Chouddagramnews24

Chouddagramnews24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chouddagramnews24, News & Media Website, Cumilla.

15/02/2023

চৌদ্দগ্রামে ২০ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক // কুমিল্লার চৌদ্দগ্রাম থানার এস আই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে অভিযান চালিয়ে পৌরসভার বীরচন্দ্রনগর এলাকা থেকে মাদক পাচারের সময় ওই গ্রামের মৃত ফটিক মিয়ার ছেলে আবদুল মন্নান (৩৫) কে বস্তা ভর্তি ২০ কেজি গাঁজাসহ আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রামে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ আটক-২চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ পৃথক পৃথক অভ...
14/02/2023

চৌদ্দগ্রামে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ আটক-২

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিল, ৩৩ বোতল ভারতীয় মদ ও ২১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো: পৌরসভার বৈদ্দেরখীল গ্রামের হাফিজুর রহমানের ছেলে কামাল উদ্দিন (৪০), নাটাপাড়া গ্রামের শাহিন মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৮)। আটককৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে চৌদ্দগ্রাম থানার এসআই জাহিদ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার বৈদ্দেরখীল গ্রামে মৃত হাফিজুর রহমানের ছেলে কামাল উদ্দিনকে তার বাড়ির সামনে থেকে মাদক বিক্রির সময় ২১ পিস ইয়াবাসহ আটক করে।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর ইউনিয়নের চকলক্ষ্মীপুর এলকায় এসআই উগ্যজাই মারমার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ইমাম হোসেন (ইমন) পালিয়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি প্লাস্টিকের বস্তায় মোট ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ বিষয়ে উজিরপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের আবু তাহের এর ছেলে ইমাম হোসেন প্রকাশ ইমন (২৭) কে পলাতক আসামী করে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে সোমবার গভীর রাতে চৌদ্দগ্রাম থানার এসআই আলী আশরাফ জুয়েলের নেতৃত্বে পৌর এলাকার নাটাপাড়া গ্রামে অভিযান চালিয়ে বস্তাভর্তি ব্লেক ডগ ৬ বোতল,ষ্টার লিন্ক ৬ বোতল,ম্যাজিক মোমেন্ট ২১ বোতলসহ মোট ৩৩ বোতল ভারতীয় মদসহ ওই গ্রামের শাহিন মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়। পরে মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

এইচএসসি পরীক্ষায়চৌদ্দগ্রাম মডেল কলেজে শত়ভাগ পাশের গৌরব অর্জননিজস্ব    প্রতিবেদক  //চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী মডেল কলেজের ...
12/02/2023

এইচএসসি পরীক্ষায়
চৌদ্দগ্রাম মডেল কলেজে শত়ভাগ পাশের গৌরব অর্জন
নিজস্ব প্রতিবেদক //
চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী মডেল কলেজের ছাত্র-ছাত্রীরা এ বছর এইচএসসিতে শতভাগ পাশ করে শীর্ষস্থান অর্জন করেছে । কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিনে এইচএসসি পরীক্ষায় চৌদ্দগ্রাম মডেল কলেজ থেকে ৪৩ জন শিক্ষার্থী অংশ করেন। ফলাফলে ৪ টি জিপিএ -৫ সহ শতভাগ পাশ করার গৌরব অর্জন করেছে।
ফলাফল ঘোষনার পর থেকেই মডেল কলেজের সবুজ চত্বরে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মধ্যে বাঁধভাংগা আনন্দের জোয়ার বইছে। বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে ছাত্র ছাত্রী ও শিক্ষকরা তাদের অনুভূতি প্রকাশ করেছেন। গতকাল রবিবার মডেল কলেজের সবুজ চত্বরে গিয়ে দেখা গেছে, চার দিন ধরেই চলছে তাদের এ আনন্দ অনুষ্ঠান ।
চৌদ্দগ্রাম মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ টিপু সুলতান মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে বলেন,পরীক্ষার্থী ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় শতভাগ পাশ করার গৌরব অর্জন করেছে। চৌদ্দগ্রাম মডেল কলেজের ছাত্র ছাত্রীদের পাঠ্যবইয়ের ওপরই শিক্ষা দেওয়া হয়না।আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য মানবিক শিক্ষা,সামাজিকউন্নয়ন,খেলাধুলা,কঠোর নিয়মে শৃংখলাও সাংস্কৃতিক চর্চার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
মডেল কলেজের সভাপতি এনামূল হক খন্দকার বলেন,শিক্ষকদের হোম ভিজিট ও মনিটরিং ব্যবস্হার মাধ্যমে পরীক্ষায় শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। এই প্রতিষ্ঠানের ভালো ফলাফলের ধারা অক্ষুন্ন থাকে এবং এ প্রতিষ্ঠানের সুনাম আগামী দিনগুলোতে দেশ-বিদেশে আরো বেশি করে ছড়িয়ে পড়ে,এই লক্ষ্য নিয়ে তারা কাজ করে যাচ্ছেন।

বাংলা      ভাষা   """""""""''''''''"""""""""""""""""""""""""""""""""""""""ভিন্ন ভাষা খাইলো চুষে, বাংলা ভাষার মৌ,আম্মা থে...
12/02/2023

বাংলা ভাষা
"""""""""''''''''"""""""""""""""""""""""""""""""""""""""
ভিন্ন ভাষা খাইলো চুষে, বাংলা ভাষার মৌ,
আম্মা থেকে মাম্মি হলো ওয়াইফ হয়েছে বউ।

