অলকানন্দা-Alkananda

অলকানন্দা-Alkananda 𝑻𝒉𝒆𝒓𝒆 𝒂𝒓𝒆 𝒇𝒂𝒓 𝒃𝒆𝒕𝒕𝒆𝒓 𝒕𝒉𝒊𝒏𝒈𝒔 𝒂𝒉𝒆𝒂𝒅 𝒕𝒉𝒂𝒏 𝒐𝒏𝒆'𝒔 𝒘𝒆 𝒍𝒆𝒂𝒗𝒆 𝒃𝒆𝒉𝒊𝒏𝒅.

- অপর্ণা- হুম- তোমার অনুশোচনা হয়না? - কি হয়না?- অনুশোচনা - অত শক্ত কথা বুঝিনা- আফসোস বোঝো, আফসোস? - বুঝি- আফসোস হয়না?- ক...
26/01/2025

- অপর্ণা
- হুম
- তোমার অনুশোচনা হয়না?
- কি হয়না?
- অনুশোচনা
- অত শক্ত কথা বুঝিনা
- আফসোস বোঝো, আফসোস?
- বুঝি
- আফসোস হয়না?
- কিসের আফসোস?
- তাও বুঝিয়ে দিতে হবে?
- হ্যাঁ হবে
- বড়লোক বর ফসকে গেলো, তাই আফসোস..
- তা হয় বৈকি, কেমন পায়ের ওপর পা দিয়ে বসে থাকতে পারতাম
- চললুম
- কোথায়!
- ঝিয়ের খোঁজ করতে
- ঝিয়ের মাইনে দেবে কে?
- আরেকটা টিউশনি নেবো
- তাহলে আমায় বাপের বাড়ি পাঠিয়ে দিও
- কেন?
- এমনিতেই তো অফিস করে, ছেলে পড়িয়ে সেই তো রাত্তির করে বাড়ি ফেরো, তার ওপর আবার..!
- আর উপায় কি বলো
- আমি বলবো? যে টিউশনিটা আছে সেটাও ছেড়ে দাও
- তারপর?
- তারপর আমার গরীব বর সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসবে, আর আমার কোনো অনুশোচনা থাকবেনা!

🎬 অপুর সংসার (১৯৫৯)
পরিচালক- সত্যজিৎ রায়

ফুডপান্ডা ডেলিভারির জন্য অপেক্ষা করছি.
25/01/2025

ফুডপান্ডা ডেলিভারির জন্য অপেক্ষা করছি.

23/01/2025

যে চলে যাচ্ছে, তার পায়ের দিকে তাকিয়ে থাকি

কী দ্রুত পার হয়ে যাচ্ছে রাস্তা, ওভারব্রিজ, স্টেশন

কোথাও একটুও ভিড় নেই, টিকিটচেকার নেই, অপেক্ষা নেই...

চলে যাওয়ার পথে কোনোদিন দেরি হয় না....

23/01/2025

শরীরের গঠন,রং নিয়ে হাসি তামাশা করা মানুষগুলো মারাত্মক লেভেলের অশিক্ষিত!

23/01/2025

মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়, ম্যাচিউর বানায়, যেকোনো পরিস্থিতিতে মনের জোড় বাড়ায়, একা বাঁচতে শেখায় এবং আপন মানুষগুলোকে চেনায়!'❤️

23/01/2025

আমার ফোনে কথা বলতে বিরক্ত লাগে, Texting ও আলসেমি লাগে।আমি আসলে চাই মনে মনে কথা বলতে।

মনের কথা শুনতে না পেলে আমাকে কেউ নক করবেন না...🙂

23/01/2025

'শিক্ষিত' মানুষজন আমার খুব ভাল্লাগে! এদের সাথে মেলামেশা করতে ভাল্লাগে, এদের পাশে বসে থাকতে ভাল্লাগে, এরা যখন কথা বলে তখন এদের মুখের দিকে দেখে থাকতে ভাল্লাগে! এদেরকে দূর থেকে দেখতেও আমার প্রচন্ড ভাল্লাগে!

এরমানে এই না যে, আমি কাউকে অশিক্ষিত বলতেছি! আমার কাছে শিক্ষিত তারাই 'যারা জায়গা বুঝে কথা বলতে জানে, মানুষকে সম্মান দিতে জানে,যেকোনো সিসুয়েশন স্মার্টলি হ্যান্ডেল করতে জানে,নিজেকে পরিপাটি রাখতে জানে,অপমান করার সুযোগ থেকেও যারা চুপ থাকে, আর সুন্দর আচরণ করতে জানে!'

এমন শিক্ষাগুলো আসলে 'পরিবার হতে আসে,পরিবেশ হতে আসে,নিজের মানসিকতা হতে আসে' প্রাতিষ্ঠানিক শিক্ষা কিছুটা ম্যাটার করে জাস্ট! আমার কাছে শিক্ষিত মানুষজন সবচেয়ে বেশি সুন্দর! ❤️

23/01/2025

মাঝেমধ্যে কান্না-টান্না করা ভালো!
আসলে কান্না করলে হালকা লাগে, অনেকটা শান্তি লাগে, সবচেয়ে বড় কথা, কান্না শেষে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া যায়, নতুন করে সব শুরু করা যায়!'🌸

23/01/2025

আমরা খুব ভালো করে জানি, আজ হ্যাঁ বললে কাল বিয়ে করবে এমন মানুষ এক না, একাধিক আছে আমাদের জীবনে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আপনি যাকে পেলে খুশিতে কাঁদবেন, তাকে আপনি পাবেন না, আবার যে আপনাকে পেলে কাঁদবে আপনি তার হবেন না।
জগতের যোগসূত্রটা আসলে সবার ক্ষেত্রে মিলেনা, কিন্তু তবুও আমরা একে অন্যকে ভালোবাসি!!

23/01/2025

স্বামী-স্ত্রী দুজনেই একটু এ্যাডজাষ্ট করলে সংসার সুখের হয়।

ধরুন স্বামীর পছন্দ মোটর সাইকেল। স্ত্রীর পছন্দ স্কুটি। উভয়েই এ্যাডজাষ্ট করলেন, দিয়ে একটা স্কুটি কেনা হোলো।

স্বামীর পছন্দ পাহাড়। স্ত্রীর সমুদ্র। দুজনেই একটু এ্যাডজাষ্ট করলেন। সমুদ্রে গেলেন।

স্বামীর পছন্দ নিজের একটা বাড়ি। ছাদ, আকাশ, মাটি, বাগান সহ। স্ত্রীর পছন্দ ফ্ল্যাট। দুজনেই এ্যাডজাষ্ট করলেন। এখন ওনারা নিজেদের ফ্ল্যাটে থাকেন।

স্বামীর ইচ্ছা weekend এর সন্ধ্যায় ক্লাবে যাবেন, বন্ধুদের সাথে একটু আড্ডা দেবেন। স্ত্রীর ইচ্ছা বন্ধুদের সাথে কিটিপার্টি। দুজনেই একটু এ্যাডজাষ্ট করলেন। স্বামী স্ত্রী কে এখন কিটিপার্টি তে ড্রপ করে দেন। আবার পিকাপ করেন। এরকম একটু এডজাষ্ট করলেই সুখে থাকা যায়! 🙂

23/01/2025

আমি যখন কাউকে ভালোবাসি, যখন কারো জন্যে আমার স্নেহ পায়, তখন আমার সেই মানুষের জন্যে রান্না করতে ইচ্ছা করে।
আমার কাছে পৃথিবীর অন্যতম সুন্দর একটা দৃশ্য হইতেসে আমার আদরের একজন মানুষ আমার হাতের রান্না তৃপ্তি নিয়ে খাইতেসে সেটা দেখা।
গরম ভাত, ডাল, ডিম ভর্তা, বেগুন পোড়া ভর্তা, টমেটো পোড়া ভর্তা, মুরগির পাতলা ঝোল করা মাংস, রুই মাছ ভুনা, ডিমের কোরমা, সাদা ভাত, লালশাক, আলুভাজি, রসুন ভর্তা।
কাউকে ভালোবাসলে তারে পাশে বসায় সব খাওয়াইতে ইচ্ছা করে। মনে হয়ে হাত দুইটা না হয়ে দশটা হলে ভালো হইতো।

23/01/2025

একটা পোস্ট দেখলাম, 'আরেকবার সুযোগ পাইলে কি পড়তেন?'

