SNBD

SNBD Online News and Lifestyle Magazine in Bengali
(35)

হলই হাতা মানে পুঁইশাকের সাথে পাতা মনে করে এই পোকা রেঁধেছেন কেউ?
11/10/2023

হলই হাতা মানে পুঁইশাকের সাথে পাতা মনে করে এই পোকা রেঁধেছেন কেউ?

11/10/2023

দেশের উন্নয়ন হবে কিভাবে!
অংকে দেখি, সব কাজ রহিম আর করিমই করে। বাকীরা কী করে? তারপরও বাকী যে শ্রমিকরা থাকে তারা কেউ ১২ দিন, কেউ ২৩ দিন কাজ করে, অবশিষ্ট কাজ রেখে চলে যায়! এতে করে ওর নিজেরও বা লাভ হয় কী! আর কাজটাও বা শেষ হয় কেম্নে? আমি না হয় বাড়তি লোক দিয়া/ নিয়া অংকটা মিলায়ে দিলাম। দ্যাশ আর ওর কথা ভাবেন! ওদের উন্নয়নের কথা ভাবেন! এ জাতির কিচ্ছু হবে না। কাজ রেখে চলে যায়। 🥱

১০ তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে বিড়ালকে বাঁচানোর পর শাহরুখ সাংবাদিকদের বলেন, 'ওরাও তো মানুষ।'(Movie: Phir Bhi Dil Hai Hindu...
11/10/2023

১০ তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে বিড়ালকে বাঁচানোর পর শাহরুখ সাংবাদিকদের বলেন, 'ওরাও তো মানুষ।'
(Movie: Phir Bhi Dil Hai Hindustani)

মোসাইব আরাশ সামসুদ্দিন ফারিশ সরকার।একছেলে, এতগুলো নামের কী ছিল দরকার? ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ও তার...
09/10/2023

মোসাইব আরাশ সামসুদ্দিন ফারিশ সরকার।
একছেলে, এতগুলো নামের কী ছিল দরকার?

ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ও তার ছেলে মোসাইব আরাশ সামসুদ্দিন ফারিশ সরকার।

09/10/2023
09/10/2023

ভাল আছি সুখে আছি— প্রবাসীদের গান

ছবিতে আছেন ৯৯ বছরের একজন বৃদ্ধা এবং তার ৭৯ বছর বয়সী সন্তান। ১৯৭১ এর মুক্তিযুদ্ধ চলাকালীন (অক্টোবর ৭১) সীমান্ত সংলগ্ন বনগ...
04/09/2023

ছবিতে আছেন ৯৯ বছরের একজন বৃদ্ধা এবং তার ৭৯ বছর বয়সী সন্তান।
১৯৭১ এর মুক্তিযুদ্ধ চলাকালীন (অক্টোবর ৭১) সীমান্ত সংলগ্ন বনগাঁও এলাকা দিয়ে ভারতের বাগদা (Bagda) 'য় প্রবেশের মুহূর্তে photographer সন্তোষ বসাক এই দুর্লভ ছবিটি তুলেন।
'বসাক সেই লোকটিকে জিজ্ঞেস করেছিলো, 'কে এই বৃদ্ধা মহিলা? '
উত্তরে লোকটি জানায়, 'তিনি আমার মাতা। আমার মা এখন একটি শিশুর মতো। তিনি ঠিকমতো হাটতেও পারেন না। এই অবস্থায় আমি তাকে ছেড়ে কিভাবে যাই!! '
★উল্লেখ্য, এই ছবিটি পরবর্তীতে World Press Photo 1972 পুরস্কার লাভ করে।

03/09/2023

পথিক! তুমি পথ হারাইয়াছ?
রচনা: কাজী নজরুল ইসলাম
গ্রন্থ: দুর্দিনের যাত্রী
আবৃত্তি: ব্রততী বন্দ্যোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা নবকুমারকে বলেছিল—পথিক, তুমি পথ হারাইয়াছ? কপালকুণ্ডলার কাপালিক পিতা নবকুমারকে বলি দিবে, এটা জানত কপালকুণ্ডলা! কিন্তু বণানীতে সে থাকত উলঙ্গ, তাই নবকুমারের সামনে না এসে আড়াল থেকে বলল—পথিক! তুমি পথ হারাইয়াছ? কাজী নজরুল ইসলাম সেখান থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছেন—পথিক! তুমি পথ হারাইয়াছ?

