Sawdah

Sawdah সব রকম ভিডিও, নাটক, মুভি ক্লিপ, সট ভিডিও ও লাইভ।
All kind off Video.
(2)

জামাল মুসিয়ালা  বিষয়ে বায়ার্ন প্রেসিডেন্ট  হারবার্ট হেইনার: ""জামাল জার্মানি ফুটবল টিমে এক পরম আশার রশ্মি ছিল। ১৯ বছর ব...
26/12/2022

জামাল মুসিয়ালা বিষয়ে বায়ার্ন প্রেসিডেন্ট হারবার্ট হেইনার:
""জামাল জার্মানি ফুটবল টিমে এক পরম আশার রশ্মি ছিল। ১৯ বছর বয়সী হিসেবে সে যা করতে পারে এবং সে যে আত্মবিশ্বাসের সাথে পারফর্ম করেছে, তা চিত্তাকর্ষক ছিল। জামাল দেখিয়ে দিয়েছে এই শীর্ষ স্তরে,
★যে তার কাছে বিশ্ব তারকা হওয়ার জন্য সবকিছুই আছে★ ..""

26/12/2022

Real Madrid C.F. vs FC Barcelona Match. Cristiano Ronaldo Leo Messi

26/12/2022

Argentina vs Germany FIFA World Cup 2014. AFA - Selección Argentina Sawdah Germany Football Team

25/12/2022

Pa pa pam pam. Sawdah

24/12/2022

Cristiano Ronaldo vs Mohamed Salah

14/11/2022

Attitude....

15/10/2022

Ram Setu Movie Trailer

01/10/2022

Swag

01/10/2022
28/09/2022

From Netflix

26/09/2022

ভাইরাল গান

11/09/2022
গায়ে হলুদ, গাড়ি সাজ, বাসরঘর ইত্যাদি। যেকোনো জাইগায় কাজ করা হয়।
09/06/2022

গায়ে হলুদ, গাড়ি সাজ, বাসরঘর ইত্যাদি।
যেকোনো জাইগায় কাজ করা হয়।

https://www.facebook.com/1033515233385291/posts/6014002862003145/
20/09/2021

https://www.facebook.com/1033515233385291/posts/6014002862003145/

গর্ভাবস্থায় প্রথম সপ্তাহে যেসব লক্ষণ দেখা দেয়.......
প্রত্যেকটি নারীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে অন্তঃসত্ত্বা মুহূর্ত। গর্ভধারণের প্রথম সময়টায় নারীদের শরীরে নানা উপসর্গ দেখা দেয়। গর্ভধারণের লক্ষণ সবার ক্ষেত্রে সমান হয় না।

#আসুন_জেনে_নিই_কী_সেই_লক্ষণগুলো-

↗️↗️রক্তক্ষরণ ঋতুচক্রের মতোই ৬ থেকে ১২ দিন হালকা রক্তপাত হতে পারে। এই লক্ষণ দেখলে প্রেগন্যান্সি পরীক্ষা অবশ্যই করে নিন।

↗️↗️প্রথম সপ্তাহে মুখে অন্য রকম স্বাদ বুঝতে পারবেন। অনেক সময় মুখে দুর্গন্ধও হতে পারে। আসলে গর্ভাবস্থার জেরে শরীরে হরমোনের মাত্রার তারতম্যের কারণেই এই তফাৎ হতে পারে।

↗️↗️গর্ভে সন্তান এলে নারীরা অতিরিক্ত পরিমাণে স্বপ্ন দেখতে শুরু করেন। তিনি গর্ভবতী হয়েছেন এমন স্বপ্নই দেখেন তারা।

↗️↗️অনেক সময় মুখে বা হাত-পায়ে কালো
কালো ছোপ ছোপ দাগ দেখা য়ায়। গর্ভধারণের সময় ত্বকের সংবেদনশীনতা বেড়ে যায়। এর ফলে চেহারায় এই কালো দাগ-ছোপ দেখা যায়।

↗️↗️ ক্লান্তি প্রেগন্যান্সির একটি উল্লেখযোগ্য লক্ষণ। যেহেতু শরীর এই সময় বাড়ন্ত শিশুকে পুষ্টি দেয়ার জন্য অতিরিক্ত রক্ত উৎপন্ন করে তার জেরে খুব অল্পতেই ক্লান্তি এসে যায়।

