Comilla City-কুমিল্লা শহর

পাইতাম না কিছু 😁
21/09/2024

পাইতাম না কিছু 😁

16/09/2024

গানের আড্ডায়

16/09/2024

গানের আড্ডা DSP

কুমিল্লা নগরীর ঢাকা কুমিল্লা রোডের যাত্রীদের জন্য সুখবর।। ঢাকা কুমিল্লা রোডে একসময় শাসনগাছা বাস স্ট্যান্ড থেকে  তিশা, এ...
15/09/2024

কুমিল্লা নগরীর ঢাকা কুমিল্লা রোডের যাত্রীদের জন্য সুখবর।।
ঢাকা কুমিল্লা রোডে একসময় শাসনগাছা বাস স্ট্যান্ড থেকে তিশা, এশিয়া লাইন এবং আগে একাধিক পরিবহন থাকলেও ধীরে ধীরে একটি পরিবহনে দাঁড়িয়ে আছি। এবং ভালো মানের এসি গাড়ি সবগুলো শহরের দক্ষিণাঞ্চলের জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড থেকে চলাচল করছে। তিশা বন্ধ হয়ে যাওয়ার পর শুধুমাত্র এশিয়া লাইন নন এসি সার্ভিসটাই ছিল। গত কয়েকদিন আগে রয়েল এসি বাস সার্ভিস ঢাকা কুমিল্লা[শাসনগাছা ] রোডে দিয়েছে।
এখনই রোডে নতুন মাত্রা যোগ করছে প্রান্তিক পরিবহন।। আমরা কুমিল্লাবাসী প্রত্যাশা করছি তাদের কাছ থেকে ভালো যাত্রী সেবা পাব ইনশাল্লাহ।। শাসনগাছা কে গুরুত্ব দিয়ে ভালো সার্ভিস পরিচালনা করা খুবই জরুরী।।।

নতুন রুপে, নতুন আংগিকে গোল্ডেন তিশা প্লাটিনাম, ১৫সেপ্টেম্বর থেকে নিয়মিত চলাচল করবে।কুমিল্লা - চট্টগ্রাম - কুমিল্লা।
15/09/2024

নতুন রুপে, নতুন আংগিকে গোল্ডেন তিশা প্লাটিনাম,
১৫সেপ্টেম্বর থেকে নিয়মিত চলাচল করবে।
কুমিল্লা - চট্টগ্রাম - কুমিল্লা।

15/09/2024

"ব্যাংকে পাঠাই দেশের টাকা, সমৃদ্ধ হোক অর্থনীতির চাকা"
"হুন্ডি হলে বন্ধ,
আসবে ফিরে ছন্দ"

15/09/2024

🔥 ব্রেকিং নিউজ 🔥
১০ নাম্বার মহা বিপদ সংকেত,
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আপা, যে কোন সময়
ড.ইউনুস স্যারের উপর আঘাত হানতে পারে!!🥴

15/09/2024

বাংলাদেশকে অধিক পরিমাণে গোশত উৎপাদনকারী গরু ও মহিষের বীজ এবং জাত সংগ্রহ দিয়ে পাট ও পাটজাত পণ্যসামগ্রী নিতে চায় পাকিস্তান।

15/09/2024

সৌদিতে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট চালু করা হবে।

15/09/2024

গার্মেন্টস কর্মীরা কারো উস্কানিতে নিজেদের ভাগ্য নিজেরাই নষ্ট করবেন না,
আপনি বেকার হলে আপনার পাশে কেউ এগিয়ে আসবে না।

ভাইয়ের কাঁধে বোনের ব্যাগ। সারাজীবন বোনের দায়িত্ব কাঁধে তুলে নেয়ার মত সৌভাগ্য সকল ভাইয়ের হউক।দৌলতপুর, ভিক্টোরিয়া কলেজ রোড...
13/09/2024