02/09/2023

পথিক! তুমি পথ হারাইয়াছ?
রচনা: কাজী নজরুল ইসলাম
গ্রন্থ: দুর্দিনের যাত্রী
আবৃত্তি: ব্রততী বন্দ্যোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা নবকুমারকে বলেছিল—পথিক, তুমি পথ হারাইয়াছ? কপালকুণ্ডলার কাপালিক পিতা নবকুমারকে বলি দিবে, এটা জানত কপালকুণ্ডলা! কিন্তু বণানীতে সে থাকত উলঙ্গ, তাই নবকুমারের সামনে না এসে আড়াল থেকে বলল—পথিক! তুমি পথ হারাইয়াছ? কাজী নজরুল ইসলাম সেখান থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছেন—পথিক! তুমি পথ হারাইয়াছ?

02/09/2023

বাংলা অনুবাদ ও উচ্চারণসহ আফগানিস্তানের জাতীয় সঙ্গীত। আফগান এমন একটি রাষ্ট্র যাকে পশ্চিমা সংজ্ঞায় ন্যাশন বললে ভুল হবে— কেননা, পশ্চিমের কাছে আফগানিস্তান এক ধাঁধাঁ! ইউরোপ ভেবে পাচ্ছে না আফগানিস্তান রাষ্ট্র কীভাবে টিকে আছে। আফগানিস্তানের ওপর আর্থিক নিষেধাজ্ঞা, আর্থিক অসহযোগিতা সত্ত্বেও আফগানিস্তান আজও টিকে আছে বহাল তবিয়তে।
সমস্যা হল আমরা ভুলে গেছি আফগানিস্তান তো এই প্রথম বিদেশী শাসককে তাড়াল না, তারা প্রথমে মুঘল সাম্রাজ্য, তারপরে আরও শক্তিশালী ব্রিটিশ সাম্রাজ্যর স্টিলফ্রেম, পরে আরও শক্তিশালী রুশ এবং খুব সম্প্রতি বিশ্বের ইতিহাসে খাতায় কলমে সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ইউরোপ-আমেরিকার যৌথ বাহিনীকে হারিয়েছে।
আফগানিস্তানকে ইওরোপিয় অর্থে নেশন আর তার সরকারের সঙ্গে আফগান জনগণের সম্পর্ক ইওরোপিয় কাঠামোয় ভাবলে এইরকম সমস্যায় পড়তে হবে। ঠিক যেমন উপনিবেশিক সময়ের তত্ত্বে আমরা উপনিবেশিক সময়ের আগের সময়কে বিশ্লেষণ করি, তেমনি স্টেট নির্ভর ইউরোপ আমেরিকায় বসে আফগানিস্তানকে বোঝা একই রকম ধাঁধা।

পশ্চিমের কাছে আফগানিস্তান এক ধাঁধাঁ লিখেছেন—  বাংলার কারিগর বিশ্বেন্দু নন্দইওরোপ ভেবে পাচ্ছে না আফগানিস্তান রাষ্ট্র কীভা...
02/09/2023

পশ্চিমের কাছে আফগানিস্তান এক ধাঁধাঁ
লিখেছেন— বাংলার কারিগর বিশ্বেন্দু নন্দ

ইওরোপ ভেবে পাচ্ছে না আফগানিস্তান রাষ্ট্র কীভাবে টিকে আছে। আফগানিস্তানের ওপর আর্থিক নিষেধাজ্ঞা, আর্থিক অসহযোগিতা সত্ত্বেও আফগানিস্তান আজও টিকে আছে বহাল তবিয়তে।

সমস্যা হল আমরা ভুলে গেছি আফগানিস্তান তো এই প্রথম বিদেশী শাসককে তাড়াল না, তারা প্রথমে মুঘল সাম্রাজ্য, তারপরে আরও শক্তিশালী ব্রিটিশ সাম্রাজ্যর স্টিলফ্রেম, পরে আরও শক্তিশালী রুশ এবং খুব সম্প্রতি বিশ্বের ইতিহাসে খাতায় কলমে সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ইওরোপ-আমেরিকার যৌথ বাহিনীকে হারিয়েছে।