↗️↗️ প্রেগন্যান্সির সময় শরীর অতিরিক্ত পরিমাণ তরল উৎপাদন করে। আর তার জেরে কিডনি দ্বিগুণ পরিমাণে কাজ করে। আর সে কারণেই অতি ঘন ঘন শৌচাগারে যাওয়া প্রয়োজনীয় হয়।

↗️↗️গর্ভাবস্থায় মাথার যন্ত্রণা হতে পারে। গর্ভধারণ করার প্রথম সপ্তাহের শুরুতেই মাথাব্যথা শুরু হতে থাকে। হরমোনের মাত্রা শরীরে বেড়ে যাওয়ার কারণেই এ সমস্যা হয়। (সংগৃহীত)

18/08/2021
16/08/2021

কোভিড-১৯ টিকা নিলে নারীর প্রজনন ক্ষমতা নষ্ট এবং গর্ভপাত হতে পারে- এমন অনেক তথ্য অনলাইনে ছড়িয়ে রয়েছে। যদিও এসবের সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

নারীর গর্ভকালে তাকে যেকোনো পরামর্শই খুব সতর্কতার সঙ্গে দিয়ে থাকেন চিকিৎসকরা। আসলে এই শারীরিক অবস্থায় আগে ইনজেকশন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হত। তবে নির্ভরযোগ্য অনেক তথ্য মেলায় এখন সেসব পরামর্শ অনেকটাই অচল। বরং করোনাভাইরাস অন্তঃসত্ত্বা নারীর জন্য ঝুঁকির কারণ হয়ে ওঠায় তাদেরকে টিকা নেওয়ায় উদ্বুদ্ধ করা হচ্ছে।

কোভিড টিকায় নারীর প্রজনন ক্ষমতা নষ্ট এবং গর্ভপাত হতে পারে বলে যেসব দাবি করা হচ্ছে সেগুলোর সত্যাসত্য যাচাইয়ের চেষ্টা করেছে বিবিসি।

টিকার উপাদান জরায়ুতে জমে থাকে

জাপানে এক গবেষণা প্রতিবেদনের ভুল পাঠ থেকে এই বিভ্রান্তি।

ওই গবেষণায় মানুষকে টিকার যে ডোজ দেওয়া হয় তার চেয়ে ১৩৩৩ গুণ বেশি ডোজ দেওয়া হয় ইঁদুরকে। ৪৮ ঘণ্টা পর টিকার পুরো ডোজের মোট শূন্য দশমিক এক শতাংশ প্রাণীর শরীরে পাওয়া যায়।

শরীরের যেখানে ইনজেকশন দেওয়া হয় প্রথম এক ঘণ্টা পর সে অংশে ৫৩ শতাংশ ডোজ পাওয়া যায়। ৪৮ ঘণ্টা পর এর পরিমাণ কমে হয় ২৫ শতাংশ। ৪৮ ঘণ্টা পর যকৃতে ১৬ শতাংশ টিকার ডোজ উপস্থিত মেলে।

টিকার ডোজে চর্বির বুঁদ বুঁদ থাকে, যা আসলে ভাইরাসের জেনেটিক তথ্য বহন করে। জরায়ুতে এই চর্বির অংশ মিলেছিল।

মূলত গবেষণার এই অংশ থেকেই কিছু মনগড়া তথ্য ছড়ানো হয়। এমনটাও বলা হয়েছিল যে ওই গবেষণার তথ্য ফাঁস হয়ে গেছে, অথচ গবেষণাটি অনলাইনে সবার জন্য উন্মুক্ত।

টিকা নিলে গর্ভপাত হবে

ভিত্তিহীন দাবি। যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) ইয়েলো কার্ড স্কিম এবং যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন অ্যাডভার্স ইভেন্ট রিপোর্টিং সিসটেমে কয়েকজন রোগীর গর্ভপাতের রেকর্ড দেখিয়ে এমন দাবি করা হয়।

এই দুই জায়গায় যে কেউ রিপোর্ট করতে পারে; যদিও সবাই শেষ পর্যন্ত তা করে না। আর যে কয়েকটি গর্ভপাতের অভিযোগ করা হয়েছে সেসবের কারণ টিকা নয়।

