NewsComilla

NewsComilla সত্য সংবাদের সন্ধানে পথে পথে চলি

23/11/2023

এই বয়সে এসেও আপনি কাঁপিয়ে দিলেন ভাইজান

17/11/2023

কুমিল্লা সদরসহ বিভিন্ন উপজেলায় ঝড়ে টিনের চাল উড়ে গিয়ে আরেক বাড়িতে পড়েছে, একাদিক স্থানে গাছ ভেঙে টিনের চালে পড়ে ক্ষতি হয়েছে, হতাহতের খবর নেই কিন্তু বাড়ি ঘরের অনেক ক্ষতি হয়েছে বলে জানা যায়।...Newscomilla24

04/11/2023

কুমিল্লা স্টেডিয়ামে মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রশাসনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

28/10/2023

ঢাকায় চলছে আন্দোলন সারা ঢাকায় থমথমে বিরাজ করছে

27/10/2023

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

26/10/2023

কুমিল্লায় সিএনজি চালক জসিম উদ্দিন কে ডাকাত সাজিয়ে গণধোলাই

26/10/2023

কুমিল্লায় সিএনজি চালক জসিম উদ্দিন কে ডাকাত সাজিয়ে গণধোলাই

কুমিল্লা কালির বাজারের জসিম উদ্দিন নামে একজন সিএনজি চালক কে অপহরণ করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তোলে দেয় মান্নান মেম্বারের সন্ত্রাসীরা।

22/10/2023

কুমিল্লা ঝাঁকুনি পাড়া হরিঙ্গারচরে অবস্থিত ত্রিপুরা চা ঘরে ফিস ফ্রাই এর টানে এবং সুস্বাদু খাবারের ঘ্রাণ নাকে চলে আসবেই,
চা পান করুন আর উপভোগ করুন প্রাকৃতিক দৃশ্য

19/10/2023

Allah Allah Allah

কুমিল্লা মেডিকেলে সংবাদ সংগ্রহে যাওয়ায় যমুনা টিভির সাংবাদিক নির্যাতনের শিকারনিজস্ব প্রতিবেদক : নির্যানের শিকার শিশু গৃহক...
19/10/2023

কুমিল্লা মেডিকেলে সংবাদ সংগ্রহে যাওয়ায় যমুনা টিভির সাংবাদিক নির্যাতনের শিকার
নিজস্ব প্রতিবেদক :
নির্যানের শিকার শিশু গৃহকর্মীর সংবাদ সংগ্রহের সময় কুৃমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসক, ব্রাদার ও দালালদের হাতে যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন ও ভিডিও জার্নালিস্ট কামরুল হাসানকে লান্চিতের ঘটনার প্রতিবাদে ও দায়ীদের শাস্তির দাবিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুৃমিল্লার আয়োজনে ১৯ অক্টোবর কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় আয়োজিত মানব বন্ধনে ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মোঃ লুৎফুর রহমান। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজ, সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার সভাপতি ও কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ওমর ফারুকী তাপস,কুমিল্লা মিডিয়া ফোরামের সভাপতি ও দৈনিক ইনকিলাব ষ্টাফ রিপোর্টার সাদিক মামুন, টেলিভিশন জার্নালিস্ট এসাসিয়েশন কুমিল্লার সভাপতি ও একুশে টিভির প্রতিনিধি হুমায়ুন কবির রনি, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, মাইটিভির জেলা প্রতিনিধি আবু মুছা, দৈনিক কালবেলা পত্রিকার কুমিল্লা ব্যুরো প্রধান অধ্যাপক দিলিপ মজুমদার, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু,সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসেন । বক্তারা অবলিম্বে এই ঘটনার সুষ্ঠ তদন্তপূর্বক বিচারদাবী করেন। তারা আরো বলেন সাংবাদিকরা সত্যের অনুসন্ধানী,সংবাদ সংগ্রহে ও সত্য প্রকাশে সকলের সহযোগিতা প্রয়োজন।

মানববন্ধন শেষে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে এক প্রতিবাদ ও কর্মসূচী প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়। সেখানে যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খোকন চৌধুরী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কি ঘটেছিল তা বর্ণনা করে বক্তব্য রাখেন। অন্যন্য বক্তাদের বক্তব্যের পর কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফুর রহমান তিন দিনের মধ্যে এই ঘটনা সুষ্ঠ সমাধানের জন্য আটটিমেটাম দেন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী মোবাইল ফোনে সাংবাদিকদের সাথে এহেন ঘটনার সুষ্ঠ সমাধানের আশ্বাস দেন।