আফগানিস্তানকে ইওরোপিয় অর্থে নেশন আর তার সরকারের সঙ্গে আফগান জনগণের সম্পর্ক ইওরোপিয় কাঠামোয় ভাবলে এইরকম সমস্যায় পড়তে হবে। ঠিক যেমন উপনিবেশিক সময়ের তত্ত্বে আমরা উপনিবেশিক সময়ের আগের সময়কে বিশ্লেষণ করি, তেমনি স্টেট নির্ভর ইওরোপ আমেরিকায় বসে আফগানিস্তানকে বোঝা একই রকম ধাঁধা।

ইওরোপ/আমেরিকা আজ সম্পূর্ণভাবে কর্পোরেটের অধীন। কর্পোরেট নিয়ন্ত্রিত সরকার আর উৎপাদন ব্যবস্থার বাইরে মানুষের জীবন জীবিকার অস্তিত্ব প্রায় শূন্য। এই সব দেশে মানুষকে সম্পূর্ণভাবে গ্রাস করেছে কর্পোরেট। এশিয়া আফ্রিকায় জনগপণের ওপর কর্পোরেট-সরকারের নিয়ন্ত্রণ মাঝারি গোছের - সরকার-কর্পোরেট ছাড়াও বিপুল সংখ্যক মানুষ জীবিকা নির্বাহ করে।

আফগানিস্তানে এই নিয়ন্ত্রণ প্রায় শূণ্যের পর্যায়ে। সরকার থাকা না থাকায় মানুষের কিছুই যায় আসে না। একদা যেমন মুঘল সেনা সম্রাটকে দেখে নয় তার মনসবদারের জন্যে যুদ্ধ করত, যুদ্ধক্ষেত্রে রাষ্ট্র প্রধান মারাগেলে বা হেরে গেলে সে সবার আগে নিজের আর ঘোড়ার[কারন ঘোড়াটি তার নিজস্ব] জীবন বাঁচিয়ে পালিয়ে যেত, তেমনি আফগানিস্তানে মানুষ তার সমাজের গোষ্ঠীপতিকে চেনে সরকার তার জীবনের মননের চৌহদ্দিতেই নেই।

আফগানিস্তানে আফিম চাষ শূন্য হলেও আফগানিস্তান বহাল তবিয়তে থাকবে কারন তার জনগনের জীবন সরকার বা কর্পোরেটের ওপর নির্ভরশীল নয়।

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছে কন্যা। গতকাল (৩০-০৮-২০২৩) চট্টগ্রামের একটি সড়ক থেকে তোলা হয় এই ছবি। বাবার টা...
31/08/2023

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছে কন্যা। গতকাল (৩০-০৮-২০২৩) চট্টগ্রামের একটি সড়ক থেকে তোলা হয় এই ছবি।

বাবার টাকা থাক বা না থাক, বাবা থাকাটা জরুরি; বাবারা সত্যিই অবিকল্প হিরো!

পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর বিখ্যাত বর্ণ পরিচয়ের ভূমিকায় লিখেছিলেন— স্বরে অ, স্বরে আ বলা যাবে না, বলতে হবে অ, আ! ...
31/08/2023

পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর বিখ্যাত বর্ণ পরিচয়ের ভূমিকায় লিখেছিলেন— স্বরে অ, স্বরে আ বলা যাবে না, বলতে হবে অ, আ! অথচ, আমরা শেখালাম— বল তো বাবু, স্বরে অ…
এর পরিণাম হচ্ছে আমরা নিজেরা ও আমাদের পরবর্তী প্রজন্ম শিখল— তালব্য শ, মধ্যর্ণ্য শ, দন্তশ শ (আমরা শিখেছি তালিবাশ শ, মদিনাশ শ, দৈন্তাশ শ)—এখন শ, ষ, স — সব হয়ে গেছে শ শ শ!
আমরা যারা বাঙলা বর্ণগুলোর সঠিক উচ্চারণ শেখাটা অপ্রয়োজনীয় মনে করি, এবং বর্ণ কমাতে বলি, তারা যখন আরবী, ইংরেজি, ফ্রেঞ্চ শিখতে যাই, তখন শত কষ্ট হলেও তাদের বর্ণগুলোর সঠিক উচ্চারণ রপ্ত করার প্রয়াস পাই। তখন একবারও প্রশ্ন করি না, চা (ث) আছে তো সীন (س) চোয়াদ (ص) কেন? C আছে তো K Q কেন?
আমাদের মানসিকতা পরিবর্তন দরকার।

