চৌদ্দগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামী আটক
নিজস্ব প্রতিবেদক //
কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ ক্ষমতা আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো: হাছান সালাম (৫২) নামে এক আসামীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার বাতিসা ইউনিয়নের পাড়াগ্রামের আব্দুস সালামের ছেলে। বুধবার (৮ ফেব্রæয়ারি) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ওয়ারেন্ট ও সাজা তামিলের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানার এসআই আলী আশরাফ জুয়েলের নেতৃত্বে এএসআই এমরান ভূঁইয়া ও কনস্টেবল শাহিনসহ সঙ্গীয় ফোর্স আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা র্যাব-০৩ এর সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে হাছান সালামকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানাসহ দেশের বিভিন্ন থানা ও আদালতে চেক প্রতারণাসহ কয়েক
কর্জ টাকা পরিশোধ করতে অটো চালককে চুরিকাঘাত করে হত্যা করেছে ড্রামট্রাক চালক শাকিল,
অবশেষে পুলিশের হাতে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক //
অন্তঃস্বত্তা স্ত্রীকে ডাক্তার দেখাতে ৫ হাজার টাকা প্রতিবেশী থেকে দার করেন প্রবাস ফেরৎ ড্রামট্রাক চালক খাইরুল আলম শাকিল। সে টাকা পরিশোধের জন্য পাওনাদার চাপ দিচ্ছিল তাকে। টাকা পরিশোধ করতে হত্যার মতো পথ বেছে নেয় সে। পরিকল্পনা মোতাবেক ১৮ জানুয়ারি বুধবার চৌদ্দগ্রামের মুন্সিরহাট বাজারে ঘুরাফেরা করতে থাকে শাকিল। টার্গেট করে অটোরিকশা ও সিএনজি চালকদের। সেই টার্গেটের পড়ে যায় অটোরিকশা চালক মোঃ রাসেদ মিয়া(১৮)। কৌশল করে শাকিল অটোরিকশা চালক রাসেদকে ২ শত ৭০ টাকা ভাড়া করে পরিকল্পনা মোতাবেক উপজেলার উজিরপুর ইউনিয়নের বোয়ালজুড়ি খালের পাড়ে নিয়ে যায়। সেখানে একটি ছুরির ভয় দেখিয়ে অটোরিকশা চালক রাসেদ মিয়ার থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্
কুমিল্লায় পুলিশ সুপার ফুটবল ও ব্যাডমিন্টন খেলার বর্ণাঢ্য শুভ উদ্বোধন।
চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩, মাইক্রোবাস জব্দ
নিজস্ব প্রতিবেদক //
কুমিল্লার চৌদ্দগ্রামে র্যাব, পুলিশ ও বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলো, চৌদ্দগ্রাম পৌর এলাকার সোনাকাটিয়া গ্রামের আবু তাহেরের ছেলে মোঃ ইলিয়াছ, আলকরা ইউনিয়নের দক্ষিণ সোনাইছা গ্রামের সিরাজ মিয়ার মেয়ে মনোয়ারা বেগম ও বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত তাজুল ইসলামের পুত্র নুর ইসলাম।
জানা গেছে, র্যাব-৭ সিপিসি-১ ফেনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রামের সোনাকাটিয়া এলাকায় রোববার সকালে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মাইক্রোবাস চালক ও মাদক ব্যবসায়ী ইলিয়াছকে আটক করে। এ সময় মাইক্রোবাস তল্লা
বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক //
বছরের প্রথম দিনে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুদ্দিন মোঃ আবুল কাশেম, উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, মোঃ আবদুল জলিল রিপন, নুরুল আমিন ও মিজানুর রহমান টিটুসহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
বাল্যবিবাহ নিরোধ ও মাদক প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক //
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা মিলনায়তনে স্হানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA) এর ব্যবস্থাপনায়, বাল্য বিবাহ নিরোধ ও মাদক প্রতিরোধ বিষয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।
প্রশিক্ষণ কর্মশালা অংশগ্রহন করেছেন, বিজিবি,
জনপ্রতিনিধি,সাংবাদিক শিক্ষক, মসজিদের ইমাম ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী।
চৌদ্দগ্রাম থানা পরিদর্শনকালে কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান কে গার্ড অব অনার প্রধান করা হয়।
সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক //
চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন,সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, ইঞ্জিনিয়ার নুরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের হাসান, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া টিপু, প্রাণিসম্পদ কর্মক
চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযানে ডাকাত সর্দার শিপনসহ গ্রেপ্তার ৫
নিজস্ব প্রতিবেদক //
কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতচক্রের সর্দার শিপনসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, একটি মোটর সাইকেল ও একটি লোহার তৈরি তালা কাটার মেশিন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো; ডাকাত সর্দার নোয়াখালীর সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামের সোলেমান প্রকাশ ইউসুফ মেকারের ছেলে জাকির হোসেন শিপন, তাঁর ভাই মোঃ সুজন, কবিরহাটের চরগুইল্লাখালী গ্রামের মৃত আবদুল হালিমের ছেলে সোহেল রানা, লক্ষীপুর সদর উপজেলার রাজিবপুর গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে শাখাওয়াত হোসেন আরিফ ও কুমিল্লার চান্দিনা উপজেলার দল্লাই নবাবপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে আলা উদ্দিন। শুক্রবার দুপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার চৌদ্দ
চৌদ্দগ্রামের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে
'''''''''''''''''''''''''’’’"""""""""'""""'''"""""""""''''"""'""''''''''''
বেতের আঘাতে ছাত্র অসুস্থ, অভিভাকের হামলায় শিক্ষক আহত
নিজস্ব প্রতিবেদক //
কুমিল্লার চৌদ্দগ্রামে ধোড়করা হাইস্কুলের শিক্ষকের বেতের আঘাতে এক ছাত্র মারাত্মক জখম হয়েছে। আহত ছাত্রকে প্রথমে ধোড়করা ক্লিনিকে ও পরে চৌদ্দগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপরদিকে পাশ্ববর্তী শুকচাইল স্কুলে ছাত্রদের শাসন করায় অভিভাবকদের হামলায় এক শিক্ষক আহত হওয়ার ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা চৌধুরী বাজারে বিক্ষোভ মিছিল করেছে।
জানা গেছে, বৃহস্পতিবার চিওড়া ইউনিয়নের ধোড়করা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় ঘন্টার ইংরেজি ক্লাস চলাকালিন সময়ে শিক্ষক ইকবাল হোসেনের বেতের আঘাতে নবম শ্রেণীর ছাত্র আবদুর রহমান শ্রাবণ মারাত্মকভাবে জখম হয়। তার আত্মচিৎকারে সহপাঠিরা তাকে উদ্ধার শেষে স
নিজস্ব প্রতিবেদক //
কুমিল্লা চৌদ্দগ্রামে দুইশত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুর্গাপুর রাস্তার মাথা থেকে ইয়াবা পাচারের সময় কালিকাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত লিটন মিয়ার ছেলে রুশন কে আটক করেছে। বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেন, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা। ধৃত রুশনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা শেষে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
চৌদ্দগ্রামে পাইপগানসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক //
কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি পাইপগান (এলজি) সহ আমির হোসেন প্রকাশ ল্যাংড়া আমির (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃত আমির হোসেন উপজেলার গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা পূর্বপাড়ার মৃত মো: ইউনুস এর ছেলে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে দশটায় চৌদ্দগ্রাম থানার এসআই উগ্যজাই মারমার ও এএসআই কামরুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আমির হোসেনকে পাইপগানসহ তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশী চালিয়ে তার হেফাজতে থাকা দু’টি রাবার বুলেট, একটি চাইনিজ কুড়াল ও দু’টি ছুরি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মা
চৌদ্দগ্রামে জেল হত্যা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক //
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে জেলহত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার চৌদ্দগ্রাম মুজিবুল হক এমপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি জিএম মীর হোসেন মীরু। উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
চৌদ্দগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ভুয়া এম বি বি এস ডাক্তার গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক //
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজারে নিউ পপুলার ডায়াগনষ্টিক সেন্টার থেকে সঞ্জয় চন্দ্র রায় নামে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে আটক করে তিন মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল।
গুণবতী বাজারের ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারী থেকে প্রতারক সঞ্জয় রোগী দেখছেন। শুরুতে পরামর্শ ফি ৫০০ টাকা হলেও সম্প্রতি ২০ টাকার টিকেটে মাইকিং করে প্রলোভন দেখিয়ে রোগীর সংখ্যা বাড়াতে থাকে।
স্থানীয়রা নিউ পপুলার ডায়াগনষ্টিক সেন্টারটির বিরুদ্ধে কলিকাতার এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে ডাঃ মতিলাল চন্দ্র দাস, ডাঃ নুরে আলমসহ বেশ কয়েকজন
চৌদ্দগ্রামের গুনবতী রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে একব্যক্তি নিহত
চৌদ্দগ্রামে ওয়ারেন্টভুক্ত ১১ আসামী আটক
নিজস্ব প্রতিবেদক // কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় নারী ও পুরুষসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামীসহ মোট ১১ জনকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
আটককৃতরা হলো: উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে রিপন ও সুমন, একই গ্রামের মৃত শামসুল আলমের ছেলে মুকাদ্দেস, কাজল মিয়ার স্ত্রী মনজুমা বেগম প্রকাশ শাহিনা বেগম, সুমন এর স্ত্রী উর্মি, মুকাদ্দেস এর স্ত্রী বিউটি বেগম, উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আনু মিয়ার ছেলে অহিদ মিয়া, জগন্নাথদীঘি ইউনিয়নের উত্তর বেতিয়ারা গ্রামের শামসুল হক
চৌদ্দগ্রামে ওয়ারেন্টভুক্ত ১২ আসামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক //
কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১২ আসামীকে গ্রেপ্তার শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক তদন্ত ত্রিনাথ সাহা জানান, কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নানের নির্দেশে ও চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার তত্ত্বাবধানে সেকেন্ড অফিসার এসআই নাজমুল হকের নেতৃত্বে ওয়ারেন্ট তামিলের উদ্দেশ্যে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের পৃথক টিম মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামীরা হচ্ছে, চিওড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে মোঃ ইসমা
চৌদ্দগ্রামে শেখ রাসেল দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক //
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসন কর্তৃক শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার সকাল দশটায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজপ্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেষ্ট বই বিতরণ করা হয়েছে। নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন , সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল,উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার,উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কাশিনগর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, চৌদ্দগ্রাম মডেল সরকারী হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেন গুপ্ত,পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে
চৌদ্দগ্রামে মানবিক উন্নয়ন কেন্দ্র পদক্ষেপ এর ব্রাঞ্চ অফিস উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক //
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকার চাঁন্দিশকরায় মানবিক উন্নয়ন কেন্দ্র পদক্ষেপ এর ঋণ বিতরণ ও ব্রাঞ্চ অফিস কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পদক্ষেপ এর সহকারি পরিচালক ও জোনাল ম্যানেজার মোঃ মোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক চৌদ্দগ্রাম শাখা ব্যবস্থাপক আবদুর রৌপ, এন আর বি সি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সাজ্জাত হোসেন, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পদক্ষেপ এর সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার মোঃ আসাদ সরদার, পদক্ষেপ এর চৌদ্দগ্রাম ব্রাঞ্চ ম্যানেজার গৌরাঙ্গ সরকার, কমিউনিটি ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন, মিলন মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক কামাল উদ্দি