পাখা শব্দ ধীরে ধীরে হয়ে গেল ফ্যান,
একশো হলো হান্ড্রেড আর দশ হয়েছে টেন।

দুঃখিত শব্দটা মরে গেল সরি'র চাপে পড়ে,
থ্যাঙ্ক ইউ টা বসলে চেপে ধন্যবাদের ঘাড়ে।

শিক্ষাগুরু টিচার হলো, বিদ্যালয় স্কুল,
নর সুন্দরের সাইনবোর্ডে হেয়ার হলো চুল।

পাঠানো বা প্রেরণ শব্দ হয়ে গেল সেন্ট,
বন্ধু বান্ধব ‌দোস্তরা সব হয়ে গেল ফ্রেন্ড।

অংশ শব্দ ধ্বংস হয়ে
হয়ে গেল পার্টস,
শুশ্রু সেবা প্রদানকারি সেবিকারা এখন নার্স।

সঠিক শব্দ রাইট হলো আর ভুলটা হলো রং,
শক্তিশালী শব্দটা আজ হয়ে গেল স্ট্রং।

ভাষার পথের প্যাচালী তে রাস্তা হলো রোড,
চাকরি-বাকরি জব হলো আর খাবার হল ফুড।

বিজ্ঞাপনে সাবান শব্দ হলো বিউটি সোপ,
যাতায়াত টা জার্নি হলো স্টপ হয়েছে চুপ।

ভ্রমণ শব্দ ট্যুর হলো আর জুতো হলো শু,
মোবাইল ফোনে এক দুইয়েরা হইল ওয়ান- টু।

বাঙালির ভাত রাইস হয়েছে দাম হয়েছে প্রাইচ,
প্রেসক্রিপশনে ইংরেজিতেই হইলো আমার নাম।

বই বিতানের নাম করনে বই হয়েছে বুক,
চালক থেকে ড্রাইভার হলো হাজার হাজার লোক।

এই হলো আজ ভাষার প্রতি বাঙ্গালীদের টান,
কথায় কথায় সবার মুখে ভিন্ন ভাষার গান।

ভাষার প্রতি আমরা আজি এতই উদাসীন,
নিজের ভাষা রেখে করি অন্য ভাষায় ঋণ।

মায়ের ভাষা ভাসিয়ে দিয়ে সাত সাগরের জলে,
গর্ব করে ভিন্ন ভাষায় যাচ্ছি কথা বলে।

যে ভাষার জন্যে শহীদরা বিলিয়ে দিল প্রাণ,
সে ভাষার ব্যবহার কমিয়ে দেওয়া বড়ই বেমানান।

ভাষার প্রতি শ্রদ্ধা রেখে আসুন করি পণ,
মায়ের ভাষায় করবো মোরা সকল আলাপন।

সংগৃহীত

চৌদ্দগ্রামে দিবারাত্রি  মাটি কেটে বনভুমি উজাড় করে দিচ্ছে কয়েকটি চক্রচৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতাকুমিল্লার চৌদ্দগ্রামে...
11/02/2023

চৌদ্দগ্রামে দিবারাত্রি মাটি কেটে বনভুমি উজাড় করে দিচ্ছে কয়েকটি চক্র
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রামে কয়েকটি এলাকায় বনবিভাগের জায়গা ও ভারতীয় সীমান্তের জিরো পয়েন্টে মাটি কেটে অবাধে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। নির্বিচারে কাটছে বনাঞ্চল ও ফসলি জমি। উপজেলা প্রশাসন থেকে মাত্র কয়েক কিলোমিটারের ব্যবধানে ৩০-৩৫ টি স্পটে অবাধে মাটি কাটার উৎসব চলছে। সরকারের আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের অজুহাতে বনাঞ্চল ও ভারতীয় সীমান্তের জিরো পয়েন্ট থেকে মাটি কাটা হচ্ছে বলে স্হানীয়রা জানায়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর সীমান্তের জিরো পয়েন্টের পিলারের নিকট থেকে সরকারের আশ্রয়ণ প্রকল্পে মাটি ভরাটের অজুহাত দেখিয়ে সকাল থেকে সন্দ্ব্যা পর্যন্ত এসকেভেটর মেসিনের সাহায্যে ট্রাক ভর্তি করে দেদারছে মাটি বিক্রি করছে । সীমান্তের জিরো পয়েন্ট থেকে ভেকু দিয়ে মাটি কাটার অনুমতির বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক মাটি কাটা গ্রুপের এক ব্যক্তি বলেন, আশ্রয়ণ প্রকল্পের মাটি ভরাটের জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মাটি কাটা হচ্ছে। বিজিবি আনন্দপুর সীমান্ত বিওপি কমান্ডার হাবিলদার সাদেক বলেন, ইউএনও স্যারের নির্দেশনায় সরকারি কাজে মাটি কাটা হচ্ছে। এক গাড়ি মাটি বিক্রি করছে ২৫০০- ৩০০০ হাজার টাকা। এখান থেকে প্রতিদিন ২০ - ২৫ টি ড্রামট্রাক যোগে সকাল থেকে সন্দ্ব্যা পর্যন্ত মাটি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। অপরদিকে উপজেলার আলকরা ইউনিয়নে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে অবাধে মাটি কেটে ব্রিকফিল্ডে নিয়ে যাচ্ছে। এ যেন যেমন খুশি তেমন সাজো অবস্হা।
উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সীমান্ত ঘেঁষা মতিয়াতলি এলাকার বিশাল বনাঞ্চল কেটে মাটি বিক্রি করে বন বিভাগের যায়গা সাবাড় করে দিচ্ছে স্হানীয় প্রভাবশালী মহল। গণমাধ্যম কর্মীদের চাপের মুখে
অতিসম্প্রতি নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন ওই স্হান থেকে দুটি ভেকু জব্দ করে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে ব্যবস্হা গ্রহণ করার নির্দেশনা থাকলেও বিষয়টি বাস্তবায়নে সুর্যের আলো দেখেনি। অদ্য শনিবার রাত আনুমানিক সাড়ে ৮ টায় চৌদ্দগ্রাম বাজার থেকে বাড়ি ফেরার সময় ওয়াফদা রোডে মাটি বোঝাই করা ট্রাকের লাইনের কারনে যানজট সৃষ্টি হয়। এতে রাতের বেলায় বাড়ি ফেরার সময় বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