31/08/2023

আমি যাচ্ছি! অনিশ্চিতের পথে একবুক আশা নিয়ে, স্বপ্নের জাল বুনতে বুনতে। আবীর আমাকে কাছে ডেকেছে, তাই যাচ্ছি! আমার খুব আনন্দ লাগছে, বুকের ভিতর দুর্‌দুর্ শব্দ হচ্ছে, আমি শুনতে পাচ্ছি।

আবীরের সাথে আমার পরিচয় হয়েছিল ফোনে, তারপর ধীরে ধীরে আমি মোহগ্রস্ত হয়ে গেছি, মায়ায়, ভালবাসায়! আবীর বলে, প্রেম হচ্ছে মোহ, গাঁজার নেশার মত। প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, হয় নাকি?

আমি জানি না! আবীর কি আমাকে ভালবাসে? হয়ত বাসে, হয়ত বাসে না— আমি কি তাকে ভালবাসি? হয়ত বাসি, হয়ত বাসি না! হয়ত তাকে জয় করতে যাচ্ছি, তাকে চিনিয়ে আনতে যাচ্ছি। প্রেম ধীরে মুছে যাবে, নক্ষত্রও মরে যাবে, তবু আমি হেরে যাব না!

মধু ফুল থেকে হলে হয় খাঁটি মধু। ফুলের ঘ্রাণ ও স্বাদ হিসেবে মধুর স্বাদ ও ঘ্রাণ আলাদা হয়।
বাণিজ্যিক চাষে মৌমাছিকে চিনি, গুড়, স্যাকারিন খাইয়ে মধু উৎপাদন করলেও সেটা খাঁটি মধু, কিন্তু তাতে প্রাকৃতিক ফুলের মধুর বৈশিষ্ট্যাদি থাকে না।
ধতুরা ফুলের মধু প্রাকৃতিক ফুলের মধু এবং খাঁটি মধু, তাতে মাদকতা থাকে! শয়তান বা প্রতারকের কথা ধতুরা ফুলের মধুর মত, কথা মিষ্ট, খাঁটি কিন্তু এর ফলাফল ভয়ানক। আবীর কী? খাঁটি ফুলের মধু, নাকি ধতুরার মধু? যাই হোক, আমি চেঁখে দেখব! হয় মাদকতায় বুঁদ হব, নয় … না, নেতিবাচক চিন্তা করি কেন? প্রেম ধীরে মুছে যাবে না, নক্ষত্রেরও মরণ হবে না!

#ধারাবাহিক

31/08/2023

সাইয়েদুল ইস্তেগফার

«اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلاَّ أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنوبَ إِلاَّ أَنْتَ»*.

(আল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খলাক্বতানী ওয়া আনা ‘আব্দুকা, ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাস্তাত্বা‘তু। আ‘উযু বিকা মিন শাররি মা সানা‘তু, আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়্যা, ওয়া আবূউ বিযাম্বী। ফাগফির লী, ফাইন্নাহূ লা ইয়াগফিরুয যুনূবা ইল্লা আনতা)।

“হে আল্লাহ্‌! আপনি আমার রব্ব, আপনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আর আমি আমার সাধ্য মতো আপনার (তাওহীদের) অঙ্গীকার ও (জান্নাতের) প্রতিশ্রুতির উপর রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আপনি আমাকে আপনার যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি, আর আমি স্বীকার করছি আমার অপরাধ। অতএব আপনি আমাকে মাফ করুন। নিশ্চয় আপনি ছাড়া আর কেউ গুনাহসমূহ মাফ করে না।”

যে ব্যক্তি সকালবেলা অথবা সন্ধ্যাবেলা এটি (‘সায়্যিদুল ইসতিগফার’) অর্থ বুঝে দৃঢ় বিশ্বাসসহকারে পড়বে, সে ঐ দিন রাতে বা দিনে মারা গেলে অবশ্যই জান্নাতে যাবে। — বুখারী, ৭/১৫০, নং ৬৩০৬

🌹⚪️⚪️⚪️🍃⚪️🍃⚪️⚪️⚪️🌹

বাঙালি মুসলমান! পাবলিক টয়লেটে বসেও ইবাদতের কথা ভুলে না!
30/08/2023

বাঙালি মুসলমান!
পাবলিক টয়লেটে বসেও ইবাদতের কথা ভুলে না!

