Samahar 24

Samahar 24 আসসালামু আলাইকুম
অনলাইন থেকে যেকোন ব?

22/11/2022
22/11/2020

টাইটেলঃ অনলাইন ক্লাস আলিম শ্রেনি। নুরুল আনোয়ার। মাওলানা মোঃ জাকারিয়া। পরমতলা ফাযিল মাদ্রাসা। #মুসাস

👍নিয়মিত ক্লাস গুলো পেতে পেইজে লাইক দিয়ে রাখুন ইনশাআল্লাহ।
❤️ অবিরাম ভালোবাসা সকলের প্রতি রহিল।ধন্যবাদ সবাইকে।

04/11/2020

ধর্ষণ নিয়ে আর্তনাদ। ধর্ষণের কথা ভুলে গেছেন? যারা ধর্ষণ হয়েছেন তাদের কথা স্মরন করিয়ে দেওয়ার জন্য ভিডিওটি আপলোড করলাম।শেয়ার করুন যাতে আমরা সেই ধর্ষণের কথা স্মরন রেখে সচেতন থাকতে পারি.....

আসসালামু আলাইকুম💠আজই সুধ বন্ধ করুন। 💠আপনি যদি বিকাশ একাউন্ট ব্যবহার করেন অথবা করবেন ভাবছেন তাহলে লোখাটি আপনার জন্য।🔰মাহন...
20/10/2020

আসসালামু আলাইকুম

💠আজই সুধ বন্ধ করুন।
💠আপনি যদি বিকাশ একাউন্ট ব্যবহার করেন অথবা করবেন ভাবছেন তাহলে লোখাটি আপনার জন্য।

🔰মাহন আল্লাহ ব্যবসাকে হালল করেছেন আর সুধকে হারাম করেছেন।আমরা যেই মাধ্যম থেকে সুধ গ্রহন করিনা কেন তা হারামই হবে।আমরা জানি হারাম বক্ষনকারীর ইবাদত কবুল হয়না।মহান আমারদের সৃষ্টি করেছেন তাহার ইবাদত করার জন্য। সুধ গ্রহনের ফলে যদি আমাদের ইবাদত কবুল না হয় তাহলে আমাদের জান্নাতে যাওয়ার সম্ভবনা নাই। যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে অবশ্যই শোধ বন্ধ করতে হবে।যারা সুধ গ্রহন করছেন সকলের কাছে অনুরোধ মহান আল্লাহকে ভয় করে আজই সুধ বন্ধ করুন।
🔹এবার আসি বিকাশের কথায়ঃ আমরা যানি বিকাশ আমাদের বৎসরে ৪% সুধ দেয়। আমরা যদি বিকাশ কিংবা অন্যকোন মাধ্যম থেকে সুধ গ্রহন করি তাহলেও আমাদের গুনাহগার হতে হবে।
🔸আসুন দেখি কিভাবে আমারা বিকাশের সুধ বন্ধ করব।
প্রথমে আমাদের যেতে হবে যেই ছিমটিতে বিকাশ রয়েছে সেই সিমটির ডায়াল পেইজে। তারপর সেখানে ১৬২৪৭ ডায়াল করে কল করতে হবে। তারপর ১ অথবা ২ চাপুন ( সময় থাকলে কি বলে শুনুন) তারপর ৫ চাপুন এরপর ১১ চাপুন।
যাদের বুঝতে সমস্যা হয়েছে ভিডিও ক্লিপটি দেখে আাসুনঃ
https://youtu.be/jBy51ZUXOQI

✅কপি পেষ্ট অথবা শেয়ার করে ছড়িয়ে দিন।
যাতে করে আপনার আরেক ভাই সংশোধন হতে পারে এবং আপনি সদগায়ে জারিয়ার সওয়াব পেতে পারেন।