চৌদ্দগ্রামের রাতের চিত্র

11/02/2023
১০ দফা দাবি বাস্তবায়নে ইউনিয়ন পদযাত্রা সফল করার লক্ষ্যেচৌদ্দগ্রামে বিএনপির প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ নিজস্ব    প্রতিব...
11/02/2023

১০ দফা দাবি বাস্তবায়নে ইউনিয়ন পদযাত্রা সফল করার লক্ষ্যে
চৌদ্দগ্রামে বিএনপির প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক //
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবি সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চৌদ্দগ্রাম উপজেলার সকল ইউনিয়নে বিএনপির ‘পদযাত্রা’ উপলক্ষে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামরুল হুদা।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক এয়াছিন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আতিকুল হক, পৌর বিএনপির সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী, উপজেলা শ্রমিকদলের সভাপতি গাজী আবু বক্কর ছিদ্দিক, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম, উপজেলা তাঁতীদলের সভাপতি হাজী ইব্রাহিম খলিল, উপজেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম দুলাল, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মেম্বার, শিক্ষা বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিতু, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আলী আহমেদ, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবুল কালাম সওদাগর, পৌরসভা যুবদলের আহবায়ক মোঃ হাসান। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন ও সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাশিনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দলিলুর রহমান, উজিরপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এমজি শাহ আলম পিন্টু, কালিকাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ মীর আহম্মেদ মজুমদার, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবিব, শুভপুর ইউনিয়ন উত্তর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান, ঘোলপাশা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক ইউসুফ মজুমদার, সদস্য সচিব জালাল মোল্লা, কনকাপৈত ইউনিয়ন বিএনপির আহবায়ক নিজাম উদ্দিন মিয়াজী, বাতিসা ইউনিয়ন বিএনপির আহবায়ক হাবিব উল্যাহ, যুগ্ম আহবায়ক আবদুর রহিম ভুঁইয়া জসিম, আজাদ পলোয়ান হিরণ, চিওড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, গুণবতী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শাহজাহান মিয়া, জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শহীদুল্লাহ খোকন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়নের ফরিদ উদ্দিন, এস এম রব মজুমদার, নুর হোসেন, মামুন মজুমদার, হুমায়ন কবির চৌধুরী, উজিরপুর ইউনিয়নের নুর মোহাম্মদ, মনির হোসেন, জালাল আহম্মেদ মজুমদার, শহীদুল ইসলাম, আমির হোসেন, হানিফ মিয়া, শুভপুর ইউনিয়ন দক্ষিণের সেলিম মুহুরী, রিপন মিয়া, মোঃ সেলিম, ঘোলপাশা ইউনিয়নের অধ্যাপক মোস্তফা কামাল, ওমর ফারুক, রিয়াজ উদ্দিন, সাইফুল ইসলাম, মুন্সিরহাট ইউনিয়নের মাওলানা জিয়াউর রহমান, মাহবুবুর রহমান, ফরিদ উদ্দিন, কাজী শাহ আলম, কাজী রিপন, জসিম উদ্দিন, কামাল উদ্দিন, মোঃ ইয়াকুব, জাফর আহম্মেদ, কনকাপৈত ইউনিয়নের মোঃ ইয়াসিন মোল্লা, আমান উল্যাহ, খালেদ সাইফুল্লাহ বাচ্চু, আবুল কাশেম, বাতিসা ইউনিয়নের শাহাদাত হোসেন, সুমন আহমেদ, কামরুল ইসলাম, আবদুর রহমান, আনোয়ার হোসেন ডেভিড, মোঃ মাসুম, মোঃ রানা, তাফসিন, চিওড়া ইউনিয়নের আশিক চৌধুরী, গুণবতী ইউনিয়নের সফিকুর রহমান স্বপন, নাসির ভুঁইয়া ও জামাল খন্দকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

চৌদ্দগ্রামে একরাম হত্যামামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তারনিজস্ব   প্রতিবেদক  //কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর ...
10/02/2023

চৌদ্দগ্রামে একরাম হত্যামামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক //
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকার নোয়াপাড়ায় তুচ্ছ ঘটনায় একরাম হোসেন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে একই গ্রামের সামছু মিয়ার পুত্র। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
জানা গেছে, ২০১৫ সালে লুডু খেলা নিয়ে তুচ্ছ ঘটনার জের ধরে একরাম হোসেনকে কুপিয়ে হত্যা করে হেলালসহ কয়েকজন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা ও ১০ হাজার টাকা অর্থদন্ডের রায় ঘোষণা করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার রাতে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম রাজধানীর হাতিরঝিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

