সনাতন-Hindu

সনাতন-Hindu "ধর্মো রক্ষতি রক্ষিতঃ" -মনুসংহিতা ৮/১৫


= ধর্মকে রক্ষা করো, ধর্মই তোমাকে রক্ষা করবে।

08/12/2025

"ওঁ নমো ভগবতে বাসুদেবায়" 🙏

বেশ তবে ঐ রইল কথা'আসছে বছর আবার হবে';ফিরবে মা যে, জ্বলবে আলোপ্রাণ ভরে ফের বাঁচা হবে...সকলকে শুভ বিজয়া❤
02/10/2025

বেশ তবে ঐ রইল কথা
'আসছে বছর আবার হবে';
ফিরবে মা যে, জ্বলবে আলো
প্রাণ ভরে ফের বাঁচা হবে...

সকলকে শুভ বিজয়া❤

01/10/2025

🙏🙏

খিলক্ষেতে প্রতিমাসহ মন্দির ভেঙে ফেলা হলো।খিলক্ষেতের শ্রীশ্রী দুর্গা মন্দির সম্প্রতি প্রশাসনের উচ্ছেদ অভিযানের শিকার হলো।...
26/06/2025

খিলক্ষেতে প্রতিমাসহ মন্দির ভেঙে ফেলা হলো।

খিলক্ষেতের শ্রীশ্রী দুর্গা মন্দির সম্প্রতি প্রশাসনের উচ্ছেদ অভিযানের শিকার হলো। সরকারি জমি দখলের অভিযোগে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো আইনের ব্যাখ্যা বোঝা ও প্রয়োগ করার মতো এতো বোদ্ধা, প্রশাসন ও দায়িত্বশীল মহল থাকা সত্ত্বেও মন্দির ভাঙার আগে প্রতিমা অন্তত সম্মানের সঙ্গে বাইরে সরিয়ে নেওয়া হলো না কেন? এটি কি শুধু আইনি পদক্ষেপ, নাকি আমাদের মানবিক মূল্যবোধ, ধর্মীয় সহনশীলতা ও সংস্কৃতির প্রতি অবহেলার প্রতিফলন?

একটি ঘটনার পর আরেকটি ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শত শত দেবোত্তর সম্পত্তি ও অর্পিত সম্পত্তি বছরের পর বছর ধরে দখল হয়ে আছে। সেই জমিগুলো উদ্ধারে কোনো কার্যকর নীতি বা দৃঢ় পদক্ষেপ আজও দেখা যাচ্ছে না।
প্রশাসন যখন সরকারি জমি উদ্ধারে এতো সক্রিয়, তখন জনগণ জানতে চায়,দেবোত্তর সম্পত্তি আর অর্পিত সম্পত্তি উদ্ধারে সরকার কবে সঠিক ও সাহসী সিদ্ধান্ত নেবে?
এ সম্পত্তি শুধু মাটি নয়; এটি ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক উত্তরাধিকারের প্রতীক।

যদি প্রশাসন সরকারি জমি উদ্ধারে পদক্ষেপ নিতে পারে, তবে আমরা কেন দেবোত্তর সম্পত্তি উদ্ধারে সংগঠিত আন্দোলনে নামতে পারি না? সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই সম্পত্তিগুলো রক্ষা ও অধিকার আদায়ে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে আওয়াজ তোলার।

যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটিতে এরপর একদল দূর্বৃত্ত ভয়বহ তান্ডব চালায় পার্শ্ববর্তী গ্রামে। যে গ্রামের অধিকাংশ মানু...
23/05/2025

যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটিতে
এরপর একদল দূর্বৃত্ত ভয়বহ তান্ডব চালায় পার্শ্ববর্তী গ্রামে। যে গ্রামের অধিকাংশ মানুষ হিন্দু ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের। সেখানে বাৎসরিক উৎসব চলছিলো, প্রায় ৫০০ মানুষের খাবারের আয়োজন ছিলো! সরজমিনে মধ্যরাতে গিয়ে দেখা যায় ১৩ টা বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে; একজন নার্সিংএর ছাত্রকে অপহরণ করা হয়েছে। ৩১ টি গরু চুরি হয়েছে, কিছু গরু মারাত্মকভাবে আহত ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে৷ গোলা ভরা ধান নষ্ট করা হয়েছে, প্রত্যেকটা বাড়িতে লুটপাট চলেছে, বাজারের দোকানগুলোতে লুটপাট হয়েছে। অতর্কিত এই আক্রমনে এলাকাবাসী বাসা থেকে পালিয়েছি৷ শুধুমাত্র যাদের পালানোর সামর্থ ছিলো না অর্থাৎ অসুস্থ ও বৃদ্ধ ব্যক্তিরা ছাড়া সবাই ওই এলাকা থেকে পালিয়েছে। এলাকার প্রত্যেকটা পরিবার সবকিছু হারিয়ে নিঃস্ব, সর্বশান্ত হয়ে গেছে! ওই পরিবারগুলোয় এখন তীব্র খাবার কষ্টে আছে, তাদের কারো কাছে পরনের পোষাকটি ছাড়া দ্বিতীয় কোনো কাপড় নেই৷ সব আগুনে পুড়েছে।
ভয়াবহ এই সাম্প্রদায়িক হামলায় মানবিক সাহায্য প্রয়োজন ডহর মশিয়াহাটির এই মানুষগুলোর। ফায়ার সার্ভিস প্রচন্ড দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে৷
এই নিরিহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বর্বরোচিত হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যম সম্পুর্ন নীরবতা পালন করছে। মানে, সরকারের নির্দেশনা অনুযায়ী সংখ্যালঘু নির্যাতনের ঘটনা যেহেতু গুজব হিসেবে প্রমান করতে হবে ,তাই এসব বাংলাদেশের সংবাদমাধ্যম নিউজ করছে না।

22/05/2025

এ যেন এক টুকরো স্বর্গ 🌸🙏

16/05/2025

কে কে গেছেন এই মন্দিরে।

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
16/05/2025

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

08/04/2025

karna de/ath Scene 🌿
Part_ 05

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when সনাতন-Hindu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category