গ্রীষ্মের অপরাহ্নে গরমের ক্লান্তি দূর করছে লোকেরা।
10/05/2023

গ্রীষ্মের অপরাহ্নে গরমের ক্লান্তি দূর করছে লোকেরা।

ভেন্নার তেলের উপকারিতা।ভেন্না গাছ থেকে উৎপাদিত তেলের উপকারিতাবাংলাদেশে ভোজ্যতেলের তালিকায় ভেন্না একটি পরিচিত নাম। কোনো ক...
03/05/2023

ভেন্নার তেলের উপকারিতা।

ভেন্না গাছ থেকে উৎপাদিত তেলের উপকারিতা
বাংলাদেশে ভোজ্যতেলের তালিকায় ভেন্না একটি পরিচিত নাম। কোনো কোনো এলাকায় বলা হয় ভেরেন্ডা। একসময় রাজবাড়ীর গোয়ালন্দে প্রায় এলাকার ঝোপঝাড় ও বাড়িঘরের আশপাশে প্রচুর ভেন্না গাছ দেখা যেত। ভোজ্যতেল হিসেবে এর চাহিদাও কম ছিল না।

ভেন্না আমাদের দেশের গরিব মানুষের ভোজ্যতেল। এ ছাড়া রোগব্যাধি নিরাময়ে এ তেল ব্যবহার করা হয়। ভেন্নার গাছ জ্বালানি হিসেবে, বাড়ির আঙ্গিনার বেড়া ও সবজির মাচায় ব্যবহার করা যায়।

উপজেলার নদী তীরবর্তী এলাকার মাটি ভেন্নার জন্য খুবই উপযোগী। এ অঞ্চলে ভেন্না চাষের উজ্জ্বল সম্ভাবনা থাকা সত্ত্বেও পৃষ্ঠপোষকতার অভাবে এ অঞ্চল থেকে ভেন্না হারিয়ে যেতে বসেছে।

বর্তমানে সয়াবিন তেলের প্রচলনে আগের মতো ভেন্নার কদর নেই। অথচ সয়াবিন তেলের তুলনায় ভেন্না তেলের পুষ্টিমান কোনো অংশেই কম নয়। উৎপাদন খরচ নেই বললেই চলে। কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে সয়াবিন তৈলের ওপর নির্ভরতা অনেকাংশেই কমে যাবে।

ভেন্নার বৈজ্ঞানিক নাম Ricinus communic, ভেন্না তেলের অপর নাম ক্যাস্টর ওয়েল বা রেড়ির তেল। ভেন্না গাছ গজানোর পর দেখতে অনেকটা পেপে গাছের মতো।

সবচেয়ে বড় পাতা জাতের উদ্ভিদগুলোর মধ্যে একটি হলো ভেন্না গাছ। গাছগুলো আট থেকে ১৫ ফুট পর্যন্ত লম্বা হয়। গজানোর সময় কোনো শাখা-প্রশাখা থাকে না। একটু বড় হলে শাখা-প্রশাখায় চারদিক ছড়িয়ে যায়।

ভেন্না বিনা চাষেই বর্ষাকালে গজায় এবং হেমন্ত ও শীতকালে ফুল ও ফল ধরা শুরু করে। অনুকূল পরিবেশ পেলে সারা বছরই ফল ধরে। বিভিন্ন প্রজাতির মধ্যে বোম্বাই ও স্থানীয় জাতের ভেন্নাই আমাদের দেশে বেশি দেখা যায়।

গাছগুলো সাদা ও লালচে বর্ণের হয়ে থাকে। গিটাযুক্ত গাছের পাতায় আট-দশটি কোনাযুক্ত পাতা মানুষের হাতের মতো ছড়ানো থাকে। পাতাগুলো ছয় থেকে আট ইঞ্চি পর্যন্ত লম্বা হয়।