দোকানে ভিতরে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক ১নিজস্ব   প্রতিবেদক //কুমিল্লার চৌদ্দগ্রামে নয় বছর বয়সী এক শিশুকে দোকা...
10/02/2023

দোকানে ভিতরে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক ১
নিজস্ব প্রতিবেদক //
কুমিল্লার চৌদ্দগ্রামে নয় বছর বয়সী এক শিশুকে দোকানের ভিতরে ধর্ষণ চেষ্টার অভিযোগে কবির হোসেন(৫০) নামে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কবির হোসেন উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রামের মৃত আলী আশরাফের পুত্র। তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
স্থানীয় সূত্র ও থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, শিশুটি সোমবার বিকেলে কবির হোসেনের মুদি দোকানে চিপস্ আনতে যায়। এ সময় দোকানে অন্য কেউ না থাকায় সুযোগবুঝে কবির হোসেন শিশুটিকে পিছনের রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। কিছুক্ষণ পর কবির হোসেন শিশুটিকে কাউকে কিছু না বলার হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। রাতে শিশুটির পায়ুপথে ব্যথা করলে মাকে বিষয়টি জানায়। পরদিন মঙ্গলবার স্থানীয় ডাক্তারের মাধ্যমে শিশুটির চিকিৎসা করানো হয়। পরে শিশুটির আত্মীয় স্বজনকে জানালে বৃহস্পতিবার বিকেলে কবির হোসেনকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়।

কুমিল্লা জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ নিজস্ব   প্রতিবেদক  //কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে বার্ষিক ক্রীড়া ...
10/02/2023

কুমিল্লা জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩

নিজস্ব প্রতিবেদক //
কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় কুমিল্লার পুলিশ লাইন্স মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে এবং মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বাংলাদেশ পুলিশের আইজিপি।
ক্কুমিল্লা জেলার সকল থানার পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নেয়। এছাড়াও ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, বালিশ প্রতিযোগীতা, হাড়ি ভাঙ্গা সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতায় অংশ নেয় জেলা পুলিশ সদস্যরা। অনুষ্ঠানে বিশেষ আকর্ষন হিসেবে সাপের খেলা, বানর নাচ ও বায়স্কোপ দেখানো হয়। এছাড়াও আগত অতিথিদের জন্য বিভিন্ন ধরণের খাবারের স্টল বসিয়ে আপ্যায়ন করানো হয়।
ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, কুমিল্লার সাথে আমার আবেগ জড়িত। ১৯৯১ সালে আমার কর্মজীবন শুরু হয় কুমিল্লা থেকে। ছয় মাস কুমিল্লার দাউদকান্দি থানায় কাজ করার সুযোগ পেয়েছিলাম এবং এখন কুমিল্লায় এসে খুব ভালো লাগছে।
জঙ্গীবাদের প্রসঙ্গে আইজিপি বলেন, বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি অনুযায়ী যে কোনো ধরণের জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে। জঙ্গিরা কোনো পদক্ষেপ নেয়ার আগেই, আমরা তা দমন করে ফেলি। আমাদের গোয়েন্দা তৎফরতা সর্বদা অব্যাহত আছে।
তিনি আরো বলেন, আগামী সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো নিজস্ব কর্মসূচি পালন করছে। কিন্তু, আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর কোনো চেষ্টা করা হলে আমরা এর মোকাবিলা করবো। যেকোনো ধরণের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করার সামর্থ্য আমাদের আছে। অতীত অভিজ্ঞতা, অর্জিত সক্ষমতা ও দক্ষতা দিয়ে আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে বাংলাদেশ পুলিশ প্রস্তুত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার), কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ, চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলায় কর্মরত পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তা, কুমিল্লার সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের সদস্যগণ।

08/02/2023
08/02/2023

এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন

২০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় সারাদেশে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছেলে শিক্ষার্থী ৮০ হাজার ৫৬১ জন ও নারী শিক্ষার্থী ৯৫ হাজার ৭২১ জন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের চামেলী হলে শেখ হাসিনার হাতে এ ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রাপ্ত ফলে ঢাকা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৩, জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন। রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৫৯ এবং জিপিএ-৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন। এ ছাড়া বরিশাল বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৯৫ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৩৮৬ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭, জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন, দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ০৬, জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৮৩০ জন। সিলেট বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৪০, জিপিএ-৫ পেয়েছেন ৫৪ হাজার ৮৭১ জন। চট্টগ্রামে পাসের হার ৭৮ দশমিক ৭৬, জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৬৭০ জন। ময়মনসিংহে পাসের হার ৭৭ দশমিক ৩ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ১৭৯ জন। যশোরে পাসের হার ৮৩ দশমিক ৯, জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৭০৬ জন।

