SB.Samiun Basir

SB.Samiun Basir আসসালামু আলাইকুম, আমি এচবি সামিউন বাছির।
কুমিল্লা _দেবিদ্বারের পোলা,
আমি কুমিল্লা আঞ্চলিক ভাষায় ভিডিও করি।
সবাই আমাকে সার্পোট করবেন।Samiun Basir

20/10/2024

বাইতুল আজগর সাত গম্বুজ জামে মসজিদ দেবিদ্বার কুমিল্লা

19/10/2024

কুমিল্লা ৩৫০০

19/10/2024

Comilla

18/10/2024

আসসালামু আলাইকুম
আজ প্রবিএ জুম্মার দিন
সকলে বলি আমিন

17/10/2024

VLOG-8 🇴🇲 সালালাহ বাঙালি বাজার_ Salala Bengali Bazaar _ .Samiun Basir

#সালালাহ_বাঙালি_বাজার 🇴🇲 🇧🇩 #ওমান_প্রবাসী

17/10/2024

হাতে বেথা না থাকলে,
সবাই একবার আল্লাহর নামটি
লিখি -আল্লাহ

16/10/2024

এই প্রবাস আমাকে অনেক কিছু শিখাইছে, আর এই সময় আমাকে অনেক চেহারা দেখাইছে, আসলে সময় খারাপ হলেই বুঝায় জায় কে আপন কে পর, ইনশাআল্লাহ খারাপ সময় সারাজীবন থাকবে না তবে খারাপ সময় না আসলে হয়তো কিছু মানুষদের চিনতে পারতাম না। ইনশাআল্লাহ নিজেকে অনেক পরিবর্তন করে ফেলমু এবং কিছু কথার সঠিক জবাও দিমু ইনশাআল্লাহ সুধু সময়ের অপেক্ষা 😥

30/09/2024

আমরা সবাই জানি আত্মহত্যা মহা পাপ এবং জে আত্মহত্যা করে, সেও জানে সে পাপ করতেছে, কিন্তু মানুষ কেনো আত্মহত্যা করে! কারণ যখন একটা মানুষের বেচে থাকার মতো আশা টুকুই হারায় ফেলে, ঠীক তখনই সে আত্মহত্যার মতো মহা পাপ কে সে হাসি মুখে বরণ করে নেয়, সব সময় একটা কথা মাথায় রাখবেন, মানুষ অল্প দুঃখে আত্মহত্যা করে না, আর এক দিনের পাওয়া কষ্টেও কেউ এমন কঠীন সিদ্ধান্ত নেয় না, যখন সে কষ্ট পাইতে পাইতে এক পর্যায়ে চলে জায়, জখন তার আর কষ্ট সহ্য করার মতো ক্ষমতা না থাকে, ঠীক তখনই সে আত্মহত্যা করে, আপনি আমার সাথে সারাদিন চলাফেরা করবেন, অথচ আপনি বুঝতেই পারবেন না, আমার বুকে কতো পাহাড় সমান কষ্ট লুকিয়ে আছে, আপনি দেখবেন আমি সারাদিন হাসি খুশি থাকি, কিন্তু ঐই রাতের একাকিত্ব জানে আমার মনের কষ্ট, হে আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও আর জদি সেটা না পারো, তাহলে আমাকে দুনিয়ায় থেকে তুলে নিয়, এই অবিশপ্ত জীবন থেকে আমি মুক্তি চাই💔😥🥺

20/09/2024

সুধু মাএ একবার মুখ থেকে বাহির করছি আমি দেশে জামু! একন পর্যন্ত কাউকে বলি নাই দেশে জামু, কিন্তু গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার সমানে প্রবাস থেকে দেশে জাওয়ার ভিডিও আসছে কম করে ৩০ টা, জখন ঐই গানটা বাজে স্বপ্ন জাবে বাড়ি আমার, বিশ্বাস করেন কলিজাটা কাপ দিয়ে উটে, আর মনটা ছটপট করে বাড়ি জাওয়ার জন্য, একটা সময় ছিলো এই দেশে আসাটা স্বপ্ন ছিলো, কিন্তু এখন দেশে জাওয়াটা আমার স্বপ্ন হয়ে গেছে, জানি না কবে বাড়ি জেতে পারবো।

হারিয়ে যাই নিরে পাগলা! নতুন ভাবে নতুন রুপে ফেরার    পরিকল্পনা চলছে 😈😀🤟
09/09/2024

