M Abdur Rahim

M Abdur Rahim আধারে ভয় পেয়ো না,আলো আছে আড়ালে
_অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে।
(1)

সবাই দূরে ঠেলে দিলেও আল্লাহ্‌ কখনই দূরে ঠেলে দিবেন না । কারণ তিনি কখনই চান না তার কোন বান্দা ধ্বংস হোক ।
16/04/2024

সবাই দূরে ঠেলে দিলেও আল্লাহ্‌ কখনই দূরে ঠেলে দিবেন না । কারণ তিনি কখনই চান না তার কোন বান্দা ধ্বংস হোক ।

পৃথিবীতে সব সম্পর্কের শেষ আছে । -কিন্তু বান্দার সাথে আল্লাহর সম্পর্ক শেষ নাই।
14/04/2024

পৃথিবীতে সব সম্পর্কের শেষ আছে । -কিন্তু বান্দার সাথে আল্লাহর সম্পর্ক শেষ নাই।

আলহামদুলিল্লাহ! সুন্দর ভাবে সম্পুর্ন হলো মুসাস শিল্পী গোষ্ঠীর ইফতার মাহফিল। উপস্থিত  ছিলেন ঐতিহ্যবাহী মুসাস শিল্পী গোষ্ঠ...
02/04/2024

আলহামদুলিল্লাহ!
সুন্দর ভাবে সম্পুর্ন হলো মুসাস শিল্পী গোষ্ঠীর ইফতার মাহফিল।

উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী মুসাস শিল্পী গোষ্ঠীর সাবেক ও বর্তমান শিল্পী, চেয়ারম্যান, শুভাকাঙ্খী, অভিভাবক।

29/03/2024

প্রিয় ভাইদের সাথে,,,,,,,,

১৩তম রমজানের পরিবেশনা...!আজ আমরা গোমতি সাহিত্য সাংস্কৃতিক সংসদ  থাকছি "চ্যানেল-৯" এর পর্দায়সসাস আয়োজিত  ❝বিশ্বাসী কথা সু...
24/03/2024

১৩তম রমজানের পরিবেশনা...!

আজ আমরা গোমতি সাহিত্য সাংস্কৃতিক সংসদ থাকছি "চ্যানেল-৯" এর পর্দায়
সসাস আয়োজিত ❝বিশ্বাসী কথা সুর❞ অনুষ্ঠানে ইনশাআল্লাহ

দেখতে চোখ রাখুন

• টেলিভিশন সম্প্রচার-
→ বিকাল ৩টা থেকে ৩.৩০

• সসাস সম্প্রচার-
→ বিকাল ৫.৩০ থেকে ৬.০০

14/03/2024

যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে ঈমান ও সওয়াবের আশায় তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। 🌹
[বুখারী ও মুসলিম ]

খোশ আমদেদ মাহে রমাদ্বান।🌙🌙
11/03/2024

খোশ আমদেদ
মাহে রমাদ্বান।🌙🌙

07/03/2024

মুরাদনগর সাংস্কৃতিক সংসদ মুসাস শিল্পী গোষ্ঠীর সাপ্তাহিক ক্লাসে।

রমজানে চ্যানেল নাইন, বিশ্বাসী সুর অনুষ্ঠানে থাকছে গোমতি শিল্পী গোষ্ঠী,কুমিল্লা। ইনশাআল্লাহ_😊
05/03/2024

রমজানে চ্যানেল নাইন, বিশ্বাসী সুর অনুষ্ঠানে থাকছে গোমতি শিল্পী গোষ্ঠী,কুমিল্লা। ইনশাআল্লাহ_😊

29/02/2024

যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা
যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা।
কথা ও সুর: আব্দুস সালাম
পরিবেশনায়ঃমুসাস শিল্পী গোষ্ঠী

আজকের প্রোগ্রাম মুরাদনগর,কুমিল্লা।
23/02/2024

আজকের প্রোগ্রাম মুরাদনগর,কুমিল্লা।

09/02/2024

আসসালামু আলাইকুম

পিঠা উৎসব'২৪ ❞ আয়োজন করে মুরাদনগর সাংস্কৃতিক সংসদ (মুসাস)উক্ত উৎসবে উপস্থিত ছিলেন মুরাদনগর সাংস্কৃতিক সংসদ (মুসাস) এর  প...
27/01/2024

পিঠা উৎসব'২৪ ❞ আয়োজন করে মুরাদনগর সাংস্কৃতিক সংসদ (মুসাস)

উক্ত উৎসবে উপস্থিত ছিলেন মুরাদনগর সাংস্কৃতিক সংসদ (মুসাস) এর পরিচালক M Abdur Rahim ও মুসাসের প্রতিষ্ঠাতা M Mohiuddin Azad.