08/02/2023

চৌদ্দগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামী আটক

নিজস্ব প্রতিবেদক //
কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ ক্ষমতা আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো: হাছান সালাম (৫২) নামে এক আসামীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার বাতিসা ইউনিয়নের পাড়াগ্রামের আব্দুস সালামের ছেলে। বুধবার (৮ ফেব্রæয়ারি) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ওয়ারেন্ট ও সাজা তামিলের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানার এসআই আলী আশরাফ জুয়েলের নেতৃত্বে এএসআই এমরান ভূঁইয়া ও কনস্টেবল শাহিনসহ সঙ্গীয় ফোর্স আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা র‌্যাব-০৩ এর সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে হাছান সালামকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানাসহ দেশের বিভিন্ন থানা ও আদালতে চেক প্রতারণাসহ কয়েকটি মামলায় সাজা ও ওয়ারেন্ট রয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার এসআই আলী আশরাফ জুয়েল বলেন, ‘মঙ্গলবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর তেজগাঁও থেকে যাবজ্জীবন সাজাসহ আরো ৩টি মামলায় ওয়ারেন্টভুক্ত হাছান সালাম নামে এক আসামীকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।’

06/02/2023

৫ কেজি গাজাসহ এক চিন্হিত মাদক ব্যবসায়ী আটক শেষে জেল হাজতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক //
চৌদ্দগ্রাম থানা পুলিশের উপ পরিদর্শক উগ্যজাই মারমা সংগীয় ফোর্সসহ ৫ ফেব্রুয়ারী সন্দ্যা আনুমানিক ৭টায় থানা এলাকায় মাদকদ্রব্য উদ্বার,গ্রেফতারী পরোয়ানা তামিল ও আইন শৃঙ্খলা নিরাপত্তা ডিউটি করছিলেন। এ সময়ে মুন্সিরহাট এলাকায় অবস্হান কালে গোপন সংবাদের ভিত্তিতে শুভপুর ইউনিয়নের বাঘার পুস্কুরনী গ্রামের মোস্তফা মিয়ার ঘরের সামনে মাটির রাস্তার উপর এক ব্যক্তি অবৈধ ভাবে মাদকদ্রব্য পাচারের উদ্দেশ্যে অটোরিকশাার জন্য অপেক্ষা কালীন সময়ে শুভপুর ইউনিয়নের ফকিরহাট গ্রামের ডাক্তার বাড়ির আলী আশ্রাফের ছেলে মোঃ তোহিদুল ইসলাম(২২) এর নিকট থেকে একটি বস্তায় রক্ষিত এক পোটলায় তিন কেজি অপর পোটলায় দুই কেজিসহ মোট ৫ কেজি গাজা উদ্বার পুর্বক আটক করা হয।

বিষযটি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন,এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সরনির ১৯ (ক) ধারায় থানায মামলা দায়ের করা হয়েছে।মামলা নং ২৪৩। ৬ ৬ ৬ ফেব্রুয়ারী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

চৌদ্দগ্রামে সাংস্কৃতিক কেন্দ্র নবধারা’র  শুভ উদ্বোধননিজস্ব  প্রতিবেদক  //   কুমিল্লার চৌদ্দগ্রামে নান্দনিক শিল্পচর্চা ও ...
02/02/2023

চৌদ্দগ্রামে সাংস্কৃতিক কেন্দ্র নবধারা’র শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক // কুমিল্লার চৌদ্দগ্রামে নান্দনিক শিল্পচর্চা ও সাংস্কৃতিক কেন্দ্র ‘নবধারা’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম বাজারস্থ এনআরবিসি ব্যাংক ভবনের চতুর্থ তলায় নবধারা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। ‘নবধারা’র সভাপতি একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক মোল্লা বাবলু, এনআরবিসি ব্যাংক চৌদ্দগ্রাম শাখার ম্যানেজার সাজ্জাদ হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নবধারার প্রশিক্ষক, শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ।