গাছের বয়স দুই থেকে তিন মাস হলে শাখায় শাখায় ফুলের কাঁদি হয়। প্রতিটি কাঁদিতে দেড় থেকে দুই শতাধিক পর্যন্ত ফল ধরে। প্রত্যেক ফলে তিন-চারটি বীজ দানা হয়। কিছু দিন পর কাঁদিগুলো পাক ধরলে হাল্কা কালচে বর্ণের হয়। তখন গাছ থেকে কাঁদিসহ ফল ছাড়িয়ে নিয়ে রোদে শুকিয়ে বীজ সংগ্রহ করা হয়।

বীজগুলো ভালোভাবে রোদে শুকিয়ে সরিষা, তিল অথবা তিসির সাথে মেশিনে ভাঙিয়ে ভোজ্যতেল তৈরি করা যায়। মেশিনে না ভাঙিয়ে পাতিলে পানি নিয়ে সিদ্ধ করে রোদে শুকিয়ে পাটায় পিষে পুনরায় পানিতে জ¦ালিয়েও ভেন্নার তেল তৈরি করা যেতে পারে।

হাউলিকেউটিল গ্রামের আবদুর রহমান জানান, আড়াই কেজি ভেন্নার বীজে এক কেজি ভোজ্যতেল হয়। এ তেলে রান্না করা তরকারী সুস্বাদু হয়।

ছোটভাকলা ইউপির সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মোল্লা বলেন, পৃষ্ঠপোষকতা পেলে আমি বাণিজ্যিকভাবে ভেন্নার আবাদ করতে আগ্রহী।

নলডুবির কৃষক নায়েব আলী, আবদুল মান্নান, ইয়ার হোসেন, জালাল শেখসহ একাধিক কৃষক ভেন্নার বিভিন্ন গুণের বর্ণনা দেন। দেওয়ান পাড়া গ্রামের মিশুক মোল্লা জানান, আগের দিনে বেপারীরা ধামায় করে গ্রাম থেকে ভেন্না ওজনে কিনে নিয়ে যেত। এখন তাদেরও দেখা মেলে না।

ভেন্না তেলের উপকারিতা সম্পর্কে স্থানীয়রা জানান, এ তৈল তরকারি রান্না ও পিঠা তৈরিতে ব্যবহার করা যায়। গরম ভাতের সাথে খেলে খাবারে রুচি বাড়ে। এ তেল নিয়মিত ব্যবহারে মাথা ঠাণ্ডা থাকে। শরীরের যেকোনো কালো দাগ বা আগুনে পোড়া দাগ মিলাতে এ তেল বিশেষ কার্যকরী।

কৃষি কাজের প্রয়োজনে পুকুর বা ডোবা-নালার নোংরা পচা পানিতে নামার আগে এ তেল শরীরে মেখে নিলে শরীর চুলকায় না এবং জোঁক কামড়ায় না। এর কাঁচা বীজ কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধানে বিশেষ কার্যকর। প্রচণ্ড ঠাণ্ডা লাগলেও তেল গরম করে বুকে মালিশ করলে আরাম পাওয়া যায়।

এক তথ্যে জানা যায়, ভারতের মেঘালয়, আসামের মেন্দিপাথার, ময়রাপুর, কারবিলং কৃষ্ণাই অঞ্চলের গারো ও মনিপুরীরা রেশম শিল্পে গুটি পোকার খাদ্য হিসেবে ভেন্না গাছের পাতা ব্যবহার করে।

আর আমাদের দেশে তুঁত গাছের পাতা ব্যবহার করা হয়। আরেক তথ্যে জানা যায়, উন্নত কয়েকটি দেশে ভেন্নার তেল বায়োডিজেল বা বায়োফুয়েল হিসেবে ব্যবহৃত হয়।

খাদ্যমান, ভেষজ গুণ, সহজ চাষ, খরচ কমসহ নানা দিক বিবেচনা করে কৃষকেরা পৃষ্ঠপোষকতা পেলে ভেন্না এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ফসল হতে পারে।

দীর্ঘ বিরতির পর আবারও ফিরে এলাম। এখন থেকে নিয়মিত পোষ্ট করা হবে এই পেজে।
03/05/2023