আমরা পুরোপুরি প্রস্তাত আছি : বিজিবি মহাপরিচালক মাহফুজ আনোয়ার সৌরভ, কুমিল্লা প্রতিনিধি :বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহ...
19/10/2023

আমরা পুরোপুরি প্রস্তাত আছি : বিজিবি মহাপরিচালক
মাহফুজ আনোয়ার সৌরভ, কুমিল্লা প্রতিনিধি :

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল একেএম নাজমুল হাসান বলেছেন, নির্বাচন নিয়ে আমরা পুরো প্রস্তুতি গ্রহণ করেছি। নির্বাচনকে ঘিরে আমরা দায়িত্ব পালনে পুরো প্রস্তুত আছি। কুমিল্লা সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র গোলাবারুদ চালান রোধে আমরা সর্বোচ্চ কাজ করছি। তিনি বলেন, আমাদের সীমান্ত হচ্ছে ৪ হাজার ৪২৭ কিলোমিটার।

পেট্রোলিংয়েল টাইমে টহলে একটু ফাঁকা পেলেই মাদক চোরাকারবারীরা এই সুযোগকে কাজে লাগায়। স্থানীয়রা জড়িত না থাকলে, মাদকের সরবরাহ অনেকাংশে কমে যাবে। বৃহস্পতিবার সকাল ১২টায় কুমিল্লা ১০ ব্যাটালিয়নের বিজিবি চূড়ান্ত ফায়ারিং প্রতিযোগিতা ও মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, স্থানীয়রা তাদের সন্তানকে বর্ডারে না পাঠিয়ে স্কুলে পাঠালে তাহলে তারা মাদকের সঙ্গে নিজেকে জড়াবে না।

এ বছর আমরা ১১১ কেজি ক্রিস্টাল আইস জব্দ করেছি। এটা বিজিবির জন্য অনেক বড় পাওয়া। আমরা বাহিরে থেকে আসা মাদকই নয়, দেশে উৎপাদন কার্যক্রমকেও আমরা রোধ করছি। আমরা শতভাগ ধরতে না পারলেও, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। এ সময় অন্তত গত এক বছর ধরে বিভিন্ন অভিযানে জব্দ অন্তত ১৭ কোটি টাকার মাদক ধ্বংস করা হয়।

এর আগে কুমিল্লার ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে ‘বিজিবি ফায়ারিং প্রতিযোগিতা-২০২৩’ অনুষ্ঠানের প্রতিযোগিতা চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পরে বিজিবির মহাপরিচালকের উপস্থিতিতে কুমিল্লা সীমান্তে এক বছরের (বাজারমূল্য প্রায় ১৭ কোটি টাকা) জব্দকৃত ৩৬ হাজার ২৩৬ বোতল ফেন্সিডিল, ৬ হাজার ৯৩৮ কেজি গাঁজা, ৬৬ হাজার ৭৭০ বোতল বিদেশি মদ, ৪ হাজার ৭০২ ক্যান বিয়ার, ৭৩ হাজার ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ হাজার ১৩ বোতল ইস্কাফ সিরাপ, ৩২ হাজার ৩৫৮ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট এবং ১ লাখ ১ হাজার ৮৯২ পিস টার্গেট ও সেনেগ্রা ট্যাবলেট মাদক ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, রিজিয়ন কমা. সরাইলের ব্রিগে. জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, কুমিল্লা ব্যাটেলিয়ন ১০ এর কর্নেল শরিফুল ইসলাম মেরাজ, অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক ইমরুল হাসানসহ প্রমুখ।

এ ছাড়া বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরাইল রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টর ও ব্যাটালিয়নের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিত সকলকে অনুপ্রাণিত করতে বিজিবি মহাপরিচালক নিজেই ফায়ারিংয়ের মাধ্যমে নিপুণ লক্ষ্যভেদ করে অস্ত্র চালনার পারদর্শিতা প্রদর্শন করেন।