01/02/2023

কর্জ টাকা পরিশোধ করতে অটো চালককে চুরিকাঘাত করে হত্যা করেছে ড্রামট্রাক চালক শাকিল,
অবশেষে পুলিশের হাতে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক //
অন্তঃস্বত্তা স্ত্রীকে ডাক্তার দেখাতে ৫ হাজার টাকা প্রতিবেশী থেকে দার করেন প্রবাস ফেরৎ ড্রামট্রাক চালক খাইরুল আলম শাকিল। সে টাকা পরিশোধের জন্য পাওনাদার চাপ দিচ্ছিল তাকে। টাকা পরিশোধ করতে হত্যার মতো পথ বেছে নেয় সে। পরিকল্পনা মোতাবেক ১৮ জানুয়ারি বুধবার চৌদ্দগ্রামের মুন্সিরহাট বাজারে ঘুরাফেরা করতে থাকে শাকিল। টার্গেট করে অটোরিকশা ও সিএনজি চালকদের। সেই টার্গেটের পড়ে যায় অটোরিকশা চালক মোঃ রাসেদ মিয়া(১৮)। কৌশল করে শাকিল অটোরিকশা চালক রাসেদকে ২ শত ৭০ টাকা ভাড়া করে পরিকল্পনা মোতাবেক উপজেলার উজিরপুর ইউনিয়নের বোয়ালজুড়ি খালের পাড়ে নিয়ে যায়। সেখানে একটি ছুরির ভয় দেখিয়ে অটোরিকশা চালক রাসেদ মিয়ার থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ব্যর্থ হয়ে তাকে ছুরিকাঘাত করে। আহত রাসেদ চিৎকার করলে শাকিল ভয়ে পালিয়ে বাড়ি ফিরে আসে। অতিরিক্ত রক্তক্ষরণে ধান ক্ষেতেই মারা যায় অটোরিকশা চালক রাসেদ মিয়া। পরদিন বৃহস্পতিবার লোক মুখে খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ অজ্ঞাতনামা হিসেবে লাশটি উদ্ধার করে। রাস্তার উপরে পড়ে ছিল তার অটোরিকশাটি। পরবর্তীতে পরিচয় শনাক্ত করে জানা যায়, নিহত রাসেদ মিয়া উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মশিউর রহমানের ছেলে। ওই রাতেই তার বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরবর্তীতে পুলিশ তথ্য প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজের সহায়তায় উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে খাইরুল আলম শাকিলকে ৩১ জানুয়ারি মঙ্গলবার গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে শাকিল জানায়, সে এক সময় দুবাই প্রবাসী ছিল। সেখান থেকে ফেরত এসে বিয়ে করে। পাশাপাশি একটি ইটভাটার ড্রাম ট্রাকের চালক হিসেবে কাজ করছিলো। তার স্ত্রী সন্তান সম্ভাবা হওয়ায় ডাক্তার দেখানোর জন্য প্রতিবেশি থেকে ৫ হাজার টাকা হাওলাত করে। পাওনাদার তাকে টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করলে সে পরিশোধে ব্যর্থ হয়ে ১৮ জানুয়ারি মুন্সিরহাট বাজারে গিয়ে বিভিন্ন সিএনজি ও অটোরিকশা চালকদেরকে টার্গেট করে। এরমধ্যে সে লক্ষ্য করে অটোরিকশা চালক রাসেদ মিয়া যাত্রীর ভাড়া নিতে গিয়ে টাকা লেনদেন করার সময় তার নিকট কিছু ৫’শ টাকার নোট দেখতে পায়।এতে তার ভিতরে লোভ সৃষ্টি হলে সে কৌশল করে অটো রিকশা চালক রাসেদ কে সুয়াগাজী বাজার পর্যন্ত ২৭০টায় রিজার্ভ করে। পরিকল্পনা মোতাবেক ঘটনাস্থলে যাওয়ার পুর্বে উজিরপুর এলাকার বোয়ালজুরি নির্জন খালের পাড়ে নিয়ে উপর্যুপরি চুরিকাঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে ঘটনার রহস্য জানাতে গিয়ে বুধবার দুপুরে চৌদ্দগ্রাম থানায় সংবাদ সম্মেলনের আয়োজন করে সিনিয়র সহকারী পুলিশ সুপার চৌদ্দগ্রাম সার্কেল জাহিদুল ইসলাম সাংবাদিকদের সামনে তথ্যটি উপস্থাপন করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, পরিদর্শক তদন্ত রাজিব চক্রবর্তী, মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক মেহেদী হাসান।

শোক    সংবাদ   শোক  সংবাদ""""" """"""""""""""""""""""""""''"""''''"""""""""""''''                                     ষ্...
31/01/2023

শোক সংবাদ শোক সংবাদ
""""" """"""""""""""""""""""""""''"""''''"""""""""""''''

ষ্টার লাইন পরিবহনের যাত্রীবাহী বাসের ড্রাইভার,চৌদ্দগ্রাম পৌর এলাকার দুই নং ওয়ার্ড কমলপুর গ্রামের গাজী মাতাবুল ইসলাম গত রাত ১২.২০ মিনিটের সময় অসুস্হজনিত অবস্হায় শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মরহুমের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

চৌদ্দগ্রাম আজ উন্নয়নের রোল মডেল হিসেবে সারা দেশে পরিচিত মুজিবুল হক এম পিনিউজ ডেস্ক //কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের স...
28/01/2023

চৌদ্দগ্রাম আজ উন্নয়নের রোল মডেল হিসেবে সারা দেশে পরিচিত
মুজিবুল হক এম পি
নিউজ ডেস্ক //
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি বলেন,শেখ হাসিনার নেতৃত্বে আজ ডিজিটাল বাংলাদেশে রূপান্তর হয়েছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন, তিনি তা বাস্তবে রূপান্তর করেন। সারা বিশ্বের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সি প্রশংসা করছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে সাতবার দলীয় মনোনয়ন দিয়েছেন। আগামী নির্বাচনেও নেত্রী আবারো আমাকেই মনোনয়ন দিবেন।আমি চৌদ্দগ্রামের উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করেছি । সারা দেশে চৌদ্দগ্রাম উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে । এখনো চৌদ্দগ্রামের শতভাগ কাজ শেষ করতে পারিনি । কথা দিচ্ছি আগামী এক বছরের মধ্যে চৌদ্দগ্রামের অসমাপ্ত গুরুত্বপূর্ণ কাজ শেষ করে দিবো।
তিনি গতকাল শনিবার উপজেলার চিওড়া বেগম ফয়েজুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় চিওড়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিনিধিদের পরিচিত সভা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
চিওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌরসভার মেয়র জি এম মীর হোসেন মীরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহমেদ মিয়াজী, জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল ( ভার্ড কামাল) , উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ আবু তাহের, কেন্দ্রীয় প্রজম্ম লীগের সভাপতি ইসহাক খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদ হোসেন টিপু, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মাহাবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ খোকন,চিওড়া ইউপির সাবেক চেয়ারম্যান একরামুল হক,কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, উজিরপুর ইউপি চেয়ারম্যান নঈমুর রহমান মজুমদার মাসুম, বাতিসা ইউপি চেয়ারম্যান ফখরুল আলম ফরহাদ, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান একে খোকন, জগন্নাথদিঘী ইউপি চেয়ারম্যান জানে আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মুরাদ, রফিকুল ইসলাম, কামরুল আলম মোল্লা,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরদার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আরস মজুমদার, চিওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব খোন্দকার লিটন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ প্রমূখ।
পরে মুজিবুল হক এমপি চৌদ্দগ্রাম বাজারস্থ পাঁচ তলা পৌর এসি মার্কেট নির্মান কাজ পরিদর্শন করেন।এসময় পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট তমালিকা পাল চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির ...
28/01/2023

