Abs Sohel

Abs Sohel আয়ূ ফুরিয়ে গেলে থেমে যায় যদি জীবনের নিঃশ্বাস।
পুঞ্জিহীন নাদানেরে ঈসালে সাওয়াব করো "সূরায়ে ঈখলাস"

16/10/2023

চুপচাপ তুমি আমি আর একটা ভরা পূর্ণিমার চাঁদ🌸

11/08/2023

মুখ তার শ্রাবস্তীর কারুকার্য...

23/02/2023

ঋণ : গেরিলা ১৯৭১

২৩ শে ফেব্রুয়ারি ১৯৬৯ সাল, সেদিন রোববার।

বায়ান্ন বছর আগে ঠিক আজকের দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আগরতলা মামলা থেকে সদ্য মুক্ত, বাংলার অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়।

এদিনের সভায় তৎকালীন ডাকসুর সভাপতি তোফায়েল আহমেদ সভামঞ্চ থেকে বলেছিলেন, “কৃতজ্ঞ বাঙালি জাতি ঋণের বোঝা হালকা করতে চায়। আমি জাতির পক্ষ থেকে প্রিয় নেতাকে উপাধি দিতে চাই”। এ কথার প্রতিক্রিয়ায় সভায় উপস্থিত প্রায় দশ লক্ষাধিক 'ছাত্র-জনতা-আপামর মানুষ' দু'হাত তুলে সম্মতি জ্ঞাপন করেছিলেন। তখন তোফায়েল আহমেদ ঘোষণা করলেন, “এবার বক্তব্য দেবেন আমাদের প্রিয় নেতা 'বঙ্গবন্ধু' শেখ মুজিবুর রহমান।”

আমাদের একজনই 'বঙ্গবন্ধু' ছিলেন।
আমরাই তাঁকে নির্মমভাবে হত্যা করেছি। আজও তাঁকে হত্যা করে চলেছি সচেতনভাবেই। তাঁর রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি ও সামগ্রিকভাবে তাঁর দর্শন থেকে বিস্মৃত, বিচ্যুত হয়ে, কলুষিত এবং বিকৃত করে।

ক্ষম ক্ষম অপরাধ......!

💟
23/12/2022

💟

30/11/2022
25/11/2022

মৈশাতুৃয়া ইউনিয়ন ছাত্রলীগ....!

25/10/2022

বৃষ্টি ভেজা শান্তিনিকেতনের এক সকাল
এমন বৃষ্টির দিনে মনের মধ্যে তোমায় পুষলে
আমার জ্বর আসে গায়ে!

স্মৃতিরা কখনো বিশ্বাসঘাতকতা করে না।হৃদয় গগনে দুবাহু মেলে উড়ে বেড়ায়বক্ষ খাচাঁয় ডানা ঝাপটায়, কখনো ছেড়ে যায় না।
20/10/2022

স্মৃতিরা কখনো বিশ্বাসঘাতকতা করে না।
হৃদয় গগনে দুবাহু মেলে উড়ে বেড়ায়
বক্ষ খাচাঁয় ডানা ঝাপটায়,
কখনো ছেড়ে যায় না।

06/10/2022

অবাক চাঁদের আলোর দেখো ভেসে যায় আমাদের পৃথিবী।
আড়াল হতে দেখেছি তোমার নিস্পাপ মুখখানি।
~রাত ১:৩৭

29/09/2022

🌼

28/09/2022

পিথাগোরাস বলে গেছেন, তিন খুব শক্তিশালী সংখ্যা।
তিনে-এ আছে আমি, তুমি এবং সর্বশক্তিমান তিনি। সেজন্যই ত্রিভুবন,ত্রিকাল এবং ত্রিসত্যি। কবুল বলতে হয় তিনবার। তালাক বলতে হয় তিনবার। পৃথিবীতে রঙও মাত্র তিনটা। লাল, নীল এবং হলুদ। বাকি সব রং এই তিনের মিশ্রণ।

23/09/2022

তোমার নয়নদুটি,
দুটি অতলস্পর্শী শুভ্রবর্ণ সমুদ্র-বক্ষ মাঝে
যেনো ফুটে আছে কৃষ্ণবর্ণের দুইটি পদ্ম,
এই ধরণীর সবকিছু থেকে মুক্তি মিললেও
আমি যে তোমার নয়নযুগলে শ্বাশতভাবে আবদ্ধ।

- অরিন্দম বসু

09/09/2022

✊✊

31/08/2022

তাকে ঘৃণাতে রাখিনা, প্রার্থনাতে ও না,যে ছেড়ে গেছে সমস্ত অধিকারের গল্প মুছে ফেলেই ছেড়ে গেছে,
সে আমার কেউ না!

Address

Cumilla
3623

Alerts

Be the first to know and let us send you an email when Abs Sohel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abs Sohel:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Cumilla

Show All