দীর্ঘ বিরতির পর আবারও ফিরে এলাম। এখন থেকে নিয়মিত পোষ্ট করা হবে এই পেজে।

"শোনো বড় বউ, আমি আগেও বলেছি আবারও বলছি, যার স্বামীর যেমন রোজগার, তার ঘরে ঠিক তেমনি খাওয়া দাওয়া হবে। এরপরেও যদি ইচ্ছা করে...
12/02/2023

"শোনো বড় বউ, আমি আগেও বলেছি আবারও বলছি, যার স্বামীর যেমন রোজগার, তার ঘরে ঠিক তেমনি খাওয়া দাওয়া হবে। এরপরেও যদি ইচ্ছা করে বাজার থেকে দু' পয়সার হরলিক্স বিস্কুট এনে দিও।"

কলকাতার আইকনিক বাংলা ছবি 'ছোট বউ'তে শ্বাশুড়ির চরিত্রে মীনাক্ষি গোস্বামীর অভিনয় স্মরণীয় হয়ে আছে। একই ছবির অফিশিয়াল রিমেকে বাংলাদেশে এই চরিত্রে অভিনয় করেন আমাদের দেশের একজন স্বনামধন্য খল অভিনেত্রী, মীনাক্ষী গোস্বামীর মতোই তিনি এই চরিত্রে ছিলেন উজ্জ্বল। বাংলার ঘরে ঘরে 'দজ্জাল শাশুড়ী'র চরিত্রে যার সুপরিচিতি,তিনি অভিনেত্রী সুষমা আলম।

বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি কখনোই খল অভিনেত্রীদের মূল্যায়ন করেনি, দারুণ পারফর্ম করেও তারা আড়ালেই থাকতেন সবসময়। অথচ তারা নিজেদের চরিত্রে এতটাই প্রাণ দিতেন, দর্শকরা সত্যিই তাদের খারাপ মানুষ হিসেবে ভাবতেন। সুষমা সেরকমই একজন অভিনেত্রী। বিশেষ করে শাবানার ছবিতে খল চরিত্রে অভিনয় করে তিনি বেশি প্রশংসিত হতেন। সেটা 'লক্ষ্মীর সংসার' ছবিই হোক কিংবা হোক মায়ের দোয়া, বাংলার মা, নির্মম, লাল কাজল- ছবিগুলো। আইকনিক খল নারী চরিত্র ঘষেটি বেগমের চরিত্রে আলোচিত হয়ে আছেন রঙিন 'নবাব সিরাজউদ্দৌলা' ছবিতে। শুধু যে খল চরিত্রেই সমাদৃত ছিলেন তা কিন্তু নয়, এই ঘর এই সংসার ছবিতে জলহস্তীর চরিত্রে কৌতুক অভিনয়েও দর্শকদের কাছ থেকে বাহবা পেয়েছেন।

মঞ্চ, বেতারে কাজ করা এই অভিনেত্রীর মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল 'বিন্দু থেকে বৃত্ত'; এরপর সুন্দরী,বেদের মেয়ে জোছনা, হারানো সুর- সহ বহু সিনেমায় অভিনয় করে গেছেন সদর্পে। তবে সেই অনুযায়ী স্বীকৃতি পাননি। জাতীয় পুরস্কারে পার্শ্ব চরিত্রে অভিনেত্রী ক্যাটাগরিতে কখনোই খল অভিনেত্রীদের ভাবা হতো না, এড়িয়ে যাওয়া হতো। পরে খল ক্যাটাগরি চালু হলেও ততদিনে তিনি অভিনয়ে অনিয়মিত হয়ে গিয়েছিলেন। ক্যারিয়ারের শেষের দিকে কিছু নাটকে অভিনয় করতে দেখা গেছে তাকে, এক সময় অসুস্থ হয়ে পড়ায় সেটাও ছেড়ে দেন। অবশেষে ২০১১ সালের আজকের তারিখে ৭১ বছর বয়সে নিরবে নিভৃতে মারা যান এই বর্ষীয়ান অভিনেত্রী।

লেখা- হৃদয় সাহা

কালনেমি— বি, রাক্ষস বিঃ; রাবণের মাতুল। ২. দানববিঃ; হিরণ্যকশিপুর পুত্র। কালনেমির লঙ্কাভাগ— শক্তিশেলে হতচেতন লক্ষণকে বাঁচা...
28/11/2022