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট তমালিকা পাল চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে ২টি মামলায় ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড আরোপ শেষে আদায় করা হয়েছে।

27/01/2023

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চিওড়ার স্বপনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের চরপাড়া হাজী বাড়ির রেমিট্যান্স যোদ্ধা মোঃ ইউনুছ স্বপন ২৫ জানুয়ারি রাতে সৌদি আরবের আল বাহাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু কালে তিনি দেশের বাড়িতে বৃদ্ধ মা, স্ত্রী,২ছেলে,১মেয়ে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।

নিহত যুবক স্বপন চরপাড়া গ্রামের মরহুম জিতু মিয়ার কনিষ্ঠ ছেলে। বিগত দুই বছর আগে সংসারের অভাব গোছাতে আশা ও স্বপ্ন নিয়ে সৌদি আরব গমন করেছেন স্বপন। বিদেশের কষ্টার্জিত টাকায় ছেলে মেয়েদের পড়া লেখা সহ কোনরকম অভাবের সংসার চলে আসছিলো। মর্মান্তিক দুর্ঘটনায় স্বপনের মৃত্যুতে সকল আশা ও স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায়। স্বপনের মৃত্যুর সংবাদ দেশে পৌঁছলে তাঁর স্ত্রী সন্তান ও স্বজনদের গগন বিদারী কান্না ও আহাজারিতে এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

স্বপনের স্বপ্ন পূরণ হলো না। শোকসন্তপ্ত পরিবারটিকে শান্তনা জানানোর ভাষা আমাদের জানা নেই । মহান রাব্বুল আলামীন তাদেরকে শোক সহ্য করার ক্ষমতা দান করুক।

আমরা মরহুম স্বপনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামিন স্বপনকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আমিন।

চৌদ্দগ্রামে চারদিন ব্যাপী ১৬ প্রহর মহানামযজ্ঞ উংসব পালিত হচ্ছেনিজস্ব  প্রতিবেদক //কুমিল্লা চৌদ্দগ্রামের চান্দিশকরা মহাশ্...
26/01/2023

চৌদ্দগ্রামে চারদিন ব্যাপী ১৬ প্রহর মহানামযজ্ঞ উংসব পালিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক //
কুমিল্লা চৌদ্দগ্রামের চান্দিশকরা মহাশ্মশান ও মহাদেব মন্দিরে শীতলা কালী পুজা,শ্মশান কালী পুজা ও রক্ষা কালী পুজার মাধ্যমে চারদিন ব্যাপী ১৬ প্রহর মহানামযজ্ঞ উংসব পালিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টা থেকে চারদিন ব্যাপী ষোল প্রহর মহানামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। উক্ত অনুষ্ঠানে স্ববান্দবে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন, মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সেবাইত রূপম সেন গুপ্ত।
অনুষ্ঠানে নামসুধা পরিবেশন করবেন,
স্হানীয় কৃষ্ণ সম্প্রদায়,
চৌমুহনী থেকে আগত সমাধী আশ্রম সম্প্রদায়,
কোম্পানীগঞ্জ থেকে আগত ব্রজ গোপাল সম্প্রদায়,
পটুয়াখালী থেকে আগত সন্ধ্যা রাণী সম্প্রদায় এবং রামগঞ্জ থেকে আগত রাম কৃষ্ণ সম্প্রদায়।

চৌদ্দগ্রামে তিন পরিবহনের সংঘর্ষে ছিটকে পড়ে ট্রাক হেলপার নিহতনিজস্ব  প্রতিবেদক // কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় রাক...
26/01/2023

চৌদ্দগ্রামে তিন পরিবহনের সংঘর্ষে ছিটকে পড়ে ট্রাক হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক // কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় রাকিব হোসেন (১৮) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছে। নিহত রাকিব চট্টগ্রামের খুলশী থানার সেগুনবাগান এলাকার আরমান হোসেনের ছেলে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় অপর একটি ট্রাক। এরপরই সেটির পেছনে ধাক্কা দেয় অপর আরেকটি কাভার্ট ভ্যান। এ সময় সজোরে ধাক্কা লাগায় দরজা খুলে ছিটকে পড়ে যান সামনের ট্রাকের হেলপার রাকিব। ঘটনাস্থলেই সে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার এসআই মোহাম্মদ কাউসার মিয়া বলেন,আমানগন্ডা এলাকায় সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

নিখোঁজ সংবাদগতকাল সকাল দশটায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের কেছকিমুড়া গ্রামের মো,শামসুল হকের ছেলে মেহ...
21/01/2023

নিখোঁজ সংবাদ
গতকাল সকাল দশটায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের কেছকিমুড়া গ্রামের মো,শামসুল হকের ছেলে মেহেদী, বয়স ১৪, একই গ্রামের হাফিজিয়া মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।

যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন। দয়া করে নিচের নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ রইলো।

মোবাইল- +8801631091913 মোবারক হোসেন রিপাত

♣♣♣ নিখোঁজ সংবাদ♣♣♣লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের মগের কলমিয়া গ্রামের মাষ্টার অহিদুর রহমানের নাতি, রেজাউল করিম পাভ...
21/01/2023

♣♣♣ নিখোঁজ সংবাদ♣♣♣

লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের মগের কলমিয়া গ্রামের মাষ্টার অহিদুর রহমানের নাতি, রেজাউল করিম পাভেলের ছেলে মোঃ তাহসিন করিম সুপ্ত শনিবার (২১ জানুয়ারি) বিকাল অনুমান সাড়ে তিনটায় দাউদকান্দির গৌরিপুর হাফেজী মাদরাসা থেকে নিখোঁজ হয়েছে। নিখোঁজের সময় তার পরনে ছিল পায়জামা ও পাঞ্জাবি। ছেলেটির গায়ের রং শ্যামলা, হালকাপাতলা গড়ন, উচ্চতাঃ ৪ ফুট, বয়স ১২ বছর।

যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে উল্লেখিত ঠিকানায় অথবা মাষ্টার অহিদুর রহমান (দাদার) মোবাইল নাম্বারে (01711131578) জানাতে বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

চৌদ্দগ্রামে এশিয়ান টেলিভিশন এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিতনিজস্ব   প্রতিবেদক  //কুমিল্লার চৌদ্দগ্রামে আলোচনা সভা ও কেক কেটে...
18/01/2023

চৌদ্দগ্রামে এশিয়ান টেলিভিশন এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক //
কুমিল্লার চৌদ্দগ্রামে আলোচনা সভা ও কেক কেটে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ ‘হোটেল ভোজন বিলাশ’ এর হলরুমে এশিয়ান টেলিভিশন এর দশ বছর পেরিয়ে এগারো বছরে পদাপর্ণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

এশিয়ান টেলিভিশন এর চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি কামাল হোসেন নয়ন এর সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসি আক্তার দীপ্তি, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন, চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল রিপন, উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, বদিউল আলম পাটোয়ারী, কামাল হোসেন, মোশাররফ হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁ শামীম, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহাগ মোর্শেদ চৌধুরী, পৌর আ’লীগ নেতা মেহেরুল্লাহ্ কাশেম প্রমুখ।
চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি আবু বকর সুজন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মিয়াজী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, সাংবাদিক আব্দুল মান্নান, আকতারুজ্জামান, এমদাদ উল্যাহ্, বেলাল হোসাইন, মনোয়ার হোসেন, মুহা. ফখরুদ্দীন ইমন, আনিসুর রহমান, এম এ আলম, আব্দুল মমিন ভূঁইয়া মীরু, এম এ হাসান, খোরশেদ আলম, কাজী সেলিম, জহিরুল ইসলাম সুমন, মোতালেব হোসেন, ইয়াছিন ফারুক ভূঁইয়া, শরীফ ইমাম, মেহরাব অপি, শাহরিয়ার ইমন জয়, নাজমুল ইসলাম, পৌর আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, যুবলীগ নেতা আক্তার হোসেন মোল্লা রতন, ওয়ালী উল্লাহ্ পারভেজ, ছাত্রলীগ নেতা নাসির উদ্দিনসহ এলাকার গণ্যামান্য ব্যক্তিবর্গ।

12/01/2023

কুমিল্লায় পুলিশ সুপার ফুটবল ও ব্যাডমিন্টন খেলার বর্ণাঢ্য শুভ উদ্বোধন।

উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত নিজস্ব   প্রতিবেদক //  কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সম্মে...
11/01/2023

উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক // কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন ও ওয়ার্ড ছাত্রলীগের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) সকালে মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি।

উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জোনায়েদ হোসেনের সভাপতিত্বে ও যুবলীগের সেক্রেটারী শহিদুল ইসলাম রতনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ'লীগের সভাপতি আব্দুস ছোবহান ভূইয়া হাসান, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদ হোসেন টিপু, চৌদ্দগ্রাম উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, আব্দুল বারিক, কুমিল্লা জেলা পরিষদ সদস্য এমরানুল হক কামাল (ভার্ড কামাল), উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সৈয়দ আহম্মদ ভূইঁয়া খোকন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, নায়িমুর রহমান মজুমদার মাছুম, মোশারেফ হোসেন, জাফর ইকবাল, ফখরুল ইসলাম ফরহাদ, একে খোকন, গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল ইসলাম মুরাদ, উপজেলা আ'লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মেম্বার, মিয়াবাজার কলেজের সভাপতি মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ, জেলা যুবলীগ সদস্য মাহবুবুল হক মোল্লা বাবলু, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, উপজেলা কৃষকলীগের সেক্রেটারী জসিম সর্দার।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিয়া মোঃ নাছির উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম মেম্বার, উপজেলা ছাত্র লীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ, উজিরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিঞা মোহাম্মদ নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মতিউর রহমান জালাল, উজিরপুর ইউনিয়ন কৃষকলীগের সেক্রেটারী মীর মিজান, উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম, সাবেক সভাপতি হাসান আজিজ, সাবেক সেক্রেটারি মাহবুবুল হক প্রমুখ।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chouddagramnews24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share