ভাই, যেই সুযোগে আবার পড়ালেখাই করা লাগবো, ঐ সুযোগ আমার দরকার নাই।

23/01/2025

স্কুল ড্রেস চেঞ্জ করে শাড়ি,পাঞ্জাবি করে দেওয়া হোক! 🙂

23/01/2025

আমি নতুন জামা কিনলে প্রথমে তোমায় ছবি পাঠাবো, আমি কিছু ভালো রান্না করলে মনে হবে ইসস তোমায় যদি খাওয়াতে পারতাম, একটা ভালো সিনেমা দেখার সময় মনে হবে তুমি থাকলে কতই না ভালো হতো, কোনো গান ভালো লাগলে তার লিংক তোমায় শেয়ার করবো, আমি ঠিক এমন ভাবে ভালোবাসি। ❤️

23/01/2025

মনে যখন এই বিশ্বাস গেঁথে নিবেন যে—যা কিচ্ছু হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতে হবে তার সবটাই আল্লাহর পরিকল্পনা, আপনার জন্য নির্ধারিত তাকদির, তখন দেখবেন—নিজেকে বা অন্যকে দোষারোপ করার মানসিকতা অনেকটাই কমে আসবে।

আপনার জন্য যা লেখা আছে তা-ই ঘটবে। একবিন্দু হেরফের কোথাও হবে না৷

সুতরাং, নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করুন, তারপর অপেক্ষা করুন আল্লাহর ফয়সালার৷

তিনি যে ফলাফলই দেন, সেটা সন্তুষ্টচিত্তে গ্রহণ করুন।

23/01/2025

আমার কাছে ব্যবহার টা গুরুত্বপূর্ণ। কে কিভাবে আমার সাথে কথা বলছে আচরণ করছে, তার কথার টোন কখন কিরকম এসব খুব বিবেচনা করি আমি ব্যবহার যদি ভালো না হয়- আপনি যতই বড় কিছুই হোন, আমার চোখে আপনি নিম্নমানের মানুষ। আপনার সাথে আমার সম্পর্ক কখনোই সুন্দর হবে না আমি সেসব মানুষের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি, যারা নম্রতা ভদ্রতা বজায় রেখে কথা বলতে জানে। উশৃংখল স্বভাবের মানুষ থেকে আমি প্রতিনিয়ত দূরত্ব বজায় রাখি..🌼

23/01/2025

আমি আজীবন নিজের আত্মসম্মান মেইনটেইন করার ব্যাপারে যত্নশীল থেকেছি।

নিজেকে নিজে যেটুকু ছোট করে রাখি, তা মূলত আমার বিনয়। অন্যকেউ আমাকে কোন ভাবে ছোট করে দেখলে, তাকে আমি তাচ্ছিল্য হিসেবে বিবেচনা করি এবং যত দ্রুত সম্ভব সেসব মানুষ থেকে দূরে সরে আসি।

যারা আমাকে অশ্রদ্ধার চোখে দেখবে; যেকোন কৌশলে আমি তাদের দৃষ্টির বাইরে চলে যাই।
প্রতিশোধ নেওয়ার নেশা আমার নেই।

21/01/2025

আমার ব্যসিক নিড হলো একটা সহজ স্বাভাবিক জীবন।যে জীবনে ফুরফুরে একটা সতেজ মন নিয়ে ঘুম থেকে উঠে কোনো স্ট্রে'স ছাড়া,মন খারাপ ছাড়া, দুশ্চিন্তা ছাড়া রেগুলার রুটিন অনুযায়ী যাবতীয় কাজকর্ম সেরে দিন শেষে একটা হালকা মন নিয়ে ঘুমাতে যাওয়া এবং একটা সাউন্ড স্লিপ দেওয়া। ঠিক কতদিন অপেক্ষা করলে একটা স্বাভাবিক জীবন পায় মানুষ?🙂

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when অলকানন্দা-Alkananda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category