Alor Dishari - আলোর দিশারী

Alor Dishari - আলোর দিশারী assalamualaikum wa rahmatullahi wa barakatuh

23/05/2023
08/03/2023

আস্তে আস্তে পড়ুন তো,

আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ,

এবার পডুন,

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ,

এবার,
আল্লাহুম্মাগফিরলী আল্লাহুম্মাগফিরলী আল্লাহুম্মাগফিরলী আল্লাহুম্মাগফিরলী আল্লাহুম্মাগফিরলী আল্লাহুম্মাগফিরলী আল্লাহুম্মাগফিরলী

এবার,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,

এবার আরও কিছু পড়ুন দেখি একবার করে

আস্তাগফিরুল্লাহ্

আল্লাহুম্মাগফিরলী

আলহামদুলিল্লাহ

আল্লাহু আকবার

সুবহানাল্লাহ

আল্লাহুম্মা আজীরনি মিনান নার

আল্লাহুমা সাল্লি আলা সায়্যিদিনা মুহাম্মদ

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ

কি হলো ভালো লাগছে তো???

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম

রব্বীর হামহুমা কামা রব্বা ইয়ানী ছগীরা

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী সুবহানাল্লাহি আযীম

লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যোলীমিন।

কেমন লাগলো জিকির করে? আলহামদুলিল্লাহ নিশ্চয়ই খুব ভালো।

আলহামদুলিল্লাহ।

One day I will make a prayer corner like this In shaa Allah💕
06/03/2023

One day I will make a prayer corner like this
In shaa Allah💕

06/03/2023
03/03/2023

‘যে তোমার কাছে অন্যের নিন্দা করে, সে তোমার নিন্দাও অন্যের কাছে করে। যে অন্যের গোপন কথা তোমার কাছে প্রকাশ করে দেয়, সে তোমার গোপন কথাও অন্যের নিকট প্রকাশ করে।’

—ইমাম শাফিয়ি (রাহিমাহুল্লাহ)
[তবাকাতুশ শাফি‘ইয়্যাহ: ১/৯৬]

03/03/2023

আল্লাহু আকবর

22/02/2023

আল্লাহ তোমাকে প্রতিদিন ২৪ ঘণ্টা সময় দেন; তুমি সেখান থেকে এক ঘণ্টা সময়ও তাঁকে দিতে পারো না।
তিনি তোমাকে দুটো চোখ দিয়েছেন, যাতে স্বাচ্ছন্দ্যে চলতে পারো; তোমার জবানকে উন্মুক্ত করে দিয়েছেন, যাতে স্বাধীনভাবে নিজের মনোভাব ব্যক্ত করতে পারো; তোমার কান খুলে দিয়েছেন, যাতে সবকিছু শুনে সুন্দর জীবন কাটাতে পারো। পক্ষান্তরে, তিনি কিছু বিধিনিষেধ দিয়েছেন এসব অঙ্গ-প্রত্যঙ্গে। অথচ তুমি এসব নিয়ামত (অঙ্গ-প্রত্যঙ্গ) দিয়ে সেই নিষিদ্ধ বিষয়গুলোতেই ডুবে যাও; এগুলোর হাজারো বৈধ ব্যবহারে তুমি তৃপ্ত হতে পারো না।
তিনি তোমার আরাম-আয়েশের জন্য অজস্র নিয়ামত দিয়ে রেখেছেন। এগুলোতে তুমি তুষ্ট হতে পারো না। হাতে গুণা কিছু নিষিদ্ধকৃত নিয়ামত থেকে তুমি লোভ সামলাতে পারো না।
তিনি তোমার জন্য প্রচুর খাবার রেখেছেন ভূপৃষ্ঠে; সেগুলোতে তুমি সন্তুষ্ট হতে পারো না, তাঁর নিষিদ্ধকৃত অল্প কিছু খাবার থেকে তুমি মুখ ফেরাতে পারো না।
আবার তুমি নিজের জীবনের সংকীর্ণতার অভিযোগ পেশ করো? কে তোমার জীবনকে সংকীর্ণ করলো? কে তোমাকে ধ্বংসের পথে বাধ্য করলো? কীভাবে তুমি এত অবাধ্যতার পরও অনধিকার চর্চা করো?
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যদি কোনো ব্যক্তিকে আল্লাহর সন্তুষ্টির জন্য তার জন্ম থেকে শুরু করে বৃদ্ধ হয়ে মৃত্যু হওয়া পর্যন্ত মাটির উপর উপুড় করে টেনে নিয়ে বেড়ানো হয়, তবুও কিয়ামতের দিন সে এটিকে তুচ্ছ মনে করবে।’
’ [মুসনাদে আহমাদ: ১৭৬৮৬; সহিহুল জামে: ৫২৪৯]

18/02/2023

বিশ লাখ নেকির দোয়া!!

🖤লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু আহাদান ছমাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ

❝আলহামদুলিল্লাহ❞

17/02/2023

“কখনো ফজর ছাড়বেন না। এই দুই রাকাত ফরজের মাধ্যমে আপনি আল্লাহর জিম্মায় চলে যাবেন এবং ফজরের দুই রাকাত সুন্নাত দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তা থেকে উত্তম।”

—শাইখ আহমেদ মূসা জিবরীল (হাফিযাহুল্লাহহ)

Address

Cumilla
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alor Dishari - আলোর দিশারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies