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পন্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে।
🍎🍊🍏 পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবনধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরকযাতনা ভোগ করতে হয়। তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তাঁর পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন। কিন্তু 'বরুথিনী' ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে।
🍎🍊🍏 ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্যূতক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা-পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যাবাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যাভাষন, ব্যায়াম্, দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য।
🍎🍊🍏 হে রাজন! বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয়গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রিজাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরমগতি লাভ করেন।
🍎🍊🍏 তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়।
🌸জয় বরুথিনী একাদশী🌸
🌸জয় শ্রীরাধাকৃষ্ণ🌸
●●●●●●●●●●●●●
┈┉━❀❈🙏🏻❈❀━
"হরে"কৃষ্ণ"হরে"কৃষ্ণ"
"কৃষ্ণ"কৃষ্ণ"হরে"হরে।"
"হরে"রাম"হরে"রাম"
"রাম"রাম"হরে"হরে।।"

জয় শ্রী রাম ❤️🌸
27/04/2024

জয় শ্রী রাম ❤️🌸

কৃষ্ণচূড়া ফুল ❤️🥰
27/04/2024

কৃষ্ণচূড়া ফুল ❤️🥰

08/04/2024

Part-04
Topic: Articles (Use of a/an)

বাংলা লিপির বিস্তারিত জেনে রাখুন কাজে লাগবে। #ব্যাকরণ
02/04/2024

বাংলা লিপির বিস্তারিত জেনে রাখুন কাজে লাগবে।
#ব্যাকরণ

31/03/2024

Part- 01
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
টপিকঃ সংখ্যা পদ্ধতি বা Number System (৩য় অধ্যায়)
শ্রেণিঃ একাদশ এবং দ্বাদশ।
゚viral

30/03/2024

টপিকঃ শতকরা শর্ট ট্রিক;

28/03/2024

Part- 02
Use of Article.

25/03/2024

Part- 01
Use of Articles.

Address

Kandirpar
Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when কৃষ্ণ ভক্ত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কৃষ্ণ ভক্ত:

Videos

Share

Category

Nearby media companies



You may also like