আরো উপস্থিত ছিলেন মুরাদনগর সাংস্কৃতিক সংসদ মুসাস এর উপদেষ্টাবৃন্দ, চেয়ারম্যান, সাবেক ও বর্তমান পরিচালনা পর্ষদ, অভিভাবক ও শিল্পীবৃন্দ।

প্রিয় শিল্পী কবির বিন সামাদ ভাইের সাথে কিছুটা সময়।
20/01/2024

প্রিয় শিল্পী কবির বিন সামাদ ভাইের সাথে কিছুটা সময়।

আলহামদুলিল্লাহ!সুন্দর ভাবে সম্পূর্ণ হলো মুরাদনগর সাংস্কৃতিক সংসদ( মুসাস) শিল্পী গোষ্ঠীর  গতকালের  মাহফিলের পোগ্রাম।লক্ষি...
19/01/2024

আলহামদুলিল্লাহ!
সুন্দর ভাবে সম্পূর্ণ হলো মুরাদনগর সাংস্কৃতিক সংসদ( মুসাস) শিল্পী গোষ্ঠীর গতকালের মাহফিলের পোগ্রাম।

লক্ষিপুর,মুরাদনগর,কুমিল্লা।
১৮/০১/২০২৩

04/01/2024

এত সুন্দর দেহ দিলা
কত সুন্দর চক্ষু দিলা
সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না
আশা পুরলোনা মাওলা দেখা হইল না।💜

কথা ও সুর – চৌধুরী আব্দুল হালিম
পরিবেশনা – মুরাদনগর সাংস্কৃতিক সংসদ ( মুসাস)

"হে আল্লাহ! নতুন বছরকে আমাদের জন্য কল্যাণময় করে দান করুন। আমাদেরকে ইমান ও আমলের তৌফিক দান করুন। আমাদের গুনাহ মাফ করে দিন...
31/12/2023

"হে আল্লাহ! নতুন বছরকে আমাদের জন্য কল্যাণময় করে দান করুন। আমাদেরকে ইমান ও আমলের তৌফিক দান করুন। আমাদের গুনাহ মাফ করে দিন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে নাজাত দান করুন।"
Abdur Rahim

31/12/2023

গায়ে হলুদের অনুষ্ঠান,,
গানঃ সুন্নতে রাসুল
পরিবেশনায়ঃ মুরাদনগর সাংস্কৃতিক সংসদ মুসাস

29/12/2023

বিয়ের অনুষ্ঠানে,,
গানঃ হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে,,,
পরিবেশনায়ঃ মুরাদ নগর সাংস্কৃতিক সংসদ মুসাস।

“মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ঐ ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম অর্থাৎ দোয়া করে না ।”— হযরত মুহাম্মদ (সাঃ)
28/12/2023

“মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ঐ ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম অর্থাৎ দোয়া করে না ।”
— হযরত মুহাম্মদ (সাঃ)

25/12/2023

🐾জান্নাতি মৃত্যুর ১২টি লক্ষন...!

১. মৃত্যুর সময় কালেমা পাঠ করতে পারা। ~সহীহ আবু দাউস-২৬৭৩

২. মৃত্যুর সময় কপালে ঘাম বের হওয়া।~তিরমিজি -৯৮০

৩. জুমার রাতে বা দিনে মৃত্যু বরণ করা। ~তিরমিজি-১০৭৪

৪. আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় মৃত্যু বরণ করা। ~সহিহ মুসলিম-১৯১৫

৫.প্লেগ রোগে মৃত্যু বরণ করা।~বুখারী-২৮৩০/ মুসলিম-১৯১৬

৬.যে কোনো পেটের পীড়াতে মৃত্যু বরণ করা। ~ সহিহ মুসলিম-১৯১৫

৭. কোনো কিছু ধ্বসে পড়া বা পানিতে ডুবে মৃত্যুবরণ করা। ~সহিহ বুখারী-২৮২৯

৮.গর্ভবতী নারীর মৃত্যু বরণ করা।
~আবু দাউদ-৩১১১

৯. আগুনে পুড়ে বা যক্ষা রোগে মৃত্যু। ~সহিহ তারগিব ওয়াত তারহীব-১৩৯৬

১০.নিজের ধর্ম সম্পদ ও জীবন রক্ষা করতে গিয়ে মৃত্যু।
~তিরমিজ ১৪২১/মুসলিম-১৪১

১১.আল্লাহর রাস্তায় প্রহরীর দায়ীত্ব পালন করতে গিয়ে মৃত্যু।

১২. নেক আমল রত অবস্থায় মৃত্যুবরণ করা।

হে আল্লাহ আমাদের শহিদ মৃত্যু নসিব করুন।(আমিন)..

আমার দর্শক সংখ্যা 500 জন ফলোয়ার জন! আপনাদের নিরলস সমর্থনের জন্য ধন্যবাদ। আপনাদের ছাড়া আমি এটা করতে পারতাম না। 🙏🤗🎉
23/12/2023

আমার দর্শক সংখ্যা 500 জন ফলোয়ার জন! আপনাদের নিরলস সমর্থনের জন্য ধন্যবাদ। আপনাদের ছাড়া আমি এটা করতে পারতাম না। 🙏🤗🎉

23/12/2023

যখন অন্তর ক্লান্ত হয়ে পড়ে তখন আল্লাহর সাহায্য আসে।
সুবাহানাল্লাহ্

“যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো, তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতিবছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিন...
21/12/2023

“যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো,
তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতিবছর,
তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায় ।”

Address

Cumilla

Telephone

+8801611034100

Website

Alerts

Be the first to know and let us send you an email when M Abdur Rahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M Abdur Rahim:

Videos

Share

Category



You may also like