03/11/2024
🔥এটা কনফার্ম যে, আগামী ২৫ নভেম্বর থেকে ডিগ্রি ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে। ইতিমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, প্রশ্নপত্র আঞ্চলিক কেন্দ্রে পাঠানো হয়েছে।
কে কত সময় নষ্ট করছেন জানা নেই, এখন থেকে পরীক্ষার প্রস্তুতি গ্রহন করেন। বিগত ২০১৭-২০২১ সালের প্রশ্ন সব ভালোমতো আয়াত্ত করুন। যথেষ্ট কমন পাবেন। এবার ডিগ্রি ৩য় বর্ষ যে সুবিধাগুলো পেতে যাচ্ছেন অতীতে তা কেউ পাইনি।
◾পরীক্ষা হবে ৪ ঘন্টা।
◾বিগত বছরের প্রশ্ন থেকেই প্রশ্ন কমন পাবেন।
◾৩১ ডিসেম্বর পরীক্ষা শেষ হয়ে, জানুয়ারির মধ্যে ফলাফল প্রকাশ হবে। প্রতিদিনের খাতা প্রতিদিনই শিক্ষককে পাঠানো হবে। দ্রুত রেজাল্ট হবে।
◾সর্বোচ্চ পাসের হার দেওয়ার চেষ্টা করা হবে।
◾খাতায় টপিক নিয়ে লিখা থাকলে নম্বর পাবেন, কেউ সাদা খাতা দিয়ে আসবেন না।
ডিগ্রির স্টুডেন্ট এর জন্য ইংরেজি(আবশ্যিক) ভয়ের সাবজেক্ট। প্রস্তুতি হিসেবে,
পড়ার জন্য বেসিক গ্রামার বই এবং প্রাকটিসেস জন্য টেস্ট পেপার নিয়ে প্রিপারেশন নিতে পারেন।
Letter/Application/Poster/Paragraph/Composition একটি মুখস্ত করলে অনেকগুলো লেখা যায় এমন ফরম্যাট এপ্লাই করতে পারেন। -
সকলের জন্য শুভকামনা রইল 💝 সর্বশেষ পরীক্ষার রুটিন আবারও পোস্ট করলাম, মিলিয়ে নিন।