ভাইয়ের কাঁধে বোনের ব্যাগ। সারাজীবন বোনের দায়িত্ব কাঁধে তুলে নেয়ার মত সৌভাগ্য সকল ভাইয়ের হউক।

দৌলতপুর, ভিক্টোরিয়া কলেজ রোড, কুমিল্লা।

বাংলাদেশের   বিয়েবাড়িতে  যে  ঘটনাগুলো ঘটবেই:-১. বরযাত্রা শুরু হবে- এসময় দেখা যাবে গুরুত্বপুর্ণ কেউ অনুপস্তিত। খুঁজতে গেল...
13/09/2024

বাংলাদেশের বিয়েবাড়িতে যে ঘটনাগুলো ঘটবেই:-

১. বরযাত্রা শুরু হবে- এসময় দেখা যাবে গুরুত্বপুর্ণ কেউ অনুপস্তিত। খুঁজতে গেলে পাওয়া যাবে শেভ করতে সেলুনে নয়তো জুতা পলিশ করতে গেছে।

২. যথাযথভাবে আমন্ত্রণ করা হয়নি এই অভিযোগে দু'একজন আত্মীয় অনুষ্ঠান বর্জন করবে।

৩. বর/কনের চাচা ও মামা পক্ষের মধ্যে একটা রেষারেষি থাকবেই। বিয়েতে কোন পক্ষের কর্তৃত্ব বেশি হবে সেটা নিয়ে অঘোষিত প্রতিযোগীতাও চলবে।

৪.গুরুত্বপূর্ণ সময়ে বর/কনের দুলাভাই কিংবা মামা টাইপের কেউ অভিমান করবে। তার মান ভাঙাতে অন্য মুরুব্বিরা অক্লান্ত পরিশ্রম করে যাবে।

৫. কনের বাড়িতে গেট দিয়ে ঢোকার সময় টাকা দেয়া নিয়ে ব্যাপক দেনদরবার হবেই। কখনও কখনও এটা মারামারির পর্যায়ে চলে যায়।

৬. বরযাত্রীরা কখনই যথা সময়ে কনের বাড়ি পৌছতে পারবে না। এবং নির্দিষ্ট সংখ্যার চেয়ে বরযাত্রী বেশি হবেই। এটা নিয়ে কনে পক্ষের খোটাও শুনতে হবে।

৭. পাত্র পক্ষের দেয়া শাড়ি কিংবা গহনার মান নিয়ে দুই পক্ষের তর্কবিতর্ক হবে। এক্ষেত্রে সাধারণত কনের খালা/ফুফুরা বেশি ভুমিকা পালন করে।

৮. মেয়ের বাবা কর্তৃক ছেলের যোগ্যতা অনুযায়ি 'খুশি করে দেয়া'(যৌতুক নয় কিন্তু) নিয়েও বাদানুবাদ হবে।

৯.খাবার নিয়ে একটা ঝামেলা হবে, অনেক সময় অতিরিক্ত মেহমানের কারণে কোন একটা নির্দিষ্ট আইটেমের শর্ট পড়বে, আর তাতেই শোরগোল ও হুলস্তূল পড়ে যাবে। অনেকেই গরুর মাংস খায়না অজুহাত দেখিয়ে মুরগির রোস্ট ডাবল নেওয়ার চেষ্টা করবে । পরে আবার গরুর মাংসের ঐ আইটেমটাও নেবে।

১০.কোন তরুণীকে বিরক্ত করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে শোরগোল এবং বাক্যবিনিময় হবে।

১১.বর বা কনে যতই সুন্দর হোক না কেন দাওয়াতে আসা মানুষজন খুঁত বের করবেই।

১২. নতুন বউয়ের দোষ প্রথম খুজে পাবে বউ দেখতে আসা পাশের বাড়ির মহিলারা। এটা গ্রামে চাউর হবেও তাদের মাধ্যমে। খাবারের মান নিয়েও এরা প্রশ্ন তুলবে।

১৩. বরের জুতা চুরির ঘটনা ঘটবে, তা থেকে জিম্মি করে টাকাও ভাগিয়ে নেওয়া হতে পারে।

১৪. রং দিয়ে একে অপরকে রাঙ্গানোর নামে হালকা মল্লযুদ্ধ ও হতে পারে!

