Abdullah Umam Vlog

06/10/2024
22/03/2024

রামাদান পোস্ট
আপনি যদি এখন ম 'রে যান, কয়েক ঘন্টা পরেই আপনার পরিবারের মানুষ স্বাভাবিক হতে শুরু করবে।

আর আত্নীয় স্বজন যারা আসবে আপনার বাড়িটা অনেকটা সময়ের জন্যে তাদের জন্যে হয়ে যাবে One kind of get together place 🙂

তারা নিজেদের বিজনেস, সংসার নিয়ে হাসি ঠাট্টায় মেতে উঠবে।

তারপর চলে যাওয়ার সময় হলে ৪ দিনের খরচে পোলাও রোস্ট বোরহানি গরু কোক ইত্যাদি খাওয়ানো উচিৎ সেটার সাজেশন দিবে।

কেউ পেছন থেকে এসে বলবে আমার শশুড় বাড়ির জাত গুষ্টিরে দাওয়াত দিতে হবে নইলে প্রেস্টিজ থাকবে না।

সবই স্বাভাবিক...... আর আপনি একা অন্ধকার কবরে😟😟😟

18/03/2024

এমন কষ্ট যেন কোন সন্তানের না হয়😌😌

রোজার শেষ দিকে বাংলাদেশের কওমী মাদ্রাসাগুলোতে এক করুণ দৃশ্য দেখা যায়।

সাধারণত ২৫রোজা থেকে মাদ্রাসাগুলো ছুটি হতে থাকে। বেশিরভাগ ছাত্রছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদেরকে বাসায় নিয়ে যায়। কিন্তু একদল বাচ্চাকে নিতে কেউ আসে না।

এদের কারো বাবা-মা নেই, কারো বাবা নেই, মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনেকের মা নেই, বাবা বাচ্চার খোঁজ রাখে না। খুব বেশি ভাগ্যবান হলে কারো কারো মামা খালা চাচা এসে কাউকে কাউকে নিয়ে যায়। বাকীরা সারাদিন কান্না করে। তারা জানে তাদেরকে কেউ নিতে আসবে না।

তারা সারা বছর কাঁদে না। কিন্তু যখন সহপাঠীদেরকে সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদেরকে কেউ নিতে আসে না। তখন তাদের দুঃখ শুরু হয়ে যায়। মৃত মা বাবার উপর তাদের অভিমান সৃষ্টি হয়- কেন তারা তাদেরকে দুনিয়ায় রেখে এই বয়সে মারা গেলো? তারা কি আর কিছুটা দিন বেঁচে থাকতে পারতো না?!

মা বাবা বেঁচে নাই তো কী হয়েছে?! মামা চাচারা কেউ তাদেরকে নিতে আসলো না কেনো?! মা বেঁচে থাকতে মামারা কতো আদর করতো! বাবা বেঁচে থাকতে চাচারা কতো আদর করতো! এই বয়সেই তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখেছে।

একটা অনুরোধ - এই ঈদে আপনার কাছাকাছি এতিমখানায় যান। কয়জন বাচ্চা ঈদে বাড়ি যায়নি খোঁজ নিন। তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তা নিয়ে যান।

এই গরমে তাদেরকে আইসক্রিম খাওয়াতে পারেন। নিদেন পক্ষে একটা চকলেট খাওয়ান। মনে রাখবেন, আজ আপনি বেঁচে না থাকলে আপনার ছোটো সন্তান এতিম হয়ে যাবে!

Cp ফখরুল ইসলাম

02/05/2023

কবিতা:কবর
পল্লী কবি জসীমউদ্দিন এর রচিত কবিতাটি আবৃত্তি করার চেষ্টা মাএ।
আবৃত্তি: আকলিমা সোলতানা আঁখি

28/04/2023
13/04/2023

এিভূবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া

13/04/2023

just game

মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ
12/04/2023

মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
09/04/2023

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

06/04/2023

#আবদুল্লাহ উমাম #রাইয়্যান
video
কিভাবে কমলা লেবুর শরবত বানাতে হয় দেখে নিন।
ভিডিও টি ভালো লাগলে শেয়ার করোন এন্ড লাইক কমেন্ট ফলো করতে ভুলবেননা।

04/04/2023

ঘরোয়া ভাবে আমি এভাবেই ভাবে খাবার রেডি করি। সঙ্গে সবজি মাছ মাংস ডিম যে কোন একটি এড করে থাকি।।