খেলা হবে মাঠে......cpc
17/10/2023

খেলা হবে মাঠে......cpc

17/10/2023

কুমিল্লা হাসপাতালের ফেলে দেওয়া পণ্য কি হাসপাতালেই যায়।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নং
জগন্নাথপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের
ঝাকুনীপাড়া এলাকায় অবস্থিত
ময়লাখিলি নামে পরিচিত সিট
করপোরেশনের ময়লা ফেলার স্থানে
যা হচ্ছে কুমিল্লা সিটি করপোরেশনের ফেলে দেওয়া আর্বজনা থেকে
হাসপাতালের
যাবতীয় ঔষধের কোঠা, সিরিঞ্জ,
স্যালাইন, ইনজেকশনসহ
হাসপাতালের ফেলে দেওয়া বিভিন্ন
আসবাবপত্র কুড়িয়ে নিয়ে পরিস্কার
করে ঢাকায় পাঠানো হচ্ছে, সিটি
করপোরেশনের গাড়ি ময়লা গুলো
ফেলার সাথে সাথে পুড়িয়ে ফেলার
পূর্বেই কুড়িয়ে নিয়ে যাচ্ছে।
হাসপাতালের মেয়াদ বিহীন এসব
জিনিসপত্র পরিস্কার করে ঢাকায়
নিয়ে ব্যবসায়ীরা কি দোকানে বিক্রি
করছে, তা নিয়েও প্রশ্ন সাধারণ
মানুষের, সাধারণ মানুষ বলছে এসব
ঝুকিপূর্ণ কাজ করছে তারা তাদের
যেমন ক্ষতি হচ্ছে ঠিক সাধারণ
মানুষেরও ক্ষতি হওয়ার আসংখা
রয়েছে, দ্রুত তাদের কে সরিয়ে দিয়ে
সবার জীবন রক্ষার দাবি সাধারণ মানুষের।

মা কে নিয়ে সাকিবের ছোট্ট ভাষা******************************ছানারা আজ কত বড়বুঝে না আমার ভাষাভুলেই গেছে ছিলো একটাছোট্ট মাট...
13/10/2023

মা কে নিয়ে সাকিবের ছোট্ট ভাষা
******************************
ছানারা আজ কত বড়
বুঝে না আমার ভাষা
ভুলেই গেছে ছিলো একটা
ছোট্ট মাটির বাসা
সেদিনও তো চিৎকার করে
উঠে ছিলি বোকা
সব কষ্ট বুকে নিয়ে
ছিলাম ঘরে একা
এখনও আমি সবার মাঝে
খোঁজে ফিরি দিনে রাতে
আশা নিয়ে আছি ঘরে
বোকাটা কখন আসবে নীড়ে
বোকাটা এসে চমকে দিবে
চেয়ে থাকি পথের দিকে
ডাকবে আমায় ক্ষণে ক্ষণ
শুনে শুনে যাবো সেই ছোট্র ঘরে
থাকবো না আর সবাই মিলে
থাকবে শুধু স্মৃতিগুলো নীড়ে
*****লেখক.....সাংবাদিক সহিদুল ইসলাম সাকিব

কুমিল্লা আদালতের রেকর্ডরুম ও জিআরও শাখায় খালাতো ভাই এবং বাল্যকালের বন্ধু সজিব চাকরি করেন। সজিব আর আমি দু'জনেই দুই কর্মস্...
09/10/2023

কুমিল্লা আদালতের রেকর্ডরুম ও জিআরও শাখায় খালাতো ভাই এবং বাল্যকালের বন্ধু সজিব চাকরি করেন। সজিব আর আমি দু'জনেই দুই কর্মস্থলে, হঠাৎ কাজের ফাঁকে দুই বন্ধু কোর্টের ছাঁদে কিছু সময়ের জন্য আড্ডা। ★2★

বাবা হারা এতিম আমি, খোঁজতে থাকি বাবার স্মৃতি,পরপারে ভাল থেকো জান্নাতের ঘরে,এই কামনা করছি আমি আল্লাহ দরবারে,তুমি আছো তুমি...
07/10/2023

বাবা হারা এতিম আমি,
খোঁজতে থাকি বাবার স্মৃতি,
পরপারে ভাল থেকো জান্নাতের ঘরে,
এই কামনা করছি আমি আল্লাহ দরবারে,
তুমি আছো তুমি থাকবে আমার অন্তর জুড়ে,
পরপারে দেখা করো এতিম ছেলের সাথে।
বাবা হারা এতিম হয়ে ঘুরছি সারাবেলা
কারো ক্ষতি না করে তোমার আদর্শ বুকে নিয়ে
সবার উপকার করতে চাই প্রতি মুহুর্তে
লোকে বলে তোমার মতো হয়েছি আমরা দু'ভাই
এই আদর্শ নিঃসন্দেহে তোমারই দেওয়া
তাই তো মোরা তোমার চরণে দিয়ে গেলাম সবই
বাবা বাবা বলে আমি আল্লাহ কাছে দোয়া চাইছি
আল্লাহ তুমি বাবা কে, সব সময় রাখো জান্নাতে।
সাকিবের এই কামনা পূরণ করো অনায়াসে।
আল্লাহর দরবারে বাবার জন্য সবাই দোয়া করবেন।

Check out Sakib Comilla's video.