সব শেষে সবাই সবাইকে বলবে- কিছু মনে করবে না ভাই, বিয়ে-শাদীতে এরকম টুকটাক হয়েই থাকে। আমরা আমরাই তো।
😅😅

13/09/2024

✅ সেনাবাহিনী মুহুর্তের মধ্যে ছাত্র জনতার মন জয় করে নিতে পারেন। কিন্তু পুলিশ বাহিনী ৫৪ বছর ধরে জনগণের সঙ্গে কাজ করেও সেই আস্থা অর্জন করতে পারেনি কেন?

13/09/2024

আফসোস!
এতগুলো সংস্কার কমিশন হলো অথচ এর মধ্যে শিক্ষা জায়গা পেল না।

শিক্ষা সংস্কার অন্য সকল সংস্কারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল।

13/09/2024

ভা/র/তে আজাইরা বসে না থেকে কাজকর্ম করে দেশে বৈধ পথে রেমিট্যান্স পাঠান। বাংলাদেশ ২.০ গঠনে অংশ নিন।

11/09/2024

যারা মাজার ভেঙেছেন,
তারা শুধু মাজারেই আঘাত করেননি!!!
আপনারা আঘাত করছেন শত শত গাজাখোরের বুকে 😔

11/09/2024

তলে তলে রাষ্ট্রের
কোটি কোটি টাকা লুটপাট করে মুখে জাতীয় সংগীত আর লাল সবুজ পতাকাকে স্যালুট করলেই কি দেশপ্রেমিক হওয়া যায়!?

10/09/2024
কথা সত্যি
10/09/2024

কথা সত্যি

07/09/2024

কুমিল্লার ছেলেদের জীবন সঙ্গী হিসাবে পাওয়া
ইতালির "গ্রিন-কার্ড"" পাওয়া সমান।।🫣

06/09/2024

ট্রাফিক পুলিশ দায়িত্বে অবহেলা করছে!

কারন কি বলে মনে করেন?

সেন্টমার্টিন যেতে রেজিষ্ট্রেশন লাগবে সংবাদটি ভূয়া
06/09/2024

সেন্টমার্টিন যেতে রেজিষ্ট্রেশন লাগবে সংবাদটি ভূয়া

💥 বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, যে পরিমাণ টাকা লুট হয়েছে, তার শূন্যস্থান পূরণ করতে কমপক্ষে দু...
05/09/2024

💥 বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, যে পরিমাণ টাকা লুট হয়েছে, তার শূন্যস্থান পূরণ করতে কমপক্ষে দুই লাখ কোটি টাকা প্রয়োজন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের গভর্নর এ তথ্য দেন। গভর্নর বলেন, আমানতকারীদের চাহিদা মোতাবেক অর্থ দিতে পারছে না এমন ৮টি ব্যাংককে টাকা ধার দেবে শক্তিশালী ব্যাংকগুলো। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টর হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, তারপরও টাকা ছাপাবে না কেন্দ্রীয় ব্যাংক, কারণ লুট হয়ে যাওয়া টাকার শূন্যস্থান পূরণে কমপক্ষে দুই লাখ কোটি টাকা দরকার।

নোটের বান্ডিল আকারে ছাড়া হচ্ছেঃ
05/09/2024

নোটের বান্ডিল আকারে ছাড়া হচ্ছেঃ

05/09/2024

ছাত্রদের হাতে শীঘ্রই আরো একটি দলের পতন হবে, অপেক্ষা করুন!
জ্বী আপনার অনুমান ঠিক'ই আছে।

Address

Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Comilla City-কুমিল্লা শহর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Comilla City-কুমিল্লা শহর:

Videos

Share

Category

Nearby media companies