04/04/2023

সব কিছুকে ধ্বংস করে
আ*গুন নিজে নিজেই নিভে যাবে..
তারা বলবে, তারা নিজের জীবনকে বাজী রেখে আগুন নিভিয়েছে

কিন্তু যতোগুলো স্বপ্ন জ্বললো, সেটার হিসাবও বাতাসে মিশে যাবে।

04/04/2023

আহা সন্তান যার আছে তার টেনশনের শেষ নেই।কিভাবে মানুষ করবেন।সন্তানদের নিয়ে কত সপ্ন।
ছোট একটা বিষয় আলোচনা করব সন্তান কে কিভাবে দ্বীন শিক্ষা দিবেন।
:
মুসলিম বাবা-মা হিসেবে কখন থেকে বাচ্চাকে ইসলাম সম্পর্কে ধারনা দিবো? এজ আর্লি এজ পসিবল।
মনে হতে পারে বাচ্চা বুঝবে না, কিন্তু ব্রেইন ঠিকই ক্যাচ করে নিবে।
একটা রাফ গাইডলাইন আছে এখানে বাচ্চার ১৮-৩৬ মাস বয়সী হলেই এই কাজ গুলি শুরু করে দিবেন ইনশা আল্লাহ।
আকিদাহঃ
- আল্লাহ কোথায় আছেন? তোমার রব কে? কে তোমাকে বানিয়েছেন?
- বাচ্চার সাথে কথা বলুন আল্লাহর সৃষ্টি নিয়ে (আকাশ, গাছ-পালা, ফুল প্রজাপতি কে বানিয়েছেন?)
আযকার/ডেইলি দু’আঃ
- ঘুম থেকে উঠার দু’আ, ঘুমাতে যাওয়ার আগের দু’আ।
- খাওয়ার আগের দু’আ, খাওয়ার পরের দু’আ।
- হাঁচি দিলে কি বলতে বলতে হয়?
(ফর প্যারেন্টসঃ আলহামদুলিল্লাহ, নট এক্সকিউজ মি)
- সালামের প্রচার শেখানো, ছোট-বড় সবাইকে সালাম দেয়া।
- বাথরুমে যাওয়ার দু’আ, বের হওয়ার দু’আ।
- বাসা থেকে বের হওয়ার দু’আ।
- সব কাজ করার আগে বিসমিল্লাহ বলা।
- যে কোন কাজ করবো বলার আগে ইনশা আল্লাহ বলা, সুন্দর কিছু দেখলে মাশা আল্লাহ বলা, কোন কিছু গিফট পেলে জাযাকাল্লাহু খায়ির বলা।
কুরআনঃ
- রেগুলার কুরআন বাচ্চাকে সাথে নিয়ে পড়ুন।
বাচ্চা পাশে বসে থাকতে পারে।
- ঘুমানোর আগে আয়াতুল কুরসী, সূরা ফাতিহা, কূল যুক্ত সূরা বাচ্চাকে সাথে নিয়ে পড়েন।
খুব দ্রুত দেখবেন বাচ্চা আপনার সাথে পড়ছে।
আখলাকঃ
- খাবার এবং পানি ডান হাতে খাওয়া, বসে খাওয়া এবং বিসমিল্লাহ বলে খাওয়া।
- যে কোন কাজ করার আগে বাবা-মায়ের পারমিশন নেয়া, “প্লিজ” বলতে শেখানো। ভুল হলে “সরি”।
- যত ছোট বয়সই হোক, পোশাক বদলানোর সময় লজ্জ্বার ধারনা দেয়া। অন্যদের সামনে বাচ্চার ডায়াপার চেইঞ্জ করবেন না। আড়াল রাখুন।
- শেয়ারিং শেখান। যে কোন কিছু অন্যদের সাথে শেয়ার করলে প্রশংসা করুন।
ভালো কাজগুলোকে এপ্রিশিয়েট করুন এবং এভাবে রিলেট করুন, আল্লাহ এটা পছন্দ করেন, রসূল (সাঃ) এভাবে বলেছেন...
সিরাহ্ঃ
- রসূল (সাঃ) এবং সাহাবীদের গল্প বলুন।
- ছোট হাদীসগুলো গল্পের মতো করে বলুন।
- কুরআনের ঘটনাগুলো নিজের ভাষায় গুছিয়ে বলুন।
ইবাদাহঃ
- নামায বাচ্চাকে সাথে নিয়ে পড়ুন। না দাঁড়ালেও খেলার এরিয়া যাতে আশেপাশে থাকে।