এক গবেষণায় দেখা গেছে টিকা নেওয়ার পর গর্ভপাতের যেসব ঘটনা ঘটেছে, তার হার সাড়ে ১২ শতাংশ; যা অন্যসব গর্ভপাত পরিসংখ্যানের মতই।

এ নিয়ে ইমপেরিয়াল কলেজ লন্ডনের রিপ্রোডাকটিভ ইমিউনোলজিস্ট ভিক্টোরিয়া মেল বলেন, সাধারণ মানুষের মধ্যে বিরল টিকার এমন সব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো জানার জন্য এই রিপোর্টিং পদ্ধতি খুব কাজের। আর এভাবেই অ্যাস্ট্রোজেনেকার টিকায় রক্ত জমাট বাঁধার কয়েকটি ঘটনা নজরে আসে।

যদি টিকা নেওয়া নারীদের গর্ভপাত হওয়ার ঘটনা নিয়ে অনেক বেশি অভিযোগ জমা পড়ত তবে অবশ্যই দ্রুত এ নিয়ে তদন্ত হত। কিন্তু আমলে নেওয়ার মত বেশি সংখ্যক অভিযোগ জমা পড়েনি।

টিকা নিলে গর্ভফুলের ক্ষতি হয়

এই দাবির সপক্ষেও কোনো প্রমাণ মেলনি।

এই ভুল ধারণার সূত্রপাত হয়েছিল গবেষক মাইকেল ইয়াডনের পিটিশন থেকে। এই গবেষক কোভিড নিয়ে নানা বিভান্তিকর মন্তব্য আগেও করেছেন।

মাইকেল ইয়াডন দাবি করেন, ফাইজার ও মডার্না করোনাভাইরাসের টিকায় যে প্রোটিন স্পাইক তার সঙ্গে গর্ভফুলে থাকা সিনসাইটিন-১ প্রোটিনের অনেকটা মিল রয়েছে। আর তাতে এই গবেষকের আশঙ্কা শরীরে যে অ্যান্টিবডি তৈরি হবে তা গর্ভফুলের প্রোটিনকেই ভুলবশত আক্রমণ করতে পারে।

বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, টিকা প্রজনন ক্ষমতা নষ্ট করে বলে যে ভুল ধারণা রয়েছে তার কারণ মাইকেল ইয়াডনের এমন বক্তব্য।

আসলে সিনসাইটিন-১ ও কোভিড টিকার প্রোটিন অন্য যেকোনো প্রোটিনের মতই দেখতে। মানুষের শরীরতন্ত্র যদি এতই বিভ্রান্ত হত তবে যেকোনো সংক্রমণে অ্যান্টিবডি তৈরি হওয়ার পর শরীর এর নিজের প্রতঙ্গকেই বারবার আক্রমণ করত।

যুক্তরাষ্ট্রের ফার্টিলিটি চিকিৎসক র‌্যানডি মরিস তার তত্ত্বাবধানে আইভিএফ চিকিৎসা নেওয়ার রোগীদের দিকে নজর রাখা শুরু করেছিলেন। তার জানার আগ্রহ ছিল আইভিএফ চিকিৎসায় সফল গর্ভধারণে কোভিড টিকা কোনো বাধা হয়ে দাঁড়ায় কিনা।

এতে টিকা নেওয়া বা না নেওয়া এবং এর আগে কোভিড আক্রান্ত হয়েছেন এমন ১৪৩ জন নারী ছিলেন নজরদারিতে। এদের সবারই ভ্রূণ জরায়ুতে সফভাবে স্থাপন করা হয়েছিল।

ডা. মরিসের ভাষ্যে, যারা ওসব বলে বেড়াচ্ছেন তারা কেউ ব্যাখ্যা করেননি টিকাই কেন প্রজনন সক্ষমতাকে নষ্ট করবে।

শরীরে তৈরি হওয়া অন্য কোনো অ্যান্টিবডিও এমন ক্ষতিকারক কিছু করে না বলে জানান তিনি।

12/06/2021

Mug Offer

31/05/2021

Address

Cox's Bazar

Telephone

+8801841052291

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sawdah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sawdah:

Videos

Share

Category


Other Video Creators in Cox's Bazar

Show All