04/10/2023

কুমিল্লা চকবাজার ট্রাক ও অটোরিকশা মুখোমুখি

ঘরে বসেই কেক কিনুন সবচেয়ে কমদামে কুমিল্লায়★★★★★★★★★★★★★★★★★★★★★★আপনার জীবনের স্মরণীয় উৎসবটি একটি সুন্দর করে সাজানো ঘরোয়া...
03/10/2023

ঘরে বসেই কেক কিনুন সবচেয়ে কমদামে কুমিল্লায়
★★★★★★★★★★★★★★★★★★★★★★
আপনার জীবনের স্মরণীয় উৎসবটি একটি সুন্দর করে সাজানো ঘরোয়া পরিবেশে বানানো সুস্বাদু কেক-এর সাথে উপভোগ করুন। এখন আপনি কোন প্রকার ঝামেলা ছাড়াই অনলাইন থেকে আপনার প্রিয় কেকটি অর্ডার করতে পারেন। পাপন স্বপন কেক ঘর.ডট কমে আপনাকে দিচ্ছে ঘরে বসেই অনলাইনে আপনার পছন্দের কেক কেনার সুবর্ণ সুযোগ, তাই দেরি না করে আজই অর্ডার দিন।
*****************************************************
যোগাযোগের ঠিকানা: গর্জণখোলা মদিনাতুন জামে মসজিদ সংলগ্ন মাতৃ কুটির, চকবাজার, ৬ নং ওয়ার্ড, সিটি করপোরেশন, কুমিল্লা। মোবাইল: ..................................

03/10/2023

সাংবাদিক আহসান হাবিব পাখি ও সাংবাদিক সহিদুল ইসলাম সাকিব এর বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাদ আছর কুমিল্লা সদর উপজেলার ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জগন্নাথপুর বাবা সাহেব সৈয়দ করম আলী শাহ (রহঃ) জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। তাঁদের পিতার জন্য সর্বস্তরের জনগণের কাছে দোয়া চেয়েছেন। সবাই সাংবাদিক পাখি ও সাকিবের বাবার জন্য দোয়া করবেন।........... NewsComilla

02/10/2023

আলহামদুলিল্লাহ
আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি
কষ্ট করলে কেষ্ট মিলে, সব কিছুর মালিক আমাদের একজনই...তিনি আমাদের ( রব ) আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

মিথ্যা কথার চেয়ে দুশমন হাজার গুনে অনেক ভালদুশমন দুশমনি করে চলে যায় কিন্তু মিথ্যাবাদী কখনোই মিথ্যা ছাড়া কিছু বলতে পারে না...
25/09/2023

মিথ্যা কথার চেয়ে দুশমন হাজার গুনে অনেক ভাল
দুশমন দুশমনি করে চলে যায় কিন্তু মিথ্যাবাদী কখনোই মিথ্যা ছাড়া কিছু বলতে পারে না, হাঁটতে বসতে শুধুই মিথ্যা চালিয়ে যায়।
(মামলা করলে মামলা শেষ::::::>> মিথ্যা বলে সর্বনাশ)

মনে হয় বড় জেঠা আর বাবার রুপে আমার পুত্র দাড়িয়ে আছে, হঠাৎ দেখলে সত্যিই এটাই বলা লাগে।নিচে সব তথ্য 👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎দাদা👎👎👎...
22/09/2023

মনে হয় বড় জেঠা আর বাবার রুপে আমার পুত্র দাড়িয়ে আছে, হঠাৎ দেখলে সত্যিই এটাই বলা লাগে।

নিচে সব তথ্য
👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎

দাদা

👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎

জেঠা

👎👎👎👎👎👎👎👎👎👎👎👎

বাবা

👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎

জেঠাতো ভাই

👎👎👎👎👎👎👎👎👎👎👎👎

আমার বড় ভাই

👎👎👎👎👎👎👎👎👎👎👎👎

আমি

👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎

আমার ছোট চাচাতো ভাই

👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎

পরবর্তীতে আমাদের প্রজন্ম

👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎

শেষে বাকি লেখা

👎👎👎👎👎👎👎
আমাদের ঘুষ্ঠিতে প্রথমে আমার দাদা, তারপর জেঠা, পরে বাবা এর পর জেঠাতো ভাই নৌ বাহিনীর-নিরাপত্তাকারী, এর পর আমার বড় ভাই সাংবাদিক, শেষে আমাদের পিচ্চিরা সবার একই স্টাইলে দাঁড়ানো। এটাই হলো প্রজন্ম থেকে প্রজন্ম।