 #মুসাস
31/08/2020

#মুসাস

আল্লাহু আকবার
20/08/2020

আল্লাহু আকবার

10/07/2020

ফতোয়া দোওয়া সোজা, পালন করা নয়ত সোজা

05/07/2020

ভাল লাগলে শেয়ার করুন

02/07/2020

আসসালামু আলাইকুম
কুরবানী নিয়ে আলোচনা নিজে জানুন অন্যকে জানাতে শেয়ার করুন

26/06/2020

টেন মিনিট স্কুলের অভ্যন্তরীণ ধরিয়ে দেয়া হচ্ছে পাশ্চাত্য অনৈতিকতা,ধর্মের নামে সমতা,ফ্রী মিক্সিং-সহ বিভিন্ন নিকৃষ্ট কার্যকলাপ।কয়দিন আগেও নারীদের লজ্জার উপকরণকে সহজিকরণ করে দেয়ার একটা ভিডিও তারা আপলোড করেছি।সে থেকেই বুঝে নিয়েছি এরা শিক্ষার নামে কুশিক্ষা ধরিয়ে দিচ্ছে এই মুসলিম মহলে।এসব নিকৃষ্ট পার্ভার্রটদের দের থেকে নিজেদের দূরত্ব বজায় রাখুন, দেশ ও জাতিকে তাদের পার্ভার্শন থেকে মুক্ত রাখুন.....

টেন মিনিট স্কুলে ক্লাস নেওয়া একজন অক্সফোর্ডে পিএইচডি করতে গেছে। আর ওখান থেকে সমকামীদের সাপোর্টে পোস্ট দিচ্ছে। তাকে আবার সাপোর্ট দিচ্ছে টেন মিনিট স্কুলের আরেক সেক্যুলার 'সাকিব বিন রশিদ'! যে কিছুদিন আগেও ইসলাম ধর্ম নিয়ে সন্দেহ লাগে বলেছিলো। এদেরকে আবার বাংলাদেশের মুসলিম মেয়েরা 'ভাইয়াএএএএ' ডেকে গলার পানি শুকিয়ে ফেলে। তাদেরকে অনুরোধ করছি এটা দেখার, কাদেরকে তারা সাপোর্ট দিচ্ছে, দুনিয়াবী ফেইমই কি সব?

সবেচেয়ে এলার্মিং বিষয় হলো তার পোস্টের লাভ রিএক্ট এবং কমেন্টে তাকে সাপোর্টকারীদের মাঝে বেশিরভাগই মুসলিম, তার মধ্যে আবার অধিকাংশ মেয়ে। 'ভাইয়া', আপনি অনেক ব্রড মাইন্ড...ব্লা, ব্লা, ব্লা বলে অনেক মুসলিম মেয়ে গদ গদ করছে পোস্টের কমেন্টে। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন।

যে কাজের জন্য আল্লাহ একটি পুরো কওমকে ধ্বংস করে দিয়েছেন, সেই কাজকে এখন মুসলিম নামধারী এসব ভাই-বোনরাও এপ্রিসিয়েট করছে! কি এক ভয়ানক বিষয়!

‘এবং আমি লূতকে প্রেরণ করেছি। যখন সে স্বীয় সম্প্রদায়কে বললঃ তোমরা কি এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি?’

‘তোমরা তো কামবশতঃ পুরুষদের কাছে গমন কর নারীদেরকে ছেড়ে। বরং তোমরা সীমা অতিক্রম করেছ।’

‘তাঁর সম্প্রদায় এ ছাড়া কোন উত্তর দিল না যে, বের করে দাও এদেরকে শহর থেকে। এরা খুব সাধু থাকতে চায়।’

‘অতঃপর আমি তাকে ও তাঁর পরিবার পরিজনকে বাঁচিয়ে দিলাম, কিন্তু তার স্ত্রী। সে তাদের মধ্যেই রয়ে গেল, যারা রয়ে গিয়েছিল। আমি তাদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করলাম।’

’অতএব, দেখ গোনাহগারদের পরিণতি কেমন হয়েছে।’

(সূরা আরাফঃ আয়াত ৮০-৮৪)

©️porda the sign of modesty

শেয়ার না করে কপি পেস্ট করে ছড়িয়ে দিন।

26/06/2020

অবশ্যই মন দিয়ে পড়বেনঃ-

#যারা খুব বেশি কুরআন তেলাওয়াত করতে পারেন না, তাদের জন্য সহজ একটি আমল:
----
(১) সুরা ইখলাস তিনবার পড়লে একবার কুরআন খতম দেওয়ার সমান সওয়াব পাওয়া যায়ঃ
নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম সুরা ইখলাস সম্পর্কে বলেছেন, “নিঃসন্দেহে এটা ক্বুরআনের এক তৃতীয়াংশের সমান।”
(সহীহ মুসলিমঃ ৮১২, তিরমিযীঃ ২৮৯৯।)