কালনেমি
— বি, রাক্ষস বিঃ; রাবণের মাতুল।
২. দানববিঃ; হিরণ্যকশিপুর পুত্র।

কালনেমির লঙ্কাভাগ
— শক্তিশেলে হতচেতন লক্ষণকে বাঁচাইবার জন্য হনুমান গন্ধমাদন পর্ব্বত হইতে ঔষধ আনিবার কালে রাবণের মাতুল কালনেমি হনুমানকে নিহত করিবার জন্য প্রেরিত হন এবং তার পুরস্কার- স্বরূপ অর্দ্ধেক লঙ্কারাজ্য পাইবেন বলিয়া রাবণ অঙ্গীকার করেন। কালনেমি হনুমানকে হত করিবার পূর্ব্বেই যাত্রাকালে লঙ্কার কোন্ অর্দ্ধভাগ লইবেন, তা মনে মনে স্থির করেন। ফলে কালনেমিই হনুমানের হস্তে হত হওয়ায় মনে মনে লঙ্কাভাগ মাত্র সার হয়। কালনেমির ন্যায় মনে মনে লঙ্কাভাগ অর্থাৎ কর্ম্মানুষ্ঠানের পূর্ব্বেই কর্ম্মের ফলাকাঙ্ক্ষা।

16/07/2021

গরু ছিনতাইয়ের চেষ্টায় ব্যর্থ হয়ে ফেনীর সুলতানপুরে কিশোরগঞ্জের এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠে.....

16/07/2021

পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদ্য সাবেক হওয়া সদস্য (সিনিয়র স....

16/07/2021

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ‘আধ্যাত্মিক নেতা’ মাহমুদ হাসান গুনবি ওরফে হাসানকে গ্রেফতার করেছে র‍.....

15/07/2021

কুমিল্লার বরুড়ায় সৌদি প্রবাসী মোশারফ হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্প....

15/07/2021

ফেনীতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে অনলাইন পশুর হাট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফেনী...

14/07/2021

কুমিল্লার লাকসামে মসজিদ নির্মাণ নিয়ে বিপাকে পড়েছেন পৌর এলাকার পূর্ব লাকসাম ফায়ার সার্ভিস সংলগ্ন ‘মসজিদে বাইতুল...

14/07/2021

কুমিল্লার লাকসামে চলাচলের রাস্তা না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন পৌর শহরের অর্ধশতাধিক বাসিন্দা। অপরিকল্পিত স্থাপ.....

14/07/2021

ফেনীর নবাগত সিনিয়র সহকারি পুলিশ সুপার এএসপি (সোনাগাজী সার্কেল) মোঃ মাশকুর রহমান যোগদান করেছেন । এর আগে তিনি র‍্যা....

14/07/2021

কুমিল্লার মনোহরগঞ্জে সরকারি খাল দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি উপজেলার হাসনাবাদ বাজারে ...

13/07/2021

বাংলাদেশসহ ১৫ দেশকে করোনাভাইরাসের এক কোটি ১০ লাখ টিকা দেবে জাপান। ১৩ জুলাই মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ....

13/07/2021

এবারের ঈদে ঢাকায় ২১টি পশুর হাট বসছে। মহামারি রোধে হাটগুলোতে আরোপ করা হয়েছে ৪৬টি শর্ত। দুই সিটি করপোরেশন জানিয়েছে...

13/07/2021

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ডাকটিকিট অবমুক্ত করেছে ফ্রান্স। ডাকটিকিটটি...

13/07/2021

হইচই ফেলে দেওয়া ওয়েব সিরিজ ‘মহানগর’। পরিচালক আশফাক নিপুণ এই মুহূর্তে সর্বত্র প্রশংসিত। এর মধ্যেই সাফল্যের মু.....

13/07/2021

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগের সঙ্গে টেলিফোনে কথা বলে.....

13/07/2021

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্...

13/07/2021

ঈদ উপলক্ষে আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত (২১ জুলাই, ঈদের দিন ব্যতীত) যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ...

13/07/2021

রূপপুর বালিশকাণ্ডকে হার মানিয়ে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর মায়ের নামে প্রতিষ্ঠিত শেখ সায়েরা খাতুন হাসাপাতালের জন্য ....

Address

Comilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when SNBD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SNBD:

Videos

Share