হারিয়ে যাই নিরে পাগলা!
নতুন ভাবে নতুন রুপে ফেরার
পরিকল্পনা চলছে 😈😀🤟

05/09/2024

আসলে তোমাদের লজ্জা থাকা উচিৎ জারা খেলার পোস্ট করতেছো! তোমরা কী এই অল্প কয়েকদিন আগের কথা ভুলে গেছো? আমাদের শিক্ষার্থী ভাইদের কে জখন হত্যা করা হয়ে ছিলো, তখন কোনো খেলোয়ার মাঠে নামবে থাক দুরের কথা, একটা পোস্টও করে নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমি কিন্তু ভুলি নাই এই কথা গুলো, অজথা লাফাইয়ো না খেলার বিজয় দেখে, এগুলো দিয়ে তারা আমাদের মন জয় করতে পারবে না। জারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় না, তারা সবাই অপরাধী, ভালো সময়ে সবাই কে আপনি পাবেন! কিন্তু খারাপ সময়ে জে আপনার হয়ে একটা হক কথা বলবে সেই হচ্ছে প্রকৃত মানুষ

উনারাও কিন্তু একেক জন শিক্ষক ছিলেন..!বর্তমান যারা শিক্ষকদের পদত্যাগ দেখে মায়া কান্না করছেন তাদের জন্যই আমার এই পোস্ট। শি...
02/09/2024

উনারাও কিন্তু একেক জন শিক্ষক ছিলেন..!
বর্তমান যারা শিক্ষকদের পদত্যাগ দেখে মায়া কান্না করছেন তাদের জন্যই আমার এই পোস্ট।
শিক্ষককে লাঞ্ছিত করা ও পদত্যাগ করানো কখনোই সমর্থন করি না। তবে যারা বর্তমান শিক্ষক লাঞ্ছনার বিষয়ে পোস্ট দিচ্ছেন এবং "শিক্ষকের মর্যাদা" কবিতাটি পোস্ট করতেছেন, তারা কি এই অধ্যক্ষসহ শত শত শিক্ষককে যখন লাঞ্ছিত করেছিল, তখন কি প্রতিবাদ এবং "শিক্ষকের মর্যাদা" কবিতাটি পোস্ট করেছিলেন? উনারা কি তখন শিক্ষক ছিলেন না?
বর্তমানে যারা লাঞ্ছিত করতেছে তাদেরকে আমি সমর্থন করি না তবে আপনাদেরকে ঘৃণা করি.
প্রিয় সু-শীল! চিনতে পারছেন উনাদের কে? বাংলাদেশের শ্রেষ্ঠ ধর্মীয় বিদ্যাপীঠের শ্রেষ্ঠ মানুষ গড়ার কারিগর। ❤️

দিলাম পুরান ছবিতে লারা,  ২০১৫ সন থেকে শুরু প্রথম ছবিটা ৯ বছর আগের
30/08/2024

দিলাম পুরান ছবিতে লারা, ২০১৫ সন থেকে শুরু প্রথম ছবিটা ৯ বছর আগের

25/08/2024

প্রিয় দেবিদ্বার বাসী সবাই সর্তক থাকুন, দেবিদ্বার উপজেলার গোমতীর উত্তর দিকে জত গুলো ইউনিয়ন আছে, সব গুলোতে পানি বাড়তেছে, বিপদের আশংকা দেখলে সবাই উঁচু স্থানে চলে জাবেন, নিজে সর্তক হন এবং অন্য জনকে সর্তক করুন, জদি আমার কথা গুলো মজা হিসেবে নেন, তাহলে লচ আপনাদেরই হবে, আর এই সময়টা মজা করার না, দয়া করে সবাই সর্তক থাকুন, বার্তাটি সবার মাজে ছড়িয়ে দেন

21/08/2024

বাংলাদেশে কিছু ভারতের দালাল আছে জারা বলে বাংলাদেশ ভারত ভাই ভাই, খেলা আসলে নিজের দেশকে বাদ দিয়ে ভারত কে সমর্থন করে, তাদের কে বলতেছি, সুন ভারতের দালালরা হনুমানের বাচ্চারা, গরুর গোবর, মুত খাওয়া লোক গুলো, দেখ তদের আব্বা ভারত কীভাবে তদের ঘর,বাড়ি ডুবিয়ে দিচ্ছে, জখন তদের ঘর ডুবে জাবে, তকন তরা ভারতে চলে জাবি গিয়ে মুদির বিচি দুয়ে পানি খাবি সব হনুমানের বাচ্চারা, ভারতের দালারেরা, আমার নিজ গ্রামেও ভারতের কয়েকটা দালাল আছে, ভারত কখনো বাংলাদেশের ভাই কিংবা বন্ধু হতে পারে না। ভারত জন্মগত দুষমন আমাদের, জে বলবে ভারত বাংলাদেশ ভাই ভাই, তার জন্মের ঠীক নাই।

17/08/2024

Sri Lanka 🇱🇰(win)
Bangladesh 🇧🇩(win)
Pakistan 🇵🇰(Loading)
India 🇮🇳 ( Upcoming)

Address

Cumilla

Telephone

+96890146813

Website

Alerts

Be the first to know and let us send you an email when SB.Samiun Basir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SB.Samiun Basir:

Videos

Share

Category