(২) সুরা ইখলাস দশবার পড়ার ফযীলতঃ
নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সুরা ইখলাস দশ বার পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরী করবেন, যে বিশ বার পড়বে তার জন্য দুইটি প্রাসাদ তৈরী করবেন, যে ত্রিশ বার পড়বে তার জন্য আল্লাহ তিনটি প্রাসাদ তৈরী করবেন।”
(দারিমীঃ ৩৪৯২, সিলসিলাহ সহীহাহঃ ৫৮৯।)

(৩) রাতের বেলা সুরা ইখলাস পড়া মুস্তাহাবঃ
নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম একবার সাহাবীদেরকে বললেন, “তোমরা কি রাতে এক তৃতীয়াংশ কুরআন পড়তে পারনা?” প্রস্তাবটি সাহাবাদের কাছে কঠিন মনে হল। তাই তাঁরা বলে উঠলেন, “হে আল্লাহর রসুল! আমাদের মধ্যে এই কাজ কে করতে পারবে?” নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম তখন বললেন, “ক্বুল হুওয়াল্লাহু আহা’দ, আল্লাহুস স্বামাদ (সুরা ইখলাস) কুরআনের এক তৃতীয়াংশের সমান।” (অর্থাৎ, এই সুরা পড়লে এক তৃতীয়াংশ কুরআন পড়ার সমান সওয়াব পাওয়া যাবে।) (সহীহ বুখারীঃ ৫০১৫, নাসায়ীঃ ৯৯৫, আবু দাউদ ১৪৬১।)

(৪) যে ব্যক্তি সুরা ইখলাসকে ভালোবাসবে, এই ভালোবাসা তাকে জান্নাতে নিয়ে যাবেঃ
এক সাহাবী এসে বললেন, “হে আল্লাহর রাসুল! আমি এই (সুরা) ক্বুল হুওয়াল্লাহু আহা’দকে ভালবাসি।” আল্লাহর রাসুল বললেন, “এই ভালবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে।”
(সহীহ বুখারীঃ ৭৭৪, তিরমিযীঃ ২৯০১, মুসনাদে আহমাদঃ ১২০২৪।)

(৫) রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন
যে ব্যক্তি একবার ‘সূরা কাফিরূন’ পড়বে তার জন্য এক চতুর্থাংশ কুরআনের সওয়াব লেখা হবে।
(তিরমিযী , হাদীস নং ২৮৯৩)
(৬) রাসূলুল্লাহ (সাঃ) আরো বলেছেন যে ব্যক্তি ঘুমানোর সময় সূরা কাফিরূন পড়বে সে শিরক থেকে মুক্তি পাবে। (সুনানে আবূ দাউদ, হাদীস নং ৫০৫৫)

(৭) সুরা বাক্বারার শেষ দুই আয়াত পড়া – ১ বার।

ঘুমানোর আগে সুরা বাক্বারার শেষ ২ আয়াত (২৮৫+২৮৬) পড়ার ফযীলতঃ

ক. রাত জেগে তাহাজ্জুদ নামায পড়ার সমান সওয়াব পাওয়া যাবে
খ. বালা-মুসিবত ও যেকোনো ক্ষতি থেকে বাঁচার জন্য যথেষ্ঠ হবে।
গ. জিন ও শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য যথেষ্ঠ হবে।
ঘ. আয়াতগুলো পড়ে শেষ “আমিন” বললে আয়াতগুলোতে যেই দুয়া আছে সেইগুলো আল্লাহ তাআ’লা কবুল করে নেন।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
“যে ব্যক্তি রাতের বেলা সুরা বাকারার শেষ দুই আয়াত পড়বে সেটা তার জন্য যথেষ্ঠ হবে”।
সহীহ বুখারিঃ ৫০১০, সহীহ মুসলিমঃ ৮০৭।
#সংগ্রহীত

ভাল লাগলে শেয়ার করেন।

25/06/2020
24/06/2020

বই হলো শ্রেষ্ট উপহার।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samahar 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share