(সূত্র কৃতজ্ঞতাঃ কনফেশন অফ মুসলিম মামাহোলিক ডট কম।)
বাবা-মায়েদের জন্য টিপসঃ
- এই বয়সী বাচ্চাদের ধরে-বেঁধে শেখানোর কিছু নেই।
নিজেদের লাইফে প্র্যাকটিস করলে, বাচ্চারা দেখেই শিখবে।
নিজের লাইফে নাই কিন্তু আশা করি, বাচ্চাকে শেখাতে পারবো-এই চিন্তা থেকে বের হয়ে আসুন।
আমি যদি চাই বাচ্চা ইসলামিক মাইন্ডের হবে, তাহলে আগে নিজেকেই সেই ছাঁচে গড়ে নিতে হবে।
- বাড়িতে নামায পড়ার ক্ষেত্রে, সূরা জোরে পড়তে পারেন যাতে বাচ্চা শুনতে পায়।
মাসনূন দু’আ গুলো বাচ্চাকে সাথে নিয়ে পড়ুন।
বাচ্চারা শুনতে শুনতেই শেখে।
আলাদা করে শেখানোর দরকার নেই।
- বাচ্চাকে আগে আল্লাহকে ভালোবাসতে শেখান।
যেমনঃ আল্লাহ রাগ করবেন, এটা বলার বদলে আল্লাহ এভাবে এভাবে করলে খুশি হবেন-এরকম বলতে পারেন।
তাকে জানান, আল্লাহই সবচাইতে বেশী ভালোবাসে তাকে, এমনকি বাবা-মায়ের চাইতেও!
- রসূল (সাঃ) এর সুন্নাহর প্রতি ভালোবাসা গড়ে তুলুন।
যে কোন ব্যাপারে উনাকেই রোল মডেল করুন।
- সুস্থতা- অসুস্থতা আল্লাহর কাছ থেকে আসে, ধারনা দিন।
যে কোন ধরনের ব্যাথা পাওয়ায় বা অসুস্থতায় একমাত্রই আল্লাহই তাকে সুস্থ করবে এটা বোঝান।
- জান্নাত সম্পর্কে ধারনা দিন।
সেটা কত চমৎকার জায়গা সময়ে সময়ে বর্ননা করুন।
যাতে এই জায়গায় যাওয়ার ব্যাপারে বাচ্চার আগ্রহ মাথায় গেঁথে যায়।
- মসজিদের সাথে এটাচমেন্ট তৈরী করে দিন।
সম্ভব হলে বাচ্চাকে জামাতে নামায পড়ার সময় সাথে রাখুন।
সে কোন মসজিদ ভিত্তিক হালাকায় সাথে রাখুন।
- বাচ্চাকে ভালো মুসলিম হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন, বাই প্রোডাক্ট হিসেবে ভালো মানুষ সে এমনিতেই হবে।
ইনশা আল্লাহ..........

04/04/2023

আবদুল্লাহ উমাম রাইয়্যানের পরীক্ষা শুরু আজ থেকে। সবাই দোয়া করবেন।।।
সবাই লাইক ফলো এন্ড শেয়ার করতে একদমি ভুলবেন
সাসক্রাইব করবেন ইউটিউব চ্যানেল টি👍👍👍
👉 https://youtube.com/

02/04/2023

সুবহানাল্লাহ
আল্লাহ সৃষ্টি কতই না সুন্দর

02/04/2023

পুরাতন ওয়াশিং মেশিন ঘরের কোণে পড়ে থাকা চাইতে কিভাবে কাজে লাগানো যায় দেখুন।
প্লিজ লাইক ফলো এন্ড শেয়ার করে দিবেন কাইন্ডলি।
ইউটিউব চ্যানেল টা সাসক্রাইব করে দিবেন।

01/04/2023

https://youtube.com/
সম্পুর্ণ ভিডিও ইউটিউব এ আপলোড আছে। প্লিজ সাবস্ক্রাইব করুন আর লাইক ফলো এন্ড শেয়ার করতে একদমি ভুলবেননা

Address

Dhaka
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdullah Umam Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Cox's Bazar

Show All