02/12/2022
চেষ্টা করা আমার কাজ, সফলতা দিবেন তো মহান আল্লাহ।
সামান্য সময় ব্যয়ে জেনে নিন, মূল্যবান একটি বিষয়।
Abdullah AL Mamun Munsi
বর্তমান সময়ের বহুল আলোচিত বিষয়ের মধ্যে সুপার টপে যে বিষয়টি অবস্থান করছে, তা হচ্ছে ফ্রিল্যান্সিং।
এবার আসুন আমরা জানি ফ্রিল্যান্সিং মূলত কী? কীভাবে করা যায়? তার জন্য কী প্রয়োজন? এবং আমরা সকলেই করতে পারবো কী না? আর এ পেশার লোকদের ভবিষ্যত কী?
সংক্ষিপ্ত আকারে কিছু বলবো যতটুকু আমার জ্ঞানে আছে।
Mamun Munshi
উত্তর:-
*প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ফ্রিল্যান্সিং হচ্ছে, এমন একটি কাজ। যে কাজে কোনো বাধ্য বাধকতা নাই। নিজের ইচ্ছে অনুযায়ী সময়ে কাজ করতে পারবেন।
**দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, এই কাজটি আপনি ঘরে বসেই আপনার কম্পিউটার/মোবাইলে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে খুব সহজেই করতে পারবেন।
***তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, আমাদের সাধারণ জ্ঞানে যা বুঝি। প্রত্যেকটি কাজ করার পূর্বে আমাদের ঐ কাজ সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে। এবং তার জন্য অনেক সময় ব্যয় করে পূর্ণ আয়ত্তে আনতে হবে। তাহলেই আমরা আমাদের কাজগুলোতে ভালো ফলাফল পাই। তদ্রূপ ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও একই ব্যাপার। কোনো ব্যাতিক্রম নাই। আগে শিখতে হবে, আয়ত্তে আনতে হবে। তারপর ফলাফল।
****চতুর্থ প্রশ্নের উত্তর হচ্ছে, ফ্রিল্যান্সিং করার জন্য কোনো বয়সের সীমারেখা নেই। চেষ্টা ও ধৈর্য ধরার মত ক্ষমতা থাকলেই আপনার দ্বারাও সম্ভব। এ কাজের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য, চেষ্টা, এবং শিখার অধির আগ্রহ। আর কিছুই নয়। এটুকু যদি দেওয়ার মত ক্ষমতা আপনার থাকে তাহলে আপনিও হতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার।
*****পঞ্চম প্রশ্নের উত্তর হচ্ছে, আমরা কাজ করার আগেই ভবিষ্যত নিয়ে ভাবা শুরু করি। এটা ভালোর চেয়ে খারাপের দিকে ঠেলে দেয় বেশি। কারণ অধিক চিন্তার কারণে আমরা কাজের মনোযোগ হারিয়ে ফেলি। আর ফ্রিল্যান্সিং এমন একটি কাজ, যে কাজে আপনাকে ভবিষ্যত নিয়ে ভাবতে হবে না। বরং উন্নতমানের ভবিষ্যত নিজে এসে আপনার কাছে ধরা দিবে।
সর্বশেষ কথা হচ্ছে বর্তমানে আমাদের দেশের অধিকাংশ রেমিট্যান্স আসছে ফ্রিল্যান্সারদের হাত ধরে। তাই আমাদের দেশের সরকার ও মন্ত্রীদের মুখে একটাই ভাষ্য:- চাকরি নয়, ফ্রিল্যান্সার হও।
এটা আমাদের সকলের মোটিভেশন হিসেবে কাজ করে। এবং মাননীয় প্রধানমন্ত্রী ফ্রিল্যান্সারদেরকে সরকারি কোষাগার থেকে প্রণোদনা দেওয়ার ঘোষণাও দিয়েছেন। তাই বুঝা যায় এ কাজের ভবিষ্যত আপনাকে অটোমেটিক কতদূর পর্যন্ত নিয়ে যাবে।
সকল চিন্তা ভাবনা বাদ দিয়ে, পড়াশোনার পাশাপাশি বা চাকরির পাশাপাশি সামান্য সময় ব্যয় করে ফ্রিল্যান্সিং শিখুন। নিজের ক্যারিয়ার উজ্জ্বল করুন।
আহ্বানে' মামুন মুন্সী।