15/09/2023

এই জীবনে যাদের কে কোন দিন টাইম দেওয়ার সুযোগ ছিলো না, কারনে অকারণে এখন ভবের ভবঘুরে

12/09/2023

একটু অবহেলায় হারিয়ে যায় একটা মানুষ, হারিয়ে যাওয়ার আগে কেউ কারো মূল্য বুঝে না, মূল্য বুঝার সময় যখন হয় তখন সেই মানুষটা আর থাকে না।
আর একটা খুবই ভয়ংকর কথা হলো
প্রয়োজনে ব্যবহার করা ব্যক্তিদের নিজের প্রয়োজনে খোজে পাওয়া বড়োই কঠিন কাজ। এটা কখনো আশা করা ঠিক নয়, প্রয়োজনে ব্যবহার হবেন কিন্তু আপনার প্রয়োজনে তাঁকে খোজে পাবেন সেটা আশা করা বোকামি ছাড়া আর কিছু না। সত্যি বললে তাদের জ্বলজ্বল উজ্জ্বলতা ভয়ংকর মুখের হাসি দেখবেন।

09/09/2023

( হাসিখুশিতে ভরপুর ত্রিপুরা চা ঘর এখন জগন্নাথপুর )
ত্রিপুরা গিয়ে চা খেতে হবে না, বর্তমানে চলে এসেছে ত্রিপুরার চা জগন্নাথপুর ইউনিয়নের ঝাকুনীপাড়া সংলগ্ন গোমতী বাঁধের উপরে হরিঙ্গারচরে ত্রিপুরা চা ঘর। চা খেয়ে তৃপ্তি অবশ্যই পাবেন। তাই চলে আসুন হরিঙ্গারচর এলাকায় ত্রিপুরা চা ঘরে। সকল কে বলবো ত্রিপুরা চা ঘরে এক কাপ চা চুমু দিয়ে বলে যাবেন কেমন চা খেয়েছেন, তৃপ্তি পেয়েছেন নাকি অসন্তুষ্ট হয়েছেন। সবাই কে প্রাকৃতিক পরিবেশে ঘুরে যাওয়ার জন্য আহবান জানানো যাচ্ছে।
লেখা***** সাংবাদিক - সাকিব কুমিল্লা।

09/09/2023

কুসিকের ২৬ নং ওয়ার্ডে রক্ত খেকো কারা, কারা নেতা খুন করে, কারা তাবা মেরে সব ধংস করে, তাঁরা কি ঘুমেই চলে যাবে? আমার লেখার কয়দিন পর ঘটনা সত্যি হয়

04/09/2023
04/09/2023

আপনি যে মানুষ কে বেশি আপন ভাবেন সে কিন্তু পিছনে পিছনে আপনাকে গর্তে ফেলার চিন্তা করে, যার কাছে বলে তাঁর নামই গীবত করে, নিজে ভাল থাকার জন্য অন্যের নামে গীবত করে

মা” পৃথিবীর সবচেয়ে দামী ভালোবাসার অনন্ত খনিএকমাত্র এই পৃথিবীতে মা ছাড়া সব স্বার্থের পাগল ❤️❤️ ❤️❤️❤️❤️ ❤️❤️❤️❤️ ❤️❤️❤️❤️...
02/09/2023

মা” পৃথিবীর সবচেয়ে দামী ভালোবাসার অনন্ত খনি
একমাত্র এই পৃথিবীতে মা ছাড়া সব স্বার্থের পাগল
❤️❤️ ❤️❤️❤️❤️ ❤️❤️❤️❤️ ❤️❤️❤️❤️ ❤️❤️
💔💔 স্বার্থ ছাড়া এই জগতে কেউ কাছে আসে না 💔
💔💔বীনা স্বার্থে এই দুনিয়ায় কেউ ভালবাসে না💔💔
💔💔স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা 💔💔
❤️❤️❤️ ❤️❤️❤️ ❤️❤️❤️ ❤️❤️❤️ ❤️❤️❤️❤️

Address

Comilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when NewsComilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NewsComilla:

Videos

Share

Nearby media companies


Other News & Media Websites in Comilla

Show All