29/09/2024
চকরিয়ায় জলমহালে অবৈধভাবে মাছ শিকারের দায়ে অভিযান
চকরিয়ায় সরকারিভাবে ইজারাকৃত জলমহাল থেকে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৬ যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে এর দায় শিকার করে আর মাছ ধরবে না মর্মে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইরফান উদ্দীনের কাছে মুচলেকা দিয়ে ছাড়া পায় তারা। শনিবার উপজেলার পশ্চিম বড় ভেওলা ইলিশিয়া জলমহালে এ অভিযান চালানো হয়। ইলিশিয়া জলমহাল সরকারিভাবে ইজারাকৃত হলেও স্থানীয় কিছু যুবক দিনরাত জলমহালটি থেকে লাখ লাখ টাকার মাছ চুরি করে আসছিল বলে জানায়।